মালয়েশিয়া প্রবাসী বার্তা

মালয়েশিয়া প্রবাসী বার্তা আমরা প্রবাসী বাংলাদেশীদের সচেতনতায় আছি ২৪ ঘন্টা।

মালয়েশিয়া হাইকমিশন থেকে দুর্নীতিবাজ ও হেনস্তাকারী খোরশেদ আলমকে বহিষ্কার করতে হবে। আর এটাই মালয়েশিয়া প্রবাসীদের প্রানের দ...
24/12/2024

মালয়েশিয়া হাইকমিশন থেকে দুর্নীতিবাজ ও হেনস্তাকারী খোরশেদ আলমকে বহিষ্কার করতে হবে।
আর এটাই মালয়েশিয়া প্রবাসীদের প্রানের দাবী✊
#মালয়েশিয়া_প্রবাসী
#বাংলাদেশ_হাইকমিশন_মালয়েশিয়া
োরশেদ_আলম_খাস্তগীর

20/12/2024

মালয়েশিয়া থেকে দেশে ফেরত যাওয়ার জন্য ২ লাখ ১৬ হাজার অবৈধ অভিবাসী এপয়েন্টমেন্ট নিয়েছে। এর মধ্যে বাংলাদেশি 31 হাজার।

ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হলেও টি-টোয়েন্টিতে প্রতিশোধ নিলো বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে প্...
20/12/2024

ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হলেও টি-টোয়েন্টিতে প্রতিশোধ নিলো বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

08/12/2024

মেয়াদ শেষ হওয়া মাইজির 6/7 নাম্বার ভিসা ডিসেম্বরের পরে জরিমানা দিয়ে আর রিনিউ করা যাবে না।
৩১ ডিসেম্বর শেষ সময়।

08/12/2024

অবৈধ বিদিশি নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকার।

08/12/2024
প্রবাসীদের সমস্যা দেখার কেউ নেই 😭ESKL সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন,প্রশ্নঃ- ESKL এর কার্যক্রম কি এখনো চলমান?উত্তর:-হাই ...
08/12/2024

প্রবাসীদের সমস্যা দেখার কেউ নেই 😭
ESKL সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন,

প্রশ্নঃ- ESKL এর কার্যক্রম কি এখনো চলমান?

উত্তর:-হাই কমিশনের ঘোষনা অনুযায়ী 2025 সালের ২ মার্চ পর্যন্ত ESKL তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত এপয়েনমেন্ট নিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ-যারা ESKL এর মাধ্যমে আগে ই পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন বা বর্তমানে করবেন তারা কি পাসপোর্ট পাবেন?

উত্তর:- প্রথম ESKL পাসপোর্ট দেওয়া বা না দেওয়ার অথরিটি না,তারা শুধু প্রসেসিং ও বায়োমেট্রিক করে দেয় মাত্র
বাংলাদেশ সরকারের পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ হাইকমিশন মালোশিয়া হলো পাসপোর্ট অথরিটি অবশ্যই আপনি আপনার পাসপোর্ট সময় লাগলেও পাবেন ইনশাআল্লাহ।

প্রশ্নঃ- আপনারা কি ESKL এর সাথে জড়িত?
তাহলে ওদের নিয়ে পোস্ট করেন কেনো?

উত্তর:- ESKL এবং হাইকমিশনের কিছু অসাধু কর্মকর্তার দূর্নীতি নিয়ে আমরাই লেখালেখি কেরেছি
যেমন:-২৭৩ রিংগিত প্রবাসীদের থেকে নিয়ে সরকারকে দেয় ৫০ ডলার যা ২২০ রিংগিত(কম-বেশি)
সমপরিমাণ বাকি ৫৩ রিংগিত কোথায় যায়?
এর বাহিরেও ESKL ৩২ রিংগিত চার্জ নেয়😭

কথা একদম ক্লিয়ার আমরা প্রবাসীদের নৈতিক দাবির পক্ষে 💪
প্রবাসীদের ছাড়া অন্য কারো তাঁবেদারি বা গোলামী যাই বলেন এগুলোর বিপক্ষে।

প্রশ্নঃ- অনেক মিডিয়া, সাংবাদিক এবং অনলাইন এক্টিভিস্ট বলেন যে ESKL বন্ধ তাহলে প্রবাসীরা কোথায় যাবে?

