Rashedul Islam

Rashedul Islam I am a traveler. I love to travel natural and historical place. now I am living in South Korea.

ঘুরতে ঘুরতে কখন যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বর্ডারে চলে গেছি বুঝতেই পারিনি। আজ খিমপুর "Munsusan Mountain Forest...
17/12/2023

ঘুরতে ঘুরতে কখন যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বর্ডারে চলে গেছি বুঝতেই পারিনি। আজ খিমপুর "Munsusan Mountain Forest Park" পার্কে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু জানাই ছিলো না জায়গাটা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বর্ডারে অবস্থিত। সেখানে গিয়ে তো পুরোপুরি অবাক হয়ে যাই। এমনিতেই কোরিয়াতে বর্তমান তাপমাত্রা মাইনাস -20। তার উপরে উত্তর কোরিয়া থেকে আশা বাতাস পুরো শরীর জমিয়ে দিচ্ছিল মুহূর্তের মাঝে।

16/12/2023

ঠিক যেইদিন থেকে জাপান যাওয়ার সিদ্ধান্ত নেই, সেই দিন থেকেই মনে মনে ছক আঁকতে থাকি জাপানের একটি জায়গা ভ্রমণ করতেই হবে। আর সেই জায়গাটি হচ্ছে মাউনটেন ফুজি। বরাবরই পাহাড় আমার কাছে বেশি আকর্ষণীয়। পাহাড় কেমন জানি আমাকে কাছে টান। সারা পৃথিবীর মধ্যেই এই পাহাড় খুবই বিখ্যাত। তার পিছনে কিছু কারণও আছে। পাহাড়টি সৃষ্টি হয়েছে আগ্নেয়া উৎপাতের মাধ্যমে। এবং পাহাড়টির ভিতরে আগ্নেয়গিরি এখনো জীবন্ত।

ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৩,৭৭৬.২৪ মিঃ। এবং ১৭০৭-০৮ সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত এবং পরিষ্কার দিনে টোকিও থেকে এটিকে দেখা যায়।মাউন্ট ফুজির জ্বালামুখটি আশ্চর্যরকমভাবে প্রতিসম যা বছরের বেশ কয়েক মাস বরফাচ্ছাদিত থাকে। এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই এটিকে দেখা যায়। পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। এটি জাপানের তিনটি পবিত্র পর্বতের একটি; অপরদুটি হল: মাউন্ট তাতে এবং মাউন্ট হাকু। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক দিক দিয়ে এটি একটি বিশেষ স্থান এবং ২০১৩ সালের ২২শে জুন সংস্কৃতিক এলাকা হিসেবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

মাউন্টেইন ফুজি কখনো স্থানীয়দের কাছে উপাসনার আরাধ্য, কখনো শিল্পীর চোখে ক্যানভাসের বিষয়ভাবনা, কখনোবা পর্যটকের প্রশ্নাতীত গন্তব্য। এই সুউচ্চ জাপানি পর্বতটি পৃথিবীর বুকে প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি নিঃসন্দেহে। কারো কারো মতে, হিমালয়ের পরে বিশ্বের সবচেয়ে সুন্দর পর্বত এই মাউন্ট ফুজিই।

My new toy 🚗
12/12/2023

My new toy 🚗

10/12/2023

যারা জাপান ভ্রমণের কথা চিন্তা করেছেন, আর সেই ভ্রমণের তালিকায় মাউন্টেন ফুজির নাম নেই এমনটা তো আসলে হওয়া অসম্ভব বলা চলে। ঠিক তেমনি আমার ভ্রমণের তালিকাতেও সবার উপরেই নাম রয়েছে মাউন্টেন ফুজির। এই পাহাড়টা সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির মাধ্যমে। এবং এখনো এই আগ্নেয়গিরিটি জীবন্ত। তো আজ সকালে ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিয়েছি পাহাড়টি দেখার উদ্দেশ্যে।

02/12/2023

অনেকদিন পরে মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছি। এ হারানো যেন এক অন্যরকম। জাপানের রাজধানী টোকিও শহরের অলিতে গলিতে হাজারো মানুষের আনাগোনা। সেই যে দেশ থেকে এসেছি তারপরে দীর্ঘ আট নয় মাস এরকম মানুষের আনাগোনা দেখিনি কোথাও। টোকিও খুবই ঘনবসতিপূর্ণ একটি শহর। সেই সাথে প্রচুর পরিমাণ ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা আছে এই শহরে। আমিও তাদেরই একজন। লম্বা একটি জার্নি শেষে হোটেল রুমে এসে শুধুমাত্র ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি রাতের টোকিও শহরটাকে দুচোখ ভরে দেখার জন্য। হেঁটে বেরিয়েছি স্ট্রিট ফুডের রাস্তা দিয়ে, সুশাল উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই টোকিও স্কাই টাওয়ারের নিচে এবং টোকিও সবচেয়ে পুরনো মন্দিরটাও ঘুরে দেখেছি। আপনিও হারিয়ে যেতে পারেন এই আলো ঝলমলে শহরে।

