MD UZZAL MIA

MD UZZAL MIA food vlog,religion video,news,funny video.

16/07/2024

চাইলাম অধিকার হয়ে
গেলাম রাজাকার। বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে, চুপ থাকার মত না। আল্লাহ সকলকে
হেফাজত করুন। আর জালেমদের আল্লাহ ধ্বংস করে দিন। আমীন

24/06/2024

একটা গবেষণায় দেখা গেছে মেয়ের মা যদি হয় চালাক । তাহলে মেয়েদের হয়ে যায় দ্রুতই তালাক......

22/05/2024

একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে
একজন পুরুষ দ্বীনদার‌ হওয়া মানে একজন ব্যক্তি দ্বীনদার হ‌ওয়া।
আর একজন নারী দ্বীনদার
হওয়া মানে গোটা একটি পরিবার দ্বীনদার হওয়া।
কারণ নারী হলো একটি পরিবার প্রানস্পন্দন 🤱🤱

30/04/2024

একটা বাস্তব ঘটনা, এক ভাই তার মাকে প্রশ্ন করল, আচ্ছা মা আপনি বলেন তো, আপনার এক ছেলে বড়, অফিসার আরেক ছেলে বড় সরকারি চাকরি করে। তাদের অনেক টাকা, কিন্তু আপনি কেন, তাদের ঘরে ভাত খান না। উত্তর দিল বাব জান তোমার ঘরে ভাত খাইতে আমার খুব শান্তি লাগে। কারণ তোমার ভাই টাকার মধ্যে ১০০% হালাল নাও থাকতে পারে। এজন্যে তোমার ঘরে ভাত খাচ্ছি। আসলে এই কথার মধ্যে অনেক গভীরতা আছে। তাই যারা আমরা মনে করি। প্রবাসীরা টাকা গাছ, বা ভাবতেছেন ।আমি মনে করি ভুল ভাবতেছেন আপনার। টাকাটা কিভাবে আসে সেটা শুধু প্রবাসী বুঝে। তবে আমার এই কথা কারো কান কারো হৃদয় পর্যন্ত পৌঁছবে না। যতক্ষণ সে ওই পরিস্থিতি পড়বে। আল্লাহ তাআলা নবীদের বলেন নাই,যে চিন্তা করো না, কষ্ট নিও না। তোমার রব তোমাদের ভুলে যান নি । এ কথাটা প্রায় 90% প্রবাসী বিশ্বাস করে, আমার মনে হয়। এজন্যই আলহামদুলিল্লাহ পড়তে পারি।

30/04/2024
01/03/2024

সুন্দরী বউয়ের দৌড় ৪০-৬০ বছর।
আর দ্বীনদার বউয়ের দৌড়
জান্নাতে অফুরন্ত বছর,
সুন্দরী বউ না, খুঁজে দ্বীনদার বউ খুঁজুন

25/02/2024

টাকার জন্য কবিতা (3)
টাকার জন্য যাতে আমরা অমানুষ না হয়ে যায়। টাকার চেয়ে মানুষের মূল্যায়ন করাটা বেশি দরকার। কারণ টাকা মানুষের তৈরি, আর মানুষ আল্লাহর সৃষ্টি। সমাজের সাথে তাল না মিলিয়ে বরং আমরা নিজ নিজ জায়গা থেকে ইনশাআল্লাহ চেষ্টা করি।

25/02/2024

হেসে খেলে তোমার আমার কাছে ভালোই দিন, গুলি বোমাই খেয়ে মানুষ মরছে ফিলিস্তিন। হে আল্লাহ আপনি তাদেরকে ধৈর্য আরো বাড়িয়ে দিন।

23/02/2024

টাকার জন্য কবিতা (2)
টাকা আমারে তুই আনলি বিদেশ টাকা তুই আমারে করাইলি বিদেশ। আমরা টাকার জন্য কি না করি, সেটা দেশেই হোক বা বিদেশ, টাকার জন্য রক্তের সম্পর্ক ছিন্ন হয়। আসুন আমরা সবাই মিলে টাকা বিষয়টা একটু কম কম চিন্তা করি।

22/02/2024

টাকার জন্য কবিতা (1)
বর্তমান সমাজে টাকা একটি অদ্ভুত জিনিস, যার টাকা আছে পর মানুষ হয়ে যায় আপন, আর টাকা না থাকলে আপন মানুষের হয়ে যায় পর।

14/02/2024

পুরুষ প্রচুর পরিশ্রম করে নিজের সুখে থাকার জন্য, না অন্য কাউকে সুখে রাখার জন্য। বিস্তারিত কমেন্টে বলবেন।

12/01/2024

হে আমার রব
জান্নাতের যেতে পারি এমন কোনো
আমল আমার নেই।
আবার জাহান্নামে এক মুহূর্ত
কাটাতে পারব, এমন শক্তি আমার নেই।
আমার উপর দয়া করো।

ইয়া রব আপনি আমাকে এমন হৃদয় দান করুন।যে হৃদয় কখনো  আপনার ফয়সালায় অসন্তুষ্ট হবে না।
12/01/2024

ইয়া রব আপনি আমাকে এমন হৃদয় দান করুন।যে হৃদয় কখনো আপনার ফয়সালায় অসন্তুষ্ট হবে না।

04/01/2024

১. আপনার মানসিক তৃপ্তি দেয় কে ?
..... আপনার স্ত্রী

২. আপনার শারীরিক তৃপ্তি দেয় কে ?
..... আপনার স্ত্রী

৩. আপনাকে রান্না করে খাওয়ায় কে ?
..... আপনার স্ত্রী

৪. আপনার ঘর সাজিয়ে রাখে কে ?
..... আপনার স্ত্রী

৫. আপনার ঘর পরিষ্কার রাখে কে ?
..... আপনার স্ত্রী

৬. আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে ?
..... আপনার স্ত্রী

৭. আপনার বৃদ্ধ মা-বাবার সেবা যত্ন করে কে ?
..... আপনার স্ত্রী

৮. আপনাকে বাবা হতে সাহায্য করে কে ?
..... আপনার স্ত্রী

৯. আপনার ছেলে- মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে ?
..... আপনার স্ত্রী

১০. আপনার অসুস্থতার পাশে থাকে কে ?
..... আপনার স্ত্রী

তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেনো আপনি ? যৌতুক কি সামাজিক প্রথা নাকি ?

স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙ্গিয়ে পিটান কেনো আপনি ?

একজন নারী এতো কিছু করার পর ও কেনো কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না ?

এটাই কি আপনার সমাজ ?

আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন,, আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে,, যেইটা আপনি করবেন আল্লাহ আমাদের সকলকে এই যৌতুক নামক গজব থেকে হেফাজত করুন আমীন।

02/01/2024

তাদের সাথে বন্ধুত্ব করো।
যাদের দ্বীনদারী তোমার চাইতে বেশি এবং
দুনিয়াবী
তোমার চাইতে কম

28/12/2023

আমাকে পাঠানো হয়েছিল
আখিরাতে বাজার করতে।
আর আমি কিনা দুনিয়ার রং তামাশায়,,
বাজারে ব্যাগ টাই হারিয়ে ফেললাম...?🥹🥹

25/12/2023

মানুষের চরিত্র
হলো একটা দোকান
মুখ হচ্ছে তালা আর তালা
খুললেই বুঝা যায় এটা কি।
স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান।
হযরত আলী (রাঃ)

Address

Johor Bahru
81500

Telephone

+601141197212

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD UZZAL MIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD UZZAL MIA:

Videos

Share

Category