স্বপ্নের ভূবন

স্বপ্নের ভূবন I'm shojol md nurul islam

বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি যা পর্তুগাল থেকে মালয়েশিয়া পর্যন্ত হতে পারে এক অদ্বিতীয় অভিজ্ঞতা!যাত্রার দৈর্ঘ্য: ২১ দিন...
08/12/2024

বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি যা পর্তুগাল থেকে মালয়েশিয়া পর্যন্ত হতে পারে এক অদ্বিতীয় অভিজ্ঞতা!

যাত্রার দৈর্ঘ্য: ২১ দিন
মোট দূরত্ব: প্রায় ১৮,৭৫৫ কিলোমিটার
অতিক্রান্ত দেশ: ১৩টি

এক অভাবনীয় ট্রেন জার্নি যা শুরু হয় ইউরোপের পশ্চিম প্রান্ত, পর্তুগালের লিসবন শহর থেকে এবং শেষ হয় এশিয়ার দক্ষিণ-পূর্ব কোণে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এই যাত্রা আপনাকে দুই মহাদেশ, ১৩টি দেশ এবং অসংখ্য সাংস্কৃতিক ও ভৌগলিক বৈচিত্র্যের মধ্য দিয়ে নিয়ে যাবে। এটি একক কোনো ট্রেন যাত্রা নয়; আপনাকে বিভিন্ন দেশের সীমানায় ট্রেন পরিবর্তন করতে হবে এবং ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

যাত্রাপথের ভৌগলিক বিশ্লেষণঃ-

১. পর্তুগাল:- যাত্রার শুরু লিসবন সান্তা আপোলোনিয়া স্টেশন থেকে।
• আকর্ষণ: পুরনো শহর, ট্যাগাস নদীর তীর, এবং বিখ্যাত বেলেম টাওয়ার।
• পরিবেশ: আরামদায়ক শুরুর পথ, রোলিং পাহাড় আর আটলান্টিক উপকূলের মনোরম দৃশ্য।

২. স্পেন:- পর্তুগাল থেকে স্পেনে প্রবেশ করলে যাত্রা চলে মাদ্রিদ এবং বার্সেলোনা হয়ে।
• আকর্ষণ: গথিক স্থাপত্য, ফ্লামেঙ্কো নৃত্য, এবং পাইরিনিস পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য।

৩. ফ্রান্স:- স্পেন থেকে ফ্রান্সে পা রাখলে আপনি প্যারিসের মোহনীয় শহর এবং তারপরে পূর্ব দিকে রাইন নদীর তীরে যাত্রা করবেন।
• আকর্ষণ: আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, এবং খ্যাতনামা ওয়াইন তৈরির এলাকা।

৪. জার্মানি:- ফ্রান্স থেকে জার্মানিতে প্রবেশের পর যাত্রা বার্লিন, হামবুর্গ, এবং ড্রেসডেনের মতো শহর পেরিয়ে যাবে।
• আকর্ষণ: ইতিহাসে ভরা শহর, ব্ল্যাক ফরেস্ট, এবং ড্যানিউব নদীর তীর।

৫. পোল্যান্ড:- পোল্যান্ডে যাত্রা শুরু হবে ওয়ারশ থেকে ক্রাকো পর্যন্ত।
• আকর্ষণ: ঐতিহাসিক দুর্গ, পুরনো শহরের চিত্র, এবং অসাধারণ ভৌগলিক বৈচিত্র্য।

৬. বেলারুশ:- পোল্যান্ড থেকে বেলারুশে পা রাখলে যাত্রা চলবে মিনস্ক শহরের মধ্য দিয়ে।
• আকর্ষণ: বিশাল সবুজ প্রান্তর এবং প্রাচীন স্থাপত্য।

৭. রাশিয়া:- বেলারুশের পরে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার বিস্তৃত ভূমিতে প্রবেশ। এখানে যাত্রার বেশিরভাগ সময় কাটবে।
• ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে: রাশিয়ার মধ্য দিয়ে ৯,২৮৯ কিলোমিটার দীর্ঘ এই যাত্রা হবে অন্যতম প্রধান অংশ।
• আকর্ষণ: মস্কো, লেক বাইকাল, ইউরাল পর্বতমালা, এবং সাইবেরিয়ার বন।

৮. মঙ্গোলিয়া:- রাশিয়া থেকে মঙ্গোলিয়ার বিশাল তৃণভূমিতে যাত্রা শুরু।
• আকর্ষণ: বিশাল তৃণভূমি, জার্ম ঘরবাড়ি, এবং সুমেরু মরুভূমি।

৯. চীন:- মঙ্গোলিয়া থেকে চীনে প্রবেশ করলে যাত্রা চলে বেইজিং, সাংহাই, এবং গুয়াংজু শহরের মধ্য দিয়ে।
• আকর্ষণ: চীনের প্রাচীর, ইয়াংজে নদী, এবং আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপনার সংমিশ্রণ।

