ARTLamo

ARTLamo A meeting point about social media related stuff, bengali poems, new songs, career related interviews

10/06/2024

Kobi o Kobita - Mandakranta Sen

22/05/2024

Lajuk-

12/05/2024

Happy Mothers Day

04/05/2024

Loving this new journey - কবিতার সম্ভার দেখে রোজ রোজ অবাক হই! ভালো লাগলে পেজের সাথে থাকবেন ,আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা অবশই কমেন্ট করে জানাবেন । Please a part of this journey, if you want to...

30/04/2024

Nirar Osukh | Sunil Gangopadhyay

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
22/04/2024

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

21/04/2024

আমার কাছে রবীন্দ্রনাথ
যা তুমি ভাববে, ভেবেছো, ভাবছো তার কবি বা লেখক
শুভ জন্মদিন, মনের ঠাকুর।

14/04/2024

Babu Bolen (বাবু বলেন) | Shankha Ghosh | ARTLamo

13/04/2024

আশা করি সবাই বেশ আছেন, কিছু না শুধু আপনাদের সাপোর্ট আর ভালোবাসা চাই দেবেন তো ?

10/04/2024

লাইক আর প্রশংসার মোহে, আসল নকলের বোধ হারিয়ে ফেলছি অনেকেই |

রমতা কিঙ্কর - শাড়ি বেলাউজ- না আমার নেই কোনো পক্ষপাতঅবাক হই বারংবার এ যুগ কেমন হটাৎ কথায় হানে অদরকারি পক্ষাঘাতকার মমতা,...
28/03/2024

রমতা কিঙ্কর - শাড়ি বেলাউজ- না আমার নেই কোনো পক্ষপাত
অবাক হই বারংবার এ যুগ কেমন হটাৎ কথায় হানে অদরকারি পক্ষাঘাত

কার মমতা, কি ক্ষমতা কে যে শেখায় কাকে?
শাড়ি পরবো আমি - আয়না জানে, আমি জানিনা
কোন চোখে আমায় দেখবে লোকে?

কোনোদিন হাত কাটা "পড়ে"ছিলাম, প্রেমিক বলে
কোনোদিনও ঘটি হাতা, ফ্রিল কিংবা হলটার
আমি কি শুধু ব্লাউজ আর শাড়ির আঁচল
কে ওইসব ঢাকবে মনটার?

আমার তোর পোশাকে মন নেই রে মানুষ
তুই যা ইচ্ছে পরে জীবন বাঁচিস
তুই, যার, নেই যে জামা, নেই যে বসন
তাকে পারলে শুধু ঢাকতে আসিস।।

বিশেষ দ্রষ্টব্য : আমি না এমন বিষয়ে কখনো কিছু লিখিনা, লেখার কারণ বোধ করিনা বলে। আজ লিখলাম, যাতে একজন, হলেও বেরিয়ে আসে, এ হেন ইচ্ছার আঁচলে।

আজ বিশ্ব থিয়েটার দিবস! এই লেখাটার বয়স কিছুবছর হলো, তবে জীবনের জানলা, গলি পেরিয়ে মঞ্চে ওঠার দিনগুলো, অনায়াসে স্মৃতির ...
27/03/2024

আজ বিশ্ব থিয়েটার দিবস! এই লেখাটার বয়স কিছুবছর হলো, তবে জীবনের জানলা, গলি পেরিয়ে মঞ্চে ওঠার দিনগুলো, অনায়াসে স্মৃতির অ্যালবামে জায়গা করে ন্যায়। জিজ্ঞেস করার প্রয়োনীয়তা নেই। আনন্দের সঙ্গে নেই।।
II অকল্যান্ড, ২০২৩, নাটক মনোজ মিত্রের - ভয়ে ভেলকি - ছোট কত্তা II
মঞ্চ
কাঠের মঞ্চে মাটির মানুষ সব
দর্শক সব ঈশ্বর সম বসে..
থিয়েটার চেতনার আনকোরা উৎসব
স্টেজে অজান্তে তারারাও পড়ে খসে।

