Hamas War

Hamas War ফিলিস্তিন যুদ্ধের আপডেট পেতে

21/01/2024

জনপ্রিয়তা।

16/01/2024

১০০ দিন পার হয়ে যাওয়ার পরেও আমাদের মুজাহিদরা একটুও ক্লান্ত হয়নি, দুর্বল হয়নি, ভেঙে পড়েনি। তাদের দৃঢ়তা আগের মতোই বহাল আছে।

আহত আর ক্ষত নিয়ে ১০০ দিন পার হওয়ার পরেও আমাদের জনগণ ইস্পাতের ন্যায় দাঁড়িয়ে আছে।

সুসংবাদ গাজাবাসীর জন্য, সুসংবাদ গাজার পবিত্র মাটির জন্য। আল্লাহর ইচ্ছায় অচিরেই এই মাটি স্বাধীন হবে। গাজাবাসী আকসায় প্রবেশ করবে।

স্বাধীনতার সকাল অচিরেই দেখা দিবে। আমাদের ত্যাগ এবং জনগণের রক্ত বৃথা যাবে না।

নিজ কাজে আল্লাহ পরিপূর্ণ ক্ষমতাবান পরাক্রমশালী। যদিও অধিকাংশ লোক তা জানে না।

10/01/2024

সৌদি আরব হা*মাসকে শত্রু মনে করে থাকে। হা*মাসের পক্ষে মৌন সমর্থনকারী আলেমদের জেল এ ঢুকিয়ে রাখে। হা*মাসের কয়েক নেতা সৌদি জেলে বন্দী। সৌদি আরব শুধু একা নিজে নয়,সে জর্ডান, বাহরাইন,মিশর আর আরব আমিরাতকে নিয়ে হা*মাসবিরোধী খেলায় মেতে উঠেছে। হা*মাস নেতাদের আলজেরিয়ায় নির্বাসন করার চক্রান্ত করেছিলো সৌদি আরব। হা*মাসের উৎপত্তি মুসলিম ব্রাদারহুড থেকে। সেই মুসলিম ব্রাদারহুড মিশরের ক্ষমতায় এসে টিকতে পারে নি তিনটা দেশের কারণে৷ ই*সরায়েল, যুক্তরাষ্ট্র আর সৌদি আরব। সৌদি আরবের সবচেয়ে বড় ভয় মুসলিম ব্রাদারহুড তথা হা*মাস আন্দোলন যদি সৌদিতে প্রবেশ করে তাহলে তাদের রাজতন্ত্রের কবর রচিত হবে৷ এজন্য তারা হা*মাসকে দমন করার জন্য যা যা করা দরকার তার সবই ভিতরে ভিতরে করে যাচ্ছে। হা*মাসবিরোধী মুসলিম দেশগুলোর জোট হচ্ছে সৌদি আরব, জর্ডান, মিশর,আরব আমিরাত আর বাহরাইন। আর হামা*সের পক্ষে অক্ষ শক্তি হিসেবে কাজ করে যাওয়া তিনটি দেশ ইরান,তুরষ্ক আর কাতার।

08/01/2024

ব্রেকিং নিউজ:

ইরানকে সৌদি আরবের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা।

কিন্তু ইরান বলেছে,

যু*দ্ধ আমরা করছিনা। হা*মাস,হি*জবুল্লাহ এবং আ&নসারউল্লাহ সবার নিজস্ব প্রতিনিধি আছে। তারা ইরানের বন্ধু হলেও ইরানের মুখাপেক্ষী নয়। ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করলেই তারা যুদ্ধ বন্ধ করবে। এখানে আমাদের কিছু করার নাই বরং আমরা তাদের সিদ্ধান্তকে সমর্থন করি

উল্লেখ্য ইতিমধ্যে গা*জা যু*দ্ধে ৬০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। কিন্তু ই*সরাইলের অর্জন শূন্য। এছাড়াও চারপাশের আক্রমণে কোনঠাসা হয়ে পরেছে তারা

গত ২৪ ঘন্টায় গা*জায় ১৯ সৈন্য সহ ১০৩ জন ইস*রায়েলি সৈন্য নিহ*ত হয়েছে

26/12/2023

পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক দুটি কষ্ট হচ্ছে-
একাকী থাকা আর কাজহীন থাকা।

মৃত্যুর পর কবরে এত দীর্ঘ সময় মানুষ একাকী কিভাবে থাকবে ?
তখন যদি কোন কাজ না থাকে, তখন সময় কাটবে কিভাবে ?

