Amirul Islam Rasel

Amirul Islam Rasel Entertainments,Motivation and travel Motivational video ,doccumentary news,entertainment,Videos creator,personal blogger,traveler

১৯৭১ সালের ত্যাগের দলিল...
17/12/2024

১৯৭১ সালের ত্যাগের দলিল...

17/12/2024

মসজিদে দেখা যায় সকলের আগে -
চোগলখোরিতেও থাকো সম্মুখ ভাগে,
কলুষিত হৃদয়ে, উপসনার কাজ -
পাপ থেকে ফিরাবে, কেমনে নামাজ?

14/12/2024

ব্যাথাই হলো শক্তির উৎস...

02/12/2024

একটা Dimond হতে গেলে pressure face করতে হয়।
যারা pressure খায় তারাই plessure টা enjoy করে।
যারা pain কে pleasure এ convret করতে পারে..তারাই wrold কে role করে...

15/11/2024

And [all] faces will be humbled before the Ever-Living, the Sustainer of existence. And he will have failed who carries injustice.

আর চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত-সর্বসত্তার ধারকের কাছে সবাই হবে নিম্নমুখী এবং সে-ই ব্যর্থ হবে, যে যুলুম বহন করবে।

সুরা ত্বহা :১১১...

আনন্দ পৃথিবীর সবচেয়ে দামি মদ— এই মদ সরাসরি মানুষের শরীরে উৎপাদন হয়— একশো আশি মিলিগ্রাম পর্যন্ত ঠিক আছে— এর চেয়ে বেশি হলে...
29/10/2024

আনন্দ পৃথিবীর সবচেয়ে দামি মদ— এই মদ সরাসরি মানুষের শরীরে উৎপাদন হয়— একশো আশি মিলিগ্রাম পর্যন্ত ঠিক আছে— এর চেয়ে বেশি হলে মাতাল হয়ে যেতে হয়— আশেক যেনো মাতাল অবস্থায় মাশুকের ধারে কাছেও না যায়।

27/10/2024

-যেই মন্দিরে দেবতা নেই সেই মন্দিরে পূজো দাও কেনো ?

-দেবতা হৃদয়ে থাকে, মন্দিরে নাহ।

17/10/2024

পাঁকা দাড়িতে সম্মান থাকেনা,
সম্মান থাকে সততায় এবং সরলতায়।

মানুষের যে ভাই-সে তোমারই ভাই!তাকে কিভাবে হত্যা করো?ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রা!মনুষ্য হয়েও কেন মনুষ্যকে এত বিষ নয়নে...
19/09/2024

মানুষের যে ভাই-সে তোমারই ভাই!তাকে কিভাবে হত্যা করো?ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রা!মনুষ্য হয়েও কেন মনুষ্যকে এত বিষ নয়নে দেখ? এই তোমার ধর্ম?–হে আল্লাহ্ এই অসহনীয় ভন্ডামি ও নিমর্মতার শেষ কোথায়?..

যারা অত্যন্ত মূর্খ ও অজ্ঞান তাদের বিশেষ কোনো দুঃখ-কষ্ট নেই। গরু-ঘোড়া বা কুকুর-শৃগালের কোনো বেদনা নেই। তার মানে এদের ভিতর কোনো বোধ বা চিন্তা করবার ক্ষমতা নেই।

ব্যথিত মানুষকে সম্মুখে দেখে কোন প্রাণে আনন্দ কর?
জীবত মানুষ কে হাত পা বেধে পিটিয়ে মেরে
আলহামদুলিল্লাহ্ বলো?কোন সাহসে ভাত খাওয়ানোর পর ঠান্ডা মাথায় খুন করো?
অন্যায়ের অভিশাপ বড় ভয়ানক, পীড়িত মানুষ যত ছোটই হোক তার ব্যথাকে ভয় করতে হবে। তোমার অর্থ, তোমার স্টুডেন্ট পাওয়ার। তোমার দলীয় ক্ষমতা। তোমার গায়ের শক্তি তোমাকে পীড়িতের নিক্ষিপ্ত অদৃশ্য বাণ হতে রক্ষা করবে না।

ব্যথিতের দীর্ঘশ্বাসকে সংবর্ধনা জানাবার জন্য খোদার দূতেরা আকাশ পথে এগিয়ে আসেন এ কি কেউ জান না? তোমাদের ও একদিন শুকনা মাটিতে তল হবে...

17/09/2024

একজন সফল মানুষের শুধু আলোই মানুষের চোখে পড়ে.....
-সে কত অন্ধকার দেখেছে কেউ জানেনা...

07/09/2024

সমাজের অনেক লোকের কাছে গাছের চেয়ে আমের মূল্য বেশী — কিছু লোকের কাছে আমের চেয়ে গাছ প্রাধান্য পায়— তারা মনে করে গাছ থাকলে আম থাকবে— আর তারা মনে করে আমের জন্যে গাছ— যারা আমের সাথে বাচে তারা আমলোক— যারা গাছের পক্ষে থাকে তারা পৃথিবীর লোক।

31/08/2024

কবি গোলাম মুস্তফা যথার্থই বলেছেন- পিতা গড়ে শরীর, শিক্ষক গড়েন মন. পিতা বড় না,শিক্ষক বড় বলিবে কোন জন!
"বাপ বানায় ভূত,আর শিক্ষক বানায় পুত"

এ জগতে তুমি মানুষকে যা কিছু দাও না, জ্ঞান দান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নেই। পতিতকে পথ দেখান, জ্ঞানান্ধকে জ্ঞান দান করাই শ্রেষ্ঠ ধর্ম।

হে আল্লাহ্ আমাদের দেশে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ১১৬৯ জন শিক্ষক লাঞ্চিত।

এই অসহনীয় ভন্ডামির শেষ হোক।
কাজী কাদের নেওয়াজের "শিক্ষাগুরর মর্যাদা "
কবিতা টি বেশি করেই পড়া উচিত।

25/08/2024

মানুষের সঙ্গে নিষ্টুর ব্যবহার করে যে, খোদার সঙ্গে প্রেম করতে যায় তার বুদ্ধি খুব কম।

19/08/2024

আসিফ নজরুল সাবের গোপন উদ্দেশ্য ফাঁস করে প্রমাণ সহ
মুখোশ খুলে দিলেন কে এই ব্যাক্তি?
#বাংলাদেশ #ছাত্রলীগ #ঢাকাবাংলাদেশ #সিলেট #রাজনীতি

14/08/2024

আজ যে রাজা কাল সে ফকির
পুরো খেলাটাই ঘড়ির....

Address

Kuala Lumpur
55100

Alerts

Be the first to know and let us send you an email when Amirul Islam Rasel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amirul Islam Rasel:

Videos

Share

Category