Chandpur BGD

Chandpur BGD আমি আজন্মই যাযাবর। নিজের ইচ্ছে গুলোকে তীক্ষ্ণ খুন করে ঝুলিয়ে রেখেছি অ - সুখের ঘরদোর।🇧🇩 🇲🇾
(1)

16/01/2025
যখন জেলেরা সমুদ্রে যেতে পারে না, তখন তারা জাল মেরামত করে।সমুদ্র যখন উত্তাল হয় এবং নৌকা চালানো অসম্ভব হয়ে পড়ে, তখন দূর...
11/01/2025

যখন জেলেরা সমুদ্রে যেতে পারে না, তখন তারা জাল মেরামত করে।

সমুদ্র যখন উত্তাল হয় এবং নৌকা চালানো অসম্ভব হয়ে পড়ে, তখন দূরদর্শীরা অপেক্ষায় বসে থাকে না। তারা তাদের কাজ শুরু করে—জাল মেরামত করে, সরঞ্জাম ধারালো করে এবং ঝড় থামার পরবর্তী সুযোগের জন্য প্রস্তুতি নেয়। কারণ স্থবিরতা মানেই থেমে থাকা নয়; এটি ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার সময়। এটি অলস সময় কাটানোর বিষয় নয়, বরং সাফল্যের ভিত্তি নির্মাণের সময়।

তাই নয় কি?

গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য। ফরিদগঞ্জ চাঁদপুর।
09/01/2025

গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য। ফরিদগঞ্জ চাঁদপুর।

Today's people have become selfish.
08/01/2025

Today's people have become selfish.

শিক্ষনীয় পোস্ট ঃ- শরীরে শক্তি আর ক্ষমতা আছে বলেই সব জায়গায় তা প্রয়োগ করতে যাবেন না। কখন যে কোথায় আটকে গিয়ে মাটির সাথে মি...
08/01/2025

শিক্ষনীয় পোস্ট ঃ-
শরীরে শক্তি আর ক্ষমতা আছে বলেই সব জায়গায় তা প্রয়োগ করতে যাবেন না। কখন যে কোথায় আটকে গিয়ে মাটির সাথে মিশে যাবেন তা আপনি নিজেও বুঝতেই পারবেন না!

অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষন তাই অহংকারী না হয়ে সহনশীল হওয়া উচিৎ।

ক্ষমতার গর্ব না করে –
মনে রাখবেন, আপনার চেয়ে বড় বড় পালোয়ান, শক্তিবান এই পৃথিবীতে পরিস্থিতির বেড়াজালে আটকে পড়ে ধ্বংস হয়ে গেছে। শক্তি, ক্ষমতা, রূপ আর অহংকার চিরস্থায়ী নয়।

মানবজাতির মধ্যে একটি বিষয় সব সময় কাজ করে। অন্যকে ছোট করে দেখা, তাকে ছোট করে রাখা, তাকে দমিয়ে রাখা, কিন্তু তা কখনও সম্ভব নয় কারণ আপনিও ক্ষণস্থায়ী জীবনে বসবাস করছেন ভুলে যাবেন না।

আজকে আপনি তাকে ভালোবেসে কাছে টেনে বুকে জড়িয়ে ধরুন। আপনার যে কোন বিপদে ঐ মানুষটিকে কাছে পাবেন। যাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করে ছিলেন। তাকে তার সাফল্যের পথে হাঁটতে শেখান সেই প্রত্যেকটি স্তরে আপনার কথা স্বরণ করবে। আপনার নামটি শ্রদ্ধার সাথে মনে রাখবে।

তাই আসুন সবার সাথে বিনয়ী হই বিনয়ের সাথে কথা বলি। ছোট বড় কোন ভেদাভেদ না করে সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করি । এটাই আপনাকে সম্মানের উচ্চতায় নিয়ে যাবে।

মনে রাখবেন সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

05/01/2025

মালয়েশিয়া

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হ...
04/01/2025

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না । বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়।তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানাই।





Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur BGD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur BGD:

Videos

Share