উত্তর:- এখানো ESKL এর কার্যক্রম চলমান,আর ই পাসপোর্ট হাইকমিশন থেকে জমা নিবে এরকম কোন নির্দেশনা আসেনি, যতক্ষণ নির্দেশনা না আসবে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ অথবা কম এবং পাসপোর্ট হারিয়ে গেছে, কোম্পানি থেকে চলে এসেছেন তারা অবশ্যই ESKL এর এপয়েনমেন্ট নিয়ে পাসপোর্ট জমা দিবেন।
যদি হাই কমিশন নতুন ই পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেয় তাহলে তখন হাইকমিশনে জমা দিবেন।

বি:দ্র:-অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন যার মধ্যে কাজের চেয়ে অযথা প্রশ্ন বেশি 😭,
দয়া করে দরকারি বিষয়ে প্রশ্ন করবেন কারন কাজের পাশাপাশি আপনাদের উত্তর দেই তাই অন্য লোক ও যেন সুযোগ পায় সে বিষয়টি খেয়াল রাখবেন 🙏🙏
ধন্যবাদ

বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানে তৎকালীন সরকার কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্র ছাড়া...
04/12/2024

বিগত সরকারের আমলে মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানে তৎকালীন সরকার কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে দরপত্র ছাড়াই এবং পূর্বে কোন অভিজ্ঞতা না থাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ট্রাভেল পাস, পাসপোর্ট এবং এআইডির মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব ইএসকেএল নামক একটি বেসরকারি কোম্পানিকে দায়িত্ব দেয়। এর পর থেকে পাসপোর্ট সেবার অনিয়ম নিয়ে দীর্ঘদিনের অনুসন্ধানে দেখা যায় দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে ততকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ভিডিও কলের মাধ্যমে ইএসকেএল উদ্বোধন করেন। দূতাবাসের পাসপোর্ট ডিপার্টমেন্ট কে অকার্যকর করার নীল নকশা চলেছে। ন্যাশনাল আইডি বা জন্মনিবন্ধনের সাথে পাসপোর্টের তথ্যের মিল না থাকায় ই-পাসপোর্টের দিকে আগ্রহ কম মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসীদের মধ্যে। এমনও অভিযোগ আছে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ট্রাভেল পাসের দায়িত্ব দেয়ায় অসংসখ্য রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ রয়েছে।

চুক্তি অনুসারে প্রতিটা পাসপোর্ট আবেদনের বিপরীতে দুতাবাসের একাউন্টে রিঙ্গিত জমা করার কথা থাকলেও জুন মাস পর্যন্ত তা না করে খেয়াল খুশি মত রিঙ্গিত জমা করায় আর্থিক অনিয়ম হয়েছে। দুতাবাসের ডেপুটি হাইকমিশনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমন এর দোহাই দিয়ে ক্ষমতার অপব্যবহার করে ইএসকেএলকে অবৈধ সুবিধা দিয়েছেন। দুতাবাসের কর্মকর্তাদের বরাদ্দ দেয়া পাসপোর্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইএসকেএল কোম্পানীকে পাইয়ে দেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর

পরবর্তীতে পাসপোর্ট অধিদপ্তর চিঠির মাধ্যমে জানায় পাসপোর্টের মতো স্পর্শকাতর সার্ভিসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ৪র্থ শ্রেণির কর্মচারী এবং বিদেশি নাগরিকদের কাছে দেয়ার সুযোগ নাই। পরবর্তীতে সেই চিঠি রহিত করা হয়! অনুমতি ছাড়াই দুতাবাসের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে জোরপূর্বক সরকারি মেশিন ইএসকেএল অফিসে যায়। সংবাদ পেয়ে দুতাবাসের কর্মকর্তারা উপস্থিত হলে অবশিষ্ট মালামাল রেখে সটকে পড়ে ইএসকেএল এর কর্মকর্তা/কর্মচারীরা। ঢাকা থেকে মালয়েশিয়ায় আসা ই-পাসপোর্ট টেকনিক্যাল টিম অনিয়ম দেখতে পেয়ে রেজুলেশন বুকে স্বাক্ষর করে না । সেবা নিতে আসা প্রবাসীরা ইএসকেএল এ মারধরের শিকার হওয়া রেমিটেন্সযোদ্ধাদের বক্তব্য নিতে গেলে বেসরকারি ২ টিভি চ্যানেলের প্রতিনিধি শারিরিকভাবে লাঞ্ছিত করেন। মুলত: দুতাবাসের পাসপোর্ট শাখাকে অকার্যকর করা এবং রোহিঙ্গাদের নিবির্ঘ্নে বাংলাদেশ প্রবেশ করাতে দুতাবাসের কিছু অসাধু কর্মকর্তা ইএকেএলকে অবৈধ সুবিধা দিয়েছে। যে কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠলে কোন ব্যবস্থা না উল্টো তাদের সাফাই গাওয়া হয়।

প্রতিষ্ঠানটির নানা অনিয়মের খবর গণমাধ্যমে আসলে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে । তদন্ত কমিটির মালয়েশিয়া যাওয়ার দিনক্ষণ ঠিক হলেও শেষ মুহুর্তে রহস্যজনক কারণে তদন্ত কমিটির সফর স্থগিত করা হয়।
বর্তমানে ইএসকেএলকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছে বিএনপির কিছু নেতা।

ইএসকেএল প্রতিষ্ঠানটি স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানা ও তাদের শেখ ফুপাতো ভাই ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে এবং সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের মালিকানাধীন। অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শেখ পরিবার হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া হয়ে লন্ডন এবং আমেরিকায় পাচার করেছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে আছে মাওয়া হিলসা প্রজেক্ট এর মালিক গিয়াসউদ্দিন আহমেদ, মার্কেটিং ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়েছে অভিনেতা আরমান পারভেজ মুরাদকে।

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর ঘনিষ্ট কর্মকর্তা বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরের সহায়তায় টেন্ডার বিহীন ইএসকেএল কোম্পানিকে বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার ই-পাসপোর্ট ও ভিসা প্রসেসিং এর দায়িত্ব প্রদান করে। এ কাজে সহায়তা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন দুর্নীতিবাজ উর্ধতন কর্মকর্তা। তাদের মধ্যে অন্যতম শাহ মোহাম্মদ তানবির মনসুর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, যাকে সম্প্রতি ওএসডি করা হয়েছে। অতিরিক্ত সচিব মোঃ আলী রেজা সিদ্দীকি, যাকে গত ১৭ অক্টোবর ২০২৪ সালের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত রয়েছে ইএসকেএল এর পরামর্শদাতা ই-পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম, যিনি বিগত ফ্যাসিস্ট সরকার প্রধানের খুবই ঘনিষ্ঠজন ও তার একান্ত সহযোগী ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল ।

অনুসন্ধানে দেখা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে তড়িঘরি করে ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ইএসকেএকেলের সাথে চুক্তি সম্পাদন করে বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া। ডেপুটি হাইকমিশনারের তত্ত্বাবধানে এই চুক্তি সম্পাদন করা হয়। চুক্তি সম্পাদনে ডেপুটি হাইকমিশনারের একান্ত সহযোগী হিসেবে কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য দায়িত্ব পালন করেন। এই প্রণব কুমার ভট্টাচার্যকে সাবেক স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ইএসকেএল কোম্পানিকে সফল করার দায়িত্ব প্রদান করে মালয়েশিয়ায় পদায়ন করা হয়। ডেপুটি হাইকমিশনার খাস্তগীর, কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য ও ততকালীন কাউন্সেলর (এনএসআই কর্মকর্তা) জিএম রাসেল রানার তত্ত্বাবধানে চুক্তি সম্পাদন থেকে শুরু করে ইএসকেএল কোম্পানিকে ই-পাসপোর্ট ও ভিসা সেবা কার্যক্রমের দায়িত্ব ইএসকেএলকে হস্তান্তর করা হয়।