৭২ ঘণ্টায় ৬০ ই*সরায়েলি সামরিক যান ধ্বং*স করেছে হা*মাস।
26/12/2023

৭২ ঘণ্টায় ৬০ ই*সরায়েলি সামরিক যান ধ্বং*স করেছে হা*মাস।

গাজ্জায় ধ্বংসযজ্ঞ চালানোর পর এক বিধ্বস্ত বাড়ির দেয়ালে বিয়ের তারিখ লিখে ছবি তুলেছিলো মোশে নামের এই সেনা। লিখেছে এই তা...
25/12/2023

গাজ্জায় ধ্বংসযজ্ঞ চালানোর পর এক বিধ্বস্ত বাড়ির দেয়ালে বিয়ের তারিখ লিখে ছবি তুলেছিলো মোশে নামের এই সেনা। লিখেছে এই তারিখ ভুলে যেওনা। গতকাল প্রতিরোধযোদ্ধাদের হাতে নিহত হয়েছে মোশে😃😃😃

25/12/2023

গতকাল গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত ১৪ জন ই*সরায়েলি সৈন্য

🔻স্টাফ সার্জেন্ট ডেভিড বোগদানোভস্কি, ১৯
🔻স্টাফ সার্জেন্ট ওরেল বাশান, ২০
🔻স্টাফ সার্জেন্ট গ্যাল হার্শকো, ২০
🔻স্টাফ সার্জেন্ট রায় ইলিয়াস, ২১
🔻স্টাফ সার্জেন্ট ইটামার শেমেন, ২১
🔻মাস্টার সার্জেন্ট নাদাভ ইছাচার ফারহি, ৩০ বছর
🔻মাস্টার সার্জেন্ট এলিয়াহু মীর ওহানা, ২৮
🔻সার্জেন্ট। (প্রথম শ্রেণির) এলিয়াসাফ শোশান, ২৩
🔻সার্জেন্ট। (প্রথম শ্রেণির) ওহাদ আশুর, ২৩
🔻ওশরি মোশে বুৎজাক, ২২ বছর
🔻স্টাফ সার্জেন্ট নির রাফায়েল কানানিয়ান, ২০
🔻স্টাফ সার্জেন্ট বিরহানু কাসি, ২০
🔻মাস্টার সার্জেন্ট শাই টারমিন, ২৬
🔻ওয়ারেন্ট অফিসার আলেকজান্ডার স্পিটস, ৪১

25/12/2023

প্রতি ফোটা
রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ!

প্রত্যেকটা মা-বোনের
জীবন ও ইজ্জতের বদলা অবশ্যই নেওয়া হবে ইনশাআল্লাহ!

আমাদের এক একটা
সন্তানের রক্তের বদলা অবশ্যই নেয়া হবেই হবে ইনশাআল্লাহ!

আমরা না পারলেও
আমাদের সন্তানেরা ইহু*দিদের কলিজার উপরে দাঁড়িয়ে আল আকসা বিজয় করবেই করবে ইনশাআল্লাহ!

25/12/2023

আবু উবায়দা হাফিঃ
সামরিক মুখপাত্র; আল-কাসসাম বিগ্রেড।

হামাসের সামরিক শাখা গত ৪ দিনেঃ

🔺২৪ টি আক্রমণ চালিয়েছে।
🔺১৫০ ই*সরাইলি সেনা হ*ত্যা করেছে।
🔺৩৫টি সামরিক যান ধ্বংস করেছে।
🔺কয়েক ডজন ই*সরাইলি সেনাকে আহত করেছে।

দৈনন্দিন কেনাকাটার সময় চোখ রাখুন।
25/12/2023

দৈনন্দিন কেনাকাটার সময় চোখ রাখুন।

24/12/2023

আজ, যে ৮ জন ই*জ্রাইলি সেনা অফিসার নিহ*ত হয়েছে বলে জানিয়েছে ই*জ্রাইল, তার মধ্যে ৪ জন ম্রা খাইছে
গা*জা রেসিস্টেন্সের ফায়ার করা Anti-Tank Missile/RPG হিট এ! 💥

