Sultana’s vlog

Sultana’s vlog Behind every successful women is herself💜

26/09/2024
🥰না কারোর  অভাবে থেকোনা কারোর প্রভাবে থেকোএ জীবন তোমার......তুমি তোমার স্বভাবে থেকো….🥰
25/09/2024

🥰না কারোর অভাবে থেকো
না কারোর প্রভাবে থেকো
এ জীবন তোমার......
তুমি তোমার স্বভাবে থেকো….🥰

18/09/2024
18/09/2024
07/09/2024

উচ্চারণ : রব্বানা- হাবলানা- মিন আযওয়াঝিনা- ওয়া জুররিইয়্যা-তিনা- কুররতা আ’ইউনিওঁ ওয়াঝআ’লনা- লিলমুত্তাক্বিনা ইমা-মা। (সুরা ফুরক্বান : আয়াত ৭৪)

অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাক্বীদের জন্য আদর্শ স্বরূপ কর।

আজ ৬ই আগস্ট, বিকাল ৫ ঘটিকায়, রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় আমরা শাহজাহানপুরের কিছু ছাত্র মিলে শাহজাহানপুর আমতলা মোরে রা...
08/08/2024

আজ ৬ই আগস্ট, বিকাল ৫ ঘটিকায়, রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় আমরা শাহজাহানপুরের কিছু ছাত্র মিলে শাহজাহানপুর আমতলা মোরে রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নামি। দ্বায়িত্বরত অবস্থায় রাত ৮ ঘটিকার দিকে দুটি বাইক রং সাইড দিয়ে যাওয়ার সময় আমি তাদের থামিয়ে অনুরোধের সহিত বলি রাইট সাইড দিয়ে যাওয়ার জন্য। তারা ছিল স্থানীয় যুবদল নেতা। তাদের একজন এলাকায় “টিকটিকি সরিফ “ নামে পরিচিত। তারা বলতে থাকে তারা যুবদল তাদের যেতে দেওয়ার জন্য নাহলে আমার নাকি কপালে শনি আছে! আমি বলি ,” সরি ভাইয়য়া আমি যেতে দিতে পারব না। “ তখন তাদের একজন আমাকে জিজ্ঞেস করল আমি কোন থানা কোন ওয়ার্ড এর। আমি তাদের বললাম আমি সাধারণ ছাত্র এবং আমি কোনোভাবেই যেতে দিতে পারবো না। তখন তারা আমার প্রতি মারমুখি হয় এবং তাদের একজন আমার গলা টিপে ধরে আমাকে বলে ,” গত ১৫ বছর জেলে ছিলাম , এখন বের হইছি তাফালিং করতে! “

ভাই , আমরা ছাত্ররা গত ২২ দিন যাবং জীবন হাতে নিয়ে রাস্তায় নামসি। মানুষদের হাজার ডেকেও রাস্তায় নামাতে পারি নাই। প্রত্যেকদিন আম্মুকে জরায় ধরে বলে বের হইসি যে আম্মু যাই আর নাও দেখা হতে পারে। রাস্তায় গুলি চলেছে আমাদের ছাত্রদের বুকে।

এটাই কী স্বাধীন রাষ্ট্র?
সোশ্যাল প্লাটফর্ম এতই পাওয়ারফুল যে একবার বয়কট করলে সেটা বয়কটই!!

আপাতত আমাদের এই পেইজে Hashtag হবে





# সাধারন সন্তানের পিতা
অপেক্ষার ফল সুমিষ্ট হয়।
অপেক্ষা বাংলাদেশ!!

- খান তালাত মাহমুদ রাফি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

(Copied)

05/08/2024

স্বাধীন হইলাম এখন সভ্য হওয়া বাকি।

এবার আমাদের সভ্য হতে হবে।

05/08/2024

যাদের জন্য এই দিন,
যারা শায়িত আছেন কবরে!!

যারা এতোদিন রাস্তায় নেমেছেন,
জানের ভয় না করে!!

যারা হাত, পা, চোখ হারিয়ে,
দিন গুনেছেন হাসপাতালের বেডে!!

যারা সাইবার যোদ্ধা হয়ে,
প্রতিদিন লড়াই করেছেন ইন্টারনেটে!!

যারা জায়নামাজে লুটিয়ে পড়ে
কেঁদেছেন প্রতি রাতে!!

যারা প্রবাসী ভাই বোন
ছায়ার মতো থেকেছেন সাথে!!

আজকে আপনাদের হাসির দিন।
হাসুন!!
হাসুন!!!!!
প্রাণভরে হাসুন!!!!!
চিৎকার করে কেঁদেছেন,
এবার চিৎকার করে হাসুন!!!!!!

🇧🇩🇧🇩🇧🇩

20/07/2024

এই ভয়ঙ্কর সাহসী প্রজন্মকে স্যালুট জানাই🫡

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُউচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, ...
24/02/2024

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

Address

Daegu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana’s vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category