১৮ই এপ্রিল ২০২৪ তারিখে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের ই-পাসপোর্ট ও ভিসা সেবা প্রদান কার্যক্রম ইএসকেএল অফিস, সাউথগেইট কমার্সিয়াল সেন্টারে উদ্বোধন করা হয়। উদ্ভোধনের পরেই দুতাবাসের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সরকারি সার্ভারসহ যাবতীয় যন্ত্রপাতি ইএসকেএল কোম্পানির অফিসে স্থানান্তর করা হয়। চুক্তি অনুসারে ইএসকেএল কোম্পানির কর্মচারী কর্তৃক পাসপোর্ট সার্ভিস সেন্টারে ই-পাসপোর্ট আবেদন জমা ও বায়োমেট্রিক সম্পন্ন করার কথা থাকলেও ডেপুটি হাইকমিশনার খাস্তগীরের সহযোগিতায় চুক্তির শর্ত ভঙ্গ করে ইএসকেএল কোম্পানি ই-পাসপোর্ট সার্ভারসহ যাবতীয় যন্ত্রপাতি তাদের অফিসে খুলে নিয়ে যায়।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, পাসপোর্ট সার্ভিস সেন্টার গত বছরের আগস্ট ২০২৩ মাসে আম্পাং থেকে বর্তমান নতুন অফিসে স্থানান্তর করে আনা হয়। বর্তমান ভবনের মালিক পক্ষ হতে জানা যায়, ভবনটি তিন বছরের জন্য চুক্তি করা হলেও সম্প্রতি হাইকমিশন হতে ভবন ছেড়ে দেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। বর্তমানে দুতাবাসের পাসপোর্ট সার্ভিসের যাবতীয় কার্যক্রম ইএসকেএল অফিসে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। পাসপোর্ট সার্ভিস সেন্টার পুরাতন ভবন থেকে নতুন ভবনে পরিবর্তনের সময় অভ্যান্তরীন কাঠামো তৈরিতে প্রচুর সরকারি অর্থ ব্যয় করা হয়। ভবনটিকে মেশিন রিডেবল পাসপোর্ট, ই-পাসপোর্ট সেবা ও এনআইডি সেবার জন্য প্রস্তুত করতে ৩০-৩৫ লাখের বেশি সরকারি অর্থ ব্যয় করা হলেও ইএসকেএল কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ভবনটি ছেড়ে দেয়া হচ্ছে বলে জানা যায়। বর্তমানে ই-পাসপোর্ট সেবা এবং এনআইডি সেবার যাবতীয় যন্ত্রপাতি ও সার্ভার ইতোমধ্যে ইএসকেএল অফিসে নিয়ে স্থাপন করে সেখান থেকেই ই-পাসপোর্ট, ভিসা, ট্রাভেল পাস ও এনআইডি সেবা দেয়া হচ্ছে। বর্তমান পাসপোর্ট সার্ভিস সেন্টার হতে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। পাসপোর্ট সার্ভিস সেন্টারের বর্তমান ভবনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ছেড়ে দেয়ার কারণে হাইকমিশনকে গুনতে হবে পুরো তিন বছরের চুক্তির মাসুল। যা শুধুমাত্র ইএসকেএল কোম্পানিকে অবৈধ সুবিধা প্রদানের লক্ষ্যেই করা হচ্ছে। ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য অনৈতিক সুবিধা পেয়ে প্রবাসীদের সেবা দেয়ার পরিবর্তে স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান ইএসকেএল কোম্পানির স্বার্থ রক্ষার ক্ষেত্রে বেশি ব্যস্ত রয়েছেন!

