The Daily Oikkyobani

  • Home
  • The Daily Oikkyobani

The Daily Oikkyobani Media/News/Publishing

রাজশাহীতে জোড়া খুন----------------------------------- রাজশাহীর অন্যতম সেরা চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমাদকে...
30/10/2023

রাজশাহীতে জোড়া খুন
-----------------------------------
রাজশাহীর অন্যতম সেরা চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমাদকে আজ রাত ১১-৪৫ মিনিটে হত্যা করেছে সন্ত্রাসীরা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

চেম্বার থেকে বাসায় ফিরার পথে রাজশাহীর বর্ণালী মোড় মাইক্রোতে করে সন্ত্রাসীরা তার পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউতে নেওয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন।

অপর ব্যক্তি রাজশাহীর নওদাপাড়া এলাকার পল্লী চিকিৎসক দুলাল, তার ফার্মেসি বন্ধ করে একদল দূর্বৃত্ত তাকে মাইক্রো বাসে নিয়ে গিয়ে তার শরীরে ৩ রাউন্ড গুলি ছুরে দুলাল কে হত্যা করে।
#খবর #হত্যা #সন্ত্রাসী #জামায়াত #ডাক্তার #রাজশাহী

ঢাকা - সিলেট মহাসড়কে বিএনপির হরতাল পালন।
29/10/2023

ঢাকা - সিলেট মহাসড়কে বিএনপির হরতাল পালন।

29/10/2023
29/10/2023

হরতালের সমর্থনে পঞ্চগড়ে জামায়াতের মহাসড়ক অবরোধ।
#হরতাল #আওয়ামীলীগ #বিএনপি #জামায়াত #সড়ক #অবরোধ #বিক্ষোভ #খবর

জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে উত্তরার বাসা থেকে গ্রেফতারের অভিযোগ। #জামায়াত  #নেতা  #আটক  #ময়ম...
25/10/2023

জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে উত্তরার বাসা থেকে গ্রেফতারের অভিযোগ।
#জামায়াত #নেতা #আটক #ময়মনসিংহ #খবর

13/10/2023

তুরাগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

সংগঠন ও রাজনৈতিক শক্তি অর্জনের মাধ্যমে জা*লে*মদের জু*লু*ম মোকাবেলা করা সম্ভব-                                  --------অ...
02/10/2023

সংগঠন ও রাজনৈতিক শক্তি অর্জনের মাধ্যমে জা*লে*মদের জু*লু*ম মোকাবেলা করা সম্ভব-
--------অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পবিত্র কালামে হাকীমে আল্লাহ রাব্বুল আলামীন রাসূল (ﷺ)-কে আমাদের জন্য সর্বোত্তম আর্দশ হিসাবে ঘোষণা করেছেন। মূলত, বিশ্বনবী (সা.) ছিলেন জীবন্ত কুরআন। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য রাসূল (ﷺ)-এর আদর্শকেই যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য রাসূল (ﷺ) অনুসৃত নীতি সকলকে অনুসরণ করার আহবান জানান।

তিনি রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সিরাতুন্নবী (ﷺ) শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠান-২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোঃ মা’ছুম, সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান রহমান আযাদ এবং মাওলানা আব্দুল হালিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক। আলোচনার মাঝে মাঝে ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দেশসেরা শিল্পীবৃন্দ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পবিত্র কালামে পাকের সূরা আহযাবের ৫৬ নং আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ ও ফেরেস্তাকুল নবী (সা.)-এর ওপর দরূদ পেশ করেন। হে ঈমানদারগণ তোমরাও তার প্রতি দরূদও সালাম পেশ করো’। কিন্তু আমরা তার ওপর মৌখিক ও গতানুগতিকভাবে দরূদ পেশ করলেও তার আদর্শ যথাযথভাবে অনুসরণ করি না। ফলে দরূদ পড়ার উদ্দেশ্য ব্যাহত হয়। মূলত, যেদিন আমরা রাসূল (সা.)-এর আদর্শ বাস্তবজীবনে প্রতিফলন ঘটাতে পারবো সেদিন তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও দরূদ পড়ার হক আদায় করা হবে। তিনি দরূদের হক আদায়ে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান।

তিনি বলেন, রাসূল (সা.) ছিলেন একজন কালজয়ী সমাজ সংস্কারক। তিনি ইসলামী আদর্শের ভিত্তিতে যাযিরাতুল আরবের সকল তমাশা ভেদ করে মদীনায় একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি নবুয়াত প্রাপ্তির আগেই সমাজ সংস্কারের জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে পুরোপুরি সফল হয়েছিলেন। ইসলামী শক্তির দল গঠন ও ক্ষমতা অর্জনকে মহল বিশেষে সমালোচনা করা হলেও সংগঠন ও রাজনৈতিক শক্তি অর্জনের মাধ্যমে জালেমদের জুলুম মোকাবেলা করা সম্ভব। আর আল্লাহকে ভালবাসতে হলেও রাসূল (সা.) ও তার আদর্শকে যথাযথভাবে ভালবাসতে হবে। তিনি বিশ্বনবী (সা.) আদর্শ সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে Maulana A.N.M Shamsul Islam বলেন, রাসূল (সা.) মাক্কী জীবন ছিল বেশ দীর্ঘ। এ সময় তিনি মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। এতে তিনি নানাবিধ বাধা-প্রতিবন্ধতা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু তিনি হতোদ্দোম হননি। শুরুতেই তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। এতে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। কিন্তু খাদিজা (রা.) কে অভয়বাণী শুনিয়েছিলেন এবং তিনি তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলে তিনি মোহাম্মদ (সা.) কে শেষ নবী হিসাবে সনাক্ত করেছিলেন। এরপর তার গোপনে দাওয়াতি কার্যক্রম শুরু হয়। যা ৩ বছর স্থায়ি হয়েছিল। এরপর তিনি প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রম শুরু করেন। এতে তার ওপর জুলুম-নির্যাতন বেড়ে যায়। ফলে তিনি আল্লাহর নির্দেশে মদীনায় হিজরত করেছিলেন। তাই বাতিলের রক্তচক্ষু উপেক্ষা দ্বীনে হক্বের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তিনি দাওয়াতি কাজ সম্প্রসারণে রাসূল (সা.)-এর মাক্কী জীবনের অনুসৃত অনুসরণের জন্য সকলের প্রতি আহবান জানান।

