বাংলার মুখ

বাংলার মুখ প্রবাসীদের কাছে গুরুত্বপূর্ন খবর গুলি সহজ ভাষায় তুলে ধরার ছোট্ট প্রয়াস
(1)

04/01/2025

ঢাকার নিউমার্কেটে শপিং করতে এসেছে এলিয়েন। 😂

21/12/2024

Pohang, South Korea,,,,

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হ...
21/12/2024

পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে ।

ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না ।

নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা ।

পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না । বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে ।

যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে ।

পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয়।

09/12/2024

টুইনটাওয়ার। কুয়ালালামপুর, মালয়েশিয়া।

বন্ধুকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে ছিলো।...
30/11/2024

বন্ধুকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে ছিলো।একটু খেয়াল করে দেখি ছেলেটি কান্না করছে। নিজেকে কন্ট্রোল না করতে পেরে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই আপনার।
উনি বলতে চাচ্ছিলো নাহ, অনেক জোর করলাম উনি বললো,, আজকে আমি বিদেশে চলে যাচ্ছি একটু পর আমার ফ্লাইট,, তারপর আমি বললাম ছেলেদের বিদেশ তো স্বাভাবিক এতে কান্না করার কি আছে তারপর ছেলেটা বললো

আমি আমার মরা মা কে বাড়িতে রেখে এসেছি! আমার বের হওয়া ৪০ মিনিট আগে আমার মা মারা গেছে স্টোক করে। আর আমার বাবার এতো আহামরি টাকা নেই যে আজকের টিকিট টা কেনসেল করে দিয়ে আরেক দিন যাবো! তারপর আমি আসতে চায়নি আমাকে জোড় করে পাঠিয়ে দিয়েছে সবাই....!

©️সংগৃহীত

18/11/2024

Autumn in South Korea...

10/11/2024

এই আবিস্কারের জন্য একটা নোবেল পেতেই পারে। 😆

10/11/2024

গামছায় মুখ ঢেকে ঢামেকে পলক 😁
রিমান্ডে অধিক ডিমের কারণে অসুস্থ হয়ে পড়ায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ সময় গামছা দিয়ে নিজের মাথা-মুখ ঢেকে রাখে ইন্টারনেট বিশেষজ্ঞ পলক 🙈

22/10/2024

অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবীতে বঙ্গভবনে ছাত্র-জনতার বিক্ষোভ। খুব দ্রুত সু-খবর আসছে ইনশাআল্লাহ।

পেট খারাপ করছিলো।একটা হোটেলে গেলাম রাতের খাবার খাইতে। মাছ মাংস কিছুই খাইতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু...
18/10/2024

পেট খারাপ করছিলো।
একটা হোটেলে গেলাম রাতের খাবার খাইতে। মাছ মাংস কিছুই খাইতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভর্তা দিতে।
পাশের টেবিলে দেখি ০৩ জন বসে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। একজন আবার আমার বন্ধু শিহাবের মতো দেখতে। আমি আলু ভর্তা দিয়ে ভাত মেখে মুখে দিতে দিতে কয়েকবার শিহাবসদৃশ মানুষটার দিকে তাকাচ্ছিলাম।
একটুপর দেখলাম, এক বাটি গরুর মাংস দিয়ে গেলে বয়। বললো, ঐ টেবিল থেকে আপনার জন্য দিছে, টাকা ওনারা দেবে, আপনে পেট ভরে খান।
আমি বিস্মিত হয়ে গেলাম। অপমানিতবোধ করলাম না একটুও। মনে হলো, এখনও এই পৃথিবীর মানুষ কতো ভালো। এই নক্ষত্রভরা রাতে ০৩ জন মানুষ চাচ্ছে, আরও একজন মানুষ তাদের মতো করে গরুর মাংস দিয়ে ভাত খাক।
আমি খাওয়া শেষ করে মোট ০৪ জনের বিল দিয়ে চুপিচুপি চলে আসলাম। এই নক্ষত্রভরা রাতে ঐ ০৩ জন মানুষও জানুক, ভালোবাসা ছোঁয়াচে।

©

আকাশ পথ নজরদারি রাখার জন্য ৭৩০ কোটি টাকা দিয়ে দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে,একটি রাডার বসানো হয়েছে শাহজালাল...
18/10/2024