সমুদ্র যেমন কখনোই তার নিজের জল পান করে না; গাছ যেমন কখনোই তার নিজের ফল খায় না। ঠিক সেইভাবেই জীবনে অন্যদের জন্যেও বাঁচতে...
01/12/2023

সমুদ্র যেমন কখনোই তার নিজের জল পান করে না; গাছ যেমন কখনোই তার নিজের ফল খায় না। ঠিক সেইভাবেই জীবনে অন্যদের জন্যেও বাঁচতে শেখা উচিত প্রত্যেক মানুষের। সমুদ্রের ঢেউ যেমন যাওয়া আসা করে , তেমনি কখনও কখনও পরিবর্তনের ঢেউয়ের মধ্যে আমরা আমাদের আসল দিশা কে খুঁজে পাই।

ঐ আকাশ মোর সীমানা, উড়ে বেড়াই সাদা মেঘের মতো।
26/11/2023

ঐ আকাশ মোর সীমানা, উড়ে বেড়াই সাদা মেঘের মতো।

25/11/2023

আমার প্রথম ইন্টারন্যাশনাল ভ্রমণ ছিল জাপান। তাও আবার একদমই একা। এই ভ্রমণ থেকে অনেক কিছু শিখেছি,জেনেছি। আর চেষ্টা করছি আপনাদেরকে‌ ও জানানোর। জাপান খুবই আধুনিক একটি দেশ। এবং এই দেশের অথবা যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রেই সর্বপ্রথম আপনাকে এয়ারপোর্টে যে কাজগুলো করতে হয় সেগুলো জানতে হবে, কারণ এয়ারপোর্ট থেকে আপনি যদি বের হতে না পারেন। তাহলে নিশ্চয়ই আপনি সেই দেশ ঘুরে দেখতে পারবেন না। যাইহোক জাপান এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে যে দুটি কাজ অবশ্যই করতে হবে, তা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে পারেন।

হারিয়ে গিয়েছিএইতো জরুরি খবর,অবাক দুই চোখেছায়া কাঁপে ভয় অভিমানে।হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানেহারাবো বলে, পা টিপে এগ...
24/11/2023

হারিয়ে গিয়েছি
এইতো জরুরি খবর,
অবাক দুই চোখে
ছায়া কাঁপে ভয় অভিমানে।
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগোতে গেলে,
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি,
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি।

18/11/2023

পৃথিবীর উন্নত দেশগুলোর কথা চিন্তা করলে মাথায় যে দেশটির নাম অবশ্যই আসবে তা হচ্ছে জাপান। তথ্যপ্রযুক্তি, শিক্ষা যাই বলেন না কেন এমন কোন বিষয় নেই যে বিষয় যে তারা পিছিয়ে আছে। আর সেই দেশটা ঘুরে দেখতে কার না মন চায়। আমার ভ্রমণের তালিকায় জাপানের নামটি অনেক আগে থেকেই ছিল। দক্ষিণ কোরিয়াতে থাকার সুবাদে, খুব সহজেই জাপানের ভিসা পেয়ে যাই এবং রওনা হয়ে পড়ি স্বপ্নের দেশটাকে ঘুরে দেখতে। আর আমার ঘুরে বেড়ানোর এক্সপেরিয়েন্স গুলো আপনার সাথে শেয়ার করতে আমার সব সময় ভালো লাগে। চলুন শুরু করে দেই জাপান ভ্রমণ।

17/11/2023

The first snowfall of the year In South Korea. And don't miss it.

ওই দেখা যায়..........?খুবই বিখ্যাত একটি পাহাড়। দেখা যাক কে কে এই পাহাড়টা কে চেনে। কমেন্টস করে জানাবেন।
15/11/2023

ওই দেখা যায়..........?

খুবই বিখ্যাত একটি পাহাড়। দেখা যাক কে কে এই পাহাড়টা কে চেনে। কমেন্টস করে জানাবেন।

11/11/2023

দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ এবং পৃথিবীর ষষ্ঠতম উচু বিল্ডিং Lotte World Tower এর একদম টপ ফ্লোর থেকে পুরো রাজধানী সিউল দেখা যাচ্ছে।

এই বিল্ডিং ১২৩ তলা এবং উচ্চতা ৫৫৫মিটার। এটা ছিল আমার প্রথম বারের মত এত উঁচু কোন বিল্ডিং এ ওঠা। তাও আবার পৃথিবীর ষষ্ঠতম। এত উঁচু থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল শহরটাকে দেখতে আসলেই অন্যরকম লাগছিল। সেই সাথে হেটেছি গ্লাসেরউপর থেকে, যেখান থেকে উঁচু বিল্ডিং গুলোকেও দেখতে মাছির মত লাগছিল। বিষয়টি আসলে অনেক উত্তেজনাপূর্ণ ছিল। আপনিও চাইলে উপভোগ করে নিতে পারেন ভিডিওটি দেখার মাধ্যমে। সেই সাথে যদি ভালো লাগে, শেয়ার করতে পারেন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে।

It is the sixth-tallest building in the world, the tallest in OECD countries, and also the first in South Korea to be over 100 stories tall.

