30/08/2024
স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এই সমস্ত শিক্ষকরা বেশিরভাগই স্বৈরাচারের পক্ষে ছিলেন, আজকে যদি ছাত্র জনতা সফল না হতো তাহলে এই শিক্ষকরাই হাজার হাজার ছাত্রের জীবন নষ্ট করে দিত, স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করত।এসমস্ত শিক্ষকরা বেশিরভাগই নীতি-নৈতিকতাহীন,শুধুমাত্র গুটিকয়েক শিক্ষক ছাত্রদের পক্ষে কথা বলেছে, ছাত্ররা তো অন্যায় কোন দাবি করে নাই ছাত্ররা ন্যায়ের পক্ষে ছিল তারপরও তারা ছাত্রদের সমর্থন করে নাই, ছাত্রদেরকে যা শিখিয়েছে গত ১৫-১৬ বছরে ছাত্ররা তাই ফেরত দিতেছে, তারা তো ছাত্রদেরকে ট্রিডিং টিডিং সাইকেল চালানো শিখিয়েছে।
সেই সাথে সাধারণ ছাত্রছাত্রীদের দিয়ে ইচ্ছেমতো নিজের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে।আমরাও একসময় ছাত্র ছিলাম আমাদের শিক্ষকরা কোনো দিন আমাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করেন নাই ,যা ১৫বছর অনেক শিক্ষক করতেন।