MUID YEONG

MUID YEONG জীবনবোধ উজ্জীবিত রাখতে সচেষ্ট থাকার প্রচেষ্টা।
Muid Yeong - Muid Zero.
শুন্য থেকে শুরু শুন্যতেই শেষ!

22/10/2023

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা ...
21/10/2023

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা পাত্রে, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন তেমনিভাবে, ছেড়ে দেয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে ১৫ মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়।
ডুবে যাওয়ার মুহুর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেয়া হয়।

এবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিলো? কী মনে হয়?
৫ মিনিট ? ১০ মিনিট ? ১৫ মিনিট ? আধা ঘন্টা ? এক ঘন্টা ?

দ্বিতীয়বারেই ইঁদুরগুলো ৬০ ঘন্টা ভেসে ছিলো, জ্বি ঠিক পড়ছেন৷ ৬০ ঘন্টা!!
ইঁদুরগুলো আগেরবার উদ্ধার পেয়ে যাওয়ায় এটা বিশ্বাস করে নিয়েছিলো, এবারো উদ্ধার পেয়ে যাবে। তাই ছটফট করেনি, এনার্জি লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার।

যদি ইঁদুরেরা আশার কারণে ১৫ মিনিট থেকে ৬০ ঘন্টা ভেসে থাকে, তাইলে ভাবুন, আমরা কী না করতে পারি! আশা হারাবেন না।
সংগ্রহীত

13/08/2023

এ ভিডিও টা দেখতেই হবে! (কলম্বিয়ান সিনেমার দৃশ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত)
বাবা-মার প্রতি একটা দোয়া দিয়ে যেতে হবে কমেন্ট এ।
ক্ষমা কর 😢 সম্মানিত বাবা-মা আমার💝💝

01/08/2023
01/08/2023

mokpo to jeju ferry schedule...
1.At Morning 9.00 AM.
2. At Night 1.00 AM.
Thanks like share and follow please!

31/07/2023

আসসালামু আলাইকুম,
Suraksan - part 1
পাহাড় এবং পাহাড়ি প্রকৃতির মায়ার টান বড়ই অদ্ভুত,এ টান উপেক্ষা করা মোটেই সহজ নয়। আমিও তাই সুযোগ পেলে ছুটে চলে যাই।
এবারের পাহাড় জয়ের কাহিনী আমার জীবনে একদম নতুন, কেননা এর আগে পােথুরে পাহাড় জয় করার সৌভাগ্য হয়নি আমার।
ক্লিপসগুলো এতটাই সুন্দর যে একটাও বাদ দিতে ইচ্ছা করেনি ফলে ভিডিও হয়ে গেছে বড় কষ্ট করে দেখে নেবেন!
পেইজে ফলো দিয়ে ভিডিও শেয়ার করে পাশে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।

06/06/2023

বন্ধুত্ব যখন বয়স মাড়িয়ে যায়!

10/04/2023

চেরি উৎসব!

02/04/2023

চেরি উৎসব ২০২৩!
করিয়ানদের পছন্দের একটি সময়!

07/03/2023

প্রথম সমুদ্র দর্শন!

05/02/2023

বিজ্ঞান হাতেকলমে শেখার জন্য এরকম উদ্যোগ জরুরী!

এ এক নতুন অভিজ্ঞতা! আইস ফেস্টিভ্যাল
29/01/2023

এ এক নতুন অভিজ্ঞতা!
আইস ফেস্টিভ্যাল

প্রথমবার তবে শেষবার নয় ইনশাআল্লাহ!
24/01/2023

প্রথমবার তবে শেষবার নয় ইনশাআল্লাহ!

২৩.০১.২৩!আজকের সফর ছিলো ইথুয়ান সেন্ট্রাল জামে মসজিদ। বিভিন্ন দেশ,বর্ণ,গোত্রের মানুষ কিন্তু ধর্মীয় অনুভূতিতে এক!.....

24/12/2022

First Day in South Korea!
21.12.22

10/11/2022

গানের কথা হৃদয়গ্রাহী বাস্তবসম্মত!

11/10/2022

প্রবারণা পূর্ণিমা ২০২২!

06/09/2022

আমার মোবাইল ক্যামেরার চোখে রাঙ্গামাটি কাপ্তাই লেক!

03/09/2022

আজকের দুপুর, শৈলপ্রপাতে!

01/09/2022
29/08/2022

তমা তুঙ্গী!
লুঙ্গিতেই মুক্তি 😃

28/08/2022
17/08/2022

বিস্তারিত ভিডিওতে আসছে!

