স্বপ্নের ভূবন

স্বপ্নের ভূবন I'm shojol md nurul islam

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি।উনি SSC-তে বোর্ডে প্রথম।HSC-তে বোর্ডে প্রথম।অনার্স, মাস্টার্সেও প্রথম শ্রেণীতে প্রথম।Univ...
28/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি।
উনি SSC-তে বোর্ডে প্রথম।
HSC-তে বোর্ডে প্রথম।
অনার্স, মাস্টার্সেও প্রথম শ্রেণীতে প্রথম।
University of Wales পিএইচডি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন শিক্ষা-গবেষণা বান্ধব ভিসি করা দরকার।
বিঃদ্রঃ: উনার গবেষণার লিস্ট এত লাম্বা যে সব যোগ করলে CV হয় ৩৬ পৃষ্ঠা.।

অনেকে উনাকে জামাত-শিবির বলে হেয় করতেছে, জামাত-শিবির যদি ভালো করে তাহলো আমাদের জামাতিই দরকার।

25/08/2024

বন্যা কবলিত এলকা থেকে যে কোন ইনফরমেশন ফেসবুকে ছড়ানোর আগে কয়েকবার ভেবে নিন প্লিজ।
দয়া করে ভাইরাল হওয়া, ফ্রেম পাওয়া, আমি না গেলে মানুষ পরে কথা শুনাবে এই সব চিন্তা থেকে বের হয়ে আসুন।

আল্লাহ আপনি ক্ষমা করুন আপনি আমাদেরকে সাহায্য করুন
22/08/2024

আল্লাহ আপনি ক্ষমা করুন আপনি আমাদেরকে সাহায্য করুন

স্বাগত, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অভিভাবক জনাব ওয়াহিদ উদ্দীন মাহমুদ। আপনার হাতে জাদুর চেরাগ না থাকলেও আপনার সুযোগ্য নেতৃত...
17/08/2024

স্বাগত, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অভিভাবক জনাব ওয়াহিদ উদ্দীন মাহমুদ।
আপনার হাতে জাদুর চেরাগ না থাকলেও আপনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ে আসবে নতুন প্রাণের ছোঁয়া। অগ্রাধিকার ভিত্তিতে কিছু কর্মসূচি পালন করে সারাদেশের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীসহ আপামর জনসাধারণ আপনাকে করবে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ।
(১) নতুন কারিকুলাম বাতিলের প্রজ্ঞাপন
(২) দালাল সাজুর চাপিয়ে দেওয়া বেসরকারি শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪ পার্সেন্ট কর্তন বন্ধ করা।
(৩) সরকারি ও বেসরকারি শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।

দেশের একজন সেরা অর্থনীতিবিদ ও জ্ঞানের মশালধারী হিসেবে শিক্ষক সমাজ আপনার সুচিন্তিত পরিকল্পনার দিকে তাকিয়ে আছে,,।
মহান মালিক আল্লাহ আপনাকে কবুল করুন।

পিও দের ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 😆 কি বলেন কম না বেশি হয়েছে।
14/08/2024

পিও দের ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 😆 কি বলেন কম না বেশি হয়েছে।

শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে থানাকে নির্দেশকোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গু...
13/08/2024

শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে থানাকে নির্দেশ

কোটা সংস্কার আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা হত্যা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ হত্যা মামলার আবেদন করেন এস এম আমীর হামজা নামে এক ব্যবসায়ী।

দুপুরে সিএমএম কোর্ট বাদীর জবানবন্দি গ্রহণ করে। পরে এ আদেশ দেয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী মামুন মিয়া বিবিসি বাংলাকে বলেন, “মোহাম্মদপুর থানাকে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। তারা তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।”

এছাড়া থানা তদন্ত করে চার্জশিট জমা দেয়ার পর আদালত সে অনুযায়ী আদেশ দেবে বলে জানিয়েছেন মি. মিয়া।
বাদী মি. হামজা আদালতে বলেছেন, ১৯শে জুলাই মোহাম্মদপুর বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়।

রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন অর রশীদ এবং অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।

