Fuji Dreams: A Vlog Adventure on Japan's Iconic Peak - Mountain Fuji Travel Vlog
ঠিক যেইদিন থেকে জাপান যাওয়ার সিদ্ধান্ত নেই, সেই দিন থেকেই মনে মনে ছক আঁকতে থাকি জাপানের একটি জায়গা ভ্রমণ করতেই হবে। আর সেই জায়গাটি হচ্ছে মাউনটেন ফুজি। বরাবরই পাহাড় আমার কাছে বেশি আকর্ষণীয়। পাহাড় কেমন জানি আমাকে কাছে টান। সারা পৃথিবীর মধ্যেই এই পাহাড় খুবই বিখ্যাত। তার পিছনে কিছু কারণও আছে। পাহাড়টি সৃষ্টি হয়েছে আগ্নেয়া উৎপাতের মাধ্যমে। এবং পাহাড়টির ভিতরে আগ্নেয়গিরি এখনো জীবন্ত।
ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৩,৭৭৬.২৪ মিঃ। এবং ১৭০৭-০৮ সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত এবং পরিষ্কার দিনে টোকিও থেকে এটিকে দেখা যায়।মাউন্ট ফুজির জ্বালামুখটি আশ্চর্যরকমভাবে প্রতিসম যা বছরের বেশ কয়েক মাস বরফাচ্ছাদিত থাকে। এটি জাপানের এক
জাপানের রাজধানী টোকিও থেকে মাউন্টেন ফুজি যাওয়ার স্টেপ বাই স্টেপ গাইড
যারা জাপান ভ্রমণের কথা চিন্তা করেছেন, আর সেই ভ্রমণের তালিকায় মাউন্টেন ফুজির নাম নেই এমনটা তো আসলে হওয়া অসম্ভব বলা চলে। ঠিক তেমনি আমার ভ্রমণের তালিকাতেও সবার উপরেই নাম রয়েছে মাউন্টেন ফুজির। এই পাহাড়টা সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির মাধ্যমে। এবং এখনো এই আগ্নেয়গিরিটি জীবন্ত। তো আজ সকালে ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিয়েছি পাহাড়টি দেখার উদ্দেশ্যে।
#mountainfuji #fuji #japan #tokyo #travel
Exploring Tokyo At Night: Skytree Lights, Senso-ji Temple, and Street Food
অনেকদিন পরে মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছি। এ হারানো যেন এক অন্যরকম। জাপানের রাজধানী টোকিও শহরের অলিতে গলিতে হাজারো মানুষের আনাগোনা। সেই যে দেশ থেকে এসেছি তারপরে দীর্ঘ আট নয় মাস এরকম মানুষের আনাগোনা দেখিনি কোথাও। টোকিও খুবই ঘনবসতিপূর্ণ একটি শহর। সেই সাথে প্রচুর পরিমাণ ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা আছে এই শহরে। আমিও তাদেরই একজন। লম্বা একটি জার্নি শেষে হোটেল রুমে এসে শুধুমাত্র ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি রাতের টোকিও শহরটাকে দুচোখ ভরে দেখার জন্য। হেঁটে বেরিয়েছি স্ট্রিট ফুডের রাস্তা দিয়ে, সুশাল উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই টোকিও স্কাই টাওয়ারের নিচে এবং টোকিও সবচেয়ে পুরনো মন্দিরটাও ঘুরে দেখেছি। আপনিও হারিয়ে যেতে পারেন এই আলো ঝলমলে শহরে।
জাপান এযা়রপোর্ট থেকে যে দুটি কাজ না করে কখনোই বের হবেন না
আমার প্রথম ইন্টারন্যাশনাল ভ্রমণ ছিল জাপান। তাও আবার একদমই একা। এই ভ্রমণ থেকে অনেক কিছু শিখেছি,জেনেছি। আর চেষ্টা করছি আপনাদেরকে ও জানানোর। জাপান খুবই আধুনিক একটি দেশ। এবং এই দেশের অথবা যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রেই সর্বপ্রথম আপনাকে এয়ারপোর্টে যে কাজগুলো করতে হয় সেগুলো জানতে হবে, কারণ এয়ারপোর্ট থেকে আপনি যদি বের হতে না পারেন। তাহলে নিশ্চয়ই আপনি সেই দেশ ঘুরে দেখতে পারবেন না। যাইহোক জাপান এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে যে দুটি কাজ অবশ্যই করতে হবে, তা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে পারেন।
দক্ষিণ কোরিয়া থেকে সূর্যোদয়ের দেশ জাপানের উদ্দেশ্যে রওনা হলাম Travelling to Japan The Land of the Rising Sun
পৃথিবীর উন্নত দেশগুলোর কথা চিন্তা করলে মাথায় যে দেশটির নাম অবশ্যই আসবে তা হচ্ছে জাপান। তথ্যপ্রযুক্তি, শিক্ষা যাই বলেন না কেন এমন কোন বিষয় নেই যে বিষয় যে তারা পিছিয়ে আছে। আর সেই দেশটা ঘুরে দেখতে কার না মন চায়। আমার ভ্রমণের তালিকায় জাপানের নামটি অনেক আগে থেকেই ছিল। দক্ষিণ কোরিয়াতে থাকার সুবাদে, খুব সহজেই জাপানের ভিসা পেয়ে যাই এবং রওনা হয়ে পড়ি স্বপ্নের দেশটাকে ঘুরে দেখতে। আর আমার ঘুরে বেড়ানোর এক্সপেরিয়েন্স গুলো আপনার সাথে শেয়ার করতে আমার সব সময় ভালো লাগে। চলুন শুরু করে দেই জাপান ভ্রমণ।
The first snowfall of the year In South Korea. And don't miss it.
দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ এবং পৃথিবীর ষষ্ঠতম উচু বিল্ডিং Lotte World Tower টপ ফ্লোর থেকে পুরো রাজধানী সিউল
দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ এবং পৃথিবীর ষষ্ঠতম উচু বিল্ডিং Lotte World Tower এর একদম টপ ফ্লোর থেকে পুরো রাজধানী সিউল দেখা যাচ্ছে।
এই বিল্ডিং ১২৩ তলা এবং উচ্চতা ৫৫৫মিটার। এটা ছিল আমার প্রথম বারের মত এত উঁচু কোন বিল্ডিং এ ওঠা। তাও আবার পৃথিবীর ষষ্ঠতম। এত উঁচু থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল শহরটাকে দেখতে আসলেই অন্যরকম লাগছিল। সেই সাথে হেটেছি গ্লাসেরউপর থেকে, যেখান থেকে উঁচু বিল্ডিং গুলোকেও দেখতে মাছির মত লাগছিল। বিষয়টি আসলে অনেক উত্তেজনাপূর্ণ ছিল। আপনিও চাইলে উপভোগ করে নিতে পারেন ভিডিওটি দেখার মাধ্যমে। সেই সাথে যদি ভালো লাগে, শেয়ার করতে পারেন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে।
It is the sixth-tallest building in the world, the tallest in OECD countries, and also the first in South Korea to be over 100 stories tall.
Countdown in Seoul A Spectacular New Year's Eve Travel Vlog
বছরের শেষ দিন, সেই সাথে নতুন বছরের আগমন। সময়টা আসলে অন্যরকম। একই সাথে দুঃখের এবং সুখের। জীবন থেকে একটি বছর চলে গেল, আবার জীবনে আরও একটি বছরের আগমন হলো। যাই হোক এই সময়টাকে উপভোগ করার জন্য আমি এবং ছোট ভাই ফাহিম মিলে রওনা হয়েছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলের উদ্দেশ্যে। সেখানে আমরা ঘুরে বেড়িয়েছি দক্ষিণ কোরিয়ার একমাত্র নদী হান গাঙ এর পারে, শিউলির হেপেনিং প্লেস ইথওয়ানে, সেই সাথে উপভোগ করেছি উজবেক খাবার। এবং সর্বশেষে পৃথিবীর ষষ্ঠ উচ্চতম বিল্ডিং এ ফায়ার ওয়ার্কস শো। সবকিছু মিলিয়ে আমাদের ভ্রমণটা ছিল অসাধারণ। সেই অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালই লাগবে।
Thrilling fireworks show at Seoul Hangagang South Korea
#fireworks #fireworksshow #fireworksnight #fireworks2023 #southkorea #southkoreatravel #SouthKorea2023 #travel #nightlife
কোরিয়ার একমাত্র নদী হান-গাঙ্গের পারে গতকাল রাতে হয়ে গেল সবচেয়ে বড় ফায়ার ফেস্টিভাল
দক্ষিণ কোরিয়ার একমাত্র নদী হান-গাঙ্গের পারে, গতকাল রাতে হয়ে গেল এ বছরের সবচেয়ে বড় ফায়ার ফেস্টিভাল। আমিও সেখানে গিয়েছিলাম এই দারুন দৃশ্য উপভোগ করতে। হাজার হাজার বললে ভুল হবে, লাখো মানুষের সমাগম হয়েছিল এইখানে। আমি যেহেতু উপভোগ করেছি, তাই আপনাদের সাথে শেয়ার না করলে তো চলেই না। অনেকদিন ধরেই আপনাদের সাথে কোন কিছু শেয়ার করা হচ্ছে না, যার কারণে খুবই দুঃখিত। অনেকেই আমাকে মেসেজ এবং কমেন্টে জিজ্ঞেস করেন যে ভাইয়া কেন ভিডিও আসছে না? একটু ব্যস্ত আছি, যার কারণে ভিডিও আসছে না। তবে খুব শীঘ্রই ভিডিও আসা শুরু করবে Inn-Sah-Allah
সাধারণ সন্ধ্যার কিছু অসাধারণ মুহূর্ত
বিকেলে হঠাৎ করেই মাথাটা ঝিমঝিম করছিল। তো কিছু সময় পরে বুঝতে পারলাম রুম থেকে বের হওয়া খুব প্রয়োজন। বাসে করে চলে আসি, বাসার কাছাকাছি খুব একটা পপুলার প্লেস সেটা হচ্ছে আনসানের ওইদু আইসল্যান্ড।