ই-পাসপোর্ট ও ভিসা সেবা কার্যক্রমের জন্য চুক্তি সম্পাদন করা হলেও চুক্তি বহির্ভূতভাবে ট্রাভেল পাস ও এনআইডি সেবার মতো অত্যন্ত সংবেদনশীল কাজও বাগিয়ে নেয় ইএসকেএল কোম্পানি। ৪৫ রিঙ্গিতের বিনিময়ে হাইকমিশন থেকে ট্রাভেল পাসের জন্য সাধারণ প্রবাসীদের অতিরিক্ত ২০ রিঙ্গিতের চার্জ আদায় করা হচ্ছে কোন প্রকার চুক্তি ছাড়া। কোন প্রকার সরকারি ফি ছাড়া প্রবাসীদের যে এনআইডি সেবা প্রদান করার কথা, সেই সেবা নিতে প্রবাসীদের থেকে ৭৫ রিঙ্গিত আদায় করা হচ্ছে। চুক্তি বহির্ভূতভাবে জোরপূর্বক অতিরিক্ত চার্জ আদায়ও করা হচ্ছে প্রবাসীদের নিকট হতে। একাজে নির্লিপ্তভাবে সহযোগিতা করেছিলেন এনএসআই কর্মকর্তা ও কাউন্সেলর জিএম রানার, যিনি নিজেকে ডেপুটি হাইকমিশনারের অত্যন্ত আস্তাভাজন হিসেবে মালয়েশিয়ায় প্রবাসীদের কাছে পরিচিত ছিলেন।

চুক্তি বহির্ভুত ও অন্যায় ভাবে ইএসকেএল কোম্পানি তাদের অফিসে এসব কর্মকান্ডের প্রতিবাদ করার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতালয় প্রধান হিসেবে পদায়ন হওয়া অত্যান্ত মেধাবী, সৎ ও কর্তব্যপরায়ন কর্মকর্তা কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান ফারহানা আহমেদকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। তার পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিস্টেমের বাইরে গিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্যকে দূতালয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সে দূতালয় প্রধানের দায়িত্ব পেয়েই দূতালয় প্রধান ও তদন্তকারী কর্মকর্তা হিসেবে কলিং ভিসা ও ট্রাভেল পাসের অনিয়ম নিয়ে কালবেলা পত্রিকা ও করাপশন ইন মিডিয়ায় খবর প্রকাশিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্তের চিঠি ইস্যু হলে আলোচিত কোটি টাকার দুর্নীতির এ কেলেঙ্কারী থেকে ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর জিএম রাসেল রানা ও শ্রম উইংয়ের প্রথম সচিব সুমন চন্দ্র দাসকে নিরাপরাধ প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন। সেই ধারাবাহিকতায় তাদের নির্দোষ দাবী করে মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট জমা দেন। প্রণব কুমার ভট্টাচার্য দূতালয় প্রধানের দায়িত্ব নেয়ার পরে কোন প্রকার চুক্তি না করে ইসএকেএলকে এমআরপি পাসপোর্টের আবেদন জমা নেয়ার দায়িত্ব দিয়ে হাইকমিশনের ফেসবুকে পেইজে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এমআরপি পাসপোর্ট সার্ভিস দেয়ার নামে প্রবাসীদের নিকট থেকে ২০ রিঙ্গিত আদায় করছে ইএসকেএল । কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ পাওয়া যায়।

চুক্তির শর্ত অনুসারে প্রতিটা পাসপোর্ট আবেদনের বিপরীতে ফি সরাসরি দুতাবাসের ব্যাংক একাউন্টে জমা করার কথা থাকলেও তা না করে তাদের ইএসকেএল কোম্পানি নিজেদের কাউন্টারে জমা নিয়েছেন। এতে করে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও সরকারের রাজস্ব বেসরকারি কোম্পানির একাউন্টে চলে যাচ্ছে। উল্লেখ্য, ইতোমধ্যে ইএসকেএল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ইএসকেএলে সাথে জড়িত সকল ব্যবসায়িক অংশীদারদের বিরদ্ধে ইএসকেএল কোম্পানির নাম ভাঙ্গিয়ে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচারের অভিযোগ উঠেছে। ইএসকেএল কোম্পানি ই-পাসপোর্ট ও ভিসা সার্ভিসের আড়ালে হুন্ডি ব্যবসার সাথেও জড়িত রয়েছে।