অক্টোবরের পর সরকার হয়তো সুযোগ হারাতে পারে: কর্নেল অলি-------------------------------------------------------------লিবারে...
02/10/2023

অক্টোবরের পর সরকার হয়তো সুযোগ হারাতে পারে: কর্নেল অলি
-------------------------------------------------------------

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, শেখ হাসিনা ২০০৮ সালে জেল থেকে বের হয়ে সরকারের নির্বাহী আদেশে কানের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে জাসদের একনেতাকে জেল থেকে সরাসরি নির্বাহী আদেশে জার্মানীতে পাঠানো হয়। সুতরাং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এতো ধরনের হাইকোর্ট দেখানো হচ্ছে কেন? তাকেও নির্বাহী আদেশে পাঠানো সম্ভব। প্রয়োজন সরকারের স্বদিচ্ছা। আশাকরি সরকার নতুন ভাবে তিক্ততা সৃষ্টি না করে, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি প্রদান করবে। অক্টোবরের পর সরকার হয়তো এই সুযোগ হারাতে পারে। দেশের অবস্থা মোটেই ভাল নয়।

তিনি সোমবার রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, আমরা ১৮ কোটি মানুষ বর্তমানে খুবই কঠিন সময় পার করছি। বর্তমান সরকারের অপশাসন, দুর্নীতি এবং ন্যায়বিচারহীনতার কারণে বিভিন্ন সমস্যা গুলো অধিকতর জটিল আকার ধারণ করছে। বিশেষ করে সরকারের একগুঁয়েমি মনোভাব অনেক মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।

তিনি বলেন, দেশের বর্তমান সামাজিক নিরাপত্তার অবস্থা করুন। বিগত আট মাসে ধর্ষণের শিকার ৪৯৩ জন মেয়ে শিশু। একই সময়ের মধ্যে ১০১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এরমধ্যে একক ধর্ষণের শিকার ৩২২ জন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৭২ জন। প্রতিবন্ধি শিশু রয়েছে ৩৯ জন। প্রেমের ফাঁদে ফেলে ৭৩ জন মেয়ে শিশু ধর্ষণ করা হয়েছে। সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। কারণ তারা দুর্নীতি এবং টাকা পয়সা পাচারে ব্যস্ত। নিশিরাতের ভোট কিভাবে সম্পূর্ণ করবে তা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত। আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে বাধ্য।

এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর পূর্ব এলডিপি’র সভাপতি মো. সোলায়মান, পশ্চিম এলডিপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপি’র সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি এড.নূরে আলম, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসানসহ প্রমুখ।

তামিম সাকিবের মতো যন্ত্রণা আমার বউও কোনদিন আমাকে দেয়নি-- পাপন
02/10/2023

তামিম সাকিবের মতো যন্ত্রণা আমার বউও কোনদিন আমাকে দেয়নি-- পাপন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ উদ্যোগে শিব বাড়ি দলীয় কার্যালয়ে বাদ আসর কোরআ...
02/10/2023

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ উদ্যোগে শিব বাড়ি দলীয় কার্যালয়ে বাদ আসর কোরআন খতম ও দোয়া মাহফিল দোয়া মাহফিল অনুষ্ঠিত।

#বাংলাদেশ #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #জন্মদিন #আওয়ামীলীগ #ময়মনসিংহ

আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়া...
02/10/2023

আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়ে আইন মন্ত্রণালয় ‘না’ বলে দিয়েছে।বেগম জিয়ার স্থায়ী মুক্তি ও ...
01/10/2023

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়ে আইন মন্ত্রণালয় ‘না’ বলে দিয়েছে।

বেগম জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে তাঁর ভাই যে আবেদনটি করেছিলেন, সে বিষয়ে আইনি মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে থানা/উপজেলা, ইউনিয়ন/ওয়ার্ড ও পাড়া মহল্লায় শুরু হয়েছে আওয়ামী লীগের নির্বাচ...
01/10/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে থানা/উপজেলা, ইউনিয়ন/ওয়ার্ড ও পাড়া মহল্লায় শুরু হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা...
চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
#বাংলাদেশ #আওয়ামীলীগ #শেখহাসিনা #উন্নয়ন #প্রচারণা #চট্টগ্রাম

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Oikkyobani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share