যেই আলো জ্বলে মনের ঘরে ঝলমল, অঙ্গীকার!
কত দেখি তত বুঝি, আর যা না বুঝি সেটাই পাওয়া
অভিনয় সে তো আমি নয় কিন্তু আমার এক প্রকার
থিয়েটার প্ৰিয় জানলায় আরো অতি প্রিয় হওয়া।

যে বয়েসে দেখতে শুরু করেছিলাম
বুঝতে পেরেছি তার আরো অনেক বছর পরে।
থিয়েটার আসলে বড় প্রয়োজনীয় আরাম
হারানো টুকরো গুলো আনে, সঠিক কথার মোড়ে।

আস্তে আস্তে আলো কমে আসছে
তার সাথে শব্দেরা হয়ে যাচ্ছে চুপ..
আমি, আমরা, তোমরা, তুমি ওই সংলাপে ভাসছে
ভালোবাসা প্রতিনিয়ত ওই মঞ্চেই থাকতে চাইছে খুব।।

25/03/2024

Subho DOL | Hori BOL

দোল বদল - সব উৎসব অতীত মাখে! কে কার গায়ে, মনে রং দ্যায়, সে বড় জটিল রং - কিন্তু সব উৎসব অতীত মাখে। এ বছর আমার দোলের রঙ...
24/03/2024

দোল বদল - সব উৎসব অতীত মাখে! কে কার গায়ে, মনে রং দ্যায়, সে বড় জটিল রং - কিন্তু সব উৎসব অতীত মাখে। এ বছর আমার দোলের রঙের সাথে সামনা সামনি দেখা হয়নি, ফেসবুকের দেয়ালে রং দেখছি এদিক ওদিক। আঙুলে লাগলো না কিন্তু। স্কুলে, রং খেলতাম শুধমাত্র আবির দিয়ে। কিছু বন্ধুর কাছে লুকোনো বেগনে, ম্যাজেন্ডা থাকতো, আর সেটাই এক আকাশ রং আনত। চান করার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে নিরঞ্জনানন্দ ভবনের পেছনে অনেক গুলো কল সার দিয়ে আছে, সেই কল গুলোর জলের জোর দোলের শেষটুকু আরো আনন্দের করে তুলতো। রং উঠে যেত অনেকটাই, আনন্দ উঠতো না। আমার কলেজে বড় হয়ে ওঠার বছর গুলোয় পাড়ায় এক দুঃখী মেয়ে থাকতো; তার আগেও থাকতো। আমি তার বাড়ির দিকে সাইকেল চালিয়ে গেলে, একটু দেখতাম। তার একটা বোন একটা ভাই ছিল, অনেকটা বয়সের তফাৎ। তারপর কত বসন্তের ঝড় গেলো, গাছের শুকনো পাতা উড়লো, আর আমিও হু হু করে বদলালাম; আর জানিনা, সে কোনো দোলের দিনে আনন্দে দিন কাটিয়ে ছিল কিনা। দোলের সকাল গুলো, সাদা সাদা, সময় যত এগোয়, ওই তিনটে নাগাদ আর রং লাগানোর জায়গা থাকে না। মনের টোনের কথা ভাববেন না, সেখানে রং লাগানোর অনেকটা দ্বায়িত্ব আপনার, বাকিদের ঘাড়ে চাপাবেন না! বড্ডো ঘ্যান ঘ্যানে আপনি! সব দুঃখের কারণ অন্য লোক, আর আপনি ধোয়া সুখী পাতা! দোলের বিকেলে রাস্তা শুকিয়ে একটা বেশ অন্যরকমের গন্ধ বেরোয়, সব রঙ মিশে। পুনেতে থাকতে এক বন্ধুর সৌজন্যে ইউনিভার্সিটিতে দোল খেলেছিলাম, জীবনে প্রথম ভাং খেয়েছিলাম। পরের বছর থেকে চাঁদা দিয়েছিলাম কিন্তু আর খাইনি। এর পরে বিয়ে পরবর্তী জীবনে মুম্বাইয়ে দোল খেলেছি, বিয়ার মেখে। অনেক সাদা টিশার্ট শুকানোর তারে রং মেখে দলা পাকিয়ে শুকিয়েছে, তার রঙ ধরেছে কিনা, দেখা হয়নি, মনে নেই। তারপরেও দোল খেলেছি, তবে হাতে গুনে। ওই যে বললাম, সব উৎসব অতীত গোনে। কোভিড এলো, অনেক অনেক রং শুষে নিতে। তারপর কিছু বিবর্ণ বছর এলো, যে যার মতো রং খেলে চলে গেলো আমি ছিলাম না। এ বছর প্রথমবার এক OTT প্ল্যাটফর্ম এর জন্যে বসন্তে রিলিজ হবে বলে গান লেখার সুযোগ পেলাম। খুব আনন্দ পেয়েছি.. রঙের কি আর সব সময় রং থাকে? রং অনেকসময় শব্দের মত দেখতে হয়। মোছা যায়না, তেমন সাবান শ্যাম্পু বাজারে আসেনি এখনো।
"সোহাগেই ইচ্ছে রাখা পথ ঠিক নেবো চিনে
আমি ঠিক আনবো যেনো, এ বসন্ত তোমার মনে"
আজকেই, আর কিছু ঘণ্টার ভিতর.....গানের নাম বারোমাস।।

