Information Bangla

Information Bangla Poland work permit Visa information, Poland Visa interview Poland Visa update, job visa update, Europe visa update Europe visa information
(2)

26/01/2025

পোল্যান্ড কি এখন কাজের ভিসা দেয়?

26/01/2025

Where to apply for Poland long-term/ residency visas?
Keep in mind that for a long-term visa (more than 90 days), Bangladeshi citizens need to get a visa from the embassy of New Delhi. Most importantly, residence permits have to deal with in person.

Sweden embassy in Dhaka only accepts tourist/visit visas for Poland.

Embassy of the Republic of Poland in New Delhi

50-M Shantipath, Chanakyapuri, New Delhi-110021, India.
Phone: (+91) 11 4149 6904, (+91) 11 4149 6992, (+91) 11 4149 6975
Fax: (+91) 11 4149 6974
Email: [email protected]
Web: www.newdelhi.mfa.gov.pl/en
Opening Hours: Monday to Friday (9:00 AM to 5:00 PM).

26/01/2025

Frequently Asked Questions (FAQs)
Is there any Polish Embassy in Bangladesh?
Unfortunately no.

There is a Consulate of Poland in Bangladesh. However, he doesn’t the visa related issues. Short-term Poland (Schengen) visas of Bangladeshi citizens are now processed by the Royal Sweden embassy.

26/01/2025

Common Document Checklist
For Poland Visa:

* Passport: Your valid passport with at least 2 blank pages. The validity must be 3 months or more beyond your submitted travel plan.

* Passport Photocopy: Photocopy of the passport identity page

* Last Schengen Visa: Copy of your last Schengen visa if you have one

* Filled Out Visa Form: A completely filled Sweden visa form. You need to mention Poland as your main destination on the form.

* Photo: 2 Recent photos on a white background. Check the Schengen visa photo requirement here.

* Travel Plan: Your day-to-day travel plan within the Schengen member states. Covering the day of your entry to the day of your exit.

* Employment Documents: Documents related to your profession, this includes your employment certificate, NOC, and salary slips. If you have any alternative profession, you need to provide proof of employment.

* Person Bank Statement: Personal bank statement with regular transaction/source of income. The last balance should be sufficient to cover your travel costs.

* Proof of Accommodation: Hotel booking copy, or confirmation of accommodation where you will stay.
* Schengen Travel Insurance: Schengen medical insurance covers at least 30,000 euros for medical and health contingencies. Travel insurance is mandatory for Schengen visa applications.

* Return Air Ticket Booking: A primary booking of your flight to and exit from the Schengen area. You can submit a dummy ticket, the confirmed ticket is not required.

* Income Tax Documents: Submit the income tax acknowledgment copy of the last 3 years and tax certificates.
Additional Documents for Business Owners

* Business Documents: For business owners, Submit a copy of the updated Trade license, and other business documents.

* Company Bank Statement: Submit the company bank statement with sufficient proof of your business activities.

* Additional Required Documents For Business Visit:

For a business trip, you have to submit some extra documents as they counted it as business visits:

Invitation letter from Poland companies mentioning your purpose, activities, duration, and location of your stay.
Details of the conference, fair, or trade show.
Admission cards, tickets, or payment receipts for the trade show.
Sponsorship or commitment letter from the organizers with the details if they cover your costs during the stay.

26/01/2025

Documents for Poland Tourist Visa From Bangladesh

26/01/2025

বাংলাদেশি হিসেবে ভ্রমণের জন্য কি আমার পোলিশ ভিসার প্রয়োজন?

পোল্যান্ড শেনজেন অঞ্চলের একটি দেশ, তাই বাংলাদেশি নাগরিকরা পোল্যান্ড ভ্রমণের জন্য শেনজেন ভিসার জন্য আবেদন করতে পারেন।

আর ভাবুন তো?

শেনজেন ভিসার মাধ্যমে, আপনি পোল্যান্ড সহ শেনজেন অঞ্চলের ২৭টি ইউরোপীয় দেশের যেকোনো একটিতে ১৮০ দিনের মধ্যে ৯০ দিন পর্যন্ত প্রবেশ এবং থাকার অনুমতি পাবেন।
বাংলাদেশ থেকে পোল্যান্ডের জন্য নিম্নলিখিত ভিসা পেতে পারেন।

পোল্যান্ডের শেনজেন ভিসায় আপনি কী করতে পারেন?

