Najmul Morshed lax

Najmul Morshed lax Najmul is ready to give you full computer skill and freelancing service This is Najmul Morshed. I live in Malaysia.I am digital Marketer.

23/10/2023
ফ্রিল্যান্সিং শিখতে অনলাইন সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-✍️ ফ্রীতে শিখতে চাওয়া। ✍️ ফ্রীত...
03/10/2023

ফ্রিল্যান্সিং শিখতে অনলাইন সাধারণ মানুষ ধোঁকায় পড়ে
কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-
✍️ ফ্রীতে শিখতে চাওয়া।
✍️ ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
✍️ ৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
✍️ ১০০০ টাকায় আজীবন সাপোর্ট।
✍️ ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
✍️ শুরু করলেই ইনকাম করা যায়।
✍️ সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।
✍️ ৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

🙋🙋🙋এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি একটা কথা চিন্তা করেন তো একজন ডাক্তার হতে হলে তাকে কতটা পরিশ্রম এবং টাকা পয়সা খরচ করতে হয়।তারপরে গিয়ে তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে।
ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ২০০,৫০০, টাকা। আপনি ২০০,৫০০ টাকায় কি শিখবেন আর কি ইনকাম করবেন একটু ভাবুনতো 🤔🤔🤔
এক জন ভালো মানের শিক্ষক,ডক্টর, ইঞ্জিনিয়ার কিন্তু ১ দিনে হয়নি?
আর আপনি ভাবছেন ১ সপ্তাহে আপনি ফ্রিল্যান্সার হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন।
আপনি যদি উন্নত মানের ভালো প্রতিষ্ঠানে কোর্স করেন তাও মিনিমাম ৪-৬ মাস লাগে। তাহলেই আপনি প্রকৃত পক্ষে কিছু শিখতে পারবেন।

✅✅✅তাই ভালো মানের প্রতিষ্ঠান যাচাই করে সঠিক কোর্সের জন্য ইনভেস্ট করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন।
নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে ইনকামের চিন্তা আপনাকে করতে হবে না।

তাই আজই নিজেকে গড়ে তুলুন।

#ফ্রিল্যান্সিং

30/09/2023

How to be consistent and successful in freelance career?

*পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হলো ধৈর্য এবং সময়।**আপনার সময় সীমিত। সুতরাং অন্যের জন্য বেচে থেকে সময় নষ্ট করবেন না।**স...
28/09/2023

*পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হলো ধৈর্য এবং সময়।*

*আপনার সময় সীমিত। সুতরাং অন্যের জন্য বেচে থেকে সময় নষ্ট করবেন না।*

*সময় আপনার জীবনের সর্বাধিক মূল্যবান মুদ্রা। এই মুদ্রাটি কীভাবে ব্যয় হবে তা আপনি এবং আপনি একাই নির্ধারণ করবেন। আপনি যাতে অন্য লোকদের এটি ব্যয় করতে না দেন সেদিকে খেয়াল রাখুন*

17/09/2023
16/09/2023
আমার বন্ধুর কোম্পানির জন্য কেনবা ডিজানের মাধ্যমে চমৎকার কিছু লোগো ডিজাইন করে দিলাম বন্ধুর পছন্দ মত এবং বন্ধুর নিজের ভিজি...
15/09/2023

আমার বন্ধুর কোম্পানির জন্য কেনবা ডিজানের মাধ্যমে চমৎকার কিছু লোগো ডিজাইন করে দিলাম বন্ধুর পছন্দ মত
এবং বন্ধুর নিজের ভিজিটিং কার্ড তৈরি করে দিলাম,,,
তার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য
🌹🌹🌹 "শুভ কামনা,,🌹🌹🌹
Najmul Morshad Lax
Najmul Morshed
Najmul Morshed lax



✅✅✅যদি আপনি গরিব হয়ে জন্মান তাহলে আপনার কোনো দোষ নেই। তবে যদি আপনি দারিদ্রতা নিয়ে মারা যান তবে দোষটা আপনারই।✅✅✅👉👉👉 বিল গ...
14/09/2023

✅✅✅যদি আপনি গরিব হয়ে জন্মান তাহলে আপনার কোনো দোষ নেই। তবে যদি আপনি দারিদ্রতা নিয়ে মারা যান তবে দোষটা আপনারই।✅✅✅
👉👉👉 বিল গেটসের এই উক্তি শিক্ষনীয় বিষয় হচ্ছে আমি যদি আমার পূর্বপুরুষকে ফলো করি তাহলে আমাকে দারিদ্রতা নিয়েই মৃত্যুবরণ করতে হবে।
😩👌বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে হবে,,, দরিদ্র ঘরে জন্মগ্রহণ করা দোষের কিছু না,, নিজের ইচ্ছা শক্তিকে কাজে না লাগিয়ে বসে থাকাটাই দোষের।
😩👌নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে,,, চেষ্টা না করে ভাগ্যের উপর নির্ভর করাটা ঠিক নয়।
👉👉তাই আপনি যে কাজেই করুন সেটা মনোযোগ সহকারে করতে হবে,, একটা কাজের পাশাপাশি অন্য একটা ইনকামের মাধ্যম তৈরি করতে হবে।
😐😐😐একটি কাজের উপর নির্ভর করে জীবন পার করাটা বোকামি,,

পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেন:১. পৃথিবীর...
23/08/2023

পাকস্থলী ক্যান্সারে ৪০ বছর বয়সে মারা যাওয়ার আগে, বিশ্ব বিখ্যাত ডিজাইনার এবং লেখক "ক্রিসদা রড্রিগেজ" লিখেছেন:

১. পৃথিবীর সবচেয়ে দামী গাড়ী ছিল আমার গ্যারেজে, কিন্তু এখন হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে।

২. আমার বাড়িতে সব ধরনের ব্র্যান্ডের কাপড়, জুতা ও মূল্যবান জিনিস, কিন্তু এখন আমার শরীর হাসপাতালের দেওয়া ছোট কাপড় দিয়ে মোড়ানো।

৩. ব্যাংকে প্রচুর টাকা পেয়েছি কিন্তু এখন সেই টাকা দিয়ে লাভ হচ্ছে না।

৪. আমার বাড়ি ছিল প্রাসাদের মত, কিন্তু এখন হাসপাতালে দুই বেড এ ঘুমাচ্ছি।

৫. পাঁচ তারকা হোটেল থেকে এখন হাসপাতালে সময় কাটাচ্ছি ক্লিনিক থেকে ক্লিনিকে যাচ্ছি

৬. শত শত মানুষকে অটোগ্রাফ দিয়েছি কিন্তু এবার মেডিকেল রেকর্ড আমার স্বাক্ষর।

৭. সাত নাপিতের কাছে গেছি চুল ঠিক করার জন্য, কিন্তু এখন — মাথায় একটা চুলও নেই।

৮. একটি প্রাইভেট জেটের সাথে, আমি যেকোনো জায়গায় উড়তে পারি, কিন্তু এখন হাসপাতালের গেটে হেঁটে যাওয়ার জন্য আমার দুজন সহকারী প্রয়োজন।

৯. অনেক খাবার থাকলেও এখন আমার খাবার দিনে দুই ট্যাবলেট আর সন্ধ্যায় দুই ফোটা লবন পানি।

১০. এই বাড়ি, এই গাড়ি, এই প্লেন, এই আসবাবপত্র, এই ব্যাংক, অতি সুনাম আর গৌরব, এসব কিছুই আমার কাজে লাগে না। এর কোন কিছুই আমাকে আরাম করবে না। "মৃত্যু ছাড়া বাস্তব কিছুই নেই। "

দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্য।

সুস্থ থাকা অবস্থায় আপনার যত কম বা যত আছে তাতে খুশি থাকুন,সব আছে,খাবার আছে এক প্লেট,ঘুমানোর জায়গা আছে... তুমি কিছুই মিস করো না (কপি পোষ্ট)

জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই কথা মনে রাখতে হবে। আমি বা আপনারা সবাই মৃত্যুর পর সামান্য কয়েক গজ কাপড় ছাড়া সাথে আর কিছুই...
22/08/2023

জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী।
এই কথা মনে রাখতে হবে।
আমি বা আপনারা সবাই মৃত্যুর পর সামান্য কয়েক গজ কাপড় ছাড়া সাথে আর কিছুই নিয়ে যাব না।
তবে কেন আপনারা মানুষকে শোষণ করবেন, মানুষের উপর অত্যাচার করবেন?????

পরিশ্রম যেখানে নেই সাফল্য সেখানে নেই,নিজের দক্ষতার উপর বিশ্বাস রেখে পরিশ্রমই হন সাফল্য সুনিশ্চিত,,,
19/06/2023

পরিশ্রম যেখানে নেই সাফল্য সেখানে নেই,
নিজের দক্ষতার উপর বিশ্বাস রেখে পরিশ্রমই হন সাফল্য সুনিশ্চিত,,,

A true friend will come into your life and make your life beautiful!  A true friend is like a map who will guide you in ...
17/06/2023

A true friend will come into your life and make your life beautiful! A true friend is like a map who will guide you in the right direction. My best friend is the only person in the world who can make me laugh when I'm sad! One of the best things in life is a good friend!!!!

যে সকল মানুষ গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছে , তারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে গেছে, ব্যর্থতা তাঁদের গতিক...
05/06/2023

যে সকল মানুষ গুরুত্বপূর্ণ সম্মান অর্জন করেছে , তারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে গেছে,

ব্যর্থতা তাঁদের গতিকে স্থির করতে পারেনি।

কেন টেনশন করতেছেন একটু ভাবুন,,, যে কাজটি করতেছেন ধৈর্য ধরে লেগে থাকুন ,,
আপনি সফল,,,

Address

Shah Alam
Shah Alam
40000

Telephone

+601124589221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najmul Morshed lax posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Najmul Morshed lax:

Videos

Share

Nearby media companies