মামলার আবেদনে বলা হয়েছে, আবু সায়েদ হত্যার তদন্ত হলে অজ্ঞাতনামা আরও তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম উঠে আসবে।

নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন।

এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করেছেন বলে বাদী এজাহার আবেদনে উল্লেখ করেন।

পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো।

অন্তর্বতীকালীন সরকারের নাম প্রস্তাব করার সময় ডঃ মুহম্মদ ইউনুস স্যারের বিকল্পে বিএনপি যাননি।এখানেই হাজার প্রশ্নের সমাধান ...
13/08/2024

অন্তর্বতীকালীন সরকারের নাম প্রস্তাব করার সময় ডঃ মুহম্মদ ইউনুস স্যারের বিকল্পে বিএনপি যাননি।এখানেই হাজার প্রশ্নের সমাধান আছে।আমাদের মতো তাঁরাও তার প্রতি ট্রাস্টেড।

এখন পর্যন্ত বিএনপি সঠিক ট্রাকেই আছে।নির্বাচন নিয়ে এত উত্তেজিত হবার সময় আসেনি এখনও।তারা জানে দেশ সংস্কার ছাড়া ক্ষমতা নিয়ে কোন লাভ নেই।
আজ হোক কাল হোক বা পড়শু গনতান্ত্রিক উপায়ে,একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে,বর্তমান অবস্হার বিলুপ্ত হবে আশা রাখি।
দেশের বৃহত্তর দল হিসেবে বিএনপি সরকার গঠন করবে যদি অগনতান্ত্রিক কিছু না ঘটে।

বড় একটা প্রশ্ন থেকে যাবে বিএনপির সাথে টেক্কা দেয়ার মতো কোন বিরোধী দলকে আমরা পাচ্ছি কিনা?এটার জন্য আমাদের করনীয় কি হতে পারে?এটা না করতে পারলে বাতাস সেই পুরনো দিকেই ঘুরবে টুডে অর টুমরৌ!

ফেসবুকে এই চাই সেই চাই এত উত্তেজিত না হয়ে দেশ সংস্কারে মনোযোগী হোন।অতি কথন অতি আবেগ পরিহার করুন।

সেই আগের বাংলাদেশ এখন আর নাই।সময় হলেই সব আস্তেধীরে বুজতে পারবেন।মনে রাখবেন সাধারন মানুষের মতো দেশপ্রেম কোন নেতা,কোন দল,কিংবা ছাত্র সমন্বয়কদের নাই।
ক্ষমতা বড়ই পিচ্ছিল এবং মধুময় শব্দ!!

11/08/2024
০১. যখন কোনো ছেলে পাশে বসে।০২. যখন কোন মেয়ে  পাশে বসে। 😂😂😂
08/08/2024

০১. যখন কোনো ছেলে পাশে বসে।
০২. যখন কোন মেয়ে পাশে বসে। 😂😂😂

08/08/2024

ড. মুহাম্মদ ইউনূসের সাথে প্রধান উপদেষ্টা শব্দটা যায় না৷ তাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ দেওয়া হোক। তাঁর মন্ত্রীসভা নতুন একটি সংবিধান প্রণয়ন করে গণভোটে পাশ করাবে। এরপর নির্বাচন আয়োজন করবে

05/08/2024

Alhumdullah আল হামদুলিল্লাহ্।আল্লাহ আপনি আমার জন্মভূমিতে শান্তি দান করুন সকল প্রশংসা আল্লাহর।

04/08/2024

কখনোই বলবেন না আপনাদের দোয়ায় ভালো আছি। সবসময়ই বলবেন আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ।

03/08/2024

পৃথিবীর খুব কম ইতিহাসেই এত ছাত্র একসাথে প্রান দিয়েছে😢
আমরা তোমাদের ভুলবোনা😢💔
ঐতিহাসিক চৌত্রিশে জুলাই

02/08/2024

এই প্রজন্মের ছেলে মেয়েগুলো দেশকে এতো ভালোবাসবে, এটা কেউ ভাবতেও পারে নাই!