পর্যটন: শেনজেন ট্যুরিস্ট ভিসার প্রাথমিক উদ্দেশ্য হল পর্যটনের উদ্দেশ্যে শেনজেনভুক্ত যেকোনো দেশ ভ্রমণের অনুমতি দেওয়া। আপনি যা করতে পারবেন-

দর্শনীয় স্থান পরিদর্শন

সাংস্কৃতিক আকর্ষণ অন্বেষণ

এবং ঐতিহাসিক স্থান পরিদর্শন

ব্যবসা: শেনজেন ট্যুরিস্ট ভিসা ধারককে ব্যবসা-সম্পর্কিত কার্যকলাপে জড়িত হওয়ার সুযোগও দেয়, এটি হতে পারে...

সম্মেলনে যোগদান,
পণ্য পরিদর্শন এবং মান পরীক্ষা
সভা,এবং চুক্তি আলোচনা।
ইত্যাদি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

স্বল্পমেয়াদী অধ্যয়ন: একটি শেনজেন পর্যটন ভিসা ধারককে যেকোনো শেনজেন দেশে ৩ মাসেরও কম সময়ের মধ্যে স্বল্পমেয়াদী কোর্স বা প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদানের সুযোগ দেয়।

চিকিৎসা চিকিৎসা: যখন আপনার একটি শেনজেন পর্যটন ভিসা থাকে, তখন আপনি যেকোনো শেনজেন দেশে চিকিৎসা সেবা পেতে পারেন।

বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে দেখা করুন: ভিসাধারী পোল্যান্ড সহ যেকোনো শেনজেন দেশে বসবাসকারী বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারেন।

#জব #ভিডিও2024 #ভিসা #টুর #অনলাইনে

26/01/2025

Poland Visa from Bangladesh: Requirements, Process & Agency

24/01/2025

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, বর্তমান বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট প্রসেসিং চলছে,এই মুহূর্তে যারা ওয়ার্ক পারমিট প্রসেসিং এর জন্য ফাইল সাবমিট করবেন তাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন ভিএফ এস তাই এই মুহূর্তে নিদের্শনা গুলো মেনে ফাইল সাবমিট করবেন ইনশাআল্লাহ ভিসা ভাগ্য থাকলে অবশ্যই হবে ইনশাআল্লাহ।

🇭🇷 Some things for those who will submit Croatia file to VFS:

🇭🇷 Location:
Dhaka Banani (Opposite building of Hotel Sheraton), Road #17, which is located on Kakoli to Gulshan Road.
🇭🇷 Documents that need to be carried:
▪️ Original passport (1 copy color photocopy)
▪️ Photo 2 copies (35×45) mm
▪️ Appointment date copy
▪️ Application copy
▪️ Work permit copy
▪️ Company house (accommodation) copy
▪️ Guarantee letter
▪️ Insurance copy
▪️ Ticket reservation copy
▪️ TT (Visa fee)
▪️ Police clearance legalization color photocopy
🇭🇷 VFS Global service fee -11,440/- Taka

🇭🇷 Interview: There is no reason to be afraid. You do not have to answer any questions. Whatever happens will be decided according to your documents.

🇭🇷 যারা ক্রোয়েশিয়া ফাইল VFS জমা দিবেন তাদের জন্য কিছু কথাঃ

🇭🇷 লোকেশনঃ
ঢাকা বনানী ( হোটেল শেরাটনের বিপরীত বিল্ডিং), রোড #১৭, যা কাকলী টু গুলশান রোডে অবস্থিত।
🇭🇷 যে সকল ডকুমেন্টস সাথে রাখা প্রয়োজনঃ
▪️ মূল পাসপোর্ট ( ১ কপি কালার ফটোকপি)
▪️ ছবি ২ কপি (৩৫×৪৫)
▪️ এ্যাপয়েন্টমেন্টডেট কপি
▪️ এপ্লিকেশন কপি
▪️ ওয়ার্ক পারমিট কপি
▪️ কোম্পানির হাউজ ( accommodation) কপি
▪️ গ্যারান্টি লেটার
▪️ ইন্সুইরেন্স কপি
▪️ টিকেট রিজার্ভেশন কপি
▪️ টিটি ( ভিসা ফি)
▪️ পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন কালার ফটোকপি
🇭🇷 VFS Global service ফি -১১,৪৪০/-টাকা

