Roshni from South Korea

Roshni from South Korea I make my all videos on this page in my hobby.. We want to share our happy moments with everyone.
(1)

বরফের নদী 🥶🥶
09/12/2024

বরফের নদী 🥶🥶

কনকনে শীতের সকালে এই ঝলমলে রোদটুকুই স্বস্তি 🥰 শুভ সকাল🥰
04/12/2024

কনকনে শীতের সকালে এই ঝলমলে রোদটুকুই স্বস্তি 🥰 শুভ সকাল🥰

আমার পেজ চালানোর ব্যাপারটা আমার সম্পূর্ণ শখের বসে এটি থেকে কোন অর্থ উপার্জনের কখনোই কোন ধরনের উদ্দেশ্য ছিল না ⛔ এবং কি ভ...
30/11/2024

আমার পেজ চালানোর ব্যাপারটা আমার সম্পূর্ণ শখের বসে এটি থেকে কোন অর্থ উপার্জনের কখনোই কোন ধরনের উদ্দেশ্য ছিল না ⛔ এবং কি ভিউস নিয়ে ফলোয়ার নিয়ে কখনই আমার মাথা ব্যথা ছিল না শুধুমাত্র কিছু পছন্দের ভালোবাসার মানুষ আমার পেইজে রয়েছে যাদের আমি আমার এই পেজের মাধ্যমেই পেয়েছি এবং
যারা আমার পরিবারের মত তাদের সাথে একটু কমিউনিকেশন করতে ভালো লাগে। 🥰 যেহেতু আমি জব করি না তাই একটু সময় কাটানো তাদের সাথে ভালোবাসা আদান প্রদান বা বিনোদন ও বলতে পারেন।
সুতরাং এটিতে কত ভিউজ হলো 👀 না হলো সেটা আমার কাছে অপ্রয়জনীয় । খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে কন্টেন তৈরি করে দিতেই হবে টাকা আর্ন করতে হবে এমন কিছু না। এই ধরনের যদি উদ্দেশ্য থাকতো তবে আমি সারাদিন ঘরের কাজকর্ম বাচ্ছাদের সময় দেয়া বাদ দিয়ে এটির পিছনের সময় দিতাম তবে হ্যাঁ অবশ্যই এখান থেকে টাকা উপার্জন করতে পারতাম। যেহেতু এখান থেকে আমরা উপার্জনের উদ্দেশ্য নেই তাই যখন যে টুকু মন চায় ভালো লাগে শুধু সেটুকুই শেয়ার করি। কিছু কাছের ভালবাসার মানুষদের পেয়েছি পেজের মাধ্যমে তাদের সাথে একটু কমিউনিকেশন রাখা হাই-হ্যালো করা পাশাপাশি আমার সময় কাটানো । সুতরাং আমি কোন কম্পিটিশনে যায়নি যে কারো সাথে আমার ভিউজ নিয়ে পাল্লা ধরতে হবে ।
যারা আমার পিছনে এটিকে নিয়ে কথা বলেন তাদের কথাগুলো আমার কাছে হাস্যকর মনে হয় তাই দয়া করে আমার পেজটি নিয়ে কেউ পিছনে কথা বলবেন না । আশা করি বুজতে পেরেছেন সুতরাং এটাকে পজিটিভ ভাবে নিবেন আর যদি ভালো না লাগে সম্মানের সাথে পেজ থেকে আপনি লিভ নিতে পারেন । আর যদি এর পরেও আপনার কিছু বলতে ইচ্ছা হয় আমাকে মেসেজ করেন অথবা কল দিয়ে যা বলার বলেন পিছনে কথা বলাটা কিন্তু কোন ব্যক্তিত্ববান মানুষের কাজ নয়।

এরপরও আপনাদের ধন্যবাদ কারণ আপনাদের সারাদিনের সময়টুকু আপনার নিজেদের কাজে ব্যয় না করে আমার পিছনে ব্যয় করেন 😄😄

নিজেকে ভালো রাখতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র অন্যের সফলতা গুলোর দিকে না তাকিয়ে নিজের জীবনের ছোট ছোট পাওনা ...
29/11/2024

নিজেকে ভালো রাখতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র অন্যের সফলতা গুলোর দিকে না তাকিয়ে নিজের জীবনের ছোট ছোট পাওনা গুলো সফলতা গুলোকে উপলব্ধি করুন তবেই দেখবেন আপনার জীবনটাও অনেক সুন্দর।। উপরওয়ালা সব সময় আপনার জীবনকে ব্যালেন্স করে রাখবে অন্যের যেটা আছে সেটা হয়তো বা আপনার নেই কিন্তু আবার আপনার কাছে যেটা আছে সেটা কিন্তু অন্যের নেই সেটা সব সময় মাথায় রাখবেন।।