আকাশ পথ নজরদারি রাখার জন্য ৭৩০ কোটি টাকা দিয়ে দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে,একটি রাডার বসানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে,আরেকটি চট্টগ্রাম বিমানবন্দরে রাডার বসানোর কাজ চলছে।
এখন থেকে ভারতের বিমান বাংলাদেশের আকাশ সীমা পাড়ি দিতে হলে কর দিতে হবে,যা আগে কখনো ভারত বাংলাদেশকে কর দিতো না, বরং তারা উল্টো আকাশ পথের কর আমাদের কাছ থেকে নিয়ে যেতো, তাদের রাডারের মাধ্যমে। কিন্তু এখন থেকে তাদের বিমান ৭শ ডলার করে প্রতিদিন কর দিতে হবে বাংলাদেশকে।।
ভারতের ১শ বিমান উঠানামা করে আমাদের ভূখণ্ডে ১০০×৭০০=৭০ হাজার ডলার বাংলাদেশকে ভারত কর দিতে হবে,শুধু ভারত না এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দেশের বিমান চলাচল করলে বাংলাদেশকে কর দিতে হবে।

16/10/2024

এভাবেই বেঁচে থাকুক তাদের ভালোবাসা... 😍

14/10/2024

সাউথ কোরিয়ার গোলাপী ঘাসের মাঠ... 😍

দিনাজপুরে অদ্ভুত এক মেলা! আগামী ১৫ অক্টোবর দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বসতে চলেছে পছন্দের জীবনসঙ্গ...
14/10/2024

দিনাজপুরে অদ্ভুত এক মেলা!

আগামী ১৫ অক্টোবর দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বসতে চলেছে পছন্দের জীবনসঙ্গী খোঁজার মেলা৷ ২০০ বছরের ঐতিহ্য মেনে প্রতিবারই বসে এ মেলা। সমাগম হয় দূরদূরান্ত থেকে আসা তরুণ-তরুণীদের। একে অন্যকে পছন্দ হয়ে গেলে পারিবারিকভাবে ধুমধাম করে দেয়া হয় বিয়ে।

যারা এখনো জীবনসঙ্গী খুঁজে পাননি, দিনাজপুরকে চোখ বন্ধ করে শ্বশুরবাড়ি করে নিন। যৌতুক বা আইনি জটিলতাও নেই।

13/10/2024

সাউথ কোরিয়ার কসমস ফুলের সাগর!

সাহারা মরুভূমিতে খেজুর গাছ এবং বালির টিলাগুলোর মাঝ দিয়ে নীল পানির উপহ্রদ তৈরি হওয়ার বিরল ঘটনা ঘটেছে।
12/10/2024

সাহারা মরুভূমিতে খেজুর গাছ এবং বালির টিলাগুলোর মাঝ দিয়ে নীল পানির উপহ্রদ তৈরি হওয়ার বিরল ঘটনা ঘটেছে।

এটা জাপানের একটি রাস্তা যেখানে পাহাড়ধসে পরার কারণে রাস্তায় কাজ চলছে। তাই তারা রাস্তা বন্ধ না করে পাশ দিয়ে একটি সাধারণ সে...
12/10/2024

এটা জাপানের একটি রাস্তা যেখানে পাহাড়ধসে পরার কারণে রাস্তায় কাজ চলছে। তাই তারা রাস্তা বন্ধ না করে পাশ দিয়ে একটি সাধারণ সেতু তৈরি করে দিয়েছে। যাতে মানুষের চলাচলের কোন অসুবিধা না হয়।

ইমিগ্রেশন সম্পন্ন আজহারীর, প্রবেশ করেছেন মালয়েশিয়ায়।আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়...
12/10/2024

ইমিগ্রেশন সম্পন্ন আজহারীর, প্রবেশ করেছেন মালয়েশিয়ায়।

আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। শনিবার ভোরে বিষয়টি নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ হাইকমিশন থেকে আজহারীর বিরুদ্ধে দেয়া অভিযোগ এখনো দেশটির ইমিগ্রেশন সার্ভারে রয়ে গেছে। এ কারণে তাকে প্রাথমিক অবস্থায় আটকে দেয় দেশটির পুলিশ।

শুক্রবার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান আলোচিত এ ইসলামি বক্তা। এরপরই তাকে পুলিশের আটকে দেয়ার খবর জানা যায়। সবকিছু শেষে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ২টার পর মিজানুর রহমান আজহারীর ইমিগ্রেশন সম্পন্ন হয়।

এর আগে আজহারীকে বহনকারী বিমান মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট দিয়ে দেশ ছাড়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী।

Address

Gumi
39254

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার মুখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share