🇭🇷 ইন্টারভিউঃ ভয়ের কোন কারণ নেই। কোন প্রকার প্রশ্নের উত্তর দিতে হবে না। যা হবে তা আপনার ডকুমেন্টস অনুযায়ী সিদ্ধান্ত।

ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে পাওয়া যায়। কত টাকা খরচ হয়। ক্রোয়েশিয়া যাওয়ার জন্য পুরো প্রক্রিয়া আলোচনা করা হয়েছে। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যাওয়ার যাবতীয় বিষয় জানতে পারবেন।

21/01/2025

যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্তুগিজ আসার কথা ভাবতেছেন তাদের জন্য......
"For those thinking of coming to Portugal from different European countries"

"বর্তমানে পর্তুগালে বাস্তবতার কিছু চিত্র "
একটুখানি মনে যোগ দেন যারা ইউরোপের অন্যান্য দেশের মধ্যে থেকে আসতে চাইছেন।
১ - পর্তুগালে বিশেষ করে লিসবন, Porto , Madeira সহ বড় শহর গুলোতে কাজ ও বাসার অনেক সংকট। তার উপর শীত কালে কাগজ দ্বারীদের কিছুটা কাজের সংকট থাকে।
২ - দুই বছর আগের তুলনায় খরচ অনেক বেশি।আগে যদিখানে রুম ভাড়া ছিল ১৫০ থেকে ১৮০ এখন সেখানে ২০০থেকে ২৫০। খাবার দাম তুলনামূলক বেশি।যা আগের ইনকাম এর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল কিন্তু বর্তমানে.............!
৩ - এখানে আত্মীয় না থাকলে আপনি স্বজাতি দ্বারা আবার প্রতারিত হবেন। এবং যারা আপনাকে স্বাগতম জানাবেন তাড়াই গিলে খাচ্ছে আপনার সম্পদ,প্রতি ধাপে ধাপে ঠকবেন।
৪ - ইদানিক অবৈধ লোকদের কাজ রত অবস্থায় ধরাএ জন্য মাঝে মধ্যেই পুলিশ দোকানে যাচ্ছে। যার ফলে মালিকরা রাখতে চাচ্ছে আ।
৫ - আগে বেতন ছিল মিনিমাম ৭২০ থেকে ৮২০ এখন যা ৫৫০ থেকে ৬৫০ ঘরে এসেছে।
৬- আগে গ্লোব উবের পাওয়া গেলেও এখন তা সোনার হরিন।
৭- কন্টাক্ট কেনা বিষয় তা এখন ওপেন সিক্রেট। মিনিমাম ৩০০০ থেকে ৯০০০ হাজার ধরে রাখেন।

সুবিধা

১ - আগে যেখানে কাজের অনুমতি সহ কাগজ পেতে সময় লাগতো ২ বছর ত এখন ১ বছর
২- পরবর্তী কার্ড আগে হত ৩ বছরের মেয়াদ,এখন তা প্রথম কার্ডের পর একেবারে ৩ বছর।সেই সাথে ব্যবসা করার সুবিধা।
৩ - অন্য ইউরোপের তুলনায় নাগরিত্ব সহজি করন।
৪- কার্ড পাওয়ার পর যদি বিশেষ কোন কাজের উপর আপনার অভিজ্ঞতা থাকে তাহলে মিনিমান ১২০০ থেকে ১৬০০ ইউরো জব করার সুযোগ।

এখন সিদ্ধান্ত আপনার। এবং এই বাস্তবতা বিশ্বাস করে আপনাকে আসতে হবে ভাই।উপরের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে যদি টিকে থাকতে পারনে আপনাকে ওয়েলকাম পর্তুগাল
#জব #ওয়াক #পতুগাল #ভিসা #ইউরোপ #লিসবন #

