12/08/2024
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করছি, এ পৃথিবীর বুকে যদি কোন মানুষ প্রথম আমার শিক্ষা নিয়ে ভূমিকা পালন করে থাকে তারা হচ্ছেন আমার আম্মু ও আব্বু। এ কথা কোন ভাবে অস্বীকার করা যাবে না । আজ এতদূর আসা কোনভাবেই আমার পক্ষে সম্ভব ছিল না। আমার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং উৎসাহ দেওয়া প্রয়োজন সেটা তারা আমাকে দিয়েছেন। আজকের এই ধাপে আসতে গিয়ে অনেকগুলো ধাপ আমাকে পার করতে হয়েছে। যে ধাপগুলো পার না করতে পারলে আজকের এই ধাপের কোন মূল্য নেই। বাংলাদেশে আমি দুইবার অনার্স কমপ্লিট করেছি, একটা ছিল বিএসসি অনার্স এবং অন্যটি বিএসএস। এরপরেও আমার লেখাপড়ার আগ্রহ থেকে যায়। কিন্তু কখনোই দেশের বাহিরে পড়তে যাওয়ার স্বপ্ন দেখা হয়নি। যে মানুষটার হাত ধরে আজ আমার দেশের বাহিরে একটি ডিগ্রী অর্জন করা সম্ভব হলো, যখন কেউ ভেবেছিল আমার জীবনটা এখানে থেমে গিয়েছে, ঠিক তখনই এই মানুষটার হাত ধরে নতুন করে বাঁচতে শেখা, বিদেশি একটি ডিগ্রী অর্জন করার পেছনে যে মানুষটা অবদান রয়েছে তিনি হলেন আমার স্বামী। এই দুইজন ব্যক্তি ছাড়াও আমার জীবনের কমবেশি আরো অনেক মানুষেরই ভূমিকা রয়েছে, তার ভেতরে আমার ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ। সবাই যখন আমার থেকে শত সহস্র দূরে সরে গিয়েছিল ঠিক তখন এই মানুষগুলোই আমার পাশে ছিল আমাকে ভরসা করেছিল। এর বাইরে বিশেষ কারোর কথা আমার মনে আসছে না বা বলতেও ইচ্ছা করছে না। যে মানুষগুলোর হাত ধরে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আমি আমার সিজিপিএ নিয়ে সন্তুষ্ট। আমাকে যতটুকু দিয়েছেন তাতেই আমি খুশি
Date: August 2024
Course MBA
CGPA : 3.61 (It may increase later )
゚ ゚