ঘুম থেকে উঠেই তাহার দেখা পেলাম। বছরের প্রথম তুষারপাত হলো আজ দেখে মনটা নাচিনাচি করে উঠলো 🥶🥶❄❄☃️☃️
27/11/2024

ঘুম থেকে উঠেই তাহার দেখা পেলাম। বছরের প্রথম তুষারপাত হলো আজ দেখে মনটা নাচিনাচি করে উঠলো 🥶🥶❄❄☃️☃️

2019 VS 2024
25/11/2024

2019 VS 2024

ইশশশ আগের দিনগুলো যদি আবার ফিরে পেতাম❤❤ ম্যামরিটা আমার কাছে ভীষণ স্পেশাল🥰আবার কেউ মনে কইরেন না যে আজকে আমার ম্যারেজডে 🙈 ...
22/11/2024

ইশশশ আগের দিনগুলো যদি আবার ফিরে পেতাম❤❤ ম্যামরিটা আমার কাছে ভীষণ স্পেশাল🥰
আবার কেউ মনে কইরেন না যে আজকে আমার ম্যারেজডে 🙈 জাস্ট এমনিতে আপনাদের সাথে আনন্দের স্মৃতিটুকু শেয়ার করলাম ।।

ক্যাপশন টা কি দেয়া যায় বলেন তো?
18/11/2024

ক্যাপশন টা কি দেয়া যায় বলেন তো?

অন্যের সফলতা দেখে মন খারাপ নয়, যেদিন থেকে নিজের ছোট্ট ছোট্ট সাফল্যগুলো  থেকে আত্ম তৃপ্তি পেতে শিখেছি সেদিন থেকে আমি নিজ...
16/11/2024

অন্যের সফলতা দেখে মন খারাপ নয়, যেদিন থেকে নিজের ছোট্ট ছোট্ট সাফল্যগুলো থেকে আত্ম তৃপ্তি পেতে শিখেছি সেদিন থেকে আমি নিজেকে সর্বসুখী মনে করি.।। আলহামদুলিল্লাহ 🤲 জীবনে যেটুকু পেয়েছি আর কিছু পেতে চাই না শুধু সুস্থতা আর যেটুকু পেয়েছি সেটুকুই ধরে রাখতে চাই।।

আলহামদুলিল্লাহ আভিনা এখন অনেকটা সুস্থ।🥰 আপনারা অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন আভিনা এখন কেমন আছে। দুঃখিত সবার  ম্যাসেজ এর ...
13/11/2024

আলহামদুলিল্লাহ আভিনা এখন অনেকটা সুস্থ।🥰 আপনারা অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন আভিনা এখন কেমন আছে। দুঃখিত সবার ম্যাসেজ এর রিপ্লাই করতে পারিনি। আপনাদের সবার এতো ভালোবাসায় সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি 🙏🙏 ।। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করেছেন খবর নিয়েছেন এটা আমার অনেক বড় পাওয়া। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।। ❤❤

আভিনা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। কেন জানি এই প্রবাস জীবনে পরিবারের কেউ অসুস্থ ...
12/11/2024

আভিনা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। কেন জানি এই প্রবাস জীবনে পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে ভীষণ অসহায় লাগে। এই মুহূর্তটা দেশের আপনজনদের প্রচন্ডভাবে মিস করি যদিও বা সব সময় তাদেরকে ভীষণ মিস করি কিন্তু এই মুহূর্তগুলো ভয়াবহভাবে মিস করি।। আল্লাহ আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 🤲🤲🤲

সকালে কার কার চা খাওয়া হয় নাই চলে আসেন বাই দ্যা ওয়ে শুভ সকাল 🥱🥱
10/11/2024

সকালে কার কার চা খাওয়া হয় নাই চলে আসেন বাই দ্যা ওয়ে
শুভ সকাল 🥱🥱

10/11/2024

ছেলেকে কোনভাবেই হারাতে পারলাম না।।

যারা যারা আমাদের এত এত ভালোবাসা দিচ্ছেন তাদের সবার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।। আমার পেইজের যারা পু...
07/11/2024

