Md SELIM REZA

Md SELIM REZA My Icon Hazrat Muhammad (ﷺ) 🌸🖤

দুঃখের রাত গুলো ভীষণ ভাবে শরীর চায়।আমি তোমার সেই প্রেমিক, যে তোমার শরীর ও ভালোবাসে, আবার তোমার হৃৎপিণ্ড ও ভালোবাসে।ভালো...
27/11/2024

দুঃখের রাত গুলো ভীষণ ভাবে শরীর চায়।
আমি তোমার সেই প্রেমিক, যে তোমার শরীর ও ভালোবাসে, আবার তোমার হৃৎপিণ্ড ও ভালোবাসে।
ভালোবাসা সময়ে সময়ে দুভাগ হয়ে ছড়িয়ে পড়ে শরীরে আর হৃৎপিণ্ডে।
তুমি বলবে, হৃৎপিণ্ড তো শরীরের বাইরে নয়।
সে ও ঠিক। তবে হৃৎপিণ্ড আর শরীরের ভাষা ভীষণ ভীষণ আলাদা। সেই ভাষা দিয়ে দুজন আলাদা হয়।
মায়ের সাথে সন্তান ও থাকে কীভাবে বলো দেখি, শরীরের সাথে মিশে! এক রক্ত, এক প্রাণ থেকে আলাদা হলে তবেই না নূতন জন্ম।
আমি তোমায় মায়ের মতোই ভালোবাসি। শরীরের মধ্যে রেখে, ঠিক তোমার মতো করে।
শারীরিক যৌন সম্পর্ক বাদ দিলে, তোমাতে আমাতে সম্পর্ক, মায়ের মতোই।
আমি তোমায় সেইভাবে ই ভালোবাসতে চাই বারবার।
মায়ের মতো করে, শীতের দুপুরে চুলে বিনুনি বেঁধে দিতে শিখি।
তারপর দুষ্টুমি করে ঘাড়ে ঠোঁট ডুবিয়ে দিতেও ভালোবাসি।
গরমের রাতে পাখার বাতাসে শান্ত করে আবার ঘামে ভিজিয়ে দিতে ইচ্ছে করে।
আরো কতো কি যে ইচ্ছে করে!
আমি অসভ্য প্রেমিক তোমার।
তোমার কাছেই সভ্যতার গল্প জমা রেখে অসভ্য হতে চাই।
এ আমার অহংকার,
সারা পৃথিবীর কাছে জিতে, দিনশেষে তোমার কাছেই হারতে চাই।
শুধু তোমার চোখেই হারাতে চাই।❤️🌸

24/11/2024

আমরা শা*রী*রি*ক সম্পর্ক ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিনা, এক সাথে একই বিছানায় ঘুমালেই
কিন্তু মানুষটার কাছে যাওয়া যায়না... ❤️‍🔥
দুজন মানুষ ১০০ স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারেনা!
আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি,
যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারেনি!!

সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয়,
একই বালিশে ঘুমানো,একই টেবিলে খাওয়া,
একই রুমে ঘুরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহন করাটাই হয়তো সংসার!! ব্যপারটা কি আসলে তাই?

তাহলে, কিছু সংসার কখনো কখনো টিকে না কেন???
তারাও তো একই বিছানায় ঘুমায়,একই টেবিলে খাবার খায়, একজন অন্যজনকে সঙ্গ*মে কো-অপারেট করে!
তবুও, সংসারগুলো ভাঙ্গে কেন???

তুমি একটা মানুষের সাথে আছো-পাশে আছো,
চোখের সামনে আছো-তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে... এই দূরত্বটা ভীষণ অন্যরকম___
বলা যায় না,বুঝানো যায় না,সহ্যও করা যায় নাহ ;
কারো বুকের উপর শুয়ে থেকেও
মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে!!

"দাম্পত্য জীবনে আসলে আমি কি চাই?"
সবই চাই, যা যা সবাই চায়!!
তবে আমি সেটাও চাই ; যেটা অনেকেই বুঝতে চায় নাহ!!

সংসার মানে আসলে অভ্যাস,
এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না ; অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস?
নতুন কিছুই কি থাকে না???

আমরা একই ছাদের নিচে থাকি,
অথচ কখনো একসাথে আকাশ দেখি না...
কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না!!
আমরা কখনো জিজ্ঞাসা করিনা
"তুমি কেমন আছো?/তোমার মন খারাপ কেন?"
আমরা হাত ধরে বসে থাকি না!
আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না!!
আমরা কিছুতেই বুঝতে চাই না যে-আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন!!
আমরা হয়তো শরীরের দিক থেকে কাছে আসি রোজ ; অথচ,আমাদের মনের দূরত্ব বেড়েই চলে...

রান্না করার জন্য বুয়া রাখলেও হয়,
সঙ্গমের জন্য পতিতাই এনাফ ;
তবুও সংসার কেন করা লাগে বলতে পারেন??
সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আদ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না,এর বাইরেও অনেক কিছু থাকে!!

আমি একা! তুমি একা! আমরা একা! প্রচন্ড রকমের একা!!

