23/11/2024
একজন, প্রচার বিমুখ ভালো মানুষের গল্প।
বলছি ডিবি প্রধান রেজাউল করিম মল্লিকের কথা৷ যিনি নীরবে শুধু কাজই করে যাচ্ছেন৷ নানা চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে নিজের বাহিনীর সাবেক আইজিপি শহিদুল হক, আব্দুল্লাহ আল মামুন,আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ব্যবসায়ী, সিনিয়র সচিবসহ একের পর এক রাঘববোয়ালদের ধরেছেন৷ যার পুরস্কারও পেয়েছেন বর্তমান সরকারের কাছে৷ গতকাল পুলিশের উর্ধতন দুজন শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হলেও রেজাউল করিম মল্লিককে তার জায়গাতেই যোগ্য মনে করেছেন সরকার৷
কদিন আগেই এই চেয়ারে ছিলেন হারুনুর রশিদ৷ যিনি এই চেয়ারটাকে কলঙ্কিত করে গিয়েছেন৷ কথায় কথায় ক্যামেরা ডেকে নিজেকে নায়ক বানানো খলনায়ক হারুনের পলায়নের পর ডিবির এই চেয়ারে কে আছেন সোটাই হয়তো অনেকে জানেন না৷ ক্যামেরার পেছনে থেকেই কাজ করে যাচ্ছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক৷
গেলো ১৫ বছর ধরে নির্যাতিত এই পুলিশ কর্মকর্তা সারদা,পিবিআই, সবশেষ সিরাজগঞ্জ সিআইডিতে কর্মরত ছিলেন৷
আওয়ামিলীগের ১৫ বছরে রেজাউল করিম মল্লিক কে একদিনের জন্য ডিএমপিতে পোস্টিং দেয়া হয়নি৷
৫ তারিখ স্বৈরাচার সরকারের পতনের খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে রেন্ট এ কারের একটি গাড়ি ভাড়া করে স্বাধীনতা উৎযাপনের জন্যে ঢাকায় রওনা দেন৷ আসার
পথে সফিপুরের কাছাকাছি পৌঁছলে স্থানীয় জনগণ তার গাড়ি চেক করলে তিনি সরল মনে নিজের পরিচয় দিয়ে উল্লাস করতে থাকেন, স্বাধীনতা উৎযাপন করতে ঢাকায় যাচ্ছেন বলে জানান কিন্তু শুধুমাত্র পুলিশ হবার কারণে লোকজন কোন বক্তব্য না শুনে চড়াও হন৷ প্রচন্ড মারধরের একপর্যায়ে জ্ঞান হারান রেজাউল করিম৷ সেখান থেকে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ল্যাবএইডে ভর্তি হন৷
রেজাউল করিমের বিশ্বাস এটা তার বোনাজ লাইফ৷ আল্লাহ তাকে মানুষের সেবার জন্যেই বাঁচিয়ে রেখেছেন৷ চাকরির আর ১ বছর ৩ মাস বাকি, মানুষের সেবা করেই জীবনের বাকি সময়টুকু কাটাতে চান রেজাউল করিম মল্লিক৷
শুভ কামনা রেজাউল করিম মল্লিক৷