03/11/2024
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মদের চালান ধরল বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী!
হায় হায় আমি তো মরে যাই দেশের তো পু***ট**কি***মা**রা সারা
পুলিশের সাবেক আইজিপি বেনজির চলে গেল এয়ারপোর্ট দিয়ে সেনাবাহিনী তাকে আটক করলো না ও পুলিশ তাকে আটকালো না *
বাংলাদেশের অধিকাংশ মন্ত্রী এমপি নেতাকর্মী পুলিশের বড় বড় কর্মকর্তা বিভিন্ন দপ্তরের সাবেক বড় বড় কর্মকর্তা কয়েক লাখ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল বিদেশে সেনাবাহিনী ধরল না পুলিশও আটকালো না
গাড়িতে বসে এক নারী মদ পান আর বহনের অভিযোগে রাজধানী থেকে এক নারীকে আটক এবং তাকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। রোববার রাতে নগরীর খিলক্ষেত এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযান তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুইজন ছিলেন। সাথে ছিল দুইটা বিয়ার ক্যান আর দুই শ গ্রাম মদ সাব্বাস সেনাবাহিনীর সাব্বাস পুলিশ বাহিনী দেশ তো স্বাধীন