07/11/2024
৩মাস হতে চলেছে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। এই তিন মাসে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটু অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত।
আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে, বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক!!
আমি শুধুই বলতে শুনেছি,,,,,
"দেখবো ইউনুস কয়দিন চালায়"
"আগের সরকারই ভাল ছিল"
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"
আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার কোন বিবেক থাকবেনা, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে?
ধিক্কার ঐ সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী, নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা। আছে শুধু দেশের সাথে বেঈমানি করা, দেশকে কিভাবে বিক্রী করা যায়? কিভাবে দেশের পুটকি মারা যায়... বাস্টার্ড কোথাকার...