সার্ক দেশের মধ্যে বাংলাদেশের শিক্ষকরা বেতনে তলানিতে, শিক্ষায় বরাদ্দে তলানিতে, শিক্ষার মানে তলানিতে। যেই দেশ তার মানুষের ...
02/08/2024

সার্ক দেশের মধ্যে বাংলাদেশের শিক্ষকরা বেতনে তলানিতে, শিক্ষায় বরাদ্দে তলানিতে, শিক্ষার মানে তলানিতে। যেই দেশ তার মানুষের শিক্ষার মর্ম বুঝে না সেই দেশ কি করে উন্নয়নের কথা বলে? অশিক্ষিত বর্বর মানুষ যেমন উন্নয়ন মানে দালান কোটা আমাদের সরকার ঠিক তাই বুঝে।

কোটা আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সহিংসতায় রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি’র ক্ষয়ক্ষতির চিত্র আন্তর্জাতিক গ...
24/07/2024

কোটা আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সহিংসতায়

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি’র ক্ষয়ক্ষতির চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তুলে ধরেছে সরকার।

বুধবার বিকেলে রামপুরার অবস্থিত বিটিভি ভবনে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিটিভি ভবনে হামলা ও আগুনের ঘটনায় টেলিভিশন মিউজিয়াম, বিপুল পরিমাণ কম্পিউটার, সম্প্রচার বাহনসহ ১৭টি গাড়ি, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর ও মূল্যবান সম্পদ লুটপাট করা হয়েছে।

মি. আরাফাত বলেন, “এখন বিটিভি ভবন দেখে মনে হয় এটি একটি যুদ্ধক্ষেত্র। যারা গুরুত্বপূর্ণ এই ভবনে হামলা চালিয়েছে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এটি করেছে।”

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে ঘটে যাওয়া প্রাণহানি নিয়েও প্রশ্ন করা হয়েছিল তথ্য প্রতিমন্ত্রীর কাছে।
“এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত নয়। তবে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সরকার প্রতিটি ঘটনার বিচার করবে,” জানান মি. আরাফাত।

23/07/2024

চট্টগ্রাম এবং বরিশালে স্বল্প পরিসরে যাত্রীবাহী বাস চলাচল শুরু

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সহিংসতার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর কারফিউ শিথিল থাকা সময়ে আজ মঙ্গলবার থেকে স্বল্প পরিসরে যাত্রীবাহী বাস চালানো শুরু করেছেন চট্টগ্রাম ও বরিশালের বাস মালিকরা।
এর পাশাপাশি প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় কক্সবাজার ও কুয়াকাটা থেকে পর্যটকদের বাসে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

মূলত ১৬ই জুলাই থেকেই ঢাকার সাথে অন্যান্য জেলার বাস ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার রাত থেকে জারি হওয়া কারফিউর কারণে সেটি আর শুরু করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রশাসনের সহায়তায় আজ থেকে কারফিউ শিথিল থাকার সময়ে বাস চলাচল শুরু করেছেন তারা।

“কয়েকদিন পুরো বন্ধ ছিলো। আজ অল্প কিছু যাত্রী এসেছেন কারফিউ শিথিল থাকার কারণে। তারা মনে করছেন, যে পাঁচ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে ঢাকায়, তার মধ্যেই তারা ঢাকায় পৌঁছে যেতে পারবেন,” বলছিলেন মি. চৌধুরী।

চট্টগ্রামে আজ বেলা ১২টার পর কারফিউ শিথিল হয়েছে, আর ঢাকায় কারফিউ বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে। এরপর অল্প সংখ্যক যাত্রী নিয়ে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন মি. চৌধুরী।

অন্যদিকে, বরিশালের বাস সমিতির সভাপতি অসীম দেওয়ান জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় জেলাটি থেকেও ঢাকার উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়েছে।

“এর বাইরে আঞ্চলিক রুটেও বাস চলাচল শুরু হয়েছে। আশা করি কারফিউ আরেকটু শিথিল হলে বাস চলাচল আরও বাড়বে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

কারফিউর মেয়াদ বাড়লো, অফিসের জন্য নতুন সময়সূচীকারফিউ’র মেয়াদ বাড়লো আরো দু’দিন। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবারও কারফ...
23/07/2024

