Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.
Whenever you see the Stars icon, you can send me Stars!
#StarsEverywhere #usa #usareels
ছোট একটা পুটিমাছ পেলাম🐠🐟🎣🎣
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন এই রকম মানুষদের কে হেদায়েত দান করে,
সম্পদের অহংকারে যারাই যাদের সাথে খারাপ আচর করে, অপর মানুষকে মানুষ মনে করেনা,সম্পদের দাপটে সংসার নষ্ট করে আল্লাহ যেন তাদের এবং তাদের পরিবারকে হেদায়েত দান করে আর না হয় ধবংস করে দেয়।
আল্লাহ যেন তাদের উপর লানত ও গজব নাজিল করে।এই অভিশাপ যেন তাদের লেগে যায়।তারা যেন এই দুনিয়াতে তাদের কৃতকর্মের ফল ভোগ করে এবং যাকে কষ্ট দেয় সে যেন তার নিচ চোখে তাদের ধবংস দেখতে পারে।
#viralpage #sadness #10k #hadis #hadisbangla #bukharihadith #Bukhari_Shareef #weakness #disobedient #unruly #arrogant #quarrelsome Ashiya Khatun #viralpage
আমার করা ভিডিও।চাঁদপুর বড় স্টেশন। ঢাকার ইদ পাথরের ঘেরা পরিবেশ থেকে একটু শান্তির খোজে প্রকৃতির ছোয়া পেতে নিজেকে ভালোবেসে কিছু দিন পর পর একটু ঘুড়তে বের হওয়া দরকার।
Ashiya Khatun #viralreelsfb #viralreels #viralpost #borostation #trees #NaturalBeauty #natural #river #sky #coxsbazar #minicoxbazar #Chandpur #chandpur_district #chandpurborostation
পৃথিবীর কোণায় কোণায় আমার এ গান দাও ছড়িয়ে
মুমিনের সিনায় সিনায় রাক্ত তুফান দাও ভরিয়ে।
অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো
এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো।
জিহাদের তাকবিরে ফের জাগরে যুগের বীর সালাহ্ উদ্দিন
ইয়াহুদের হাত হতে আকসা ছিনে আন, আনরে ফিলিস্তিন।
ছোটে আয় বিন কাশেম আর গজনবি, ঘুরির মতো সব বীর।
কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর।
তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির। তোলো তাকবির।
এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জান বাজ।
ওদিকে ভোগ পিয়ালায় যাচ্ছে ভেসে ভন্ড আরব রাজ।
এদিকে ঝড়ছে বোমায় লক্ষ মাসুম অবুজ শিশুর প্রাণ
ওদিকে বিশ্ব মোড়ল সংখ্য শুনায় হিউমিনেটির গান।
জাগোরে তুর্কি, আরব, বঙ্গ, মালয়, পাক সেনা দল
সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল।
এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ঐ শিবিরে
কেন হায় জাগছো না দূর্বার গতীতে চলছো ধীরে।
জাগো অর্থে, জাগো অস্ত্র
তুমি যখন কাউকে ভালোবাসবে❤️❤️
#viral #viralreels #viralpost #viralvideo #viralpage #viralshorts #lovestory #love #foryoupageシ #foryou #husband #wife
#বাংলাদেশ #পুরানঢাকা #বঙ্গ
يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ
উচ্চারণ : ‘ইয়া না-রু কু-নি বারদান ওয়া সালামান আলা ইবরাহীম।’ অর্থাৎ ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ (সুরা আম্বিয়া : ৬৯)
রাজধানীর পুরান ঢাকার বঙ্গ মার্কেটে ভয়াবহ আগুন।
পুড়ে শেষ প্রায় পাঁচ হাজারের ও বেশি দোকান।
অনেক আত্নীয় ও বান্ধবীদের স্বামী, বাবা, ভাইয়ের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে আল্লাহ তাদের ধৈর্য ধারন করার ও সহ্য করার তৌফিক দান করুক।