বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ্,, মালয়েশিয়া শাখা

  • Home
  • Malaysia
  • Batu Pahat
  • বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ্,, মালয়েশিয়া শাখা

বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ্,, মালয়েশিয়া শাখা বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ্ মালয়েশিয়া শাখা,
আত্মশুদ্ধি মূলক অরাজনৈতিক সংগঠন,

21/12/2024
18/12/2024

(সাঃ)

বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ ,মালয়েশিয়া শাখার সভাপতি,এম এ কালাম , সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল...
05/12/2024

বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ ,মালয়েশিয়া শাখার
সভাপতি,এম এ কালাম , সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল সরকার

26/11/2024

দোয়ায়ে মাকালীদুছ ছামাওয়াতে ওয়াল আরদ 🤲
পীর সাহেব হুজুর সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ।

25/11/2024

দোয়ায়ে মাকালীদুছ ছামাওয়াতে ওয়াল আরদ 🤲
শাহ্ সূফী হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফ।

আলহামদুলিল্লাহ আজ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ  এর হযরত পীর সাহেব ক্বিবলা উত্তর নোয়াপাড়া, হবিগঞ্জের মাহফিল শেষ করে ছ...
19/11/2024

আলহামদুলিল্লাহ আজ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ এর হযরত পীর সাহেব ক্বিবলা উত্তর নোয়াপাড়া, হবিগঞ্জের মাহফিল শেষ করে ছালেহাবাদ শরীফ হবিগঞ্জ মরহুম পীর সাহেব হুজুর (রহঃ) এর মাজার জিয়ারতে তাশরিফ আনেন। আলিয়া মাদ্রাসা, দ্বীনিয়া মাদ্রাসা এবং খানকা শরীফ পরিদর্শন করেন।

16/11/2024

হৃদয়ে কম্পন সৃষ্টি করা মিলাদ কিয়াম
মোঃ আশিক আল মাহমুদী (জিন্নুরাইন শিল্পী) সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, কুমিল্লা

11/11/2024

লা'ইলাহা ইল্লাল্লা ধ্বনিতে মুখরিত সোনাকান্দা ময়দান ২৭ও২৮ ফেব্রুয়ারী ২০২৪ ইং

প্রিয় মুরশিদ আমার আত্মার খোরাক। মোঃ মেহেদী হাসান সৌরভ সেক্রেটারি, বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ (মালয়েশিয়া শাখা) প্রবাসী কল...
08/11/2024

প্রিয় মুরশিদ আমার আত্মার খোরাক।
মোঃ মেহেদী হাসান সৌরভ
সেক্রেটারি, বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ (মালয়েশিয়া শাখা)
প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ (কেন্দ্রীয় কমিটি)

বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ২০২৪ ইং উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছ...
07/11/2024

বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ২০২৪ ইং উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তা'লিমে হিজবুল্লাহর কেন্দ্রীয় আমির ,অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব এবং আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

07/11/2024

সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে ২০২৪ ইং
পীর সাহেব হুজুরের তালিমের কিছু অংশ।

05/11/2024

প্রিয় মুরশিদের কন্ঠে মিলাদ ও কিয়াম, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, আমিন 🤲

04/11/2024

প্রিয় মুরশিদ আমার আত্মার খোরাক
পীর সাহেব হুজুর সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফ, মুরাদনগর কুমিল্লা।

★কোরআন সুন্নাহর এক অনুপম দৃষ্টান্ত সোনাকান্দা দরবার শরিফ। আল্লাহ তাআলা বলেন :وجادلھم بالتی هی احسن  অর্থ :লোকদের সাথে  ব...
04/11/2024

