National International News 724

National International News 724 Ami akjon sadaron manush.

28/01/2025

#চান্দিনা
#সাংস্কৃতিক
#সমাবেশ

27/01/2025

"জাগো নারী জাগো বন্দী শিখা"
কিশোরী কিশোরদের আয়োজনে চান্দিনা পাইলট উচ্চ বিদ‍্যালয়ে
#সাংস্কৃতিক #সমাবেশ

এশিয়ার ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ২ নারী  প্রকাশিত: ১২ জুন ২০২৩  গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এশিয়ার ১০০ বিজ্ঞা...
14/06/2023

এশিয়ার ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ২ নারী

প্রকাশিত: ১২ জুন ২০২৩
গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এশিয়ার ১০০ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’। তালিকায় দুই বাংলাদেশি নারীর নাম এসেছে। তারা হলেন, গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী ও সেঁজুতি সাহা।

‘দ্য এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ শিরোনামে রোববার এ তালিকা প্রকাশ করা হয়। অষ্টমবারের মতো এই তালিকা করা হলো।

জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে হিমবাহ চক্র এবং কাঠামোগত ভূতত্ত্ব অনুসন্ধান, এমনকি মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখা গবেষক ও উদ্ভাবকদের এবার বেছে নেওয়া হয়েছে।

গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় (জলভূমি পরিবেশবিদ্যা) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ওয়াইল্ডটিমের একজন বোর্ড সদস্য তিনি, যেটি বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে। গাওসিয়া বাংলাদেশের জলজ বাস্তুতন্ত্র এবং ঝুঁকিপূর্ণ প্রজাতির প্রাণি সংরক্ষণে অবদানের জন্য ২০২২ সালে ওডব্লিওএসডি-এলজাইভার ফাউন্ডেশন পুরস্কার পান। এখন তিনি জলপথে প্লাস্টিক দূষণের ঝুঁকি বিষয়ে কাজ করছেন বলে এশিয়ান সায়েন্টিস্টের প্রতিবেদনে বলা হয়েছে।

সেঁজুতি সাহা একজন অণুজীববিজ্ঞানী। জীববিজ্ঞানে বিশেষ অবদান রাখার জন্য এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। আণবিক জিনতত্ত্বের এই গবেষক কাজ করছেন বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে (সিএইচআরএফ)। সেঁজুতি সাহা ও তার প্রতিষ্ঠান সিএইচআরএফ বাংলাদেশের রোগীদের নমুনা থেকে নতুন করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস উন্মোচন করে।

শিশুদের আক্রান্ত করে এমন কিছু রোগ, যেমন ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে তিনি গবেষণা করেন। তিনি বিশ্বে প্রথম দেখান যে, চিকুনগুনিয়া ভাইরাস শিশুদের মস্তিষ্কে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এবং শিশুর মেনিনজাইটিস রোগ হতে পারে।

তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব সাস্থ্য সংস্থার গ্লোবাল পোলিও ইরেডিকেশন ইনিশিয়েটিভের বোর্ড মেম্বার পদে নিযুক্ত হন।

‘এশিয়ান সায়েন্টিস্ট’ ওয়েবসাইটে বিজ্ঞানীদের পরিচয় এবং তাদের গবেষণার বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। এতে দেখা গেছে, বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, হংকং, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের বিজ্ঞানী ওই ১০০ জনের তালিকায় রয়েছেন।

 #যেভাবে_মনিটরিং_হচ্ছে_খুলনা_বরিশাল_সিটি_নির্বাচনের_সিসি_ক্যামেরা ১২ জুন ২০২৩, ১১:৩৭  রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেক...
12/06/2023

#যেভাবে_মনিটরিং_হচ্ছে_খুলনা_বরিশাল_সিটি_নির্বাচনের_সিসি_ক্যামেরা
১২ জুন ২০২৩, ১১:৩৭
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সকাল ৮টা থেকে দুই নগরীর ৪১৫টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, কোথাও কোনো ধরনের গোলযোগ বা অপ্রীতিকর কোনো ঘটনা কমিশনের নজরে পড়েনি।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর নির্বাচন ভবনের বেজমেন্টে স্থাপিত সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছেন।