১০. লাওস:- চীনের দক্ষিণে লাওস, যেখানে যাত্রা ধীর ও শান্তিময় হয়ে ওঠে।
• আকর্ষণ: গ্রাম্য পরিবেশ, মেকং নদী, এবং লুয়াং প্রাবাং শহরের বৌদ্ধ মন্দির।

১১. থাইল্যান্ড:- লাওস থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে মালয়েশিয়ার দিকে যাত্রা।
• আকর্ষণ: চাও ফ্রায়া নদীর তীর, সোনালী মন্দির, এবং থাই সংস্কৃতি।

১২. মালয়েশিয়া:- অবশেষে এই দীর্ঘ যাত্রার সমাপ্তি হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
• আকর্ষণ: পেট্রোনাস টাওয়ার, আধুনিক স্থাপত্য, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন।

এই যাত্রার বিশেষত্বঃ-

ভ্রমণের অভিজ্ঞতা:- বিশ্বের দুটি মহাদেশ এবং ১৩টি দেশ একক ভ্রমণে দেখা। স্থানীয় সংস্কৃতি, ভাষা, খাবার, এবং পরিবেশের অনন্য অভিজ্ঞতা।

প্রাকৃতিক দৃশ্য উপভোগ:- রোলিং হিল, হিমবাহ, মরুভূমি, তৃণভূমি, এবং নদী পেরিয়ে যাত্রা।বিভিন্ন ঋতুর বৈচিত্র্যময় রূপ উপভোগ।

ঐতিহাসিক স্থান পরিদর্শন:- প্যারিসের লুভর থেকে চীনের প্রাচীর পর্যন্ত অসংখ্য ঐতিহাসিক নিদর্শন।

যাত্রার চ্যালেঞ্জ এবং প্রস্তুতিঃ-
ইমিগ্রেশন প্রক্রিয়া:- বিভিন্ন দেশের সীমানায় কাস্টমস এবং ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য সময় লাগতে পারে।ভিসা:- প্রতিটি দেশের জন্য পূর্ব-নির্ধারিত ভিসা প্রয়োজন।ট্রেন পরিবর্তন:- যাত্রার মধ্যে বেশ কয়েকবার ট্রেন পরিবর্তন করতে হবে।
খরচ:- ২১ দিনের এই দীর্ঘ যাত্রার জন্য প্রায় $১০,০০০ থেকে $১৫,০০০ খরচ হতে পারে।

এই ২১ দিনের ট্রেন জার্নি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি একটি জীবনের অভিজ্ঞতা। এই যাত্রা আপনাকে বিশ্বের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ইতিহাস, এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত করাবে। একক ভ্রমণে এত দেশ অতিক্রম করার সুযোগ বিরল। তাই, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে এই যাত্রাটি অবশ্যই আপনার করা উচিত।

“একটি ট্রেন জার্নি আপনাকে শুধু গন্তব্যে নিয়ে যায় না; এটি আপনাকে শেখায় পৃথিবী কতোটা বিশাল এবং বৈচিত্র্যময়।”

27/11/2024

তরবারি বিক্রি করে আমারা জায়নামাজ কিনে নিয়েছি👈 ভাইয়েরা শহীদ হচ্ছে বোনদের ইজ্জত লুঠ হচ্ছে আর আমরা বসে বসে দোয়া করেই চলছি
-আল্লামা ইকবাল রহি.

22/11/2024
হে প্রশান্ত আত্মা
18/11/2024

হে প্রশান্ত আত্মা

13/09/2024

আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এ জন্য যে, তারা আমারই ইবাদাত করবে।

সূরা যারিয়াত ৫৬।

সামান্য ঝগড়ায় স্বামী রেগে বললো " কি পারো তুমি?কোন কাজটা হয় তোমার দ্বারা? "স্ত্রী চুপচাপ,মুখে একটা কথা নেই,শান্ত দৃষ্টি।স...
12/09/2024

সামান্য ঝগড়ায় স্বামী রেগে বললো " কি পারো তুমি?কোন কাজটা হয় তোমার দ্বারা? "

স্ত্রী চুপচাপ,মুখে একটা কথা নেই,শান্ত দৃষ্টি।স্বামী আরো কিছুক্ষণ কথা শোনালো।

স্ত্রীর মুখ এখনো বিষণ্ণ।
স্বামীর বিকৃত চিৎকার " কিছু বললে চুপ করে থাকো কেন? কথার জবাব দাও? "

স্ত্রী মুচকি হেসে বললো " এখন রেগে আছো।কথা বললে ঝগড়া আরো বাড়বে।একটু পর রাগ কমলে নিজেই এসে ভাব জমাবে "

স্ত্রীর কথায় স্বামীর মুখ প্যাচার মতো বিকৃত হয়ে গেলো।খানিক্ষন যেতেই স্বামীর রাগ গলে জল হয়ে গেলো।স্ত্রীর আঁচলে নখ প্যাঁচাতে প্যাঁচাতে বললো

" তুমি আমার সাথে তর্ক কেন করো না? "

" মাকে দেখেছি,বাবা রেগে গেলে মা চুপ থাকতো "