গত দেড় বছরে এত সস্তায় কেনাকাটা করিনি, মাত্র ৫ টাকায় চুল কাটালাম
আজকে সাপ্তাহিক ছুটি রবিবার, দেশ থেকে আসার পরে এখনো সেলুনে যাওয়া হয় নি। তাই বের হয়ে প্রথম সেলুনে যাব তারপরে সাপ্তাহিক কেনাকাটা করব।
শত শত গাছের মাঝে হারিয়ে গেলাম 🌲🌴 🌺
রবিবার সারাদিন ঘুমিয়ে, দুপুরে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে খাওয়া-দাওয়া শেষ করে আমি আর ফাহিম চিন্তা করলাম আশেপাশের কোথাও থেকে ঘুরে ঘুরে আসি। ঠিক বের হওয়ার আগেই একটু গুগল করে নিলাম, কোথায় যাওয়া যায়। তো দেখতে পেলাম খুব কাছেই আনসান বোটানিক্যাল গার্ডেন। তাই আর দেরি না করে বেরিয়ে পড়ি।
প্রবাস জীবনের ঈদগুলো যেভাবে কাটে...........
Mission: Impossible 7
#reels #shorts #short #trending
আজকে ৮০ হাজারের কেনাকাটা করলাম 🛒🛒🛒
আজকে ৮০ হাজারের কেনাকাটা করলাম 🛒🛒🛒
Best part of everyone life ♥️♥️♥️♥️
অল্পের জন্য সাগড়ে পড়লাম না, দক্ষিণ কোরিয়ার অন্যতম সুন্দর দ্বীপ ওয়েডো বোটানিয়া ভ্রমণে গিয়ে
ওয়েডো বোটানিয়া ক্রুজে চড়ে প্রকৃতির বিস্ময়ের মধ্য দিয়ে একটি জাদুকরী যাত্রা শুরু করলাম, এটি একটি মুগ্ধকর অভিজ্ঞতা যা উদ্ভিদ ও প্রাণীজগতের শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের সাথে বিলাসিতাকে একত্রিত করেছে। আমি যখন অত্যাধুনিক জাহাজে উঠলাম, তখন আমাকে একটি উষ্ণ এবং মনোযোগী ক্রু দ্বারা অভ্যর্থনা জানানো হয়।
যখন ক্রুজ যাত্রা শুরু হল, সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে সাথে এগিয়ে চলছিল। ঠিক তেমনি করে আমার মনের ভেতরে একটা অন্যরকম অনুভূতি সঞ্চারিত হতে লাগলো। আমি নিজেকে কেমন জানি হারিয়ে ফেলি সেই উত্তাল ঢেউ এর সাথে সাথে। এতটাই আনন্দিত হতে থাকি যে নিজেকে কিছু সময়ের জন্য পৃথিবীর সকল চিন্তা ভাবনা দুঃখ কষ্ট কিছুই আর আমাকে তখন স্পর্শ করতে পারছিল না। ভিডিওটিতে আমার আনন্দ উচ্ছ্বাস দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। এতটাই উত্তাল ছিল জাহাজের উপরে বসে থাকা অনেকটাই কষ্টসাধ্য।
ডলফিন মাছের পারফরম্যান্স দেখে আমি বিমোহিত I Was Fascinated by the Performance of the Dolphins
ডলফিন শো দেখা" এমন একটি অভিজ্ঞতা যা আনন্দদায়ক এবং শিক্ষামূলক উভয়ই৷ এই শোগুলিতে সাধারণত উচ্চ প্রশিক্ষিত ডলফিনরা বিভিন্ন কৌশল এবং স্টান্ট প্রদর্শন করে, যেমন হুপস দিয়ে লাফ দেওয়া, বাতাসে ঘোরানো এবং এমনকি তাদের পাখনা দিয়ে ছবি আঁকা।
Watching a Dolphin Show" is an experience that can be both exhilarating and educational. These shows typically feature highly trained dolphins performing a range of tricks and stunts, such as jumping through hoops, spinning in the air, and even painting pictures with their fins. The shows are designed to showcase the intelligence and athleticism of these fascinating creatures, and often include informative commentary about their behavior, habitat, and conservation status. While dolphin shows can be entertaining, it is important to ensure that they are conducted in a responsible and ethical manner, with the welfare of the animals being the top priority.
