Libya news বাংলা

Libya news বাংলা Libya news বাংলা

রোমানিয়ায় ১৯ বাংলাদেশি আটক।সার্বিয়া ও হাঙ্গেরি সীমান্তে দুটি আলাদা অভিযানে ১৯ বাংলাদেশিসহ ৩৫ জন অনিয়মিত অভিবাসীকে আটক কর...
11/10/2023

রোমানিয়ায় ১৯ বাংলাদেশি আটক।

সার্বিয়া ও হাঙ্গেরি সীমান্তে দুটি আলাদা অভিযানে ১৯ বাংলাদেশিসহ ৩৫ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ।

10/10/2023

ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের সম্পর্কে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদিরাহ। প্রায় দুই শতাব্দী আগের সেই ঐতিহাসিক ভাষণ আজও প্রতিধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে আল্লামা সাইদী ফিলিস্তিন ও বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন। ইয়া আল্লাহ নির্যাতিত জনপদে সাহায্যকারী প্রেরণ করুন

08/10/2023

আয়া সোফিয়ার ভেঙ্গেছে শিকল,
শিকল ভাঙ্গবে আল-আকসার!বাবরি আবার মসজিদ হবে,
ফিলিস্তিন ছাড়বে দখলদার!
#ইনশাআল্লাহ ✊

বাংলাদেশের আওয়ামী ফ্যাসিষ্ট স্বৈরাচার সরকারের মুখোস আমেরিকা সহ বিশ্ব দরবারে তুলে ধরতে এই Mushfiqul Fazal Ansarey গুরুত্ব...
02/10/2023

বাংলাদেশের আওয়ামী ফ্যাসিষ্ট স্বৈরাচার সরকারের মুখোস আমেরিকা সহ বিশ্ব দরবারে তুলে ধরতে এই Mushfiqul Fazal Ansarey গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছেন। আওয়ামী লীগের প্রতিটা ফ্যাসিবাদী ভাষা হুবুহু বাংলায় আমেরিকানদের কাছে তরজমা করার ক্ষেত্রে তার মুন্সিয়ানা প্রতিনিয়ত পরিস্কার হচ্ছে। ওয়েলডান MFA।

30/09/2023

উত্তাল সমুদ্রের দৃশ

28/09/2023

ইতালিতে নতুন নিয়ম চালু আশ্রয় আবেদন করতে জমা দিতে হবে 5000 ইউরো।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট এ্যাপিলেড ডিভিশনে তালিকাভূক্ত আইনজীবী হিসাবে নিযুক্ত হওয়ায় এড.শিশির মোহাম্মদ মনিরকে অভিনন্দন ও শু...
26/09/2023

বাংলাদেশ সুপ্রীম কোর্ট এ্যাপিলেড ডিভিশনে তালিকাভূক্ত আইনজীবী হিসাবে নিযুক্ত হওয়ায় এড.শিশির মোহাম্মদ মনিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী আওয়ামী পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘কবে ক্ষমতা ছাড়ছেন?’ জবাবে মোমেন বলেন, ‘ ক্ষমত...
24/09/2023

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী আওয়ামী পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘কবে ক্ষমতা ছাড়ছেন?’ জবাবে মোমেন বলেন, ‘ ক্ষমতা ছাড়বো কেন? নির্বাচন হবে নির্বাচনের মতো। আমেরিকায় কি নির্বাচনের সময় প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ে?’ তখন মুশফিক বলেন, ‘ এই তুলনা করবেন না। দেশের সব প্রথা-প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এসব কেতাবি কথা বলে কী লাভ? বরং প্রধানমন্ত্রীকে বুঝিয়ে যত তাড়াতাড়ি পারেন ক্ষমতা থেকে সরে পড়েন। অবস্থা কিন্তু ভালো না। বিপদে পড়ে যাবেন। তখন আর কিছুই করার থাকবে না। বরং এখনই বিদায় নিলে দেখা যাবে কিছু করা যায় কি-না। পাল্টা উত্তরে মোমেন বলেন, ‘ না আমরা এসব নিয়ে চিন্তা করছি না। তবে হ্যাঁ পরিস্থিতি কিছুটা খারাপ। অবস্থা এমন হয়ে গেছে যে, কারও সাথে ব্যাক্তিগত আলাপ-আলোচনাও করা যায় না। সবাই পেছনে লেগে থাকে। সেদিন আমার এক বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে তার বাড়িতে গেলাম। আমার আরেকবন্ধু বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও সেখানে এসেছিল। সেটা নিয়ে কত কথা!’ এর প্রেক্ষিতে মুশফিকুল বলেন, ‘আপনার দল আওয়ামী লীগই দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে।’

