Ar Dewan

Ar Dewan Exploring the wonders of natural beauty

30/08/2024

স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এই সমস্ত শিক্ষকরা বেশিরভাগই স্বৈরাচারের পক্ষে ছিলেন, আজকে যদি ছাত্র জনতা সফল না হতো তাহলে এই শিক্ষকরাই হাজার হাজার ছাত্রের জীবন নষ্ট করে দিত, স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করত।এসমস্ত শিক্ষকরা বেশিরভাগই নীতি-নৈতিকতাহীন,শুধুমাত্র গুটিকয়েক শিক্ষক ছাত্রদের পক্ষে কথা বলেছে, ছাত্ররা তো অন্যায় কোন দাবি করে নাই ছাত্ররা ন্যায়ের পক্ষে ছিল তারপরও তারা ছাত্রদের সমর্থন করে নাই, ছাত্রদেরকে যা শিখিয়েছে গত ১৫-১৬ বছরে ছাত্ররা তাই ফেরত দিতেছে, তারা তো ছাত্রদেরকে ট্রিডিং টিডিং সাইকেল চালানো শিখিয়েছে।
সেই সাথে সাধারণ ছাত্রছাত্রীদের দিয়ে ইচ্ছেমতো নিজের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে।আমরাও একসময় ছাত্র ছিলাম আমাদের শিক্ষকরা কোনো দিন আমাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করেন নাই ,যা ১৫বছর অনেক শিক্ষক করতেন।

02/08/2024

আপনারা একবার চিন্তা করেছেন আজকে আমরা যাদেরকে রাজাকার বলি সেই সময় দেশের প্রতি তাদের কি ভূমিকা ছিল!!
আমি বলতেছি শোনেন। তখন কিন্তু অনেকে নিজের চাকরি বাঁচতে পাকিস্তানের বিপক্ষে কথা বলতে পারে নাই, ক্ষমতার পাল্লা পাকিস্তানের পক্ষে থাকার কারনে তাদের সুরে সুর মিলিয়ে সাধারণ মানুষের উপরে জুলুম করেছে। অনেকে আবার তখনকার সরকার কে খুশি করার জন্য হত্যা ধর্ষণ লুটপাট সবকিছুই করেছেন।
রাজনীতিতে নিজস্ব পছন্দ থাকতে পারে, আদর্শ আলাদা আলাদা থকতে পারে কিন্তু আপনার যদি নিজস্ব নীতি না থাকে তাহলে রাজনীতি করা বন্ধ করে দেন।রাজনীতি করলেই পা চাটতে হইবো এইটা কেমন কথা।হক কথা বলে না পারলে চুপ থাকেন কিন্তু মিথ্যা বলবেন না।

02/08/2024

তাজা লাশের গন্ধ নাকের ডগায় রেখে ৫০ বছর আগের শোক পালন করা বিবেকহীনতা ছাড়া আর কিছুই না।

একজন বেকার জানেন বেকারত্ব কতটা কষ্টের।যারা রাজনীতির নাম ভাঙিয়ে নিজের পকেট ভাড়ি কইরা বইসা আছেন তাদের কোটা পদ্ধতি থাকলেই ক...
18/07/2024

একজন বেকার জানেন বেকারত্ব কতটা কষ্টের।
যারা রাজনীতির নাম ভাঙিয়ে নিজের পকেট ভাড়ি কইরা বইসা আছেন তাদের কোটা পদ্ধতি থাকলেই কি আর না থাকলেই কি।ছাত্র রাজনীতি করে যদি আজকে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে না থাকতে পারেন, তাদের হয়ে কথা বলতে না পারেন তাহলে এমন বালের ছাত্ররাজনীতি ছেড়ে দেন।আপনাদের মতো মানুষের জন্য একদল চোর দেশটাকে লুটেপুটে খাইতেছে।আর কতো হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে চলবেন।আর কতো ভাই।

কুয়েত খাদেম (২০) ভিসা থেকে শোন (১৮) ভিসা ট্রান্সফার আইন কার্যকর। মাত্র ৫০ দিনার খরচ করে খাদেম থেকে শোন হতে পারবেন। জনস্...
06/07/2024

কুয়েত খাদেম (২০) ভিসা থেকে শোন (১৮) ভিসা ট্রান্সফার আইন কার্যকর। মাত্র ৫০ দিনার খরচ করে খাদেম থেকে শোন হতে পারবেন। জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন। #কুয়েত

Visa 20 To Visa 18 Transfer | Kuwait Visa|

সময়সীমা: ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।

24/12/2023
29/06/2023

21/04/2023

🇰🇼🇰🇼🇰🇼

Address

Kuwait City

Telephone

+96598064323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Dewan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ar Dewan:

Videos

Share