Md Sabbir ahmed ovi

Md Sabbir ahmed ovi আমি আমার পেজ নিয়ে যুদ্ধে নামছি। যে যেখান থেকে পারেন, যা কিছু দিয়ে পারেন তাই নিয়ে যুদ্ধ নামেন। বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। business
(1)

হাসনাতকে ২ বার গাড়িচাপার চেষ্টা,
28/11/2024

হাসনাতকে ২ বার গাড়িচাপার চেষ্টা,

বিদায় আলিফ ভাই...ফি আমানিল্লাহ 😢
27/11/2024

বিদায় আলিফ ভাই...
ফি আমানিল্লাহ 😢

ছাত্রদলের হত্যাকান্ড-৫ ১৯৯৪ সালের ১২ ফেব্রুয়ারী, রমজান মাস। তারাবীর নামাজ পড়ার জন্য রিকশাযোগে নগরীর চন্দনপুরের সিরাজউদ্দ...
26/11/2024

ছাত্রদলের হত্যাকান্ড-৫

১৯৯৪ সালের ১২ ফেব্রুয়ারী, রমজান মাস। তারাবীর নামাজ পড়ার জন্য রিকশাযোগে নগরীর চন্দনপুরের সিরাজউদ্দৌলা রোদ দিয়ে যাচ্ছিলেন চট্টগ্রাম মহানগরী শিবিরের কর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমকম পাস, এমএসএস ১ম বর্ষের ছাত্র নুরুল আলম। রিকশা যখন গুলজার বেগম স্কুলের কাছে পৌছল আগে থেকে উৎ পেতে থাকা ছাত্রদলের সশস্ত্র ক্যাডাররা তাকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। কিছু বুঝে উঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নুরুল আলম।

চট্টগ্রামে প্রথম জানাজায় ইমামতি করেন দারুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাঈদ আবু নোমান। গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে ফটিকছড়ির শাহনগর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

28/10/2024

পলাতক বিচ্ছিন্নতাবাদী হাছিনার কথায় নাচতে যাওয়ার আগে হাজার বার চিন্তা করিও 🥱

ঢাবি শামসুন্নাহার হলের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি খাদিজা ঊর্মি কট। ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে।😆😆😆
28/10/2024

ঢাবি শামসুন্নাহার হলের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি খাদিজা ঊর্মি কট।
ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে।😆😆😆

27/10/2024

বছর খানেক আগে ছোট একটা পার্টি দিছিলাম বাসার সবাইকে নিয়ে। আনন্দ একা ভোগ করতে নেই, আনন্দ বিলিয়ে দিতে হয় সবার মাঝে।

এ কেমন মৃত্যুরে ভাই!দীর্ঘ চার বছর পর দুবাই প্রবাসী দেশে ফিরবে। বিমানের টিকেট রেডি, ব্যাগও রেডি। পরিবারের সবার জন্য যার য...
13/10/2024

এ কেমন মৃত্যুরে ভাই!
দীর্ঘ চার বছর পর দুবাই প্রবাসী দেশে ফিরবে। বিমানের টিকেট রেডি, ব্যাগও রেডি। পরিবারের সবার জন্য যার যার পছন্দের জিনিস কেনা শেষ। বিমানে ওঠার একদিন আগেই স্ট্রোক রূপে মৃত্যু এসে হাজির ফটিকছড়ির এ হতভাগা যুবকের। চার বছর জীবিত সন্তানের অপেক্ষার শেষ পর্যায়ে সাক্ষাতের একদিন আগেই নেমে এল কঠিন অন্ধকার। এখন একটি মৃতদেহের অপেক্ষা।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক।🤲🥲