10/08/2022

আজকের রোয়াংছড়ি

09/08/2022

International Indigenous Day 2022!

অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে নেই আগে। এরপর না হয় ক্রিকেটে মনোযোগ দেয়া যাবে। hope for the বেস্তধার করা কিছু আলাপ,,,,★পুরো...
07/08/2022

অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে নেই আগে।
এরপর না হয় ক্রিকেটে মনোযোগ দেয়া যাবে।
hope for the বেস্ত

ধার করা কিছু আলাপ,,,,

★পুরো বাংলাদেশটার স্ট্যান্ডার্ড'টা কেমন জানেন?

আজও জিম্বুবায়ের সাথে গরু হারা হেরেছে বাংলাদেশ। যে জিম্বাবুয়ে'কে ক্রিকেট মানচিত্রে এখন খুঁজেই পাওয়া যায় না; সেই জিম্বাবুয়ের সাথে আমরা বাংলাদেশিরা গরু হারা হারছি। তো হেরে যাওয়ার পর আমাদের ক্রিকেটার'রা কি বলছে?

উনারা এসে বলছেন- "আমরা কোন ভুল করিনি!", "আমাদের খেলায় কোন ভুল নেই"; "পারলে আপনারা খেলে দেখান"; "প্রতিদিন সবার আগে প্র্যাকটিসে যাই; সবার পরে ফিরি" ইত্যাদি!

পুরো দেশটার সকল সেক্টরে একই অবস্থা। পৃথিবীর বিশ্ববিদ্যালয় গুলোর র‍্যাঙ্কিং এ আমাদের কোন বিশ্ববিদ্যালয়কে ভালো করে খুঁজেও পাওয়া যায় না। এরপরও আমরা এসে বলি- "আমরাই সেরা!"

দেশের কোন সরকারি অফিসে গেলে একটা কাজ একবারে ভালো ভাবে শেষ করা যায় না। এরপরও আমাদের বিসিএস ক্যাডাররা হচ্ছে "পৃথিবীর সেরা মেধাবী!" উনাদের নিয়ে পত্রিকা গুলো আলাদা করে রিপোর্ট ছাপে!

সামান্য বৃষ্টি হলে রাস্তা-ঘাটে চলাচলা করা যায় না। সাধারণ মানুষ বাসা ভাড়া আর তিন বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এর মাঝে জ্বালানি তেলের দাম এক রাতের মাঝে ৫০ ভাগ বেড়ে গিয়েছে! এরপরও আমাদের নেতারা এসে বলেছেন- "বাংলাদেশ সিঙ্গাপুর-ক্যানাডা হয়ে গিয়েছে!"

এটাই আমাদের স্ট্যান্ডার্ড। আমরা শুধু মুখে'ই বলতে পারি। কিন্তু পৃথিবী বিচারে আমাদের স্ট্যান্ডার্ড জিম্বাবুয়েতে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা যা হচ্ছে; ঠিক তেমনই। গরু হারা বলে কথা! দলে টিকে থাকার জন্য ক্রিকেটে খেলোয়াড়রা যেমন স্রেফ নিজের জন্য খেলে। ঠিক তেমনি আমাদের "দেশ সেরা", "মেধাবীরা" স্রেফ নিজেদের পকেট ভরার জন্য কাজ করে দেশপ্রেমিক বনে যাচ্ছেন!। আসলে দেশ গোল্লায় গেলেও এদের কিছু যায়-আসে না। ইন-ফ্যাক্ট; আমাদের কোন স্ট্যান্ডার্ড'ই নেই।

06/08/2022

তবে এ চক্রান্ত কাদের!

তেলে যখন আগুন লাগে! নেভায় তাকে কি দিয়ে!
06/08/2022

তেলে যখন আগুন লাগে!
নেভায় তাকে কি দিয়ে!

03/08/2022

বান্দরবান এ আমার অত্যন্ত কাছের প্রিয়মুখ! 🥰

01/08/2022

ধুপপানি ঝর্ণা

বিলাইছড়ির পথে!বিস্তারিত ভিডিও আসছে
29/07/2022

বিলাইছড়ির পথে!
বিস্তারিত ভিডিও আসছে

27/07/2022

আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্রজাতিস্বত্তা নাকি উপজাতি!

27/07/2022

Address

Hwaseong

Telephone

+8801765451045

Website

Alerts

Be the first to know and let us send you an email when MUID YEONG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MUID YEONG:

Videos

Share


Other Digital creator in Hwaseong

Show All