20/01/2025

আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে পোল্যান্ড ওয়ার্ক পারমিট প্রসেসিং এখন পর্যন্ত বাংলাদেশের সুইডেন এম্বাসী থেকে কাজ শুরু করতে পারেনি,তাই এই মুহূর্তে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন অবশ্যই অন্যান্য উপায়ে চেষ্টা করুন ইনশাআল্লাহ , আপনার ভাগ্য ভিসা থাকলে অবশ্যই তা পাবেন, ধন্যবাদ সবাইকে

কিন্তু ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট প্রসেসিং চলছে

19/01/2025

বর্তমান পোল্যান্ড ভিসা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ লাইভে যুক্ত হবেন এবং এটা শেয়ার করুন ধন্যবাদ

19/01/2025

ইনশাআল্লাহ বাংলাদেশ সময় আজকে সন্ধ্যায় ফেসবুক পেজে এক্টিভ থাকুন লাইভে কথা হবে

19/01/2025

বাংলাদেশি শ্রমিক ও কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (একবার ভিসা নিয়ে একাধিকবার ভ্রমণের সুবিধা) প্রদানে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটা হলে বাংলাদেশি শ্রমিকেরা প্রয়োজন অনুযায়ী সহজে দেশে ফিরতে পারবেন।

ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান অধ্যাপক ইউনূস। গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে মালয়েশিয়ায় কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের দেশটিতে প্রবেশের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টাকে জানান, বিষয়টি নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে। আজ মঙ্গলবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে এই কমিটির।

বাংলাদেশি শ্রমিকদের পরের দলটি যাতে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে, সে লক্ষ্যে এই প্রক্রিয়া মালয়েশিয়া দ্রুত এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। এ সময় তিনি গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে এ বছর রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে। এতে আসিয়ানের সমর্থন প্রয়োজন হবে।

মালয়েশিয়া থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ ও কারখানা বাংলাদেশে স্থানান্তরে হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এতে বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানো সম্ভব হবে।

অধ্যাপক ইউনূস হাইকমিশনারকে আরও বলেন, ‘আমি আশা করি, আপনার বাংলাদেশে অবস্থানকালে অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় এ তথ্য জানান তিনি।

উপাচার্য কামরুল আহসান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচনের রোডম্যাপ (পথরেখা) প্রকাশ করেছে। ঘোষণা অনুসারে, নির্বাচনের তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এ লক্ষ্যে গত শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চান উপাচার্য।

জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় যদি চায়, তাহলে তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে পারে। উপাচার্যকে তিনি বলেন, ‘যদি আপনারা চান, তাহলে জাকসু নির্বাচন আয়োজন করুন। নির্বাচনটি আপনাদের নেতৃত্বে আয়োজন করুন।’ এ সময় গণ–অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক ইউনূস।-বাসস

#ভিসা প্রসেসিং update #মালেশিয়া ভিসা প্রসেসিং #ইউরোপ ভিসা প্রসেসিং #জব ভিসা প্রসেসিং #ওয়াক পারমিট ভিসা প্রসেসিং

19/01/2025

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার

18/01/2025

বাংলাদেশি পর্যটকদের জন্য বিদেশে ভ্রমণ ও ভিসা প্রাপ্তিতে যে নতুন চ্যালেঞ্জগুলো আসছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। এখানে উল্লেখ করা হয়েছে যে, কিছু অসাধু চক্র ট্যুরিস্ট ভিসা নিয়ে বিদেশে গিয়ে অবৈধভাবে বসবাস এবং কাজ করার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। এর ফলে অনেক দেশের সরকারের কাছে বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে এবং বাংলাদেশের প্রকৃত পর্যটকরা আরও বেশি ভোগান্তিতে পড়ছেন।

বিশেষ করে, গত কয়েক বছরে বাংলাদেশি নাগরিকদের জন্য বেশ কয়েকটি দেশের দরজা বন্ধ বা সীমিত হয়ে গেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার বেশ কিছু দেশ। সম্প্রতি ভিয়েতনামও এই তালিকায় যুক্ত হয়েছে।