03/11/2023

বছরের শেষ দিন, সেই সাথে নতুন বছরের আগমন। সময়টা আসলে অন্যরকম। একই সাথে দুঃখের এবং সুখের। জীবন থেকে একটি বছর চলে গেল, আবার জীবনে আরও একটি বছরের আগমন হলো। যাই হোক এই সময়টাকে উপভোগ করার জন্য আমি এবং ছোট ভাই ফাহিম মিলে রওনা হয়েছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলের উদ্দেশ্যে। সেখানে আমরা ঘুরে বেড়িয়েছি দক্ষিণ কোরিয়ার একমাত্র নদী‌ হান গাঙ এর পারে, শিউলির হেপেনিং প্লেস ইথওয়ানে, সেই সাথে উপভোগ করেছি উজবেক খাবার। এবং সর্বশেষে পৃথিবীর ষষ্ঠ উচ্চতম বিল্ডিং এ ফায়ার ওয়ার্কস শো। সবকিছু মিলিয়ে আমাদের ভ্রমণটা ছিল অসাধারণ। সেই অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালই লাগবে।

Smiling is the best way to face every problem, crush every fear, and hide every pain.
29/10/2023

Smiling is the best way to face every problem, crush every fear, and hide every pain.

গন্তব্য কখনো দরজায় এসে কড়া নাড়ে না। পথ চলতে চলতে গন্তব্যের দেখা মেলে। তাই বসে না থেকে এখনই পথ চলা শুরু করুন।
20/10/2023

গন্তব্য কখনো দরজায় এসে কড়া নাড়ে না। পথ চলতে চলতে গন্তব্যের দেখা মেলে। তাই বসে না থেকে এখনই পথ চলা শুরু করুন।

দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ এবং পৃথিবীর ষষ্ঠতম উচু বিল্ডিং Lotte World Tower এর একদম টপ ফ্লোর থেকে পুরো রাজধানী সিউল দেখা য...
17/10/2023

দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ এবং পৃথিবীর ষষ্ঠতম উচু বিল্ডিং Lotte World Tower এর একদম টপ ফ্লোর থেকে পুরো রাজধানী সিউল দেখা যাচ্ছে। এই বিল্ডিং ১২৩ তলা এবং উচ্চতা ৫৫৫মিটার।

It is the sixth-tallest building in the world, the tallest in OECD countries, and also the first in South Korea to be over 100 stories tall.

এমন একটি জায়গায় নিষ্পলক চেয়ে থাকতে পারি সারাটি দিন
15/10/2023

এমন একটি জায়গায় নিষ্পলক চেয়ে থাকতে পারি সারাটি দিন

08/10/2023

দক্ষিণ কোরিয়ার একমাত্র নদী হান-গাঙ্গের পারে, গতকাল রাতে হয়ে গেল এ বছরের সবচেয়ে বড় ফায়ার ফেস্টিভাল। আমিও সেখানে গিয়েছিলাম এই দারুন দৃশ্য উপভোগ করতে। হাজার হাজার বললে ভুল হবে, লাখো মানুষের সমাগম হয়েছিল এইখানে। আমি যেহেতু উপভোগ করেছি, তাই আপনাদের সাথে শেয়ার না করলে তো চলেই না। অনেকদিন ধরেই আপনাদের সাথে কোন কিছু শেয়ার করা হচ্ছে না, যার কারণে খুবই দুঃখিত। অনেকেই আমাকে মেসেজ এবং কমেন্টে জিজ্ঞেস করেন যে ভাইয়া কেন ভিডিও আসছে না? একটু ব্যস্ত আছি, যার কারণে ভিডিও আসছে না। তবে খুব শীঘ্রই ভিডিও আসা শুরু করবে Inn-Sah-Allah

09/09/2023

বিকেলে হঠাৎ করেই মাথাটা ঝিমঝিম করছিল। তো কিছু সময় পরে বুঝতে পারলাম রুম থেকে বের হওয়া খুব প্রয়োজন।‌ বাসে করে চলে আসি, বাসার কাছাকাছি খুব একটা পপুলার প্লেস সেটা হচ্ছে আনসানের ওইদু আইসল্যান্ড।

