30/10/2023
রাজশাহীতে জোড়া খুন
-----------------------------------
রাজশাহীর অন্যতম সেরা চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমাদকে আজ রাত ১১-৪৫ মিনিটে হত্যা করেছে সন্ত্রাসীরা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
চেম্বার থেকে বাসায় ফিরার পথে রাজশাহীর বর্ণালী মোড় মাইক্রোতে করে সন্ত্রাসীরা তার পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউতে নেওয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন।
অপর ব্যক্তি রাজশাহীর নওদাপাড়া এলাকার পল্লী চিকিৎসক দুলাল, তার ফার্মেসি বন্ধ করে একদল দূর্বৃত্ত তাকে মাইক্রো বাসে নিয়ে গিয়ে তার শরীরে ৩ রাউন্ড গুলি ছুরে দুলাল কে হত্যা করে।
#খবর #হত্যা #সন্ত্রাসী #জামায়াত #ডাক্তার #রাজশাহী