" তাই বলে এতোটা চুপ থাকবে? একটু তর্ক তো করতেই পারো! "

" হৃদয়জয়ী আমি,তর্কজয়ী হয়ে কি করবো?তাছাড়া একটু আধটু শাসনে থাকতে ভালোই লাগে।তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য,ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই।নিজেকে সুরক্ষিত মনে হয়। "

গল্প --হৃদয়জয়ী

স্বামী রাগ করলে, বকাদিলে তর্ক করবেন না।
একটু ধৈর্য্য ধরুন, চুপচাপ থাকুন। জয় আপনারই হবে ইনশাআল্লাহ।

~C

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি।উনি SSC-তে বোর্ডে প্রথম।HSC-তে বোর্ডে প্রথম।অনার্স, মাস্টার্সেও প্রথম শ্রেণীতে প্রথম।Univ...
28/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি।
উনি SSC-তে বোর্ডে প্রথম।
HSC-তে বোর্ডে প্রথম।
অনার্স, মাস্টার্সেও প্রথম শ্রেণীতে প্রথম।
University of Wales পিএইচডি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষা-গবেষণা বান্ধব ভিসি করা দরকার।
বিঃদ্রঃ: উনার গবেষণার লিস্ট এত লাম্বা যে সব যোগ করলে CV হয় ৩৬ পৃষ্ঠা.।

অনেকে উনাকে জামাত-শিবির বলে হেয় করতেছে, জামাত-শিবির যদি ভালো করে তাহলো আমাদের জামাতিই দরকার।

25/08/2024

বন্যা কবলিত এলকা থেকে যে কোন ইনফরমেশন ফেসবুকে ছড়ানোর আগে কয়েকবার ভেবে নিন প্লিজ।
দয়া করে ভাইরাল হওয়া, ফ্রেম পাওয়া, আমি না গেলে মানুষ পরে কথা শুনাবে এই সব চিন্তা থেকে বের হয়ে আসুন।

আল্লাহ আপনি ক্ষমা করুন আপনি আমাদেরকে সাহায্য করুন
22/08/2024

আল্লাহ আপনি ক্ষমা করুন আপনি আমাদেরকে সাহায্য করুন

স্বাগত, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অভিভাবক জনাব ওয়াহিদ উদ্দীন মাহমুদ। আপনার হাতে জাদুর চেরাগ না থাকলেও আপনার সুযোগ্য নেতৃত...
17/08/2024

স্বাগত, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অভিভাবক জনাব ওয়াহিদ উদ্দীন মাহমুদ।
আপনার হাতে জাদুর চেরাগ না থাকলেও আপনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ে আসবে নতুন প্রাণের ছোঁয়া। অগ্রাধিকার ভিত্তিতে কিছু কর্মসূচি পালন করে সারাদেশের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীসহ আপামর জনসাধারণ আপনাকে করবে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ।
(১) নতুন কারিকুলাম বাতিলের প্রজ্ঞাপন
(২) দালাল সাজুর চাপিয়ে দেওয়া বেসরকারি শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪ পার্সেন্ট কর্তন বন্ধ করা।
(৩) সরকারি ও বেসরকারি শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।

দেশের একজন সেরা অর্থনীতিবিদ ও জ্ঞানের মশালধারী হিসেবে শিক্ষক সমাজ আপনার সুচিন্তিত পরিকল্পনার দিকে তাকিয়ে আছে,,।
মহান মালিক আল্লাহ আপনাকে কবুল করুন।

পিও দের ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 😆 কি বলেন কম না বেশি হয়েছে।
14/08/2024

পিও দের ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 😆 কি বলেন কম না বেশি হয়েছে।

শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে থানাকে নির্দেশকোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গু...
13/08/2024

শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে থানাকে নির্দেশ

কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা হত্যা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ হত্যা মামলার আবেদন করেন এস এম আমীর হামজা নামে এক ব্যবসায়ী।

দুপুরে সিএমএম কোর্ট বাদীর জবানবন্দি গ্রহণ করে। পরে এ আদেশ দেয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী মামুন মিয়া বিবিসি বাংলাকে বলেন, “মোহাম্মদপুর থানাকে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। তারা তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।”

এছাড়া থানা তদন্ত করে চার্জশিট জমা দেয়ার পর আদালত সে অনুযায়ী আদেশ দেবে বলে জানিয়েছেন মি. মিয়া।
বাদী মি. হামজা আদালতে বলেছেন, ১৯শে জুলাই মোহাম্মদপুর বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়।

রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন অর রশীদ এবং অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।

মামলার আবেদনে বলা হয়েছে, আবু সায়েদ হত্যার তদন্ত হলে অজ্ঞাতনামা আরও তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম উঠে আসবে।

নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন।

এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করেছেন বলে বাদী এজাহার আবেদনে উল্লেখ করেন।

পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো।

Address

Hawalli

Telephone

+96566377629

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের ভূবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নের ভূবন:

Videos

Share