Ashiya Khatun Asha

Ashiya Khatun Asha ➪The more pain,the more happiness.I want to reach my Goal.Like follow Share my page please Support me

উফফ ঝাল দিয়ে আমাদের পুরান ঢাকার এই ছোট্ট ফুচকা- চটপটি খাওয়ার মজাই আলাদা তাই না???কার কার এমন ঝাল দিয়ে ফুচকা-চটপটি ভালো ল...
04/12/2024

উফফ ঝাল দিয়ে আমাদের পুরান ঢাকার এই ছোট্ট ফুচকা- চটপটি খাওয়ার মজাই আলাদা তাই না???

কার কার এমন ঝাল দিয়ে ফুচকা-চটপটি ভালো লাগে???

টু -পিছ ড্রেস গুলো অর্ডার করতে ইনবক্স করুন
17/11/2024

টু -পিছ ড্রেস গুলো অর্ডার করতে ইনবক্স করুন

চায়না ফ্লাওয়ার হেয়ার বেন গুলো দেখতে খুবই সুন্দর। অর্ডার করতে ইনবক্স করুন
17/11/2024

চায়না ফ্লাওয়ার হেয়ার বেন গুলো দেখতে খুবই সুন্দর।
অর্ডার করতে ইনবক্স করুন

28/09/2024

Send me One ★

28/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আসলেই মিল খুঁজে পাওয়া যায়।আল্লাহর দেওয়া চেহারাটা কে কি রকম করে ফেলেছে😭হায় আফসোস।Ashiya Khatun
28/09/2024

আসলেই মিল খুঁজে পাওয়া যায়।আল্লাহর দেওয়া চেহারাটা কে কি রকম করে ফেলেছে😭হায় আফসোস।

Ashiya Khatun

26/09/2024

ছোট একটা পুটিমাছ পেলাম🐠🐟🎣🎣

I've received 1,200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
26/09/2024

I've received 1,200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

03/08/2024

১৫ বছর ধরে প্রতি ক্লাসে, প্রতি বিষয়ে, মুক্তিযুদ্ধ আর মুজিবের কাহিনী পড়ানোর ফলে, যে প্রত্যেক ঘরে মুজিব আর মুক্তিযোদ্ধা তৈরি হবে, এটা উনি বুঝতে পারেন নাই।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন এই রকম মানুষদের কে হেদায়েত দান করে,সম্পদের অহংকারে যারাই যাদের সাথে খারাপ আচর করে, অপর মা...
27/04/2024

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন এই রকম মানুষদের কে হেদায়েত দান করে,

সম্পদের অহংকারে যারাই যাদের সাথে খারাপ আচর করে, অপর মানুষকে মানুষ মনে করেনা,সম্পদের দাপটে সংসার নষ্ট করে আল্লাহ যেন তাদের এবং তাদের পরিবারকে হেদায়েত দান করে আর না হয় ধবংস করে দেয়।

আল্লাহ যেন তাদের উপর লানত ও গজব নাজিল করে।এই অভিশাপ যেন তাদের লেগে যায়।তারা যেন এই দুনিয়াতে তাদের কৃতকর্মের ফল ভোগ করে এবং যাকে কষ্ট দেয় সে যেন তার নিচ চোখে তাদের ধবংস দেখতে পারে।

আচরণে যত্ন বোঝা যায়। যত্ন বোঝা যায় শব্দে, অশব্দে, বাক্যে, কিংবা নীরবতায়। দয়ায়, মায়ায়, ক্ষমায়, মনোযোগী শ্রোতায়। যত্ন ফিল ...
26/04/2024

আচরণে যত্ন বোঝা যায়। যত্ন বোঝা যায় শব্দে, অশব্দে, বাক্যে, কিংবা নীরবতায়। দয়ায়, মায়ায়, ক্ষমায়, মনোযোগী শ্রোতায়। যত্ন ফিল করা যায় এক কাপ চা ঢেলে দেয়ায় বা অবহেলা ভরে রেখে যাওয়ায়। ধরা যায় আর্গুমেন্টে বা ক্ষোভ প্রকাশের সময় সম্মান বজায় রাখায়, নতুবা খোয়া যায় অসম্মানজনক কথায়।

যত্ন ছুঁয়ে দিয়ে যাবে জড়িয়ে ধরার ধরণে, নিরাপদে রাস্তা পাড় করিয়ে দেয়ার স্বভাবে, মাকড়সা ভীতি আছে জেনে আলগোছে আপনার কাছ থেকে দৃশ্যটা লুকিয়ে ফেলার কৌশলে। দূর যাত্রায় পৌঁছে মেসেজ দেয়ার ভঙ্গিমায়। সামনে বসিয়ে খাওয়ানোতে, আবার স্পেইস দিতে দূরে সরে যাওয়ায়। অপরের দোষ খোঁজার আগে খুব জোরেশোরে বেনেফিট অফ ডাউট দেয়ার চেষ্টায়।

একই শাড়ি আপনি ১০ জনকে পরিয়ে বুঝতে পারবেন কোন মানুষটা খুব যত্নে শরীরে জড়িয়েছে, আর কে বিরক্তি লুকিয়ে মন রক্ষা করতে চেয়েছে। কোরমা পোলাও হোক আর আলুভর্তা হোক, যত্ন টের পাবেন পরিবেষণে।