এ পর্যায়ে আওয়ামী পররাষ্ট্রমন্ত্রী উঠে গিয়ে স্ত্রী ও সঙ্গীদের নিয়ে অন্য একটি টেবিলে বসেন। এ সময় তিনি মুশফিকের কাছে জানতে চান- ‘কী খাবেন, কিছু অর্ডার করবো আপনার জন্য?’ জবাবে মুশফিক বলেন, আমি তো নাশতা করছিই। আপনিই বরং আমাদের সাথে যোগ দেন’।

----------------------------------------

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বহু বছর আগে জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করেছিলেন। বর্তমান ঠিকানা ওয়াশিংটন ডিসি। সেখান থেকে প্রকাশিত সাউথ এশিয়া পার্সপেক্টিভ জার্নালের নির্বাহী সম্পাদক। ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাব এবং হোয়াইট হাউজ প্রেস কোরের সদস্য। জাতিসংঘ সংবাদদাতা সমিতিরও সদস্য তিনি।

জাতিসংঘে কাজের সূত্রে মাঝে-মধ্যেই আসেন নিউ ইয়র্কে। শনিবার সকালে এখানকার বাঙ্গালীপাড়া জ্যাকসন হাউটসের নবান্ন রেস্তোঁরায় বসেছিলেন সকালের নাশতা খেতে। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। এ সময় হঠাৎই সেই রেস্টুরেন্টে সস্ত্রিক হাজির হন আওয়ামী পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। কেউ একজন এ সময় সাংবাদিক মুশফিকুলের কথা তাঁকে বলেন। সঙ্গে সঙ্গেই মুশফিকুলের টেবিলের কাছে এগিয়ে গিয়ে কুশল জানতে চান মোমেন। চেয়ার টেনে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন। এ সময় স্ত্রী সেলিনা মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ছিলেন তাঁর সঙ্গে।

এ সময় সেখানে উপস্থিত ব্যাক্তিদের মধ্যে একজন ছিলেন ভার্জিনিয়ার ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাহিদ খান। তিনি এভাবে ঘটনার বর্ণনা দিলেন।

মানবজমিন, ফেস দ্যা পিপল এই নিউজ করেছে।

23/09/2023

লিবিয়ার ডেরনা অঞ্চলের সাগর থেকে শতাধিক লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

এসব লাশ ঘূর্ণিঝড়ের কারণে সাগরে ভেসে আসে।

সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য বাংলাদেশিদের ওপর ভিসানীতি বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র
22/09/2023

সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য বাংলাদেশিদের ওপর ভিসানীতি বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাষ্ট্র

এটাই আমাদের প্রিয় বাংলাদেশের আসল চিত্র 🇧🇩❤️যারা ইসলাম ভালোবাসে তাদেরকে সমগ্র বাংলাদেশ ভালোবাসেন।
21/09/2023

এটাই আমাদের প্রিয় বাংলাদেশের আসল চিত্র 🇧🇩❤️
যারা ইসলাম ভালোবাসে তাদেরকে সমগ্র বাংলাদেশ ভালোবাসেন।

তার অপরাধ কি?? সে  #আল্লামা_সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে একটা ফেইসবুক লাইভ করেছিল, তার মতামত তুলে ধরেছিল,, এটা বাংলাদেশের...
21/09/2023

তার অপরাধ কি??
সে #আল্লামা_সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে একটা ফেইসবুক লাইভ করেছিল, তার মতামত তুলে ধরেছিল,, এটা বাংলাদেশের সংবিধান স্বীকৃত তার নাগরিক অধিকার।
এই অধিকারের চর্চাটুকুও এখন আওয়ামী ফ্যাসিবাদের জামানায় অপরাধ!!

একসময় বেগম খালেদা জিয়াকে নিয়ে চরম ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেও স্বাধীনভাবে মুক্ত আকাশের নীচে ঘুরে বেড়িয়েছে কার্টুনিস্ট শিশির। অথচ খালেদা জিয়া তখনও প্রধানমন্ত্রী!
আর এখন দেশসেরা একজন আলেমের মৃত্যুতে ফেইসবুকে কিছু কথা বললেও জেলে যেতে হয়, চাকুরী হারাতে হয়!!

কোথা থেকে কোথায় নিয়ে এসেছে দেশটাকে আওয়ামী ফ্যাসিবাদ!

