Zafor al farabi.

Zafor al farabi. I depend one Allah. Alhamdulillah for everything..

আমিন।
21/07/2024

আমিন।

21/07/2024

এমন জীবন করিবে গঠন মরিলে ও হাঁসিবে তুমি কাদিবে ভূবন।

21/07/2024

আল্লাহ উত্তম ফয়সালা কারী ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরবো আল্লাহর সাহায্যে আসবে ইনশাআল্লাহ।

19/07/2024
17/07/2024
15/07/2024

তোদের উপর আল্লাহর লানত। আল্লাহ জালিমের এই যুলুম বরদাস্ত করবেন না ইনশাআল্লাহ।

14/07/2024

দুই ভাতিজা-ভাগিনাকে 'ছেলে দেখিয়ে 'মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইয়ে দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল!
যমুনা টিভি।

13/07/2024

সারা বাংলায় খবর দে
কোটা প্রথার কবর দে

বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি।
চাষার ছেলে চাষাই রবে,
কোটায় গড়া জাতি!
কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।।।

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গ*রুর গাড়ি কোথায় গ*রুর হালকোথায...
11/07/2024

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গ*রুর গাড়ি কোথায় গ*রুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস সেই কলসীর জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!

শকু*নরা সব কোথায় গেল কোথায় গেল কা*ক
কোথায় গেল শি*য়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার বাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গ*রুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হাত রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কু*লুর ব*লদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।

শিরোনাম:- হারানো দিনের স্মৃতি
লেখায় :-আমি ফেরদৌস আহমেদ
বই :-কালের চিত্র
ছবি :-সংগৃহীত।

09/07/2024

এই কোঠা মেধাবীদের ধ্বংস করবে একটি জাতী চিরতরে অন্ধকারে হারিয়ে যাবে। এটা বাতিল না সংস্কার চাই।

09/07/2024

আসসালামু আলাইকুম ওয়ারহমাত উল্লাহি ওয়াবরকাতুহ।

আল্লাহ সবকিছু আমার জন্য সহজ করে দিন। আমি তো আপনার একজন নগন্য গোলাম। আমার ১৪ গোস্টি আপনার গোলাম, গোলামে ঘরের গোলাম। অহংকার ও হিংসা মুক্ত জীবন দান করুন।

আর অহংকার তো আপনাকেই মানায় অহংকার আপনার চাদর আপনি সর্বশক্তি মান। আপনি এক অদ্বিতীয় অতুলনীয় আপনার কোন শরিক নাই।
আল্লাহ হাফেজ।

08/07/2024

আনিচুর রহমান আশরাফী হুজুরের দরদী কন্ঠে গুরুত্বপূর্ণ নসিহত একটু ধৈর্য সহকারে শুনুন ভালো লাগবে ইনশাআল্লাহ।।

07/07/2024

আস্তাগ ফিরুল্লাহ অর্থ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমার আশ্রয় চাচ্ছি।

06/07/2024

কোঠার কাছে হেরে গেলে মেধাবীরা হেরে যাবে বাংলাদেশ। মনে রাখবেন একটা জাতী ধ্বংস করতে হলে সেই জাতীর শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংস করতে হবে।
এই চক্রান্ত রুখে দিন।

06/07/2024

একটা জাতী ধ্বংস করতে হলে সেই জাতীর শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করতে হয়। বাংলাদেশ কে মেধা শূন্য করতে এক গভীর চক্রান্ত চলছে রুখে দিতে হবে এই চক্রান্ত। ৫৬% যদি কোঠা থাকে তা হলে মেধাবী কি ভাবে চাকরি পাবে।

মেধা শূন্য করতে এই নাটক।

ভালো থাকার কয়েকটি উপায়।
06/07/2024

ভালো থাকার কয়েকটি উপায়।

05/07/2024

আসসালামু আলাইকুম ওয়ারহমাত উল্লাহি ওয়াবরকাতুহ।

ইসলামের শিক্ষা না থাকলে তরুণ প্রজন্মের মৃত্যু ঘটবে দ্বীনি শিক্ষা ১০০% করতে হবে। ইসলামের শিক্ষা দুনিয়ায় ও আখিরাতে শান্তি ও মুক্তি দিবে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ।

01/07/2024

মাশাআল্লাহ কলিজা শিতল করা ইসলামিক সংগিত সবাই শুনুন ভালো লাগবে ইনশাআল্লাহ।

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
01/07/2024

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

21/06/2024

আলহামদুলিল্লাহ কলিজা শিতল করা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হজুর এর ওয়াজ নসিহত। একটু ধৈর্য সহকারে শুনুন ভালো লাগবে ইনশাআল্লাহ।

Address

Foryaneya
Kuwait City

Telephone

+96566492216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zafor al farabi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zafor al farabi.:

Videos

Share