এ বিষয়টির সঙ্গে সম্পর্কিত কর্মকর্তারা মনে করছেন, কিছু অসাধু ট্যুর অপারেটর এবং মানব পাচারের সঙ্গে যুক্ত চক্রের কারণে এই সমস্যা বেড়ে যাচ্ছে। তারা পর্যটনের নামে বিদেশে লোক পাঠায়, যারা পরে আর দেশে ফিরে আসে না এবং সেখানে অবৈধভাবে বসবাস শুরু করে। এতে বিদেশী সরকারের কাছে বাংলাদেশের প্রতি একটি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, যার ফলে সত্যিকারের পর্যটকরা ভিসা পেতে সমস্যা সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশের ট্যুর অপারেটররা বলছেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সচেতনতা বৃদ্ধি এবং কঠোর মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন, তবে এ ধরনের পরিস্থিতি উন্নত করা সম্ভব। তারা মনে করেন, আলোচনা ও সমাধানের মাধ্যমে বিদেশী ভিসার সমস্যার সমাধান করা যেতে পারে, তবে একতরফাভাবে ভিসা বন্ধ করা সমীচীন নয়।

বাংলাদেশের পর্যটন খাতের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক এবং এর কারণে প্রকৃত পর্যটকদের ভিসা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।

18/01/2025

বাংলাদেশিদের জন্য বন্ধ হতে পারে অনেক দেশের ভিসা সুযোগ

17/01/2025

#ভিএফএস #গ্রীস
চুক্তি অনুযায়ী ৪ হাজার বাংলাদেশি কর্মী ভিসা পাবেন

ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবিলায় এ বছর ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রিসভা একটি গেজেট পাস করেছে। এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী ৪ হাজার বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন।

গ্রিসে কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে। বর্তমানে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ খাতে বিশেষ কারিগর, ওয়েল্ডার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিমফিটার, গাড়ি চালক, সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটরসহ প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে।

তবে কর্মী সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে কৃষি খাতের মালিকরা। কৃষি খাতের শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবিলা করছে মালিকেরা।

এবারের গেজেট অনুযায়ী মোট ৮৯ হাজার ২৯০ জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাতা, মেশিন অপারেটর, কারখানার শ্রমিক, অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়া হবে। এর মধ্যে ৪৫ হাজার ৬৭০ জনকে মৌসুমি কাজ বা সিজনাল ভিসা দেয়া হবে। এর আগে প্রাথমিকভাবে ২০২৩-২৪ সময়কালের জন্য এক লাখ ৪৭ হাজার ৯২৫ জন অভিবাসী আনার কোটা নির্ধারণ করেছিল গ্রিক সরকার। মূলত কৃষি, নির্মাণ, পর্যটন এবং খাদ্য খাতে নিয়োগকর্তাদের চাহিদা পূরণের জন্য তৃতীয় দেশ থেকে অতিরিক্ত কর্মী আনার অনুমোদন দেওয়া হয়েছিল।

২০২৫ সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে, সিজনাল ভিসায় ৪৫ হাজার ৬৭০ জন, উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য দুই হাজার, নির্ভরশীল কর্মসংস্থান বা স্পন্সর ভিসার জন্য ৪১ হাজার ৬৭০ জন কর্মী আনতে পারবে নিয়োগকর্তারা। গেজেটে বলা হয়েছে, মোট সংখ্যার মধ্যে প্রায় নয় হাজার কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ ও মিশর থেকে আসবে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সাথে সই হওয়া চুক্তি অনুযায়ী কৃষি, বন, মৎস্য এবং পর্যটন খাতে চার হাজার কর্মীর শূন্যপদ বাংলাদেশ থেকে আগত কর্মীদের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করেছে গ্রিস।

এছাড়া ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়া গ্রিস-মিশরের অভিবাসন চুক্তির আওতায় কৃষি খাতে মৌসুমি কর্মসংস্থান সম্পর্কিত অবশিষ্ট পাঁচ হাজার শূন্যপদ মিশর থেকে আসা কর্মীদের দিয়ে পূরণ করবে।

এদিকে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা পেতে চরম বেকায়দায় পড়েছেন গ্রিসের ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা, ফলে দু‘দেশের চুক্তির দু বছর অতিবাহিত হলেও ভিসার লক্ষণীয় অগ্রগতি নেই।

Endereço

Almada

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Information Bangla publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Information Bangla:

Vídeos

Compartilhar