গা*জা রেসিস্টেন্সের শেল আঘাত হানে ই*জ্রাইলের তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রোটেক্টেড দাবি করা Namer-Combat Engineering Vehicle (Namer CEV) এপিসি'তে।

এতে সেখানে ৪ অফিসার নিহত হয় বলে স্বীকার করলো ই*জ্রাইল।

এ কেমন বিশ্বসেরা এপিসি!
রেসিস্টেন্স এইসব যানের দুর্বল পয়েন্ট খুঁজে সেই স্থানেই হিট করার সর্বোচ্চ চেষ্টা করে।
ভেতরে বাকি সৈন্যরা আদৌ বেচে ফিরেছে কিনা অজানা।

অন্য ৪ জন মা*রা গেছে,
(২+২) ২টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে!

⛔ ব্রেকিং ⛔গা*জায় নিহত আরো ৮সন্ত্রা*সী সেনা অফিসারের নাম প্রকাশ করেছে ই*জ্রাইল!!!!
24/12/2023

⛔ ব্রেকিং ⛔
গা*জায় নিহত আরো ৮
সন্ত্রা*সী সেনা অফিসারের নাম প্রকাশ করেছে ই*জ্রাইল!!!!

24/12/2023

হা*মাসের তাড়া খেয়ে ই*জ্রিলের অবস্থা 🤩🤩🤩

গাজায় নিহত ৫ ই*জ্রাইলি স*ন্ত্রাসী সে*না অফিসারের নাম প্রকাশ করেছে ই*জ্রাইল।একজনের ছবি প্রকাশিত হয়নি
24/12/2023

গাজায় নিহত ৫ ই*জ্রাইলি স*ন্ত্রাসী সে*না অফিসারের নাম প্রকাশ করেছে ই*জ্রাইল।

একজনের ছবি প্রকাশিত হয়নি

23/12/2023

হা*মাসের সফল রকেট নিক্ষেপ।

23/12/2023

>>>ব্রেকিং

23/12/2023

✅ আল কাসাম মু*জাহিদিনরা জুহর আল-দিক এলাকায় ৪ টি শত্রু কমান্ড জিপকে একটি শক্ত অ্যামবুশে আটকিয়ে সবাইকেই হত্যা করে

এরপরে রেসকিউ টিম আসলে তাদেরকেও নিহত/আহত করা হয়।নিহতদের নিতে অনেকগুলো অ্যাম্বুলেন্স এবং প্লেন এসেছিলো

✅ এছাড়াও জিরো পয়েন্ট থেকে আল কুদস,আল কাসাম,আল কাসিম ব্রিগেড যুদ্ধরত আছে ও প্রচুর সেনা নিহত হচ্ছে

✅ সাথে শত্রুদের অবস্থান ও গাড়ি লক্ষ্য করে আল ইয়াসিন,TBG শেল নিক্ষেপ করা হচ্ছে

23/12/2023

✅ আবারো আল কাসাম মুজাহিদিনরা একটি টানেলে প্রবেশকারী ৫ জন সেনাকে উড়িয়ে দেয় এবং জিরো পয়েন্ট থেকে সবাইকে শেষ করে দিয়েছে

23/12/2023

✅ কেবলমাত্র খান ইউনিসে আরো ২ জনকে RPG শেল দিয়ে টার্গেট করে ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে
Instant Dead

23/12/2023

কিছুদিন আগে ই*য়া*হুদী বাহিনী গা*জায় ২ টন ওজনের রকেট ফেলে যা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। আজ হা*মাস মু*জাহিদেরা সেই রকেট ই*য়া*হুদী বাহিনীর চলাচলের রাস্তায় পুঁতে রাখে এবং ই*য়া*হুদী বাহিনী আসার সময় বিস্ফোরণ ঘটায়। এতে ই*য়াহুদী বাহিনীর ৫ টি ট্যাংক ধ্বং*স হয় এবং এতে থাকা প্রচুর ই*য়াহুদী সে*না নিহ*ত এবং আহত হয়।