13/10/2024

ওভার-হাইপড জামায়াতের একজন নেতাকে দেখলাম, হিন্দুদের গীতার কিছু অংশ পাঠ করতে। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে আগ্রহ থাকায় কিছুটা নাড়াচাড়া করার পর উদ্ধার করলাম, উনি মূলত গীতার যে মন্ত্র বা অংশ পাঠ করেছিলেন, সেটা ছিল মহানবি সা. এর আগমনের ভবিষ্যতবাণী।
স্পেসিফিক এই বিষয়ে ডা. জাকির নায়েকের বই আছে। নাম– 'বেদ পুরাণে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা)'। জামায়াত নেতা মূলত জাকির নায়েকের এই বই থেকে কিছু অংশ কোট করে পাঠ করেছিলেন।
প্রতিক্রিয়ায়, উপস্থিত হিন্দুরা না বুঝেই উলু দেখা শুরু করেছিল, অথচ অন্তর্নিহিত ভাব জানা থাকলে হতো হিতে বিপরীত। বইয়ের কিছু অংশ এমন–
'বেদ-পুরাণ রচয়িতা মুণি-মহাপুরুষদের অনেকে আল্লাহ তায়ালার অস্তিত্ব, সার্বভৌমত্ব ও একত্ববাদ সম্পর্কে মন্ত্রাদি রচনা করেই ক্ষান্ত হননি; বিশ্বমানবতায় শ্রেষ্ঠতম দিকদিশারী হযরত মুহাম্মদ (স) সম্পর্কেও স্পষ্ট তথ্যাদি পরিবেশন করেছেন নির্দ্বিধায়।
শুভানুধ্যায়ী পাঠক-পাঠিকা! লক্ষ্য করুন, বেদ-পুরাণাদিতে 'আল্লাহ', 'রসূল', 'মুহাম্মদ' ইত্যাদির শব্দাবলী কিভাবে ব্যবহৃত হয়েছে:
অস্য ইল্লালে মিত্রাবরুণোরাজা তস্মাৎতানি দিব্যানি পুনস্তং দুধ্য হবয়ামি মিলং কবর ইল্লাল্লাং অল্লোরহসূল মহমদ রকং বরস্য অল্লো অল্লাম ইল্লাল্লোতে ইল্লল্ল। (৯ – অথর্ববেদীয় উপনিষদ)
এতস্মিন্নন্তিরে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিতঃ
মহামদ ইতিখ্যাতঃ শিষ্যশাখা সমন্বিতঃ (৫)
নৃপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনম্।
চন্দনাদিভিরভ্য্য তুষ্টাব মনসা হরম্ (৬)
নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে।
ত্রিপুরাসুরনাশায় বহুমায়া প্রবর্তিনে (৭)
স্নেচ্ছৈগপ্তায় শ্রদ্ধায় সচ্চিদানন্দরূপিণে।
তুং মাং হি কিংকরং বিদ্ধি শরণার্থমুপাগতম্ (৮)
– ভবিষ্য পুরাণ: ৩:৩:৩-৫-৮ শ্লোক
ভাবানুবাদ– যথাসময়ে 'মহামদ' নামে জনৈক মহাপুরুষ আবির্ভূত হবেন। যাঁর নিবাস 'মরুস্থলে' (আরব দেশে)। সঙ্গে স্বীয় সহচরবৃন্দও থাকবেন।
হে মরুর প্রভু! হে জগতগুরু! আপনার প্রতি আমাদের স্তুতিবাদ। আপনি
জগতের সমুদয় কলুষাদি ধ্বংসের উপায় অবগত আছেন। আপনাকে প্রণতি জানাই।
হে মহাত্মা। আমরা আপনার দাসানুদাস। আমাদেরকে আপনার পদমূলে আশ্রয় প্রদান করুন।'
'অল্লো মহমদকং বরস্য..
অনুবাদ: আল্লাহর রসূল মুহাম্মদ (স)-কেই সবাই অনুকরণীয় হিসেবেগ্রহণ কর।'
__
মূলত এই ছিল, ক্লাইমেক্স। ডা. জাকির নায়েকের বই থেকে জামায়াতের কথিত স্মার্ট নেতা হজরত মুহাম্মদ সা. কে নিয়ে উল্লেখ করা শ্লোক হিন্দু কাছে শুনিয

10/10/2024

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ বাংলাদেশি দগ্ধ
মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে। গত দুই বছ...
27/09/2024

ছবিতে যাদের দেখতে পারছেন তারা স্বামী-স্ত্রী। তাদের ৮ বছরের বিবাহিত সংসার। একটা কন্যা সন্তানও আছে তাদের সংসারে।
গত দুই বছর যাবত তাদের দাম্পত্য জীবনে ঝামেলা চলছিল। বহু চেষ্টা করেও সংসার জোড়া লাগানো যাচ্ছে না।
প্রায় ছয় মাস আগে চুড়ান্ত সিদ্ধান্ত হয় তারা সংসার বিচ্ছেদ করবে। পরিশেষে গতকাল তাদের ডিভোর্স করার তারিখ ঠিক করা হয়। দুঃখের বিষয় তাদের ডিভোর্স দেয়ার মতো যৌক্তিক কোন কারণ ছিলো না।
স্ত্রীর ধর্মীয়,রাষ্ট্রিয় সামাজিক সব পাওনা বুঝিয়ে দেয়া হলো।এখন ডিভোর্স পেপারে স্বাক্ষর দেয়ার সময়। স্ত্রী অনেক কান্নাকাটি করছে। কোন ভাবেই স্বাক্ষর দিতে চাচ্ছেন না।
অনেক চাপাচাপির পর স্ত্রী যখন স্বাক্ষর দিতে যাবেন তখনই আল্লাহর রহমত নেমে আসে।
স্বামী স্ত্রী কে বাধা দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে। এই সময় উপস্থিত সকলের চোখে আনন্দ অশ্রু প্লাবিত হয়।
সবাই ওদের নতুন পথ চলায় দোয়া করবেন।
ঘটনাটি শিল্পাঞ্চল খ্যাত টঙ্গির৷।।।