উল্লেখ্য, এই ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর ও তার অনুসারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারে বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় মালয়েশিয়ায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা আন্দোলনে সমর্থন জানানোর কারণে সাংবাদিকসহ তাদের পাসপোর্ট বাতিলে হুমকি দিয়েছিল। এমন কি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা আন্দোলনে সমর্থন জানালে দেশে স্বৈরাচার ফ্যাসিস্ট দুর্নীতিবাজ আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত রেমিট্যান্স না পাঠানোর কথা জানালে, সে সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধারকেও পাসপোর্ট বাতিলের হুমকি দিয়েছিল। এমনকি ছাত্র-ছাত্রী ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা হাইকমিশনে স্মারকলিপি দিতে আসলেও তাদের বাঁধা প্রদান করা হয়। হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও তার অনুসারী কর্মকর্তাদের ভয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে হাইকমিশনের কোন কর্মকর্তা-কর্মচারী কোন কথা বলারও সাহস পায় না। দেশে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও হাইকমিশন এখনো স্বৈরাচার সরকারের মদদপুষ্টদের নিয়ন্ত্রণে। এখনো তারা আওয়ামী সরকারের এজন্ডা বাস্তবায়নে কাজ করছে।

এদিকে ইএসকেএল কোম্পানির চুক্তির মেয়াদ ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেষ হয়ে গেলেও আওয়ামী সরকারের দোসর আমলারা আবারও নতুন করে ইএসকেএল কোম্পানির সাথে চুক্তি নবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুক্তি নবায়নের জন্য সাবেক স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ইএসকেএল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদকে দিয়ে আওয়ামী মদদপুষ্ট দুর্নীতিবাজ আমলাদের কাছে তদবির করে চলেছে। একই সাথে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস আরব আমিরাতের আবুধাবী, দুবাই, কাতারের দোহা, কুয়েত, সৌদি আরবসহ অন্যান্য সকল দূতাবাসের কাজও হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে এই ইএসকেএল। তাদের এসব কাজে সহায়তা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ।

অভিযোগ রয়েছে ইএসকেএল এর নামে দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে। ইএসকেএল এর অনিয়ম নিয়ে বিগত সরকারের আমলে মালয়েশিয়া আওমীলীগের নেতা মকবুল হোসেন মুকুল প্রতিবাদ করেছিল যার ফলস্রুতিতে মকবুল হোসেন মুকুলকে নোংরা ভাষায় গালাগালি করে ইএসকেএল এর দিকে নজর দিতে নিষেধ করেন নিস্কন চৌধুরীর ভাই ততকালীন সংসদের চীফ হুইপ। প্রশ্ন থেকে যায় কোন এক অসৎ উদ্দেশ্যে পাসপোর্ট সেবার মধ্যে লুকিয়ে রেখেছে এই প্রাইভেট কোম্পানি ইএসকেএল এর মধ্যে।

অনুসন্ধানে দেখা যায় যে, প্রবাসীদের সেবা দেয়ার জন্য কোম্পানিকে বিগত সরকারের সাথে চুক্তি করেছে সেই ইএসকেএল এর যে পরিমাণ টাকা বিনিয়োগ করছে তার কোনো সঠিক হিসাব নাই। এতো টাকা কি ভাবে তারা মালয়েশিয়াতে নিয়েছে এবং এই টাকার উৎস কোথায় তার কোনো সঠিক জবাব ইএসকেএল কর্তৃপক্ষ দিতে পারিনি। ইএসকেএল যেখানে অফিস ভাড়া নিয়েছে সেখানকার ভাড়া এবং সেখানে যতজন কর্মচারী কাজ করে, তাদের বেতনাদি হিসাব করলে দেখা যায় প্রতিমাসে লোকসান গুনতে হচ্ছে প্রাইভেট এই কোম্পানিকে। এই লোকসানের হিসাব নিজে মুখে স্বীকার করেছেন ইএসকেএল এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ এবং অভিনেতা আরমান পারভেজ মুরাদ। প্রশ্ন উঠেছে কি কারণে একটা প্রাইভেট কোম্পানি লোকসান দিয়ে প্রবাসীদের সেবা প্রদান করবেন। এ যেন শস্যের মধ্যে ভুত লুকিয়ে আছে।

দেশের পুনর্গঠনে জন্য এখনো যারা স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজন্ডা বাস্তবায়ন করছে, ছাত্র-জনতার রক্তের সাথে যারা বেঈমানী করছে, তাদের চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন প্রবাসীরা।

