Maruf

Maruf ভ্রমণ হল একটি ইবাদত - প্রতিটি পদক্ষেপ এক একটি নতুন আবিষ্কার।

See The World Through My Eyes. Embrace The Extraordinary With Me.

এইরকম পরিবেশে বসে অফিস করার অনুভূতি শুধু একজন ফ্রিল্যান্সার ই জানে।আজই শুরু করুন স্কিল ডেভেলপমেন্ট। It's never too late!...
07/03/2024

এইরকম পরিবেশে বসে অফিস করার অনুভূতি শুধু একজন ফ্রিল্যান্সার ই জানে।

আজই শুরু করুন স্কিল ডেভেলপমেন্ট। It's never too late!

📍কাপ্তাই

রিমোট জবের সুবিধা! শীতের দুপুরে সোনালী রোদের উষ্ণতা গায়ে না মাখালে মনে হয় নিজের সাথে অন্যায় করা হচ্ছে! উত্তরবঙ্গে গ্রামে...
20/02/2024

রিমোট জবের সুবিধা!

শীতের দুপুরে সোনালী রোদের উষ্ণতা গায়ে না মাখালে মনে হয় নিজের সাথে অন্যায় করা হচ্ছে! উত্তরবঙ্গে গ্রামের দিকের শীতকাল টা অনেক বেশিই সুন্দর।

ভার্সিটির ফার্স্ট ইয়ার বাসা থেকে মাসে টাকা নিতাম ৪০০০- এর মাঝে থাকা, খাওয়া, যাতায়াত, হাতখরচ সব কাভার করতাম। ইউনিভার্সিটি...
16/02/2024

ভার্সিটির ফার্স্ট ইয়ার বাসা থেকে মাসে টাকা নিতাম ৪০০০- এর মাঝে থাকা, খাওয়া, যাতায়াত, হাতখরচ সব কাভার করতাম। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে নিজেকে আমি দুই বছর সময় বেধে দিয়েছিলাম স্কিল ডেভেলপমেন্ট এর জন্য। কোন জায়গায় স্কলারশিপে কি শেখায় খোঁজ রাখতাম। ভার্সিটির ট্যুর, হ্যাং আউট এমনকি মাঝে মাঝে ক্লাস গ্যাপ দিয়ে আমি কাজ শিখতাম।

ক্লায়েন্ট কমিউনিকেশন এর জন্য স্পোকেন, লিসেনিং ইংলিশ ইম্প্রুভ করার পেছনে যথেষ্ট সময় দিতাম। ইংলিশ স্পোকেন কম্যুনিটি গুলোতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতাম। ৮০% স্কিল ডেভেলপমেন্ট আমার ইন্টারনেট থেকে, নিজে নিজেই।

নিজেকে দেয়া ডেডলাইনের অনেক আগেই লক্ষ্য ধরেছি নিজের সাথেই প্রতিযোগিতা করে।

সেকেন্ড ইয়ার থেকে আর বাসা থেকে টাকা নিইনাই। থার্ড ইয়ার থেকে আমি বাসায় টাকা দেয়া শুরু করি। ২০২২ সালে আমি মালয়েশিয়া মুভ করি নিজের খরচেই।

লক্ষ্য ঠিক রেখে নির্দিষ্ট সময় কঠিন পরিশ্রম করে এগুতে পারলে একটা সময় জীবন মোটামুটি সহজ হয়ে আসতে বাধ্য। তখন হাল্কা পরিশ্রম করলেও সব ঠিকঠাক চলে যায়। এই "কঠিন" সময়টা কতটুকু সেটা নির্ভর করবে লক্ষ্য কোথায় তার উপর।

আমার পরিশ্রমের পেছনে অনুপ্রেরণা ছিল দুইটা।

প্রথম, দায়িত্ববোধ। পরিবারের দায়িত্ব কাধে নেয়ার বোধ। আমার আব্বা আর্মির সৈনিক হিসাবে চাকরি করতেন। মাস শেষে যা পেতেন আম্মার কাছে পাঠিয়ে দিতেন আর আম্মা আমাদের ৩ ভাই এর স্কুলের বেতন, বাসা ভাড়া পরিশোধ করতেন। সারা জীবন বিসর্জন দিয়ে আমাদের এত দূর টেনে আনার পর এখন ওদের আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব।

দ্দ্বিতীয়ত, ঘোরাঘুরির নেশা। আল্লাহর দুনিয়া আল্লাহ এত নিখুত সুন্দর করে বানিয়েছেন সেইটা যৌবন থাকতেই দেখা। এই বয়স চলে গেলে হয়ত অনেক টাকা থাকবে, কিন্তু এখনকার এনার্জি, জৌলুস টা আর থাকবেনা। নিজের রোজগারে ভ্রমণ করার তৃপ্তিটা আসলে বলে বোঝানোর মতন কোনো বিষয় না। আমার ২০২২ সালে মালয়েশিয়া মুভ করাটা এই ঘোরাঘুরির নেশা থেকেই।

---

লক্ষস্থির রেখে পরিশ্রম শুরু করেন, সফলতা এক সময় ধরা দিবেই ইন শা আল্লাহ। মার্কেটপ্লেসে কাজের অভাব নাই, দক্ষ লোকের অভাব আছে। নিজেকে দক্ষ করার পেছনে সময় ব্যয় করুন, ৫ বছর পরের আপনি আজকের আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। শুরুটা না করলে কাল আপনার জায়গা অন্য কেউ নেবে, আর আপনি পিছিয়ে থাকবেন।

একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমি ২০১৩ সালে কম্পিউটার শিখি আমার একটা বন্ধুর কাছে। আমি ওর কাছে কৃতজ্ঞ, আমাকে ডিজিটাল দুনিয়ার ক-খ শেখানোর জন্য।

মজার বিষয় হল আমার সেই বন্ধু এখনও ১৫ হাজার টাকার একটা চাকরি করে, আমাকে মাঝে মাঝে কল করে ফাইনান্সিয়াল প্রবলেমের কথা শেয়ার করে। আর আমি ওর হাতে কম্পিউটার শিখে আরো স্কিল ডেভেলপ করে নিজেকে আজ নিজের রোজগারে একটা স্বাধীন জীবন উপহার দিয়েছি।

📍কর্ণফুলী নদী, কাপ্তাই রাঙামাটি (২০২০)

11/02/2024

The Purity of 7am On Bangladeshi Villages! 💚

প্রকৃতির কোমলতায় প্রকৃতির কোলে ঘুম - পাখির ডাক আর মাছের কলকলানি সাতারের শব্দে ভাঙল ঘুম!কাপ্তাই আমাদের জন্য সৃষ্টিকর্তা প...
09/02/2024

প্রকৃতির কোমলতায় প্রকৃতির কোলে ঘুম - পাখির ডাক আর মাছের কলকলানি সাতারের শব্দে ভাঙল ঘুম!

কাপ্তাই আমাদের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত বেহেশতের একটা টুকরা!

-

২০২০ সালে তোলা ছবি। মন খারাপ থাকলে মাঝে মাঝেই কাপ্তাই গিয়ে পড়ে থাকতাম!

একজন ফ্রিল্যান্সার এর অফিস তার রুমের বারান্দা!(২০২০ সালে তোলা ছবি, তখন ঢাকায় থাকতাম!)
07/02/2024

একজন ফ্রিল্যান্সার এর অফিস তার রুমের বারান্দা!

(২০২০ সালে তোলা ছবি, তখন ঢাকায় থাকতাম!)

প্রকৃতির কোনো ক্ষতি না করেও চাইলেই অনেক সুন্দর একটা শহর গড়ে তোলা যায়, যার বাস্তব উদাহরন মালয়েশিয়া এসে দেখছি। উচু উচু পাহ...
03/02/2024

প্রকৃতির কোনো ক্ষতি না করেও চাইলেই অনেক সুন্দর একটা শহর গড়ে তোলা যায়, যার বাস্তব উদাহরন মালয়েশিয়া এসে দেখছি। উচু উচু পাহাড়ের মাঝে কত সুন্দর একটা ইউনিভার্সিটি গড়ে ফেলেছে এরা। চারিদিকে সবুজ গাছপালা, চোখের সামনে বুক উচিয়ে দাড়িয়ে থাকা পাহাড়, শান্ত শীতল বিকেল।

সৃষ্টিকর্তার নিদর্শন কত সুন্দর!

-

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)

মেঘের উপর অফিস! জায়গাটির নাম "গেনতিং হাইল্যান্ড", যেখান থেকে মেঘ ছোঁয়া যায়। মালয়েশিয়া গরম প্রধান দেশ হলেও এই জায়গাটায় ১২...
01/02/2024

মেঘের উপর অফিস!

জায়গাটির নাম "গেনতিং হাইল্যান্ড", যেখান থেকে মেঘ ছোঁয়া যায়। মালয়েশিয়া গরম প্রধান দেশ হলেও এই জায়গাটায় ১২ মাস শীত থাকে!

যখন ইচ্ছে করে এইখানে চলে যাই, মেঘের উপর বসে অফিস করি। লাইফ অফ এ ফ্রিল্যান্সার! 💚

বিদেশে সুপারশপে Lays এর মত বড় বড় ব্রান্ডের মাঝে যখন হঠাৎ প্রাণ পটেটো চোখে পড়ে, ভালই লাগে!
30/01/2024

বিদেশে সুপারশপে Lays এর মত বড় বড় ব্রান্ডের মাঝে যখন হঠাৎ প্রাণ পটেটো চোখে পড়ে, ভালই লাগে!

একজন ফ্রিল্যান্সার নিজের অফিস সাথে নিয়ে ঘুরে! ২০২০ সালে তুলেছিলাম ছবিটা। বলেন তো এইটা কোন জায়গা?
28/01/2024

একজন ফ্রিল্যান্সার নিজের অফিস সাথে নিয়ে ঘুরে! ২০২০ সালে তুলেছিলাম ছবিটা।

বলেন তো এইটা কোন জায়গা?

20/01/2024

এরাবিক খাবার | Arabic Food

💚
19/01/2024

💚

17/01/2024

বিদেশ এসেও শান্তি নাই!

14/01/2024
পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের তীর, প্রতিটি যাত্রা আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। 💚
08/01/2024

পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের তীর, প্রতিটি যাত্রা আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। 💚

আমার হলের রুম থেকে সকাল ৭ টার ভিউ! আলহামদুলিল্লাহ 📸 Device: iPhone 14 Pro
06/01/2024

আমার হলের রুম থেকে সকাল ৭ টার ভিউ! আলহামদুলিল্লাহ

📸 Device: iPhone 14 Pro

কি নামে ডেকে, বলব তোমাকে!বাসের জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ উনার সাথে দেখা!📸 Device: iPhone 14 Pro
04/01/2024

কি নামে ডেকে,
বলব তোমাকে!

বাসের জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ উনার সাথে দেখা!

📸 Device: iPhone 14 Pro

Address

IIUM
Kuala Lumpur
53100

Telephone

01738754404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share