🔴 দিয়ারবাকির প্রকল্পে ইতিহাস সৃষ্টিকারী শিশুর পরিধির মধ্যে, ৪র্থ শ্রেণির প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সেদ নুরসি পরিহিত...
23/12/2023

🔴 দিয়ারবাকির প্রকল্পে ইতিহাস সৃষ্টিকারী শিশুর পরিধির মধ্যে, ৪র্থ শ্রেণির প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের সেদ নুরসি পরিহিত ছিল।

🔴 শিশুরা বোর্ডে এসে তার মতো পোশাক পরে নুরসির জীবনকে তার দৃষ্টিকোণ থেকে জানায়।

আপনি কি মনে করেন এটা স্বাভাবিক?

হ্যাঁ 👍
না 👎

আরেকটি ট্যাংক বিধ্বস্ত 💪
23/12/2023

আরেকটি ট্যাংক বিধ্বস্ত 💪

23/12/2023

থার্টিফাস্টে বাড়ির ছাদে গান, ডিজে পার্টি ও আতশবাজি নিষিদ্ধ করলেই কি শুধু হবে?

কথিত থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে একটি নির্দেশনা দিয়েছে। সংবাদে প্রকাশ, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান বলেছেন, ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে, বাড়ির ছাদে গান-বাজনা কিংবা ডিজে পার্টি ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।” (তথ্যসূত্র: রাইজিং বিডি, ১১ ডিসেম্বর ২০২৩)

ডিএমপির এ ধরনের নির্দেশনা যে এইবারই প্রথম তা নয়, বরং প্রতি বছরই ডিএমপি কথিত থার্টিফাস্ট নাইট আসার আগে এমন একটি নির্দেশনা দেয়। বিষয়টি অবশ্যই ভালো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এমন নির্দেশনা সত্ত্বেও অধিকাংশ এলাকায় নাচ-গান, ডিজে পার্টি ও আতশবাজি-পটকা ফোটাতে দেখা যায়। যার কারণে মিডিয়াতেও শিরোনাম হয়, “প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই থার্টি ফার্স্ট উদযাপন। (তথ্যসূত্র: বাংলাট্রিবিউন, যমুনানিউজ, ১লা জানুয়ারী, ২০২১)

❓কেন ডিএমসির নির্দেশনা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

আসলে ডিএমপির নির্দেশনায় বাড়ি ছাদে ডিজে পার্টি নিষিদ্ধ হলেও বাড়িওয়ালার দায়বদ্ধতার কথা উল্লেখ থাকে না। আবার আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ হলেও পটকা-আতশবাজি কেনাবেচার উপর নিষেধাজ্ঞা থাকে না। এবং সেক্ষেত্রে আইনের প্রয়োগও থাকে না। এ কারণেই সম্ভবত নির্দেশনা থাকার পরও অনেকে তা মানেনি তার উপেক্ষা দেখা যায়।

এজন্য দুটি বিষয় করতে হবে-

এক, অনলাইন বা মাঠপর্যায়ে (দোকানে) যারা আতশবাজি বা ফানুস ক্রয়-বিক্রয় করছে তাদের গ্রেফতার করা এবং আইনত শাস্তির মুখোমুখি করা।

দুই, কোন বাড়ির ছাদে কোন আইন শৃঙ্খলাবিরোধী কাজ (ফানুস উড়ানো, আতশবাজি, ডিজে পার্টি, জনসমাগম, মদ-গাজা-ইয়াবা সেবন, আগুন খেলা, উচ্চস্বরে গান বাজানো ইত্যাদি) সংঘটিত হলে তার দায় ঐ বাড়ির বাড়িওয়ালার এবং এর জন্য ঐ বাড়িওয়ালাকেই আইনের কাছে জবাবদিহি করতে হবে- এই মর্মে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।