কারফিউর মেয়াদ বাড়লো, অফিসের জন্য নতুন সময়সূচী

কারফিউ’র মেয়াদ বাড়লো আরো দু’দিন। আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবারও কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এই দুদিন অফিস খোলা থাকবে, তবে নতুন সময়সূচী নির্ধারণ করে দিয়েছে সরকার।

প্রায় পুরো সপ্তাহজুড়েই কারফিউর অধীনে থাকছে বাংলাদেশ। গত শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ জারি রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু জানান, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় কারফিউ’র সময়সীমার ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে।

রাজধানীসহ এই চার জেলায়, আগামী দুইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন তিনি।

বাকি জেলাগুলোর ক্ষেত্রে কারফিউ শিথিলের সময়সীমার ব্যাপারে সেখানকার জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।
গত তিনদিন কারফিউর কারণে বাংলাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বুধবার ও বৃহস্পতিবার অফিস খোলা থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে। তবে ফায়ার সার্ভিস, হাসপাতালের মতো জরুরি সেবা এই অফিস সময়সূচীর বাইরে থাকবে। আগামী বুধ ও বৃহস্পতিবারের জন্য এই সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিবিসি বাংলাকে বলেছেন, বুধ ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম চলবে।

লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে বাংলাদেশিদের বিক্ষোভবাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্বের নানা দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্...
23/07/2024

লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে বাংলাদেশিদের বিক্ষোভ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্বের নানা দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। বিভিন্ন দেশের বড় বড় শহরে প্রতিবাদ-বিক্ষোভ করছেন বাংলাদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলির প্রতিবাদ জানিয়ে।

গতকাল লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বড় বিক্ষোভ হয়েছে, যেখানে যোগ দেন কয়েক হাজার বাংলাদেশি। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পার্লামেন্ট ভবন পর্যন্ত যান।

বাংলাদেশে সাধারণ ছুটি আরো একদিন বাড়লোকোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত দুইদিন ধরে বাংলাদেশে যে...
22/07/2024

বাংলাদেশে সাধারণ ছুটি আরো একদিন বাড়লো

কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত দুইদিন ধরে বাংলাদেশে যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি আরো একদিন বাড়ানো হয়েছে। ফলে নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে কারফিউ জারির পর এক ঘোষণায় রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সহিংসতা ও কারফিউর কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

কারফিউ চলবে, বাড়তে পারে সাধারণ ছুটিঢাকাসহ সারাদেশে সোমবারও কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ...
22/07/2024

কারফিউ চলবে, বাড়তে পারে সাধারণ ছুটি

ঢাকাসহ সারাদেশে সোমবারও কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন সারাদেশে কারফিউ অব্যাহত থাকলে সাধারণ ছুটি বাড়ানো হবে।

রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, ‘সোমবার বেলা দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাঁচটার পর আবারও কারফিউ শুরু হবে’।

তবে মঙ্গলবার থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের কারফিউ কতদিন চলবে, কতক্ষণ শিথিল থাকবে তার সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি জেলাগুলোয় এ সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

তিনি জানান, প্রতিদিন সকালে আটটার পর থেকে জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন তারা সবাই সমন্বয়ের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে এনেছে। দুই চারদিনের মধ্যে দেশে নিরাপত্তা পরিস্থিতি আগের পর্যায়ে ফিরবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

28/08/2023

বদলে যায়নি...

আগের মতোই আছি, পাথক্য আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি... N.u.R.

Masallah মাশআল্লাহ্ Foysal Ahmed Md & Abdullah Nur Yousufi.সব সময় সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য কথা ভালো কাজের পথ দেখায় ...
28/08/2023

Masallah মাশআল্লাহ্ Foysal Ahmed Md & Abdullah Nur Yousufi.

সব সময় সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য কথা ভালো কাজের পথ দেখায় আর ভালো কাজ জান্নাতের পথ দেখায় ।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)

যখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে পারছে আশা করি সাময়িক সমস্যা ও দূর হয়ে যাবে আশা করি, যখন লোডশেডিং কম থাকে তখন তো কেউ কৃতজ্ঞতা...
04/06/2023

যখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে পারছে আশা করি সাময়িক সমস্যা ও দূর হয়ে যাবে আশা করি, যখন লোডশেডিং কম থাকে তখন তো কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না!

