27/07/2024
💰💰রেমিট্যান্স শাটডাউন💰💰
🎙️ আমাদের করনীয় 🎙️
🩸 খুব শীঘ্রই দেশে বিশাল মুদ্রাস্ফীতি দেখা দিবে। দেশে জমানো আপনার টাকার মান কমে যাবে। সুতরাং দেশে আপনার ডিপিএস/সঞ্চয়পত্র ভেঙে সেই টাকা দিয়ে সংসার খরচ চালান।
🩸 খুব বেশি প্রয়োজন হলে শুধুমাত্র সংসারে খাবার খরচ হুন্ডির মাধ্যমে পাঠান।
🩸নিজের কষ্টের অর্জিত টাকা আপতত নিজের কাছে রাখুন। দেশে আয়-উন্নতি,জমি-জমা কেনা,ঘরবাড়ি নির্মাণ ৬ মাস পরে করলেও চলবে।
🩸প্রতি মাসে গড়ে ২ মিলিয়ন ডলার করে রেমিট্যান্স দেশে যায়। কমপক্ষে ৬ মাস ব্যাংকে টাকা পাঠানো বন্ধ রাখুন। আশা করি রিজার্ভ জয় বাংলা হয়ে যাবে।
🩸শপথ নিন আমার পরিশ্রমের টাকায় যেন আর ১ টি বুলেটও কেনা না হয়। শহীদদের রক্তের সাথে বেইমানী করবেন না।
🩸 প্রমাণ করে দিতে হবে দেশ স্বাধীন মুক্তিযোদ্ধারা করলেও, দেশকে বাচিয়ে রেখেছে প্রবাসীরা। প্রবাসীদের প্রতিটি অবহেলা ও হয়রানির দাঁতভাঙ্গা জবাব দিবো ইনশাআল্লাহ।