08/01/2026
আলহামদুলিল্লাহ ✨
এই মুহূর্তটা শুধু একটি ছবি নয়, এটা পরিশ্রম, ধৈর্য আর অগণিত দোয়ার ফল। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি. এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। যারা সবসময় পাশে ছিলেন, বিশ্বাস রেখেছেন ও দোয়া করেছেন. আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।
নতুন শুরু, নতুন স্বপ্ন, আর সামনে আরও দীর্ঘ পথ… ইনশাআল্লাহ 🌸🎓