Oman Protidin

Oman Protidin স্বাগতম। ওমানে চাকরি, ভিসা, আইন কানুন এবং বিজনেস সহ বিভিন্ন খবর জানতে ফলো করুন ওমান প্রতিদিন।

প্রিয় ফলোয়ার্স,অনেক দিন যাবত পেইজে ভিডিও নিয়মিত আপলোড করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আজ আপনাদের সাথে একটি সু...
30/08/2024

প্রিয় ফলোয়ার্স,

অনেক দিন যাবত পেইজে ভিডিও নিয়মিত আপলোড করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আজ আপনাদের সাথে একটি সুখবর শেয়ার করছি।

গেল জুলাই মাসে দেশের বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের সাথে একত্বতা জানিয়ে ওমানের কয়েকস্থানে মৌন মিছিল করেছেন কতিপয় প্রবাসীরা। ওমানের আইনে দেশটিতে মিছিল, মিটিং, সমাবেশ ও গণজমায়েত সম্পুন্ন নিষিদ্ধ হওয়ায় অনেককে গ্রেফতার করেছে ওমান সরকার। এই পর্যন্ত সালালাহ প্রদেশে ৬ জন গ্রেফতার হওয়ার সংবাদ বাংলাদেশ দূতাবাস পেয়েছে। তাদেরকে আইনী সহয়তা দিতে আজ মাস্কাট বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আইনজিবী হিসেবে Al Rashdi & Al Barwani Law firm এর পক্ষ হতে আমি, ইয়াসিন চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার ওপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করার। সবাই দোয়া করবেন।

- ইয়াসিন চৌধুরী
লিগ্যাল এসোশিয়েট, মাস্কাট, ওমান।

30/08/2024

প্রিয় ফলোয়ার্স,

অনেক দিন যাবত পেইজে ভিডিও নিয়মিত আপলোড করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আজ আপনাদের সাথে একটি সুখবর শেয়ার করছি।

গেল জুলাই মাসে দেশের বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের সাথে একত্বতা জানিয়ে ওমানের কয়েকস্থানে মৌন মিছিল করেছেন কতিপয় প্রবাসীরা। ওমানের আইনে দেশটিতে মিছিল, মিটিং, সমাবেশ ও গণজমায়েত সম্পুন্ন নিষিদ্ধ হওয়ায় অনেককে গ্রেফতার করেছে ওমান সরকার। এই পর্যন্ত সালালাহ প্রদেশে ৬ জন গ্রেফতার হওয়ার সংবাদ বাংলাদেশ দূতাবাস পেয়েছে। তাদেরকে আইনী সহয়তা দিতে আজ মাস্কাট বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আইনজিবী হিসেবে Al Rashdi & Al Barwani Law firm এর পক্ষ হতে আমি, ইয়াসিন চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার ওপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করার। সবাই দোয়া করবেন।

- ইয়াসিন চৌধুরী
লিগ্যাল এসোশিয়েট, মাস্কাট, ওমান।

Address

Muscat

Alerts

Be the first to know and let us send you an email when Oman Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oman Protidin:

Videos

Share