প্রতিদিনের মতো আজও ঠিক ভোর ছয়টায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। রুটি আর ডিম ভেজে নাস্তা করে বেরিয়ে পড়লাম ক...
25/08/2023

প্রতিদিনের মতো আজও ঠিক ভোর ছয়টায় ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। রুটি আর ডিম ভেজে নাস্তা করে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। যখন বাসে উঠে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক অ্যাপ ওপেন করলাম, তখন জানতে পারলাম আজ আমার জন্মদিন। হ্যাঁ আজ ২৫শে, আগস্ট। তারিখটা মনে ছিল ঠিকই, কিন্তু আজ আমার জন্মদিন ভুলেই গিয়েছিলাম। এ দিনটা পরিবারের সাথে খুব আনন্দে কাটতো। যখন থেকে বন্ধুদের সাথে লম্বা একটা সময় কাটা শুরু হলো তখন শুরুটা হতো রাত থেকে বন্ধুদের সাথে, আর দিনে পরিবারের সাথে কতই না আয়োজন। অথচ আজ না কাছে আছে পরিবার, না আছে বন্ধু। হাজার হাজার মাইল দূরে সবাই, চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারছিনা। প্রবাসীদের কোন শুক্রবার হয় না, কোন ঈদের দিন হয় না, কোন জন্মদিন হয় না।

"You don't always need a plan. Sometimes you just need to breathe, trust, let go and see what happens."— Mandy Hale
18/08/2023

"You don't always need a plan. Sometimes you just need to breathe, trust, let go and see what happens."
— Mandy Hale

It is better to see something once than to hear about it a thousand times.
12/08/2023

It is better to see something once than to hear about it a thousand times.

Salt water heals everything ⛱️
31/07/2023

Salt water heals everything ⛱️

31/07/2023

Dolphin Adventure 🦭🦭🦭

একটু পরেই এই পেজ থেকে ডলফিন মাছের খেলা লাইভ হবে। ডলফিন মাছের চমৎকার খেলা যদি মিস করতে না চান,‌ এখনই পেজের‌ নোটিফিকেশন অন...
31/07/2023

একটু পরেই এই পেজ থেকে ডলফিন মাছের খেলা লাইভ হবে। ডলফিন মাছের চমৎকার খেলা যদি মিস করতে না চান,‌ এখনই পেজের‌ নোটিফিকেশন অন করে ফেলুন।

29/07/2023

Juerny just begun 🚗

And in her smile I see something more beautiful than the stars. – Beth Revis
23/07/2023

And in her smile I see something more beautiful than the stars. – Beth Revis

15/07/2023

আজকে সাপ্তাহিক ছুটি রবিবার, দেশ থেকে আসার পরে এখনো সেলুনে যাওয়া হয় নি। তাই বের হয়ে প্রথম সেলুনে যাব তারপরে সাপ্তাহিক কেনাকাটা করব।

08/07/2023

রবিবার সারাদিন ঘুমিয়ে, দুপুরে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে খাওয়া-দাওয়া শেষ করে আমি আর ফাহিম চিন্তা করলাম আশেপাশের কোথাও থেকে ঘুরে ঘুরে আসি। ঠিক বের হওয়ার আগেই একটু গুগল করে নিলাম, কোথায় যাওয়া যায়। তো দেখতে পেলাম খুব কাছেই আনসান বোটানিক্যাল গার্ডেন। তাই আর দেরি না করে বেরিয়ে পড়ি।

Green is always beautiful 💚💚💚
02/07/2023

Green is always beautiful 💚💚💚

02/07/2023

প্রবাস জীবনের ঈদগুলো যেভাবে কাটে...........

আল্লাহ আমাদেরকে ঈদুল আজহার ত্যাগের মহিমা গুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার তাওফীক দান করুন।ঈদের এই খুশিতে আল্লাহ...
28/06/2023

আল্লাহ আমাদেরকে ঈদুল আজহার ত্যাগের মহিমা গুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার তাওফীক দান করুন।ঈদের এই খুশিতে আল্লাহ বিশ্বের সকল মুসলমানদের উপর রহমত বর্ষণ করুন! সবাইকে ঈদ মোবারক!

Ups and downs in life are going to happen in the lives of all of us. It is equipoise that we need.
25/06/2023

Ups and downs in life are going to happen in the lives of all of us. It is equipoise that we need.

18/06/2023

আজকে ৮০ হাজারের কেনাকাটা করলাম 🛒🛒🛒

Nothing is permanent
14/06/2023

Nothing is permanent

04/06/2023

Best part of everyone life ♥️♥️♥️♥️

Address

Seoul

Alerts

Be the first to know and let us send you an email when Rashedul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share