Md Foysal Hossain

Md Foysal Hossain “যতবারই হত্যা করো জন্মাবো আবার
দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।”

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনদের প্রতি গভীর শ্রদ...
16/12/2024

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা বোনদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
🇧🇩❤️

27/10/2024

রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক প্রিয়া পুলিশের হাতে থাকা অবস্থায় তার উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র ও প্রতিবাদ জানাই।

24/10/2024

প্রাণের সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগ।

যতবারই হত্যা করো জন্ম নেব আবার,দারুণ সূর্য হবোলিখবো নতুন ইতিহাস। আজ ১৮ অক্টোবর, বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাস...
18/10/2024

যতবারই হত্যা করো
জন্ম নেব আবার,
দারুণ সূর্য হবো
লিখবো নতুন ইতিহাস।

আজ ১৮ অক্টোবর, বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬১তম জন্মবার্ষিকী।
শুভ জন্মদিন "শহীদ শেখ রাসেল"।

#শেখরাসেল #জন্মদিন #বাংলাদেশ

চাকরির জন্য দেশ ধ্বংস করে দেয়ার যুগে এমন কেউও আছে দেশের জন্য চাকরির মায়া ত্যাগ করার।প্রীতিলতার নতুন নাম- তাপসী তাবাসসুম ...
07/10/2024

চাকরির জন্য দেশ ধ্বংস করে দেয়ার যুগে এমন কেউও আছে দেশের জন্য চাকরির মায়া ত্যাগ করার।

প্রীতিলতার নতুন নাম- তাপসী তাবাসসুম উর্মী।

সূর্যকন্যা,
বাংলার স্বাধীনতা রক্ষার লড়াইয়ে তোমার অবদান জাতি মনে রাখবে।

মুক্তিযুদ্ধ প্রশ্নে আমরা এক, একাত্তর রক্ষার্থে আমরা তাপশী তাবাসসুম উর্মি।





শুভ জন্মদিনবঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। জ...
27/09/2024

শুভ জন্মদিন
বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
জন্মদিনে আপনার দীর্ঘায়ু কামনা করি।

23/09/2024

পৃথিবীতে ধ*র্ষণকারী আর ধ*র্ষিতা এক রাস্তায় হাটতে পারে না। ওরে দেখার সাথেই মাথায় আগুন ধরে যায়।

মেট্রোরেলের আয়ের তুলনা সংক্রান্ত ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর। ২০২৩ সালে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকেই মেট্রোরেলের দৈ...
22/09/2024

মেট্রোরেলের আয়ের তুলনা সংক্রান্ত ভাইরাল বিষয়টি বিভ্রান্তিকর। ২০২৩ সালে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকেই মেট্রোরেলের দৈনিক গড় আয় ১ কোটি টাকা।

22/09/2024

দুর্গাপূজায় আগে ভারতে ইলিশ উপহার হিসেবে যেতো আর এখন রপ্তানি হচ্ছে দাবিতে ছড়ানো বিষয়টি গুজব। আগেও রপ্তানি হিসেবেই গিয়েছে ইলিশ।

20/09/2024

নিজের কবরের জায়গাও ঠিক করে রেখেছিলেন!

তোফাজ্জল মৃত্যুর আগে কঠিন যন্ত্রণা পেলেও এত মানুষের দোয়া খুব কম মানুষের ভাগ্যে জোটে।

মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করুন।

19/09/2024

লাঠি হাতে জাবির সমন্বয়ক আহসান লাবিব। বেধড়ক পিটিয়ে হত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আহমেদকে। হত্যায় বেশ কয়েকজনের সাথে অংশ নিয়েছেন, তৌহিদ সিয়াম আইআর ৪৯ ব্যাচ (সমন্বয়ক), হামিদুল্লাহ সালমান ইংরেজি ৪৯ ব্যাচ ( ছাত্রদল কর্মি)। উপস্থিত সকলে এক বাক্যে জানিয়েছেন, মৃত্যুকালে শামীমের শেষ চাওয়া পানিটুকু খেতে দেয়নি সমন্বয়ক আহসান লাবিব। যারা হত্যায় বাঁধা দিয়েছেন, তাদের প্রক্টর অফিসে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর নওগাঁ জেলায় এক বক্তৃতায়, এই সমন্বয়ক আহসান লাবিব হত্যার হুমকি দিয়ে বলেন, "আওয়ামী লীগকে বলি, বেশী বাড় বাড়লে যেটুকু আছে সেটুকুও ফালাই দিব।"

19/09/2024

এরকম একটা মানুষকে পি*টি*য়ে মে*রে ফেলেছে!
কি বিভৎস কি নির্মম আহ্‌!

19/09/2024

৩৫ হাজার টাকার জন্যই কি পি'টি'য়ে মে'রে ফেলা হলো তোফাজ্জলকে?

#গনপিটুনি

19/09/2024

মেধাবীরা খুবই মানবিক, মানসিক প্রতিবন্ধি তোফাজ্জলকে চুরির অযুহাতে পি*টি*য়ে মা*রা*র আগে ভরপেট খায়িয়ে নিয়েছিল, চাল-ডিমের এই অস্থির বাজারে এতটুকুই বা কে কার জন্য করে!

খু*নে*র পর লা*শে*র সামনে বসে ঘন্টাখানেক মৌজ মাস্তিও করেছে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেছে, এই রকম দায়িত্বশীল প্রেমিকই তো আজকালকার নারীরা চায়।

তারপর হাসপাতালে লা*শ ফেলে এসেছে, চাইলে তো ম্যানহোলেও ফেলে দিতে পারতো, সেটা তো করে নাই, বিবেকবান বলে কথা।

আবরার নিশ্চই গর্ববোধ করছে, মেধাবীদের এমন মানবিকতায় আর দায়িত্বশীলতায়।

Address

Hwaseong

Telephone

+8801913892059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Foysal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Foysal Hossain:

Videos

Share