📢 বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় স্ত্রী আনার সহজ সমাধান! 🛫❤️আপনি কি আপনার স্ত্রীকে মালয়েশিয়ায় নিয়ে আসার পরিকল্পনা করছেন...
02/12/2024

📢 বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় স্ত্রী আনার সহজ সমাধান! 🛫❤️

আপনি কি আপনার স্ত্রীকে মালয়েশিয়ায় নিয়ে আসার পরিকল্পনা করছেন? আমরা দিচ্ছি দ্রুত ও ঝামেলামুক্ত ভিসা প্রসেসিং সেবা!

আমাদের সেবাসমূহ:

✅ সহজ ও দ্রুত ডকুমেন্ট প্রসেসিং।
✅ বিশ্বাসযোগ্য ভিসা সাপোর্ট।
✅ কম খরচে সেরা পরিষেবা।
✅ দ্রুততম সময়ে ভিসা প্রসেস সম্পন্ন।

কেন আমাদের সেবা নিবেন?

🔸 অভিজ্ঞ টিমের সাহায্যে নিশ্চিত সেবা।
🔸 ভিসা প্রসেসিংয়ের প্রতিটি ধাপে পূর্ণ সহায়তা।
🔸 ১০০% ক্লায়েন্ট সন্তুষ্টি।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 হোয়াটসঅ্যাপ: 0179356940

📍 অফিস লোকেশন: মালয়েশিয়া

🌐 আপনার পরিবারকে একত্রিত করতে আমরা আছি আপনার পাশে!

#মালয়েশিয়া_ভিসা #স্ত্রী_আনার_সমাধান #বাংলাদেশ_থেকে_মালয়েশিয়া #পরিবার_একত্রিতকরণ #ভিসা_সহায়তা #ট্রাভেল_সাপোর্ট #বিশ্বাসযোগ্য_সেবা ে_ভিসা #দ্রুত_ভিসা_প্রসেসিং #ভ্রমণ_সহজ #পেশাদার_সেবা #আন্তর্জাতিক_পরিবার #ডকুমেন্ট_প্রসেসিং #মালয়েশিয়া_পরিবার #ভিসা_টিপস #ভ্রমণ_পরিকল্পনা #বিশেষ_সেবা #ট্রাভেল_এজেন্সি #বাংলাদেশ_মালয়েশিয়া #পরিবারের_স্বপ্ন #ভ্রমণ_সহযোগিতা #বিশেষ_অফার #কাজের_ভিসা #পারিবারিক_ভিসা

02/12/2024

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিদিশি শ্রমিকদের ভিসা প্রদান আরো সহজ করার জন্য শত ভাগ ডিজিটাল করার পরিকল্পনা নিয়েছে। অনলাইনে সকল সেবা দেওয়া হবে, ইমিগ্রেশনে যেতে হবে না।

শাহজালাল বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটকঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১২ কেজি স...
02/12/2024

শাহজালাল বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণসহ এক মালয়েশিয়ান চাইনিজ নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম চো ইয়ো চার। আটকের পর তাকে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

27/11/2024

মালয়েশিয়া থেকে সরকারিভাবে পাম অয়েল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রস্তাব বিবেচনার করার কথা জানিয়েছে মালয়েশিয়া।

কারো এ্যাপার্টমেন্ট  লাগলে ইনবক্সে  করেন_____
27/11/2024

কারো এ্যাপার্টমেন্ট লাগলে ইনবক্সে করেন_____

প্রবাসে আগে নিজেকে তৈরী করে নিন!আপনি কি হার্ড ওয়ার্ক করবেন নাকি স্মার্ট ওয়ার্ক করবেন!পরিশ্রম কখনো বৃথা যায় না! আপনি চাইল...
21/11/2024