যত্নশীল বা কেয়ারিং পারসোনালিটি অওন করা বড্ড কঠিন একটা চর্চা আসলে। ব্যক্তিগত ভাবে অতি অপছন্দের মানুষজনের সাথেও দেখা হলে এরা হাসিমুখে কথা বলে (মনে মনে হয়তো দোয়া ইউনূস পড়ছে)। নট বিকজ দে আর ফেইক, বিকজ খুব ছোটবেলা থেকেই তাদেরকে ট্রেনিং দিয়ে গড়ে নেয়া হয়েছে হাউ টু বি কালম এন্ড কাইন্ড ইভেন উইদ টেরিবল হিউম্যান বেয়িংস। তাঁদের গুড ম্যানারস ব্যাড ফিলিংস এ যেন নষ্ট না হয়। যত্নের অদ্ভুত একটা চাদর বিছিয়ে জগৎ সংসারের সব পথ যেন তাঁরা পাড়ি দিতে পারে।

মানুষের এই একটা মাত্র আচরণে আপনি বলে দিতে পারবেন সে কোন ধরনের ঘরোয়া শিক্ষা নিয়ে এসেছে। তাঁর রেইজ হওয়ার পরিবেশটা কি চমৎকার ছিল! পারিবারিক প্রতিপালকগণ কতোটা সরল, শুদ্ধ, জ্ঞানী, এবং আন্তরিক ছিলেন!

অভিমানী হওয়াটা'ই মেয়েদের ধর্ম। সৃষ্টিকর্তা নিজেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন! ঢং করবে,ন্যাকামি করবে, চিল্লা...
26/04/2024

অভিমানী হওয়াটা'ই মেয়েদের ধর্ম। সৃষ্টিকর্তা নিজেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন! ঢং করবে,
ন্যাকামি করবে, চিল্লাবে, অযথা রাগ করবে সা'মান্য কথায় চোখে পানি চলে আসবে, হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে! এই মোহনীয় দৃশ্য সামলে ভালোবেসে আগলে রাখতে পারলে'ই আপনি প্রকৃত পুরুষ!!❤️‍🩹🌼
এই ছবি হাজার শব্দের সমান. 🙂 কেউ উপস্থিত থাকাকালীন তার প্রশংসা করুন ভালোবাসুন তার অনুপস্থিতিতে গোপনে নয়।.

ইসরাইলী পণ্য চেনার সহজ উপায়। বারকোডের শুরুতে যদি 729 সংখ্যা থাকে,বুঝে নিবেন এটা ইসরাইলী পণ্য।ইসলাম ও মুসলিম উম্মাহের স্ব...
11/10/2023

ইসরাইলী পণ্য চেনার সহজ উপায়। বারকোডের শুরুতে যদি 729 সংখ্যা থাকে,বুঝে নিবেন এটা ইসরাইলী পণ্য।

ইসলাম ও মুসলিম উম্মাহের স্বার্থে ইসরাইলী পণ্য বর্জন করুন।এটি মুসলিম মিল্লাতের জন্য আবশ্যক।

10/10/2023

পৃথিবীর কোণায় কোণায় আমার এ গান দাও ছড়িয়ে
মুমিনের সিনায় সিনায় রাক্ত তুফান দাও ভরিয়ে।
অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো
এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো।
জিহাদের তাকবিরে ফের জাগরে যুগের বীর সালাহ্ উদ্দিন
ইয়াহুদের হাত হতে আকসা ছিনে আন, আনরে ফিলিস্তিন।
ছোটে আয় বিন কাশেম আর গজনবি, ঘুরির মতো সব বীর।
কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর।
তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির।

এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জান বাজ।
ওদিকে ভোগ পিয়ালায় যাচ্ছে ভেসে ভন্ড আরব রাজ।
এদিকে ঝড়ছে বোমায় লক্ষ মাসুম অবুজ শিশুর প্রাণ
ওদিকে বিশ্ব মোড়ল সংখ্য শুনায় হিউমিনেটির গান।

জাগোরে তুর্কি, আরব, বঙ্গ, মালয়, পাক সেনা দল
সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল।
এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ঐ শিবিরে
কেন হায় জাগছো না দূর্বার গতীতে চলছো ধীরে।
জাগো অর্থে, জাগো অস্ত্রে, জাগো ঐক্যে, জাগো আজ সব
রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব।
জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির
গণমাধ্যম করো দুশমন শিবিরের দূর্গে ধরাও চির।
তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির।

পৃথিবীর দেশ, ভাষা, জাত, পাত ভুলে মুসলিম সবে এক হও
ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও।
কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃংখল
কত আর দেখবে মায়ে বুক ফাটা নাদ বোনের অশ্রু জল।

পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে
আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুণগুণিয়ে।
এ আওয়াজ ইস্রাফিলের শিংগা হয়ে বাজবে শেষে
জালিমের ভাঙ্গবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে।
উঠো গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ
করো স্বাধীন আরাকান, সিরিয়া, ইরাক লও কেড়ে আফগান।
জেনে নাও ঐ হিমালয় শৃঙ্গ হতেও উচ্চ তোমার শির
বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর।
তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির।
#মুহিবখান #জাগ্রতকবিমুহিবখান
#ইসরাইলী পণ্য চেনার সহজ উপায়। বারকোডের শুরুতে যদি 729 সংখ্যা থাকে,বুঝে নিবেন এটা ইসরাইলী পণ্য।

ইসলাম ও মুসলিম উম্মাহের স্বার্থে ইসরাইলী পণ্য বর্জন করুন।এটি মুসলিম মিল্লাতের জন্য আবশ্যক।

Endereço

Dhaka
Alfama
1100

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Ashiya Khatun Asha publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Vídeos

Compartilhar