এদিকে নির্বাচন ভবনে ইসির আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল রয়েছে। তাতে জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার, বিজিবি, র‌্যাব ও আর্মড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন। তারাও আগারগাঁও নির্বাচন ভবন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনকে অবহিত করছেন।

বরিশালে এবার সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ ভোটারের অভিযোগ, ইভিএমে বেশি সময় লাগছে।

ভোট দিতে এসে দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন হারুন নামে এক ভোটার। তার অভিযোগ, ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় গরমে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।

নির্বাচন কর্মকর্তা আফরোজা বেগম এ অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, ইভিএম মেশিন নষ্ট হয়নি। অনেকেই পান খেয়ে এসে ভোট দিচ্ছেন। এ কারণে ইভিএম তাদের হাতের ছাপ নিচ্ছে না।

আরেক নির্বাচন কর্মকর্তা লেন, অনেকের কাছে ইভিএম ব্যবহার নতুন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তবে প্রত্যেকের গড়ে দুই মিনিট করে সময় লাগছে ভোট দিতে।
সুত্র যুগান্তর

12/06/2023

#অস্ট্রেলিয়ায়_বিয়ের_বাস_উল্টে_১০_জন_নিহত।
প্রকাশ: ১২ জুন ২০২৩, ১১: ৪৭
রোববার মধ্যরাতের কিছু সময় আগে পুলিশের কাছে খবর আসে, গ্রেটা শহরের কাছের জংশনে একটি বাস উল্টে আছে
রোববার মধ্যরাতের কিছু সময় আগে পুলিশের কাছে খবর আসে, গ্রেটা শহরের কাছের জংশনে একটি বাস উল্টে
অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চল হান্টারে একটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আজ সোমবার স্থানীয় পুলিশ এসব তথ্য জানিয়েছে।

গতকাল মধ্যরাতের কিছু সময় আগে পুলিশের কাছে খবর আসে, গ্রেটা শহরের কাছের জংশনে একটি বাস উল্টে আছে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত ১১ জনকে হেলিকপ্টারে করে এবং সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে। আর ১৮ জন যাত্রী অক্ষত আছেন।

হতাহতের এ সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছে পুলিশ।
৫৮ বছর বয়সী বাসচালককে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশি পাহারায় হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ ফরেনসিক পুলিশ এবং একটি দুর্ঘটনা-সংক্রান্ত তদন্ত দল দুর্ঘটনাস্থল পরীক্ষা করছে।

হান্টার অঞ্চলটি আঙুরের বাগান, ক্যাঙারু এবং গুল্মভূমির জন্য বিখ্যাত। এগুলোর কারণে অঞ্চলটি পর্যটকদের কাছেও জনপ্রিয়।

স্থানীয় মেয়র বলেছেন, একটি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান থেকে বাসটি ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। পার্শ্ববর্তী একটি ওয়াইন উৎপাদনের এলাকায় ওই বিয়ের অনুষ্ঠানটি ছিল।

পার্শ্ববর্তী এলাকা চেসনকের মেয়র জয় সুভাল এবিসিকে বলেন, ‘আমরা আরও বিস্তারিত তথ্য হাতে পাওয়ার অপেক্ষায় আছি। বাসটি বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।’

সূত্র: প্রথম আলো

★ সকলেই অবগত আছেন, এবারের ঈদে টিকেট ব্যবস্থাপনায় একটি পরিবর্তন এসেছে। আর সেটা হলো: পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্র...
12/06/2023

★ সকলেই অবগত আছেন, এবারের ঈদে টিকেট ব্যবস্থাপনায় একটি পরিবর্তন এসেছে। আর সেটা হলো: পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮.০০ ঘটিকা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ১২.০০ ঘটিকা হতে ইস্যু করা হবে।(১০০% অনলাইন)

★ কোন ট্রেন কোন অঞ্চলের সেটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। অনেকে ভাবেন 'পশ্চিমাঞ্চলের ট্রেন কিন্তু ঢাকা থেকে ছাড়ে বিধায় এটি মনে হয় পূর্বাঞ্চলের ট্রেন'।