প্রবাসে আগে নিজেকে তৈরী করে নিন!
আপনি কি হার্ড ওয়ার্ক করবেন নাকি স্মার্ট ওয়ার্ক করবেন!
পরিশ্রম কখনো বৃথা যায় না! আপনি চাইলে ২ টাই করতে পারবেন!
ভাষাগত জটিলতা যত তারাতাড়ি কাটিয়ে তুলতে পারবেন ততই তারাতাড়ি সাকসেস এর মুখ দেখবেন!
দ্বিতীয়ত কাজের স্কিল যত ভালো সে তত তারাতারি সাফল্য মুখ দেখবে!
প্রবাসে আসার আগে যেকোন একটা ভালো কাজ শিখে আসুন!
★ইলেকট্রনিক কাজ!
★ট্রাইলস.
★মেশন.
★প্লাম্বার.
★পেইন্টার.
★সেইফ(কুক).
★মার্কেটিং.
★গ্রাফিক্স ডিজাইন.
#বর্তমানে সারাবিশ্বে একটু অর্থনৈতিক মন্দা চলছে! ধর্য্য ধরেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ।
যাদের অল্প টাকায় সামার্থ্য আছে তারা আপাতত সৌদি দুবাই কুয়েত ট্রাই করতে পারেন।
আর মাঝামাঝি অর্থ থাকলে নন সেনজেন দেশ গুলাই ট্রাই করেন, সার্বিয়া,আলবেনিয়া,রোমানিয়া, কসভো,
আর বেশি অর্থ থাকলে কানাডা,আমেরিকা,সেনজেন দেশ গুলা ট্রাই করেন! পড়ালেখা স্কিল ভালো হলে অস্ট্রেলিয়া,জাপান উত্তম!

#সং্যুক্ত আরব আমিরাত প্রবাসী।

প্রশ্ন - এমআরপি পাসপোর্ট কি বন্ধ হয়ে গেছে?উত্তর - বন্ধ হয়নি, নতুন করে জমা না করার অনুরোধ জানানো হয়েছে।প্রশ্ন - যাদের ...
07/11/2024

প্রশ্ন - এমআরপি পাসপোর্ট কি বন্ধ হয়ে গেছে?

উত্তর - বন্ধ হয়নি, নতুন করে জমা না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রশ্ন - যাদের পাসপোর্ট প্রিন্ট হয়নি তাদের কি ই- পাসপোর্ট করতে হবে?

উত্তর - বাধ্যতা মূলক নয়, যাদের জরুরী এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গড়মিল নেই তারা চাইলেই ই পাসপোর্টে কনভার্ট করে দ্রুত পাসপোর্ট পেতে পারে।

প্রশ্ন - যেগুলো পাঠানো হয়েছে, অনলাইন আছে, পার্সোনালাইজেশন আছে এগুলোর ভবিষ্যত কি?

উত্তর - সবগুলোই ধাপে ধাপে প্রিন্ট হয়ে পাসপোর্ট হাতে আসবে, তবে নেমিনেশন ফুয়েল পেপার মজুদ কম থাকায় অতিরিক্ত সময় লাগতে পারে।

***যাদের সকল ডকুমেন্ট ঠিক আছে তাদের ই পাসপোর্ট করে নেওয়া উচিত, যাদের ডকুমেন্টস ঠিক নেই দ্রুত সংশোধন করুন। ধারণা করা যাচ্ছে ২০২৫ সালের মধ্যেই এমআরপি পাসপোর্ট রিনিউ বন্ধ হয়ে যাবে।

05/11/2024

*রুম ভাড়া হবে*
একটি রুম (Bilik) খালি আছে, বাংলাদেশী কোন ভাই রুম লাগলে যোগাযোগ করতে পারেন।
ক্লাং মেরু, পাছার বোরং, ক্লাং পেরেড এর পাশে।

04/11/2024

ভারতের বন্দর বাদ দিয়ে মালয়েশিয়া, মালদ্বীপ ও শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করে পোশাক রপ্তানি শুরু করেছে বাংলাদেশ।

04/11/2024

ESKL তাদের পক্ষে খবর প্রচার করার জন্য টিকটকার ভাড়া করেছে। যাতে MRP পাসপোর্ট বন্ধের পক্ষে পজিটিভ নিউজ প্রচার করে। হাজারো প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে সে ব্যাপারে টিকটকার চুপ।

Address

Kuala Lumpur
41050

Telephone

+60179356940

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালয়েশিয়া প্রবাসী বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category