আওয়ামী ফ্যাসিবাদের সমর্থকেরা হাজারো গুম-খুনের নাটের গুরুর ব্যাপারে প্রতিনিয়ত গুণগান গায়।
তারা আরো গাইতে থাকুক, এটা তাদের নাগরিক অধিকার।
আমাদের কোনো আপত্তি নেই।

কিন্তু নিজস্ব মতামত ব্যক্ত করার কারণে রাষ্ট্রযন্ত্র নিজেই সংবিধানের সু-স্পষ্ট লঙ্ঘন করে মশিউরের মতো লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীকে নির্যাতন করবে, হাজারো মশিউরকে গুম-খুন করবে, এটি ক্ষমার অযোগ্য অপরাধ!
এই অপরাধের শাস্তি জনগণ একদিন বড় নির্দয়ভাবে বুঝিয়ে দিবে।



িকার_পরিষদ

#মশিউর_রহমান



21/09/2023

লিবিয়ার দুর্যোগ পুর্ন এলাকায় দ্বিতীয় দফায় বিশাল ত্রাণ বহর পাঠিয়েছে তুরস্ক।

যা আকাশ ও নৌপথে এসে পৌঁছেছে।🇱🇾🇹🇷

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভি...
21/09/2023

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিয়েছে। ইইউ’র পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

বন্ধ কারখানায় ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকা ঋণ :  চলতি মাসের প্রথম ২ দিনে ১৪০ কোটি টাকা তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি।
20/09/2023

বন্ধ কারখানায় ইসলামী ব্যাংকের ৭০০ কোটি টাকা ঋণ : চলতি মাসের প্রথম ২ দিনে ১৪০ কোটি টাকা তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি।

ভূমধ্যসাগর থেকে অনেকগুলো অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড।
20/09/2023

ভূমধ্যসাগর থেকে অনেকগুলো অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড।

সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম!
20/09/2023

সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম!

১০জনের চাকরি খাইছে😂
20/09/2023

১০জনের চাকরি খাইছে😂

অবশেষে ইরান ও অ্যামেরিকার মধ্যে পাঁচজন করে বন্দি বিনিময় হলো। ইরান পেয়েছে ফ্রিজ করে রাখা ছয়শ কোটি ডলার।
19/09/2023

অবশেষে ইরান ও অ্যামেরিকার মধ্যে পাঁচজন করে বন্দি বিনিময় হলো। ইরান পেয়েছে ফ্রিজ করে রাখা ছয়শ কোটি ডলার।

19/09/2023

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সাক্ষাতে ইলন মাস্ককে তুরস্কে সফর ও দেশটিতে টেসলার সপ্তম কারখানা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বামীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। খোঁজ করেও কোথাও কিডনি না পেয়ে অবশেষে স্বামীকে নিজের একটি কিডনি দিয়ে দিলেন স্ত্রী🤝    ...
18/09/2023

স্বামীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। খোঁজ করেও কোথাও কিডনি না পেয়ে অবশেষে স্বামীকে নিজের একটি কিডনি দিয়ে দিলেন স্ত্রী🤝

18/09/2023

লিবিয়ার দুর্যোগ পুর্ন এলাকায় বিশাল ত্রাণ বহর পাঠিয়েছে তুরস্ক।

18/09/2023

ইনি হলেন -এর প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি একজন সাধারণ নাগরিকের মতো ট্রেনে ভ্রমণ করেন, নিজের লাগেজ নিজে বহন করেন, সাথে কোনো প্রোটোকল নেই।

শিখার আছে অনেক কিছুই..!!

তুরস্ক প্রয়োজনে ইউরোপের সঙ্গে বন্ধন ছিন্ন করতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি ইউরো...
18/09/2023

তুরস্ক প্রয়োজনে ইউরোপের সঙ্গে বন্ধন ছিন্ন করতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের এক প্রতিবেদনে তুরস্ক প্রসঙ্গে কিছু বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে এ কথা বলেন তিনি।

16/09/2023

ভিডিওতে লিবিয়ার ঘূর্ণিঝড় পরবর্তী ভয়াবহ বন্যার চিত্র!

আল্লাহ তাদের সহায় হোন🤲😭

"যেই শাহাদাত অঙ্গুলি দিয়ে আমি প্রতিদিন সাক্ষ্য দেই যে এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। সেই আঙ্গুল দিয়ে অসত্য কোনো কথা ...
16/09/2023

"যেই শাহাদাত অঙ্গুলি দিয়ে আমি প্রতিদিন সাক্ষ্য দেই যে এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। সেই আঙ্গুল দিয়ে অসত্য কোনো কথা লিখতে পারবো না। আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে আত্মসমর্পণ করি না। আমরা হয় জিতি, না হয় মরি।"

ওমর আল-মুখতার
(২০ আগস্ট ১৮৫৮ – ১৬ সেপ্টেম্বর ১৯৩১)


 #ইনবক্স_থেকেসবার কাছে আকুল আবেদন।আমার খালাতো ভাই মোঃ নয়ন দালালের প্রতারণার শিকার হয়ে সৌদিতে মৃত্যুবরণ করেছে।ওর লাশটা দ...
16/09/2023