★ আপনাদের এই কনফিউশান দূর করতেই এই পোস্ট........ 😌

√ যেসকল ট্রেনের টিকেট সকাল ৮.০০ ঘটিকা হতে দেয়া হবে তার নাম ও নম্বরঃ

১. ৭০৫/৭০৬ একতা এক্সপ্রেস।
২. ৭১৩/৭১৪ করতোয়া এক্সপ্রেস।
৩. ৭১৫/৭১৬ কপোতাক্ষ এক্সপ্রেস।
৪. ৭২৫/৭২৬ সুন্দরবন এক্সপ্রেস।
৫. ৭২৭/৭২৮ রুপসা এক্সপ্রেস।
৬. ৭৩১/৭৩২ বরেন্দ্র এক্সপ্রেস।
৭. ৭৩৩/৭৩৪ তিতুমীর এক্সপ্রেস।
৮. ৭৪৭/৭৪৮ সীমান্ত এক্সপ্রেস।
৯. ৭৫১/৭৫২ লালমনি এক্সপ্রেস।
১০. ৭৫৩/৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস।
১১. ৭৫৫/৭৫৬ মধুমতী এক্সপ্রেস।
১২. ৭৫৭/৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস।
১৩. ৭৫৯/৭৬০ পদ্মা এক্সপ্রেস।
১৪. ৭৬১/৭৬২ সাগড়দাড়ি এক্সপ্রেস।
১৫. ৭৬৩/৭৬৪ চিত্রা এক্সপ্রেস।
১৬. ৭৬৫/৭৬৬ নীলসাগর এক্সপ্রেস।
১৭. ৭৬৭/৭৬৮ দোলনচাঁপা এক্সপ্রেস।
১৮. ৭৬৯/৭৭০ ধুমকেতু এক্সপ্রেস।
১৯. ৭৭১/৭৭২ রংপুর এক্সপ্রেস।
২০. ৭৭৫/৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস।
২১. ৭৭৯/৭৮০ ঢালারচর এক্সপ্রেস।
২২. ৭৮৩/৭৮৪ টুঙ্গিপাড়া এক্সপ্রেস।
২৩. ৭৯১/৭৯২ বনলতা এক্সপ্রেস।
২৪. ৭৯৩/৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস।
২৫. ৭৯৫/৭৯৬ বেনাপোল এক্সপ্রেস।
২৬. ৭৯৭/৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস।
২৭. ৮০৩/৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস।
২৮. ৮০৫/৮০৬ চিলাহাটি এক্সপ্রেস।

√ যেসকল ট্রেনের টিকেট দুপুর ১২.০০ ঘটিকা হতে দেয়া হবে তাঁর নাম ও নম্বরঃ

১. ৭০১/৭০২ সুবর্ণ এক্সপ্রেস।
২. ৭০৩/৭০৪ গোধূলি/প্রভাতী এক্সপ্রেস৷
৩. ৭০৭/৭০৮ তিস্তা এক্সপ্রেস।
৪. ৭০৯/৭১০ পারাবত এক্সপ্রেস।
৫. ৭১১/৭১২ উপকূল এক্সপ্রেস।
৬. ৭১৭/৭১৮ জয়ন্তীকা এক্সপ্রেস।
৭. ৭১৯/৭২০ পাহাড়িকা এক্সপ্রেস।
৮. ৭২১/৭২২ মহানগর এক্সপ্রেস।
৯. ৭২৩/৭২৪ উদয়ন এক্সপ্রেস।
১০. ৭২৯/৭৩০ মেঘনা এক্সপ্রেস।
১১. ৭৩৫/৭৩৬ অগ্নিবীণা এক্সপ্রেস।
১২. ৭৩৭/৭৩৮ এগারোসিন্ধুর প্রভাতী এক্সপ্রেস।
১৩. ৭৩৯/৭৪০ উপবন এক্সপ্রেস।
১৪. ৭৪১/৭৪২ তূর্ণা এক্সপ্রেস।
১৫. ৭৪৩/৭৪৪ ব্রহ্মপুত্র এক্সপ্রেস।
১৬. ৭৪৫/৭৪৬ যমুনা এক্সপ্রেস।
১৭. ৭৪৯/৭৫০ এগারোসিন্ধুর গোধূলি এক্সপ্রেস।
১৮. ৭৭৩/৭৭৪ কালনী এক্সপ্রেস।
১৯. ৭৭৭/৭৭৮ হাওড় এক্সপ্রেস।
২০. ৭৮১/৭৮২ কিশোরগঞ্জ এক্সপ্রেস।
২১. ৭৮৫/৭৮৬ বিজয় এক্সপ্রেস।
২২. ৭৮৭/৭৮৮ সোনার বাংলা এক্সপ্রেস।
২৩. ৭৮৯/৭৯০ মোহনগঞ্জ এক্সপ্রেস।
২৪. ৭৯৯/৮০০ জামালপুর এক্সপ্রেস।
২৫. ৮০১/৮০২ চট্টলা এক্সপ্রেস।

