প্রবাস জীবন-Probash Jibon

প্রবাস জীবন-Probash Jibon প্রবাস জীবন-Probash Jibon
সকল প্রবাসী বাঙ্গালী ও বাংলাদেশীদের মধ্যে যোগাযোগের একটি ডিজিটাল প্লাটফর্ম

07/11/2024

৩মাস হতে চলেছে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। এই তিন মাসে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটু অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত।

আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে, বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক!!
আমি শুধুই বলতে শুনেছি,,,,,
"দেখবো ইউনুস কয়দিন চালায়"
"আগের সরকারই ভাল ছিল"
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"

আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার কোন বিবেক থাকবেনা, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে?
ধিক্কার ঐ সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী, নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা। আছে শুধু দেশের সাথে বেঈমানি করা, দেশকে কিভাবে বিক্রী করা যায়? কিভাবে দেশের পুটকি মারা যায়... বাস্টার্ড কোথাকার...

বাঙালীরা কোন বাঙালীকে বিশ্বাস করে কোন ধরনের লেনদেন করবেন না। এই বাটপার, প্রতারকের নাম  #ফরমান। শুনছি বর্তমানে ইবরীতে সবজ...
27/10/2024

বাঙালীরা কোন বাঙালীকে বিশ্বাস করে কোন ধরনের লেনদেন করবেন না। এই বাটপার, প্রতারকের নাম #ফরমান। শুনছি বর্তমানে ইবরীতে সবজি ব্যবসা করছে। প্রায় ১ বছর যাবৎ আমার 627 রিয়াল নিয়ে এ পর্যন্ত এক রিয়ালও ফেরত দেয়নি। দেবো দেবো করে দেয়নি। বর্তমানে ফোনও রিসিভ করছে না। কেউ দেখলে আমার মেসেন্জারে জানাবেন। বাটপারের নাম্বার +968 7853 4565
তার ফেবু লিংক https://www.facebook.com/profile.php?id=61555736244477&mibextid=LQQJ4d আমাকে ফেবু থেকে ব্লক করে রাখছে।

08/10/2024
23/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মো. আব্দুর রাজ্জাক খান কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংবাদ মাধ্যমের পরিস্থিতি নিয়ে৷ আপনিও কি তার সাথে একমত? পড়ুন পুরো সাক্ষাৎকার, জানান মতামত: https://p.dw.com/p/4kve8

With Asif mahmud – I just got recognized as one of their rising fans! 🎉
08/09/2024

With Asif mahmud – I just got recognized as one of their rising fans! 🎉

02/08/2024
24/07/2024

গুম করে বার বার প্যাথেডিন ইনজেকশন দিয়ে স্লো পয়জনিং করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ ভাইকে। এন্টি-প্যাথেডিন দিয়ে ডিটক্সিফিকেশনের ট্রিটমেন্ট চলছে, সবাই দোয়া রাখবেন।

28/01/2024

দুনিয়ার সবগুলা গে আর লেসবিয়ানদের আলাদা বাক্সবন্দি করে নিয়ে ভিন্ন ভিন্ন দুটি গ্রহে ছেড়ে দিয়ে আসা উচিত। নিজেরা নিজেরা চুদুরবুদুর যা মন চায় করুক। বংশবিস্তার করতে না পেরে এমনিতেই ওরা বিলুপ্ত হয়ে যাবে 😅😂🤣

আপনার সংসারে যারা অশান্তি সৃষ্টির জন্য আসে, তারা  এক থেকে দুদিন অবস্থান করবে। তাদের কথা শুনেই যার ব্যাপারে সিদ্ধান্ত নিচ...
24/01/2024

আপনার সংসারে যারা অশান্তি সৃষ্টির জন্য আসে, তারা এক থেকে দুদিন অবস্থান করবে। তাদের কথা শুনেই যার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি পুরোটা জীবনই আপনার সাথে থাকবে। সুখেও থাকবে, দুঃখেও থাকবে। সুতরাং দুই দিনের ক্ষনস্থায়ী কুমন্ত্রনা দানকারীর কথা শুনে পরিবারের স্থায়ী সুখ-শান্তি নষ্ট করবেন না। এদের থেকে সাবধান।

Address

Muscat
112

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাস জীবন-Probash Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাস জীবন-Probash Jibon:

Videos

Share