#ইনবক্স_থেকে
সবার কাছে আকুল আবেদন।
আমার খালাতো ভাই মোঃ নয়ন দালালের প্রতারণার শিকার হয়ে সৌদিতে মৃত্যুবরণ করেছে।

ওর লাশটা দেশে আনাতে হলে নাকি পরিবারের আরও ৪লক্ষ টাকা দিতে হবে।
মাত্র ১ বছর আগে সৌদি গিয়েছিলো।
পরিবার রিন করে ভাইটারে প্রবাসে পাঠিয়েছে। কিন্তু দালাল ওদের সাথে অন্যায় করেছে, মাত্র ৬মাস কাজ করার পর আকামা শেষ। এবং অবৈধ হিসেবে ওইখানে থাকতে হয়েছে, সেপ্টেম্বর ২০২৩ ১ তারিখ থেকে ওদের কাজের মেয়াদ শেষ হওয়ায় কাজ থেকে বের করে দিয়েছে কম্পানি। এবং সেই টেনশনে গতকাল ১৩ সেপ্টেম্বর সকালে স্টক করে মৃত্যু বরন করে আমার ভাইটা।

আমার কথা হচ্ছে একটি মানুষ লোন হাওলাত করে প্রবাসে গিয়ে পরিবারের জন্য কিছুই ইনকাম করতে পারলো না, শুধু দালালের প্রতারণার জন্য। ওর পরিবার তো এমনিতেই শেষ।
এখন আবার টাকা লাগবে কেন?

বাংলাদেশে কি এমন কোন ব্যক্তি বা সংস্থা আছেন যে আমার ভাইয়ের লাশটা সৌদি থেকে দেশের মাটিতে আনাতে সহযোগিতা করতে পারবেন? Copy

16/09/2023

ইতালির লেমম্পাডুসায় অভিবাসীদের ঢল। দু-দিনে ১০ হাজার শরনার্থীর অবতরণ

15/09/2023

আল্লাহ তাদের সহায় হোন।😭🤲

ছবিতে লিবিয়ার ঘূর্ণিঝড় পরবর্তী ভয়াবহ বন্যার চিত্র!আল্লাহ তাদের সহায় হোন🤲
15/09/2023

ছবিতে লিবিয়ার ঘূর্ণিঝড় পরবর্তী ভয়াবহ বন্যার চিত্র!

আল্লাহ তাদের সহায় হোন🤲

Plan A: IELTSPlan B: OETPlan C:
14/09/2023

Plan A: IELTS
Plan B: OET
Plan C:

14/09/2023

লিবিয়ায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে😭

12/09/2023

স্বৈরাচার হাসিনাকে সম্মান দেখিয়ে নিজ দেশ সহ সমগ্র বিশ্বের তোপের মুখে পড়লেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
সূত্র ডেইলি মেইল।

মরক্কোর ‘মারাকেশ’ শহরে রোনালদোর একটি বিলাসবহুল হোটেল আছে,Hostel Pestana CR7 নামে পরিচিত, এই হোটেলটার রূম সংখ্যা  প্রায় ১...
11/09/2023

মরক্কোর ‘মারাকেশ’ শহরে রোনালদোর একটি বিলাসবহুল হোটেল আছে,Hostel Pestana CR7 নামে পরিচিত, এই হোটেলটার রূম সংখ্যা প্রায় ১৭৪, বিলাসবহুল এই হোটেলে এক রাত কাটাতে গেলে £১২০ ( একশো বিশ) ইউরো খরচ করতে হয়। মারাকেশ শহরের পথে - প্রান্তরে দিনযাপন করা মানুষ গুলোর জন্য, রোনালদো তাঁর হোটেল/রিসোর্টকে আশ্রয়স্থল হিসাবে অনুমোদন দিয়েছেন। রোনালদোর এই অনুদানকে সম্মান করি, তাঁর এই মহৎ কাজের জন্য মন থেকে শ্রদ্ধা জানালাম। collected

আজকে একজন রোনালদো ভক্ত হিসাবে ভালো লাগছে, ফুটবলরে সুবাদে আমি যে মানুষটার ভক্ত তিনি শুধু ভালো ফুটবলার নন; একজন ভালো মানুষও বটে!👑🙏🏿🇲🇦

ছেলেটা মোটেও ভালো না বউয়ের কথায় চলে। আমার মেয়ের জামাই খুবই ভালো মেয়ের কথায় চলে। ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ
11/09/2023

ছেলেটা মোটেও ভালো না বউয়ের কথায় চলে। আমার মেয়ের জামাই খুবই ভালো মেয়ের কথায় চলে।

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ

09/09/2023

এই সেই ভবিষ্যৎ বাণী যা বর্তমান প্রেক্ষাপটে মিলে গেল।

Address

Tripoli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Libya news বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share