আমার জীবনের দ্রুততম ট্রেন যাত্রা! The Fastest Train Ride of My Life! Train To Busan
অনেকদিন পরে কাজের ফাঁকে ছুটি পেলাম। আজ হচ্ছে সূচকের ছুটি। আগে থেকে কোন প্লান প্রোগ্রাম করা ছিল না। হুট করেই মাথায় চেপে বসল বুসান যাবো। আজকের ভিডিওতে আমি ভ্রমণ করতে যাচ্ছি কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি ভ্রমণ স্থান বুসান। এই স্থানটি কোরিয়ার মধ্যে সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। যেভাবে সেই কাজ। ঘাড় ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে অনেক কিছু ঘটেছে আশা করি ভিডিওটা দেখলে সব জানতে পারবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে আশা করি।
In this video, I take a journey by train to Busan in South Korea. I'm visiting during the summertime, so the train is jam-packed with tourists!
I was worried that the train ride would be uncomfortable, but it was actually really fun. I highly recommend taking the train to Busan if you're visiting South Korea! The KTX (Korea Train Express) is a high-speed train that operates on this route and is the fastest way to travel between the two cities. The journey takes around 2.5 hours and offers stunning views of the Korean countryside. The train is modern and comfortable, with spacious seating and amenities such as food and drink service. During peak travel times, such as the summer months, it's recommended to book your tickets in advance to ensure a seat. Overall, the train journey from Seoul to Busan is a popular and convenient way t
Lamborghini কে পেছনে ফেলে দিলাম 😆😆😆
খুব সকালেই আমরা বাসা থেকে বের হয়ে পড়ি। আজকে আমরা একটা সুন্দর জায়গা ঘুরতে যাচ্ছি। আমার সাথে আরো রয়েছে বাপ্পি, মামুন এবং হেলাল ভাই। যাওয়ার পথে আমরা অনেক মজা করেছি। সেই সাথে ল্যাম্বরগিনিকে পেছনে ফেলে দিয়েছি। চলে গেছি এমন এক জায়গায়, যেখানে আমার যাওয়ার কোন প্লান ছিল না। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জার্নি।
My Most Favourite Place in Khulna City
#reels #reelsinstagram #reelsvideo #trending #trendingreels #shorts #shortstories
Rice with Shrimp 🍤 And Octopus 🦑 #koreanfood #food #reels #reelsvideo #vairal #seefood #trendingbideo
পাহাড় গুলো কচি সবুজ পাতায় ছেয়ে গেছে #reels #reel #shorts #shortsvideo #vairal #vairalvideos #trending
Enjoying live football match
পরিবার ছাড়া প্রবাস জীবনের প্রথম ঈদ যেমন গেল First Eid Away from Family: My Experience Celebrating Abroad
পরিবার ছাড়া প্রথম ঈদ যে কারো জন্যই হতে পারে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। আপনি যদি আপনার প্রিয়জনদের থেকে দূরে বিদেশে থাকেন তবে এটি আরও ভয়ঙ্কর হতে পারে। যাইহোক, জীবনের প্রথম ঈদ নতুন ঐতিহ্য অন্বেষণ এবং নতুন বন্ধু তৈরি করার সুযোগ হতে পারে।
আমার কাছে পরিবার ছাড়া প্রথম ঈদ ছিল আবেগের মিশ্রণ। আমি দুঃখ এবং একাকীত্বের অনুভূতি অনুভব করেছি, উত্সব, হাসি এবং পরিবারের সাথে থাকার আনন্দদায়ক পরিবেশ মিস করেছি। যাইহোক, নতুন দেশ ও সংস্কৃতিতে ঈদ উপভোগ করতে পেরে আমিও উত্তেজিত বোধ করছি।
আমি স্থানীয় একটি মসজিদে নামাজ পড়তে এবং ঈদ উদযাপনে সম্প্রদায়ের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মসজিদটি সর্বস্তরের মানুষের দ্বারা পরিপূর্ণ ছিল এবং আমি জামাতের বৈচিত্র্য দেখে বিস্মিত হয়েছিলাম। নামাজের পর, আমরা ঈদের শুভেচ্ছা ও শুভেচ্ছা বিনিময় করলাম এবং আমি এই নতুন সম্প্রদায়ের ম
বন্ধুদের ভীষণ ভাবে মিস করছি Missing So Much, My Buddies
ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া কখনই সহজ নয়। বিশেষ করে যখন তারা আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রবাসে আসাটা খুবই উত্তেজনাপূর্ণ এবং সেই সাথে চ্যালেঞ্জিং।
Being separated from close friends and family is never easy, especially when they're an integral part of your life. Leaving your home country can be an exciting but challenging experience. It's normal to be homesick and miss your friends and family,