ধন্যবাদ সকলকে৷ 😊

লিখেছেন আহমেদ ফয়সাল

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছেন। রবিবার (১১ জুন) দুপুরে লোকমানপুর এলাকার এই ঘটনা ঘটে।...
11/06/2023

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছেন। রবিবার (১১ জুন) দুপুরে লোকমানপুর এলাকার এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামের মফিজুল হক ও তার স্ত্রী ছাবিনা বেগম।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার মাড়িয়া গ্রামে স্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি জামনগর ফিরছিলেন মফিুজুল হক ও তার স্ত্রী ছাবিনা। দুপুর অনুমান দেড়টার দিকে মটরসাইকেল যোগে হাড়ডাঙ্গী রেলগেট পার হচ্ছিলেন স্বামী-স্ত্রী দুজন। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস রাজশাহী অভিমুখে যাচ্ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী দুজন ঘটনা স্থলে নিহত হয়।

ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েছেন। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

23/04/2022

অভিযোগ - ই-টিকেটের নামে হয়রানি

১ নং অভিযোগ - "টাকা কেটে নিয়ে ও টিকেট আসছে না"

টাকা পেমেন্ট করেছি, টাকা বিকাশ থেকে কেটে ও নিয়েছে কিন্তু কোনো টিকেট আসে নি, মেইলে ও আসে নি, হিস্টোরি চেক করে ও টিকেট পাই নাই, এ কেমন সেবা রেলের...??
টাকা রিফান্ড পেতে তো আর টিকেট কাটতে যায় নি? টিকেট কেন দেবে না..???

২ নং অভিযোগ - "১ মিনিটেই টিকেট শেষ অনলাইনে"

25 তারিখের টিকিট কাটার জন্য আজ সকাল 7:30 থেকে মোবাইল নিয়ে বসে আছি তারপর 7:55 লগইন করে প্রম স্টেশন টু স্টেশন তারিখ সব ফরম পূরণ করে সাবমিট করলাম একটু লোডিং নিল লোডিং নিয়ে ঢুকতে ঢুকতে 7:59 বেজে গেল তারপর দেখি আর কোন সিট নেই কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ।

এখানে আমার প্রশ্ন হলো যদি আমাদের জনসাধারণের জন্য এই অনলাইন সার্ভিসটা চালু করে হয়ে থাকে তাহলে সময়ের আগেই এই টিকেট গুলো কোথায় চলে গেল আমার মনে হয় দুর্নীতি আগের থেকে আরো অনেক গুন বেড়ে গেছে। জনসাধারণের নামে এই অনলাইন সেবা চালু করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দুর্নীতি কারিরা।
জনসাধারণের জন্য এই সেবা চালু করে যদি সাধারণ মানুষ এই এই সেবা না পাই তাহলে বন্ধ করে দেওয়া হোক এই সেবা।

রেলওয়ে গ্যালারি পেইজের ইনবক্স থেকে।

15/03/2022
25/08/2021

Ami akjon sadaron manush.

10/12/2020

শীতের আগমন

Dirección

Natore

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando National International News 724 publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contato La Empresa

Enviar un mensaje a National International News 724:

Videos

Compartir

Categoría