যারা যারা আমাদের এত এত ভালোবাসা দিচ্ছেন তাদের সবার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।। আমার পেইজের যারা পুরাতন ফলোয়ার রয়েছেন তারা ওনেকে আমার পেইজের রেগুলার কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন না তারা দয়া করে পেজটিতে লাইক কমেন্ট দিয়ে রাখুন ইনশাল্লাহ পরবর্তীতে পেজটি আপনাদের টাইমলাইনে যাবে। আর যারা আমার পেজটি নতুন দেখছেন তাদের আমার ছোট পরিবারে স্বাগতম 🎉🎉
বরাবর আপনাদের সাথেই ছিলাম 🥰 সাথেই আছি 🥰 সাথেই থাকব 🥰 ইনশাআল্লাহ

এই ছবিতে আমরা ৫ জেনারেশন আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বড়মা ভীষন অসুস্থ। হাসপাতালে ভর্তি আছেন। সবাই আমার বড়মার জন্য ...
05/11/2024

এই ছবিতে আমরা ৫ জেনারেশন আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বড়মা ভীষন অসুস্থ। হাসপাতালে ভর্তি আছেন। সবাই আমার বড়মার জন্য দোয়া করবেন। দেশে গিয়ে আবারও যেন বড়মার মুখে র সেই মিষ্টি হাসিটা দেখতে পাই। তার হাতটা মাথায় রেখে আবারও যেন বলতে পারি বড়মা দোয়া করে দাও।। আল্লাহ তুমি বড়মা কে সুস্থ্য করে দাও।। 🤲🤲 এই পরিস্থিতিতে মনটা খুব বেশি খারাপ লাগে তখন মনে হয় কেন বিদেশ আসলাম। 😭😭😭 আল্লাহ আমি আর একবার অন্তত বড়মা র সেই হাসি মুখটা তার কাছ থেকে দেখতে চাই। অন্তত একবার। দয়া করো মাবুদ। সুস্থ করে ফিরিয়ে দাও।। সবাই কাছে দোয়া চাই।

রবিবার মানেই ব্যাডমিন্টন 🏸🏸  আমার ভীষণ পছন্দের একটি খেলা। আমার মত কে কে এই খেলাটা খেলতে পছন্দ করেন?
03/11/2024

রবিবার মানেই ব্যাডমিন্টন 🏸🏸
আমার ভীষণ পছন্দের একটি খেলা। আমার মত কে কে এই খেলাটা খেলতে পছন্দ করেন?

আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক 🖤🖤🖤
01/11/2024

আসসালামু আলাইকুম
সবাইকে জুম্মা মোবারক 🖤🖤🖤

বোনের বিয়েতে।। 👰‍♂️🤵বিয়ের এক মাস আগের থেকেই ফটোগ্রাফার ঠিক করে রাখছি যাতে বোনের বিয়ের সব গুলো মমেন্ট ছবিতে আটকে রাখতে...
31/10/2024

বোনের বিয়েতে।। 👰‍♂️🤵
বিয়ের এক মাস আগের থেকেই ফটোগ্রাফার ঠিক করে রাখছি যাতে বোনের বিয়ের সব গুলো মমেন্ট ছবিতে আটকে রাখতে পারি। অন্যদের মতো অনেক পোছ দিয়ে ছবি তুলবো হাজার হোক বড় বোন বলে কথা। আপনাদের ভাইয়া কে বলে রাখছি যেন সেদিন ছবি তুলতে সে বিরক্ত প্রকাশ না করে কারন সে দু একটার বেশি ছবি তুলতে চায়না তাই অগ্রিম সতর্ক বার্তা বলতে পারেন। কিন্তু কথা হলো যত যাই প্লান করেনা কেন যা হওয়ার তাই হবে। পরিবারের আমি যেহেতু বড় মেয়ে আর কোন ভাই ও নেই তাই আব্বু আম্মুর পড়ে সব দায়িত্ব আমার উপর। সুতরাং বিয়ের দিন আমার ফটোগ্রাফি র বদলে কোমড়ে আচল বেধে শাড়ির কুচি ধরে ফুটবল খেলার মত অবস্থা।।কোথায় আমার ফটোগ্রাফি আর কোথায় আর কি 🤣 সব আমার মাথার উপড় দিয়ে গেছে 😅😅 তাই আমর ফোনে তোলা এই দু চারটা ছবি আমার সৃতি র পাতায় আছে আমার বোনের বিয়ের। তারপর ও শান্তি বড় বোনের সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারছি। আলহামদুলিল্লাহ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। ❤❤❤

Address

Incheon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roshni from South Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share