★কোরআন সুন্নাহর এক অনুপম দৃষ্টান্ত সোনাকান্দা দরবার শরিফ।
আল্লাহ তাআলা বলেন :وجادلھم بالتی هی احسن
অর্থ :লোকদের সাথে বিতর্ক কর এমন পন্থায়, যা অতি উত্তম।
নবী (সা:)এর চরিত্রের কথা বলতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দীকা (রা:) বলেন : ولا یجزی باالسيٸة السيٸةولکن یعفو ویصفح
তিনি মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা নিতেন না
বরং ক্ষমা করে দিতেন, উপেক্ষা করে চলতেন ।
★একটি বিশেষ মিটিংয়ে পীর সাহেব হুজুরের পক্ষ থেকে কিছু অমিয় বাণী।
★একজন ব্যক্তি প্রায় দুইশত বছরের হক সিলসিলাকে প্রশ্নবিদ্ধ করেছেন। কোটি হকপন্থী ঈমানদারের হৃদয়ের মধ্যে রক্ত ক্ষরণ করেছেন। বহুবিধ অন্যায় অপরাধ করার পরেও তাকে ক্ষমা করে দিয়েছেন।
বিস্তারিত লিখা সম্ভব না।তবে কিছু কথা যা মানুষের হৃদয়ের গভীরে চিরকাল রাজত্ব করবে।
★ শামসুল হুদা (রহ:)বলেছেন :আমি সাধনা ও মোরাকাবা মোশাহাদা করে যতটুকু তরিকত হাসিল করেছি, তার থেকেও বেশি আমি বিপদের সময় সবর করে পেয়েছি।
★ এই দরবারে যে কেউ আসবে আবার চলে যাবে এতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই, কিন্তু হক সিলসিলা ও দরবারের উপর মিথ্যা তোহমত দিবে এটি মেনে নেওয়া যাবে না।
★আমাদের দরবারে কোন ভুল থাকলে বলবেন কিন্তু মিথ্যা অপবাদ দিবেন না।
★ একটি দেহ থেকে গোশতের টুকরা কেটে ফেলে দিলে টুকরার মধ্যে ব্যাথা অনুভব হবে না বরং দেহের মধ্যে ব্যাথা অনুভব হবে।
★ এই দরবার আদব ও আদর্শের দরবার আপনার উপর একটি ফুলের টুকা কেউ দিবে না। আমাদেরকে জুতা দিয়ে ঢিল মারলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব।
★ আমরা কারো রিজিকের উপর হাত দেই না। বরং রিজিকের সন্ধান করে দেই। আপনি চাকরি অন্যত্রে নেওয়ার জন্য, যদি আমাদের কোন সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমরা সাহায্য করব।
★ আপনি আমাদেরকে অপমানিত করেছেন কিন্তু আমরা আপনাকে অপমানিত না করে সম্মানের সাথে বিদায় দিতে চায়।
★ আপনি অকৃতজ্ঞ হতে পারেন, কিন্তু আমরা কখন কারো প্রতি অকৃতজ্ঞ হতে পারি না।
★নিজেকে ভাইরাল হওয়ার নেশা বর্জন করুন, না হলে ধ্বংস অনিবার্য।
★ সকালে এক কথা বিকেলে অন্য কথা এগুলো বর্জন করুন।
★এতকিছু পাওয়ার পরও আপনার পেট ভরে না। লোভ লালসা পরিহার করুন, কেননা তা ধ্বংসের দিকে নিয়ে যাবে।
এত সুন্দর বিচার ফায়সালা করার পরও মিথ্যাচার করেন, তাহলে আমি মনে করব এটা কিয়ামতের আলামত।
সংকলনে:
মো:সাইদুল ইসলাম আল আমিন।

03/11/2024

বাইরালের নেশায় হক্কানি দরবার পরিত্যাগ করেছেন তার মানে আপনার কপাল পুড়েছে।
মাওলানা মুফতী আহসানুল্লাহ নেছারী।

02/11/2024

দুটি রাস্তা খোলা থাকবে হয়তো কালেমা পরে মোসলমান হবে নইলে মোসলমানদের তরবারির আঘাতে দুই টুকরো হয়ে যাবে।
পীর সাহেব হুজুর, সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফ, মুরাদনগর, কুমিল্লা।

02/11/2024

মুফতী মোতালেব হোসেন সরাসরি মিথ্যাচার করেছেন, M***i Alauddin Jihadi

Address

Batu Pahat
83000

Telephone

+8801603874235

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ তা'লীমে হিযবুল্লাহ্,, মালয়েশিয়া শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category