কথার কথাচেনা ব্যথা
23/03/2024

কথার কথা
চেনা ব্যথা

21/03/2024

Today is world poetry day! তারপর ভোটের হাওয়া কখনো শীত আনছে কখনো বৃষ্টি - সেই দুয়ে মিলিয়ে বিভুর ভোট!
সেভাবে ভাবলে কবিতা পড়েন কমের দিকের মানুষ, তবে আজকের দিনে ইচ্ছে রাখি - জানতে অজান্তে কোথাও না কোথাও সবার জীবনে কবিতা একটা ছাপ রেখে যাক! লেখাটা কমেন্ট এ রাখলাম, যদি পড়তে ইচ্ছে হয়! 😊❣️

POEM OVER HERE 👇👇👇
আসছে আবার নির্বাচন
কি অনির্বচনীয়! এবার যে কি হবে!
পাগল বিভু সুধায়, লড়াকু মোরগ কে
এবার কার সাথে খেলা তবে?

জিতবে দল, পুড়বে কেউ বা সকল
লোভ, পয়সা, অর্থ, ক্ষমতায় মাতবে
বিভু বলে, কথা ঠীক কিন্তু
জিতুক যে কেউ!
এ খেলায় গরীব, সদাই হাত পাতবে।

দোষ কোনো দলের নয়।
ঘুনের গুনে, ধংস প্রায়, মনুষ্যত্বের বাক্স
ঠীক করে ভেবে দেখো, বলুক যে কেউ
রাজনীতি আজ খেলাই। সস্তায় মানুষের মাংস।

লোকতন্ত্র আজ চির অগ্নি-গ্রাসে
নির্বাচন, তার প্রয়োজনীয় ঘৃতা-হুতি
বিভু ঘুমায় আজ খিদে পেটে নিয়ে
কাল সকাল আনবে নির্বাচন-প্রতিশ্রুতি।

বিভু, ঘুমের মধ্যে বলে, এ কেমন আনন্দ বলো!
কর্কটরোগ গিলছে সময়, মৃত্যু আসন্ন জেনেও
ধীর পায়ে আমরা এগিয়ে যাবো নির্বাচন বুথে।
খেলা ছিল, খেলা হবে, খেলা চলবে, এই
আসন্ন, আসনের অসুখে।।
#বাঙালি

Address

Auckland

Alerts

Be the first to know and let us send you an email when ARTLamo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARTLamo:

Videos

Share

Category