28/09/2024
বিগত কিছুদিনের অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর উপজেলার অধিকাংশ এলাকা, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কিছু এলাকা এবং যশোর জেলার কেশবপুর, মনিরামপুর উপজেলার অধিকাংশ এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের বক্তব্য অনুযায়ী বিগত অনেক বছর পর তারা এমন মারাত্মক জলাবদ্ধতার শিকার হয়েছেন। এলাকার প্রায় অধিকাংশ বাড়ী-ঘরে পানি ঢুকার ফলে তারা অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন। পানি নিষ্কাশন ব্যবস্থা এতটাই নাজুক যে এই জলাবদ্ধতা দূর হতে মাসাধিককাল সময় লেগে যেতে পারে। তবে সরেজমিনে দেখে ও মানুষের কথা শুনে মনে হয়েছে এই জলাবদ্ধতা মনুষ্য সৃষ্ট বিভিন্ন স্থাপনা ও ঘের-বেরির কারণে এবং পানি নিষ্কাশনের খাল ও নালা গুলোতে বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরির কারণে। মানুষের মধ্যে সচেতনতা না আসলে এরকম দুর্ভোগ-দুর্দশা দূর হবে না। আমাদের সহকর্মীদের পাঠানো কিছু ছবিতে দেখুন জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি।