Kabir South Korea

Kabir South Korea Follow Page!! আর জেনে নিন Korean Language,Jobs,Visa সুন্দর জায়গা ভ্রমণ ইতিহাস ও সংস্কৃতির সকল তথ্য🏃‍
(1)

💰💰রেমিট্যান্স শাটডাউন💰💰                    🎙️ আমাদের করনীয় 🎙️ 🩸 খুব শীঘ্রই দেশে বিশাল মুদ্রাস্ফীতি দেখা দিবে। দেশে জমানো...
27/07/2024

💰💰রেমিট্যান্স শাটডাউন💰💰
🎙️ আমাদের করনীয় 🎙️

🩸 খুব শীঘ্রই দেশে বিশাল মুদ্রাস্ফীতি দেখা দিবে। দেশে জমানো আপনার টাকার মান কমে যাবে। সুতরাং দেশে আপনার ডিপিএস/সঞ্চয়পত্র ভেঙে সেই টাকা দিয়ে সংসার খরচ চালান।
🩸 খুব বেশি প্রয়োজন হলে শুধুমাত্র সংসারে খাবার খরচ হুন্ডির মাধ্যমে পাঠান।
🩸নিজের কষ্টের অর্জিত টাকা আপতত নিজের কাছে রাখুন। দেশে আয়-উন্নতি,জমি-জমা কেনা,ঘরবাড়ি নির্মাণ ৬ মাস পরে করলেও চলবে।
🩸প্রতি মাসে গড়ে ২ মিলিয়ন ডলার করে রেমিট্যান্স দেশে যায়। কমপক্ষে ৬ মাস ব্যাংকে টাকা পাঠানো বন্ধ রাখুন। আশা করি রিজার্ভ জয় বাংলা হয়ে যাবে।
🩸শপথ নিন আমার পরিশ্রমের টাকায় যেন আর ১ টি বুলেটও কেনা না হয়। শহীদদের রক্তের সাথে বেইমানী করবেন না।
🩸 প্রমাণ করে দিতে হবে দেশ স্বাধীন মুক্তিযোদ্ধারা করলেও, দেশকে বাচিয়ে রেখেছে প্রবাসীরা। প্রবাসীদের প্রতিটি অবহেলা ও হয়রানির দাঁতভাঙ্গা জবাব দিবো ইনশাআল্লাহ।

19/07/2024

পুরো বাংলাদেশ কে ইন্টারনেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যারা দেশের বাইরে আছেন লিখে টুইট করুন, ইনস্টাগ্রামে,ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন....

,,

18/07/2024

দক্ষিণ কোরিয়ার টিভি চ্যানেলে বাংলাদেশের সংঘর্ষের নিউজ। অথচ কোরিয়ায় বাংলাদেশের পেইজ/ গ্রুপগুলো কোন নিউজ করছে না। তারা শুধু পিকনিক নিয়ে ব্যাস্ত। আল্লাহ তাদের হেদায়েত দান করো

পক্ষে কিংবা বিপক্ষে, আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। প্রাণ হনন তো গণতান্ত্রিক অধিকার না। আর এটা সমাধানও না। শিক্ষার্থীদ...
17/07/2024

পক্ষে কিংবা বিপক্ষে, আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার। প্রাণ হনন তো গণতান্ত্রিক অধিকার না। আর এটা সমাধানও না। শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতন নয়। কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছা যেত। কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন। আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।

05/07/2024

🇧🇩 ই-পাসপোর্ট : আপডেট আগস্ট ২০২৩ 🇧🇩

ই-পাসপোর্ট করতেঃ প্রথমে অনলাইনে আবেদন করে আবেদন কপি , এর সাথে এলিয়েন কার্ডের কালার ফটোকপি, অরজিনাল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এর কপি, ফি প্রদানের রসিদ সহ দুতাবাসে সশরীরে গিয়ে জমা দিতে হবে।

বিস্তারিত নিচে দেয়া হলঃ
# ই-পাসপোর্টের আবেদন করতে যা যা লাগবে।

১. পাসপোর্ট মূল কপি

২. জাতীয় পরিচয়পত্র মূল কপি

৩. ১০ বছরের জন্য ১,৬৫,০০০ কোরিয়ান উয়ন। ৫ বছরের করলে ১,৩২,০০০ কোরিয়ান উয়ন । এটিএম বুথ এর মাধ্যমে পাঠিয়ে রশিদ সংগ্রহ করে রশিদ জমা দিতে হবে।

৪. ডাকযোগে পেতে চাইলে ৪০০০ উয়নের ডাকটিকেট ও খাম নিতে হবে। খামের উপর বর্তমান কম্পানির ঠিকানা লিখে দিতে হবে।

৫. অনলাইনে ই-পাসপোর্ট ফরম পূরণ করে সাথে নিয়ে যেতে হবে।

৬. অনলাইনের আবেদনে কোন ভুল হলে ODI টি সংরক্ষণ করতে হবে। যেন ভুল না হয় সেভাবেই করুন, নিজে না পারলে এই সম্পর্কে ভালো অভিজ্ঞতা সম্পর্ণ ব্যাক্তিকে দিয়ে ফর্ম পুরন করানো ভালো। আবেদন একবার সাবমিট হলে ডিলিট করার সুযোগ নেই।

৭. অবশ্যই বর্তমান ঠিকানা Republic of Korea সিলেক্ট করে, কোরিয়ার একটা ঠিকানা দিতে হবে।

৮. ছবি , আইরেস এবং ফিংগার প্রিন্ট এর জন্য সরাসরি নিজে উপস্থিত হতে হবে। যেহেতু ই-পাসপোর্টের আবেদন জমা দেয়ার সময় ছবি তুলে নিবে তাই আলাদা কোন ছবি সাথে নেয়ার দরকার নেই।

৯. একটা আইডি দিয়ে ৬ টি আবেদন করা যাবে, প্রতিটি আবেদনের মেয়াদ ৬ মাস। ৬ মাসের ভিতর জমা না দিলে আবেদন বাতিল হয়ে যাবে।

১০. স্টুডেন্ট ফি ১০ বছরের ৬৬,০০০ ওন। সাধারন ফি ১,৫২,০০০ ওন।

১১.পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হলে ও আবেদন করতে পারবেন। ভিসাহীন ব্যাক্তিও ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।

১২. বিবাহিত হলে মেরিজ সার্টিফিকেট জমা দিতে হবে। তবে আগে থেকে বিবাহিত যোগ করা থাকলে কোন ডকুমেন্টস লাগবে না। শুধু মাত্র নতুনভাবে অবিবাহিত থেকে বিবাহিত যোগ করতে মেরিজ সার্টিফিকেট অথবা কাবিননামা জমা দিতে হবে।

১২. ভোটার আইডি কার্ডের মুল কপি না থাকলে, ভোটার আইডি কার্ড এর কালার কপি জমা দিতে হবে।

১৩. যাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টএর নামে Mohammad & MD জটিলতা আছে, তারা NID অনুযায়ী পাসপোর্ট করে নিতে পারবেন। পাসপোর্ট হাতে পাওয়ার পর নতুন পাসপোর্ট দিয়ে সরাসরি ইমিগ্রেশন গিয়ে এলিয়েন কার্ড পরিবর্তন করে নিতে পারবেন ।

১৪. যদি ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট এর সাথে নিজের নামের MD/Mohammad এর পার্থক্য থাকে তাহলে আগে ভোটার আইডি কার্ডের পরিবর্তন করতে হবে। এবং সে অনুযায়ী পাসপোর্ট করতে হবে।

১৫. ই পাসপোর্ট ইস্যু তারিখ থেকে ৪৫ দিনের ভিতর অনলাইনে বা সরাসরি ইমিগ্রেশনে আপডেট করতে হবে
( অথবা পাসপোর্ট দুতাবাস থেকে হাতে পাওয়ার ১৪ দিনের ভিতর) যদি কোন কারনে বাংলাদেশ থেকে আসতে এর বেশি সময় লেগে যায় তাহলে দুতাবাস থেকে হাতে পাওয়ার ১৪ দিনের ভিতর করলে হবে। ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন আইন ভংগ করলে ৫ লাখ অন জরিমানা হবে এবং ভিসা পরিবর্তনে ৫ পয়েন্ট কাটা যাবে।

১৬. ই-পাসপোর্ট আবেদন করার পর enrollment process এবং বর্তমান অবস্থা ই-পাসপোর্টের অনলাইন পোর্টাল থেকে Online রেজিষ্ট্রেশন আইডি (OID) এবং জন্ম তারিখ দিয়ে চেক করা যাবে। চেকিং লিংক https://www.epassport.gov.bd/authorization/application-status

✍️বাংলাদেশ দূতাবাস সিউলের একাউন্ট নাম্বারঃ
Embassy of Bangladesh
KEB Hana Bank
A/C= 16689000059001

✍️বাংলাদেশ দূতাবাস সিউলের ঠিকানাঃ 서울 용산구 장문로6길 17(동빙고동 310-22)
010-2881-4056

✍️Embassy of Bangladesh
Consular Hotline no: +82-010-2881-4056

পাসপোর্ট আবেদনের অনলাইনের লিংক-
https://www.epass.port.gov.bd/onboarding

হট লাইন সিউল দূতাবাসঃ
010-2881-4056
ইমেলঃ [email protected]

কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে গত ৪ ও ৫ মার্চ ২০২৪-এ নিবনন্ধকৃতদের লটারির রেজাল্ট দেওয়া হয়েছে।  রেজাল্ট জানতে ...
07/03/2024

কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে গত ৪ ও ৫ মার্চ ২০২৪-এ নিবনন্ধকৃতদের লটারির রেজাল্ট দেওয়া হয়েছে। রেজাল্ট জানতে চাইলে পার্সপোট নাম্বার দিন।

03/03/2024

নিবন্ধন সংক্রান্ত (লটারি) জরুরি নোটিশ ও ডেমো ভিডিও প্রচার

২০২৪ সালে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৪-৫ মার্চ তারিখ উম্মুক্ত পদ্ধতি (লটারি) অনলাইনে প্রাথমিক নিবন্ধন হবে। উক্ত নিবন্ধনে কোরিয়ান ভাষা জানা প্রার্থীদের অংশগ্রহণের জন্য পরামর্শ দেয়া হলো।

যোগ্যতা ও শর্তাবলী
১। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ মার্চ ৪, ১৯৮৫ হতে মার্চ ৪, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৪। পাসপোর্ট-এর মেয়াদ ৪ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে অবশ্যই মার্জিত হতে হবে;
৭। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

আগামী ৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা হতে ৫ মার্চ ২০২৪ বিকাল ৫ টায় পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি ৫০০/- (পাঁচশ) টাকা + বিকাশ চার্জ (অফেরতযোগ্য) বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে Transaction ID গ্রহণ পূর্বক নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd-এ চাহিত তথ্য (নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, পাসপোর্ট নম্বর, নিজ-পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য) পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ, এক্ষেত্রে আগে আপনার হালনাগাদ পাসপোর্টের জন্য উপরে বর্ণিত নিবন্ধন ফি প্রদান করে তারপর সংশ্লিষ্ট Transaction ID ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রার্থীগণকে বিকাশের মাধ্যমে ফি প্রদানপূর্বক প্রাপ্ত Transaction ID সংরক্ষণ করতে হবে কারণ এটি ছাড়া নিবন্ধন করা যাবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফি প্রদান করা থাকলেও আর নিবন্ধন সম্পন্ন করা যাবে না। ফলে আগামী ৫ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪.৩০ টার পর নির্ধারিত নিবন্ধন ফি বিকাশ গেটওয়ার মাধ্যমে প্রদান না করার জন্য অনুরোধ করা হলো।

অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ১২৪০০ (বার হাজার চারশ)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)-এ অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।

লটারি সংক্রান্ত কার্যক্রম আগামী ৭ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীগণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ বোয়েসেলএর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রচার করা হবে।

লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ২৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রদানপূর্বক কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৭ মে হতে ২১ জুন ২০২৪ তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৪ তারিখ বোয়েসেল এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে যথাসময়ে প্রচার করা হবে।

বোয়েসেল কর্তৃৃপক্ষ।

 #ব্রেকিং_নিউজ:🇰🇷দক্ষিণ কোরিয়ার  কর্মী নিয়োগ লটারি রেজিষ্ট্রেশনের সম্ভাব্য তারিখঃ ৪ & ৫-ই-মার্চ ২০২৪ ইং,সময়ঃ সকাল ১০ঃ০০...
25/02/2024

#ব্রেকিং_নিউজ:
🇰🇷দক্ষিণ কোরিয়ার কর্মী নিয়োগ লটারি রেজিষ্ট্রেশনের সম্ভাব্য তারিখঃ ৪ & ৫-ই-মার্চ ২০২৪ ইং,
সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে বিকেল ৪ঃ০০টা পর্যন্ত,

🇰🇷লটারিতে আবেদনের সময় যা যা কাগজ লাগবেঃ
১, নাম।
২, জন্মতারিখ।
৩, পাসপোর্ট নম্বর।
৪, জাতীয় পরিচয়পত্র নম্বর। / জন্মনিবন্ধন নাম্বার
৫, পিতামাতার নাম।
৬, পিতামাতার জাতীয় পরিচয় পত্র নম্বর।
৭, রঙিন পরিষ্কার পাসপোের্ট স্ক্যানকপি।( শুধু ছবি ওয়ালা পেইজ) ( সাইজ- ৬০০*৪০৩)( ৪৬-৫৯ কেবির মধ্যে)
৮, ব্যাকগ্রাউন্ড সাদা রঙিন পরিষ্কার ছবি।( সাদা জামা পরা যাবেনা, সাইজ - ২৭০*৩৪৯, ১৪ কেবির মধ্যে হতে হবে।
৯, নিজস্ব মোবাইল নম্বর।
১০,এস,এস,সি পাশের বছর উল্লেখ করতে হবে।
১১,একটা ইমেইল আইডি।

23/02/2024

চারিদিকে বরফ আর বরফ

16/02/2024

নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে।

কোরিয়ান ভাষা পারদর্শী (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) সম্ভাব্য নিবন্ধন আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ এবং সাধারণ (লটারি) সম্ভাব্য নিবন্ধন আগামী ৪ ও ৫ মার্চ ২০২৪ তারিখ।

প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (সনদ বাধ্যতামূলক);
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ বাধ্যতামূলক);
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। আগামীকাল এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।

14/02/2024

১৯শে ফেব্রুয়ারী কোরিয়ার জন্য সম্ভব্য অনলাইন প্রাথমিক রেজিস্ট্রেশন...

কোরিয়াতে যেতে হলে যা যা লাগবে সেই নির্দেশনা দিয়েছে বোয়েসেল।
ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে। প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

12/02/2024

সারাদিন অফিসে যে কাজ করতে হয়

আগামীকাল ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বাৎসরিক ছুটি (설날) চলবে আগামী ১২ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত ...
08/02/2024

আগামীকাল ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার অন্যতম বাৎসরিক ছুটি (설날) চলবে আগামী ১২ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত মোট ০৪ দিন। এই ছুটিতে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে থাকি, কোরিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বন্ধু/কাছের প্রিয়জনের সান্নিধ্যে বা বিভিন্ন দর্শনীয় স্থানে। যেহেতু বর্তমান শীতকাল চলতেছে বন্ধের ভিতরে তাপমাত্রা মাইনাস থাকবে তাই সকলকে কিছু বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরী।

১। শীতের প্রভাব বেশি সবাই শীতের কাপড় পরিধান করব। বিশেষ করে নতুন যারা আসছেন কোরিয়ার তাপমাত্রার সাথে একেবারে অপরিচিত তারা অবশ্যই মোটা কাপড় পরিধান করে বাইরে যাবেন। কারণ একবার ঠান্ডা লেগে গেলে সেটি খুব সহজে ভালো হতে চায় না।

২। অনেকেই বন্ধের মধ্যে বরফে স্কাটিং খেলতে যান। যে খেলাটি আমাদের একেবারেই অপরিচিত তাই অনেক স্কাটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তাই এ ধরনের খেলা থেকে বিরত থাকাই ভালো।

৩। উঁচু পাহাড়ে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন।

৪। বাহিরে ঘুরতে গেলে অবশ্যই রুমের হিটার বন্ধ করে যাবেন। রুম হিটার থেকে আগুন লাগার সম্ভাবনা থাকে।

আমার পক্ষ থেকে সকলকে দক্ষিন কোরিয়ার 설날 এর শুভেচ্ছা । সবাই 설날 এর ছুটি খুব ভালোভাবে উপভোগ করেন এবং সুস্থ থাকুন এই প্রত্যাশা রইলো।

07/02/2024

২০২৪ সালে বাংলাদেশ থেকে ইপিএস কর্মী প্রেরণের কোটা ১০,৭০৫ জন।
ম্যানুফ্যাকচারিং খাত ৭,৪৬৫ জন
নির্মাণ খাত ১,০৫৯ জন
মৎস্য খাত ১,৮৭৭ জন
জাহাজ নির্মাণ শিল্প খাত ৩০৪ জন

সার্কুলার খুব দ্রুত সময়ের মধ্যে হবে তাই সবাই ভাষাগত দিক থেকে প্রস্তুতি নিতে থাকুন।

06/02/2024

আলহামদুলিল্লাহ ২০২৪-এ ইপিএস কর্মী গ্রহণের বার্ষিক কোটা ১০৭০৫ জন (শিল্পখাতে ৭৪৬৫, মৎস্য খাতে ১৮৭৭, কনস্ট্রাকশন খাতে ১০৫৯ এবং জাহাজ নির্মাণ শিল্পে ৩০৪)। ইপিএস-এ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ও রোস্টারে সময় লাগে ন্যূনতম ৬-৯ মাস বিধায় ২০২৪ নির্বাচন কার্যক্রম শিঘ্রই শুরু হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। প্রস্তুতি শেষে বোয়েসেল এর ওয়েবসাইট ও এ পেইজে বিজ্ঞাপন প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো।
BOESL

03/02/2024

অফিসের কাজে ব্যস্ততার সময় ঝিগেছা চালানোর মুহূর্তে.....

আমি কোরিয়ান ভাষা শিখছি Sujit Saju স্যার কাছ থেকে। বরিশাল এবং আশেপাশের জেলাগুলোতে যারা আছেন তারা স্যারের কাছে কোরিয়ান ভাষ...
02/02/2024

আমি কোরিয়ান ভাষা শিখছি Sujit Saju স্যার কাছ থেকে। বরিশাল এবং আশেপাশের জেলাগুলোতে যারা আছেন তারা স্যারের কাছে কোরিয়ান ভাষা শিখতে পারেন।

Address

Incheon
Incheon
22603

Alerts

Be the first to know and let us send you an email when Kabir South Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kabir South Korea:

Videos

Share

Nearby media companies