বিদ্যুত সমস্যা সাময়িক কিন্তু সারা বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটা স্হায়ী। সেই কথা প্রতিপক্ষরা একবারের জন্যও না বলে শুধু বিরোধীতা করেই যাচ্ছেন।

মা হারা বাবা হারা ভাই হারা পরিবার হারা একজন মহিলা এই দেশের জন্য জীবন বাজী রেখে যে উন্নয়ন করে গেছেন সেটা এই জাতির জন্য বিরাট সৌভাগ্য।

কিছু লোক কে বেঈমান জেনেও যত উন্নয়ন করেছেন সেটাই বা কয়জনের পক্ষে সম্ভব। বেঈমান এই জন্যই বললাম যে দেশে স্বাধীনতা যুদ্ধের মহানায়ককে হত্যা করা হয় তাতে আমাদেরকে বেঈমান কিংবা মিরজাফর ছাড়া আর কি বা বলার আছে। বিরোধীতার খাতিরে বিরোধীতা করা এটা রাজনীতিতে এক ধরনের স্ট্যান্ডবাজি আমাদের।

সাদা এবং কালো বিবেক দিয়ে নিরুপন করুন। নিজ দলের প্রতি অন্ধভক্ত হলে কোনো উন্নয়নই আমাদের চোখে পড়বেনা।
বৈশ্বিক সংকটের কারনে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট কেটে যাবে

In shaa ALLAH ইন শাহ-আল্লাহ

Alhumdullah আল হামদুলিল্লাহ্।
03/06/2023

Alhumdullah আল হামদুলিল্লাহ্।

২০২৩ ইং সালের সকল দাখিল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ভালবাসা ও ফুলের শুভেচ্ছা রইল।
29/04/2023

২০২৩ ইং সালের সকল দাখিল এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ভালবাসা ও ফুলের শুভেচ্ছা রইল।

22/03/2023

Alhumdullah আল হামদুলিল্লাহ্
১ম তারাবীহ নামাজ আদায় করলাম

 #ফুটতে_যে_ফুল_ঝরে_গেলো_ ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।মামুন উদ্দিন (২৫) আর আমাদের মাঝে নেই। পিতা- মমিন মিয়া...
14/03/2023

#ফুটতে_যে_ফুল_ঝরে_গেলো_
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
মামুন উদ্দিন (২৫) আর আমাদের মাঝে নেই। পিতা- মমিন মিয়া, ৭ নং ওয়ার্ড, ধর্মপুর ইউনিয়ন।
#জানাজার_নামাজ_আগামীকাল_১৫_মার্চ_সকাল_৯_টা।
মরহুমের নিজ বাড়ির সংলগ্ন মহি উদ্দিন মিয়ার মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

বি.দ্র- প্রায় দুই বছর আগে ওমান থাকা অবস্থায় প্রথম কাশি তারপর জ্বর হয়। সেখানে কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে আসে। নোয়াখালীতে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর ঢাকা বক্ষব্যাধি হাসপাতাল ২৬ দিন এবং ঢাকা মেডিকেলে মাসখানেক চিকিৎসা নেয়, চিকিৎসকরা ফুসফুস ইনফেকশন বলেছে । গত ১৯ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যায়। গত ২৭ তারিখ দেশে নিয়ে আসে, চিকিৎসা চলাকালীন আবস্থায় আজ ১৪ মার্চ নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

হালা ফেব্রুয়ারি - ২০২৩ 💚কুয়েত জুড়ে সাজ সাজ রবকুয়েত ❤🤍🖤
24/02/2023

হালা ফেব্রুয়ারি - ২০২৩ 💚কুয়েত জুড়ে সাজ সাজ রব

কুয়েত ❤🤍🖤

Address

Hawalli

Telephone

+96566377629

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের ভূবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নের ভূবন:

Videos

Share


Other Media/News Companies in Hawalli

Show All