Twnty One

Twnty One Nun

https://t.me/historyofbdin/1/1195A video of Yatrabari during the agitation!
31/08/2024

https://t.me/historyofbdin/1/1195

A video of Yatrabari during the agitation!

আন্দোলনের সময়ে যাত্রাবাড়ির ছোট্ট ভয়ংকর একটি ভিডিও !

22/08/2024

ফেনী থেকে পুরো দেশের কাছে আবেদন:
এই মুহূর্তে খাবার নয় নৌকা প্রয়োজন!
আগে নৌকা পাঠান
মানুষ বাঁচান!😭😭



22/08/2024

কাকে বলব,কে কি করবে ,আল্লাহ চারা কারো কিছু করার নাই হেআল্লাহ সবাই কে বিপদ থেকে রক্ষা কর
আল্লাহ যদি বাচাই রাখে তাহলে পাবো

21/08/2024

মধ্যরাতে ,কোনো পূর্ব সতর্কতা ছাড়া ,বাঁধ খুলে দিয়ে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে ফেলেন l তারাই আবার বাংলাদেশের হিন্দুদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন !!!
মনে হয় যেন , ফেনী, নোয়াখালী , কুমিল্লাতে কোনো হিন্দু নেই , শুধু মুসলমানই আছে ? নাকি বন্যার পানিও আপনাদের মতো সাম্প্রদায়িক , হিন্দুদের বাড়িতে যাবে না , শুধু মুসলমানদের বাড়িই ডুবাবে !!!
দিন শেষে আমরা সবাই ই কিন্তু মানুষ lll ছোট্ট একটা দেশ বাংলাদেশ , আর কত শোষণ করবেন ! বাঁচতে দেন মানুষগুলারে l

Awami League
21/08/2024

Awami League

21/08/2024

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা
হে আল্লাহ, আপনি আমাদেরকে বন্যা সহ সকল প্রকার প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করুন ৷

হে দয়াময় আল্লাহ! তুমি আমাদের হেফাজত করো
21/08/2024

হে দয়াময় আল্লাহ! তুমি আমাদের হেফাজত করো

20/08/2024

ফেনীর ফুলগাজী, পরশুরামের মানুষদের বাঁচাতে এগিয়ে আসুন। গর্ভবতী বোন, শিশু, বৃদ্ধ সবচেয়ে বেশি জীবন ঝুঁকিতে আছে। যে যেভাবে পারেন এগিয়ে আসুন বিশেষ করে আসেপাশের মানুষরা সাহায্যের হাত বাড়াই দেন। আসে পাশে বিল্ডিং এর চাঁদে চলে যান সবাই, যাদের বিল্ডিং আছে তারা আসে পাশের মানুষদের ঠায় দেন। ছাগলনাইয়ার মানুষেরা পানি এখনো কম থাকতে আশ্রয় কেন্দ্রে চলে যান। সবাই দোয়া করেন ওনাদের জন্য।

আহারে,,,দুনীতি। একজন সাবেক সচিবের বাসা থেকে উদ্ধার করা হয়েছে আজ
16/08/2024

আহারে,,,দুনীতি। একজন সাবেক সচিবের বাসা থেকে উদ্ধার করা হয়েছে আজ

13/08/2024

যাদের অবৈধ সম্পদ আছে, সব খুঁজে বের করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করলেই দেশ সিঙ্গাপুর হবে।🇧🇩

Aynabaaji 😀
13/08/2024

Aynabaaji 😀

10/08/2024

পল্লী বিদ্যুৎ বিল যারা উঠতে আসে তারা অবশ্যই মিটার এর মালিক কে ডেকে হেসাব দিয়ে যেতে হবে কোত টাকা বিল এসেছে

08/08/2024






বাংলাদেশের যত কোটিপতি আছে সবাই কে জিগাস করতে চাই এই টাকার কি বাবে আসলো এমন কি বিজনেস করে জিগেস করা হক)
— নতুন কোটিপতির সংখ্যা নিয়ে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, “কোটিপতির সংখ্যা হঠাৎ বাড়ছে”। প্রতিবেদনে বলা হচ্ছে,

নতুন কোটিপতির সংখ্যা নিয়ে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, “কোটিপতির সংখ্যা হঠাৎ বাড়ছে”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে হঠাৎ করে বাড়ছে কোটিপতির সংখ্যা।
গত তিন মাসে শুধু ব্যাংকেই নতুন কোটিপতি হয়েছেন অর্থাৎ এক কোটি এক টাকা থেকে ৫০ কোটি টাকার ওপরে মজুদ রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজারের মতো।
মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত জুন শেষে দেশে কোটিপতির সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ১৩ হাজার ৫৫৪ জনে।
গত মার্চ শেষে এ সংখ্যা ছিল এক লাখ ১০ হাজার ১৯২ জন। অন্যদিকে ৫০ কোটি টাকার ওপরে ব্যাংকে মজুদ রেখেছে এমন ব্যক্তির সংখ্যা এক হাজার ৮২৪ জন।

হঠাৎ কোটিপতির সংখ্যা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিশ্লেষকরা জানিয়েছেন, সামনে নির্বাচন। একশ্রেণীর মানুষের হাতে অস্বাভাবিক হারে অর্থ চলে আসছে। আর এ কারণে ব্যাংকে তাদের অর্থের পরিমাণ বেড়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এ পরিসংখ্যান থেকে দেখা যায়, ক্ষুদ্র আমানতকারীদের আমানত খুবই কম, বিপরীতে কোটিপতিদের আমানত বাড়ছে অস্বাভাবিক হারে।
বিশ্লেষকরা জানিয়েছেন, ক্ষুদ্র আমানতকারীরা তাদের আয়ের সাথে ব্যয় সমন্বয় করতে পারছেন না। জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ক্ষুদ্র আমানতকারীদের সংখ্যা না বাড়ার অর্থই হলো দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে।

বিজয় উদযাপনে সংযমী হন। আপনার বিজয় যেন কারো বিষাদের কারণ না হয়। আপনার রাজনৈতিক ও ধর্মীয় প্রতিহিংসা নিবারণের জন্য এই আন্দো...
05/08/2024

বিজয় উদযাপনে সংযমী হন। আপনার বিজয় যেন কারো বিষাদের কারণ না হয়। আপনার রাজনৈতিক ও ধর্মীয় প্রতিহিংসা নিবারণের জন্য এই আন্দোলন হয়নি, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তেই এই আন্দোলন হয়েছে।
ছাত্রদের এই অর্জনকে ম্লান করে দিবেন না।
আসুন সবাই মিলে প্রতিশ্রুত বাংলাদেশ গড়ি। ✊🇧🇩

Address

Kuwait City

Website

Alerts

Be the first to know and let us send you an email when Twnty One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Twnty One:

Videos

Share