24/09/2024

গতকাল আমাদের পাশের দেশে ঘটে গিয়েছে এক মহা ঘটনা,
এক পুরোহিত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করেছিল,
তারপর আবার সেই পুরোহিত কে আবার এক বিজেপি নেতা সমর্থন জানিয়েছে।
এতেকরে ফুঁসে উঠেছে ভ | র ত।
হাজার হাজার মুসকিল শা*তিমের প্র-তিশোধ নিতে, বিচার চাইতে কালিমার ঝান্ডা হাতে নিয়ে বের হয়ে পড়েছেন রাজপথে,মুম্বাই অভিমুখে।
কিন্তু আশ্চর্যজনক ভাবে মিডিয়া এটা হাইলাইটস করেনি,
কারণ এতকরে পরাজিত মনমানসিকতা লালনকারী অনেক মুসলিম বিজয়ী মনমানসিকতা লালন করতে শিখে যাবে, অনেক হেদুরা ভ*য় পেয়ে যাবে

এটা যদিও শা*তি*মের প্রতি*শোধ নেওয়ার কার্যকরী কোন পদক্ষেপ না,
তবুও ভ| র**তে র মতো একটা দেশে এভাবে কালিমার ঝান্ডা নিয়ে রাজপথ দখল করে তারা সত্যিই সাহসী ভূমিকা পালন করেছে।

মুসলিমদের উপমা হল বা*রু*দের ন্যায়,
বারুদ যদি একটু আ*গু*নের ছোঁয়া পায় তাহলেই তা দাওদাও করে জ্ব*লে উঠে।
এটা আবারও প্রমাণ হয়েছে।
ইনশাআল্লাহ হি*ন্দের মুসলিমরা পুনরায় হি*ন্দের দুর্গ গুলো দ*খ*ল করবে।

হেদুরা প্রায় সব সামগ্রিক ভাবে শা*তি*মে রাসূল।
ইনশাআল্লাহ হি*ন্দের চূড়ান্ত লড়াইয়ে হেদুদের পরিপূর্ণ পাওনা বুজিয়ে দিবে মুহাম্মদ বিন মাসলামা ও আবদুল্লাহ বিন আতিকের উত্তরসূরীরা।

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ﷺ

16/09/2024

আপনারা ঈদে মিলাদুন্নবি পালন করেন ঠিক আছে, কিন্তু ট্রাকে সাউন্ড বক্স লাগিয়ে কতগুলো ডিজে গজল ছেড়ে দিয়ে পুরো শহরের রাস্তা ব্লক করার যৌক্তিকতা কি?
এগুলো তো গেরাইম্মা টোকাইরা করে..
এই দিন যদি পালন করতেই হয় তাহলে নামাজ দোয়া,কোরআন তেলওয়াত, তসবিহ তাহলিল পড়ে পালন করুন।
কিন্তু ট্রাকে করে সাউন্ড বক্স লাগিয়ে এসব কি?

ভন্ডামির একটা লিমিট থাকা দরকার...

16/09/2024

আলহামদুলিল্লাহ্, আজ ১২ ই রবিউল আউয়াল আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) দুনিয়া তে আগমন করেন!🌸🖤

16/09/2024

জগন্নাথ বিশ্ববদ্যালয়ে চুরি করতে আসা মাইকেল জ্যাকসন 😜 পোলাপাইন শুরু করল কি।.।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রেদুয়ান হুসাইন সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর যিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিব...
14/09/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রেদুয়ান হুসাইন সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর যিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

শহীদ সাগর ময়মনসিংহ ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই ময়মনসিংহ মহিলা কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় ছাত্রলীগের গুলিতে শাহাদাতবরণ করেন।

❤️
13/09/2024

❤️

09/09/2024

উনি একজন চাইনিজ মালয়েশিয়ান। বাংলাদেশ সম্পর্কে যা জানে আমি নিজেও তা জানি না।

অন্তর্বর্তীকালীন দেওয়ানবাগী 🤣
09/09/2024

অন্তর্বর্তীকালীন দেওয়ানবাগী 🤣

Address

Bangi
43650

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Md Sabbir ahmed ovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sabbir ahmed ovi:

Videos

Share

Category