Masum Johnson

Masum Johnson blog

01/09/2024
17/06/2024

I kick dead cow
অর্থ : আমি একজন সাংবাদিক।

ঈদ মুবারাক।

মনে করেন যে রেসিডেন্ট কার্ডে যে ছবি তারা তুললো তাতে নিজেকে দেখতে নরখাদক ইয়াহইয়ার মতো লাগে।
02/06/2024

মনে করেন যে রেসিডেন্ট কার্ডে যে ছবি তারা তুললো তাতে নিজেকে দেখতে নরখাদক ইয়াহইয়ার মতো লাগে।

02/06/2024

বাংলাদেশ ক্রিকেটে মুনমুন-ময়ুরী, মেহদী- আলেকজান্ডার বো যুগ চলছে।

05/05/2024

বিদেশে থাকার নেতিবাচক দিক:

বাসার পানি অথবা বিদ্যুৎ লাইনে সমস্যা হল। একজন দেশী প্লামার ডেকে আনা হল। তিনি ঠিকঠাক করে গেলেন। ১/২ দিন পর একই সমস্যা ফিরে আসলো। ১ম জনকে ডাকলে আবারও বিল দিতে হবে। তাই অন্য একজনকে ডাকতে বাধা কোথায়?

দ্বিতীয়জন এসে ঠিক করে দিয়ে গেলেন। আর প্রথম জনকে গালাগালি করে গেলেন কাজ পারে না বলে। বুঝছেন ভাই, বাঙ্গালীরা ভালো না। কিন্তু শীঘ্রই একই সমস্যা আবার দেখা দিল।

এবার ডাকা হল তৃতীয় জনকে। তিনিও এসে প্রথম আর দ্বিতীয় জনকে দোষারোপ করে কাজটা করে দিয়ে গেলেন।

আর আমি একই কাজের জন্য কতবার টাকা গুনলাম?

এজন্যই বলি। দেশ থেকে বের হওয়ার আগে টুকটাক বৈদ্যুতিক সারাই এর কাজ, প্লামিং, ড্রাইভিং আর রান্না অবশ্যই শিখে আসুন। আপনি যে কোন পেশার লোক হোননা কেন!

নাহলে আমার মতো বলবেন, "মাননীয় স্পীকার, আমি দোচনা হয়ে গেলাম"।

সৌদি আরবের সাথে মিল রাখা চাঁদপুরের কয়েকটি গ্রামের জন্য শুভ কামনা।
23/04/2024

সৌদি আরবের সাথে মিল রাখা চাঁদপুরের কয়েকটি গ্রামের জন্য শুভ কামনা।

23/04/2024

রাতে গ্রামের রাস্তায় মটর সাইকেল চালিয়ে যাচ্ছি। হেড লাইটের আলো তীব্র। কয়েকজন তরুণ রাস্তার পাশে বসে আছে। সবার হাতে মোবাইল ফোন। এটা খুবই প্রত্যাশিত যে তারা দেখার চেষ্টা করবে কে যাচ্ছে। কিন্তু না। তারা মুখ তুলেও তাকালো না।
মোবাইলে বুঁদ হয়ে আছে।
পারিপার্শ্বিকতা সম্পর্কে এক্কেবারেই বেখবর।
ওরা কোন খবর রাখেনা পাশ দিয়ে কে যায়, কী যায়! অদ্ভুত এক সময় যাচ্ছে।

দোজখের ওম বইটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস।
21/04/2024

দোজখের ওম বইটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস।

Address

Sohar
311

Telephone

+96879496359

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Johnson posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Johnson:

Share


Other Social Media Agencies in Sohar

Show All