লক্ষ্য করবেন, বর্তমানে অনলাইনের মাধ্যমে দেদারসে বিক্রি হয় আতশবাজি এবং সেগুলো বিভিন্ন কুরিয়ার বা পার্সেল সার্ভিসের মাধ্যমে কাস্টমারের বাসায় পৌছে যায়। আপনাদের মনে থাকার কথা, গত ৯ অক্টোবর, ২০২৩ তারিখে রাজধানীর কাকরাইলে এস এ পরিবহণে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনের মূল কারণ ছিলো, আতশবাজি ও পটকা পরিবহন। এ সম্পর্কে সংবাদে প্রকাশ, “কাকরাইলের আগুন নিয়ন্ত্রণে, ভবনে পটকা-আতশবাজি বিস্ফোরণ” (সূত্র: সমকাল অনলাইন, ০৯ অক্টোবর ২০২৩); “এসএ পরিবহন ভবনে আগুন আতশবাজি থেকে” (সূত্র: ঢাকা টাইমস, ০৯ অক্টোবর ২০২৩) আতশবাজি ও পটকাকে কেন্দ্র করে এত বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও অনলাইনে আতশবাজি কেনা-বেচার বিরুদ্ধে এখনও প্রকাশ্য কোন আইন হয়নি। যার কারণে অনলাইনে বিভিন্ন পেইজের মাধ্যমে আতশবাজি বিক্রি ও এসএস পরিবহণের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পৌছে দেয়ার ঘোষণা দেয়া হচ্ছে। যেমন, ‘আতশবাজি পাইকারি বাজার' নামক একটি ফেসবুক পেইজের গত ৩ নভেম্বর, ২০২৩ তারিখের একটি পোস্ট দেখুন (লিংক কমেন্টে)

ছবিতে দেখতে পাচ্ছেন, আতশবাজি পাইকারি বাজার নামক একটি ফেসবুক পেইজ থেকে গত ৩ নভেম্বর, ২০২৩ তারিখে (এসএ পরিবহণে আতশবাজির কারণে অগ্নিকাণ্ডের মাত্র ১৫ দিন পর) ঘোষণা দেয়া হচ্ছে, তাদের পেইজে আতশবাজির জন্য ইনবক্সে অর্ডার করতে, তাহলে তারা এসএস পরিবহণের মাধ্যমে সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তা পৌছে দেবে। যোগাযোগের জন্য একটি ওয়্যাটসআপ নম্বরও দেয়া আছে এবং ছবিতে এসএ পরিবহণ সার্ভিসের মাধ্যমে যে সারাদেশে আতশবাজি পৌছানো হয় তার অসংখ্য রিসিটের ছবিও দেয়া আছে।

আসলে বর্তমানে অনলাইনে অনেক নিষিদ্ধ বস্তুর ক্রয়-বিক্রয়, লেনদেন ও প্রচারণা হয়। যেমন- মদ ও নেশাজাতীয় দ্রব্য, নিষিদ্ধ বই, বিষ্ফোরক আতশবাজি, জুয়া বা বেটিং, পতিতাবৃত্তি, কিডনী ক্রয়-বিক্রয়, সমকামীতা ইত্যাদি। মাঠপর্যায়ে এ সমস্ত বিষয়ের প্রচার ও কেনাবেচার বিরুদ্ধে আইন থাকলেও অনলাইনে এদের প্রচার, কেনাবেচার বিরুদ্ধে কোন সু-স্পষ্ট আইন নাই। আইনের এই ফাক-ফোকর কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে এসব নিষিদ্ধ বস্তু এখন অনেক সহজলভ্য আকার ধারণ করেছে। এজন্য এসব নিষিদ্ধ বস্তুর প্রচার ও কেনাবেচার বিরুদ্ধে শুধু মাঠপর্যায়ে আইন থাকলে, অনলাইনেও সরাসরি আইন প্রণয়ন করতে হবে।

বিশেষ করে, সাইবার নিরাপত্তা আইনে যদি অনলাইনে এ সমস্ত নিষিদ্ধ বস্তুর প্রচার, ক্রয়-বিক্রয় ও লেনদেনকে সরাসরি ও স্পষ্ট অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়, তখন এ সমস্ত বিষয়কে পূজি করে অপরাধ ও দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। এ ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রনালয় নজর দেবেন, এমনটাই আমাদের আশাবাদ।

23/12/2023

বিয়ে করা ক্ষেত্র বিশেষে ফরজ, সুন্নত ও হারাম।
বিয়ে কখন ফরজ? যখন পরিপুর্ন হক্ব আদায় করতে পারবে সমস্ত সক্ষমতা বজায় থাকবে তখন বিয়ে না করলে বিভিন্ন হারাম কাজ হওয়ার সম্ভাবনা আছে, চরিত্র নস্ট হওয়ার সম্ভাবনা আছে সেই মুহুর্তে হারাম থেকে বাঁচার জন্য,চরিত্র ঠিক করার জন্য বিয়ে করা ফরজ।

বিয়ে করা সম্মানিত সুন্নত যেহেতু আমাদের যিনি সর্বোত্তম আদর্শ মুবারক তিনি বিয়ে করে উনার আদর্শ অনুসরন করার সুযোগ দিয়েছেন সেই লক্ষে বিয়ে করা স্বাভাবিক সুন্নত।

বিয়ে করা তখনই হারাম হবে যখন শারিরিক, মানসিক সক্ষমতা থাকবেনা। হক্ব আদায় করতে পারবেনা অথবা ভদ্রোচিত খোরপোশ দিতে পারবেনা তখন বিয়ে করা হারাম। এমনও হতে পারে শারীরিক, মানসিক সক্ষমতা আছে বাট ভদ্রোচিত খোরপোশ দিতে না পারলে তাকে রোযা রাখতে হবে

23/12/2023

✅ আল কাসাম মুজাহিদিনরা ২ টন বোমা দিয়ে ৫ টি ট্যাঙ্ক এবং এর ভিতরে থাকা সমস্ত সেনাকে নিহত ও আহত করতে সক্ষম হয়েছে

⏳ ২ টনের বোমা কোথায় পেলো আল কাসাম?

জায়োনিস্ট সেনারা একটি বাড়ির দিকে ২ টন বোমা ফেলে কিন্তু সেটা বিস্ফোরিত হয়না,সেটা নতুন করে রিপেয়ার করে শত্রুদের রাস্তায় সেট করে রাখে।এরপরে ওই রাস্তা দিয়ে শত্রুরা যাওয়ার সময়ে বিস্ফোরণ ঘটানো হয়

❤️ আল্লাহ চাইলে এইভাবেই মুজাহিদ দলদের সফলতা দিতে পারেন

23/12/2023

হা*মাসের নতুন ভিডিও পেতে লাইক দিয়ে ফলো করুন।

23/12/2023

⛔ আল্লাহু আকবার ⛔

🔻🔻🔻
👉 কাসসাম ব্রিগেড যোদ্ধারা
৫টি ই*জ্রাইলি ট্যাংক ‘ধ্বংস’ করেছে।

ভেতরে থাকা সকল সেনা নিহত কিংবা আহত হয়েছে!

২ টি ২ টনের মিসাইল, যেগুলো ইজ্রাইলি সন্ত্রাসীরা সিকিউরিটি পার্সোন্যালের ঘরে বোম্বিংয়ের জন্য ফায়ার করেছিলো; কিন্তু এগুলো বিস্ফোরিত হয়নি!!

কাসসাম যোদ্ধারা,
ই*জ্রাইলি সামরিক যানের অগ্রসর হওয়ার পথে এগুলো পুঁতে রাখে
Jabalia al-Balad এরিয়ায়।

ইজ্রাইলি ট্যাংক উক্ত স্থানে পোঁছানোর সাথে-সাথে এগুলো বিস্ফোরিত হয়। 🔥🔥

23/12/2023

⛔ আলহামদুলিল্লাহ ⛔

🔻👉 কিছুক্ষণ পূর্বে,
Juhr al-Dik এরিয়ায়,

একটি টানেলে, ই*জ্রাইলি স্পেশাল ফোর্স সমেত,
আগে থেকে [Booby-Trapped] ফাঁদ পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়।

পরবর্তীতে, রেস্কিউ ফোর্স আসলে তাদেরকে হেভি-ক্যালিবার মর্টার শেল দ্বারা টার্গেট 💥 করা হয়।

এতে তারা নিহত ও আহত হয়েছে। 🔥

Address

Khan Yunis

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamas War posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like