অথচ___
"দিনশেষে আমার একটা আশ্রয় প্রয়োজন হয়,
একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয় ;
একটা নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয়...
সমঝোতা প্রয়োজন হয়, কারো কন্ঠস্বরে আমার জন্য
গভীর ভালোবাসার প্রয়োজন হয়!!
একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়,
এই স্পর্শটা কামনার স্পর্শ নয়
এটা শুধু মাত্র ভালোবাসার স্পর্শ ;
কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায়না এটা ঠিক
তবে কামনা ও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও তো মানতে হবে!!"

সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা
আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়,
যে দাম্পত্যে প্রেম থাকে না,সেখানে অভিনয় করে বাঁচতে হয়;
এরকম অনেক দম্পতি আছে,
যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা
একটা অপছন্দের মানুষের সাথে
একই ছাদের নিচে কাটিয়ে দেয়!!

দাম্পত্য জীবনে কলহ থাকবেই,
এটাকে ইন্সটেন্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না! ঝগড়া হওয়ার পর কান্না কাটি না করে
মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়
মানুষ কি আসলে এতটাই নিষ্ঠুর-
যে "ভালোবাসাকে" অবহেলা করতে পারে!!

সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে... সংসার একটা স্বর্গ!!
এখানে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম-ভালোবাসা-নির্ভরশীলতা-গুরুত্ব-প্রায়োরিটি- শ্রদ্ধাবোধ-এডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় ;সব মানে সব!!

দাম্পত্য জীবন সুন্দর তখনি হয়,
যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি ;
পাশের মানুষটা অস্তিত্ব হোক,অধিকার হোক,
বেঁচে থাকার ডেফিনেশন হোক,একটা এডিকশন হোক!! আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্থ থাকার অ্যালকোহল!!
আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরী ; ভীষন জরুরী ❤️

30/10/2024
⛔সবটুকু পড়ার জন্য অনুরোধ করছি⛔ "একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।তখন সে গহনা, শাড়ি...
16/09/2024

⛔সবটুকু পড়ার জন্য অনুরোধ করছি⛔

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।
তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,
যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,

-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গ.....

তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন. !🖤

13/09/2024

জামায়াত ক্ষমতায় এলে দেশে কি ধরনের পরিবর্তন ঘটবে

আর দেশ কি সত্যিই অনেক উন্নতি করবে? নাকি অন্য কিছু হবে। মনের কথাগুলো বলে ফেলুন❓

10/09/2024

কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে... বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে🥀

টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। উঠে বসুন, গ্লাস হাতে নেন, পানি পান করুন। ভাগ্যের ওপরে ছেড়ে না দিয়ে, ভাগ্য বদলের চেষ্টা করুন দু'আ করুন!💟

“মানুষ যা চায় তাই কি পায়?” (সূরা: নাজম; আয়াত:২৪)

“মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে”❤️

(সূরা: নাজম আয়াত :৩৯ )

05/09/2024

"আল্লাহকে জীবনে বন্ধু বানিয়ে নিন। বিশ্বাস করুন, বন্ধু হিসেবে তাঁর চেয়ে উত্তম, তাঁর চেয়ে প্রতিশ্রুতিশীল, তাঁর চেয়ে মহান আর কেউ হতেই পারে না। নিজের জীবনের অন্ধকার প্রকোষ্ঠে আলোর রেখা প্রবেশ করতে দিন। অন্ধকারকে আলো দ্বারা দূরীভূত করুন। আপনার যে পৃথিবী এতদিন এক ঘনঘোর আঁধারে নিমজ্জিত ছিল তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে। নতুন এক রঙ🥀

18/08/2024

একদিন আপনি আর্থিকভাবে এতটাই সচ্ছল হবেন যে, আল্লাহ আপনার টাকা অন্যের কল্যাণের জন্য ব্যবহার করবেন💟
ইনশাআল্লাহ্🥀

15/08/2024

১ জন টিকটকার লাগবে, কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচবে, ৩ বেলা খাবার দায়িত্ব আমার🤣

14/08/2024

💚📿ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো!
হয়তো তুমি তার আতর কিনবে অথবা নাহ
কিনলেও তার পাশে গিয়ে বসলে আতরের সুগন্ধি অবশ্যই পাবে?
আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের মতো তার পাশে গিয়ে বসলে হয়তো আগুনের ফুলকি গায়ে লাগবে,
ফুলকি নাহ লাগলেও ধোঁয়া তোমার নাক মুখ দিয়ে যাবে।”
🍀 সহীহ বুখারী- ২১০১ 🍀

14/08/2024

~যদি ভালো পেনসিল হতে না পারো,কারো সুখের গল্প লেখার জন্য😍
~তাহলে ভালো রাবার হও,যেন কারো দুঃখ মুছে দিতে পারো💓

03/08/2024

সংকটে শেখ হাসিনা ! দুর্নীতি দুঃশাসন-ই কী দেয়ালে পিঠ ঠাকাচ্ছে মুক্তিযুদ্ধের সরকারকে ?Sheikh Hasina in a big crisis! Corruption....

Bujlam😆😆
02/08/2024

Bujlam😆😆

02/08/2024

হয় ন্যায়ের পক্ষে কথা বলুন, না হয় চুপ থাকুন! অন্যায়ের পক্ষে কথা বলে প্রিয় ভাই থেকে চু/দি/র ভাই হইয়েন না! ধন্যবাদ ❤️

25/07/2024

Alhamdulillah

Address

Kuala Lumpur

Telephone

+601128934814

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md SELIM REZA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md SELIM REZA:

Videos

Share

Category