19/10/2023
ব্রেকিং নিউজ :
আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কোরিয়াতে ইপিএসে যারা আসবেন, তাদের কোম্পানি পরিবর্তন এর বিষয়ে নতুন আইন চালু হতে যাবে বলে একটা নোটিশ দেয়া হয়েছিল।
অবশেষে আজকে থেকে নিয়ম টি কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সামনে যারা ইপিএসে কোরিয়াতে প্রবেশ করবে, কোম্পানি পরিবর্তন করতে চাইলে যেই প্রদেশে আছেন, সেই প্রদেশ ব্যাতিত অন্য কোথাও কাজ পরিবর্তন করতে পারবেন না। যেমন আপনি যদি( 경기도, 인천, 서울에) কোন কোম্পানিতে আসেন তাহলে আপনি 경기도, 인천,서울에 কোম্পানি পরিবর্তন করতে পারবেন। আপনি যদি (부산, 울산, 경상남도) আসেন তাহলে আপনি 부산, 울산, 경상남도 কোম্পানি পরিবর্তন করতে পারবেন। আপনি (대구, 강원도,경상북도) আসেন তাহলে আপনি 대구, 강원도,경상북도 কোম্পানি পরিবর্তন করতে পারবেন। (대구, 제주 전라북도, 전라남도) এলাকায় যারা আসবেন তারা 대구, 제주 전라북도, 전라남도 এলাকায় শুধু কোম্পানি পরিবর্তন করতে পারবেন। আপনার কোম্পানি যদি (대전, 세종, 충청남도, 충청복도) তে হয় তাহলে আপনি এই শুধু 대전, 세종, 충청남도 충청복도 তে কোম্পানি পরিবর্তন করতে পারবেন।
রিএন্ট্রটি জন্য তে আজকে থেকে থেকে যেইসব
কোম্পানি আবেদন করবে, তারা এই নিয়মের আওতায় পড়বে। যারা ইতিমধ্যে রিএন্ট্রি নিয়ে দেশে গিয়েছে তারা এই আইনের আওতাধীন নয়।
বি দ্র : আইনটি শুধুমাত্র সামনে যারা কোরিয়াতে প্রবেশ করবে তাদের জন্য , এবং আজকে থেকে যারা রিএন্ট্রি তে আবেদন করবে তাদের জন্য প্রযোজ্য।
সামনে যারা নতুন ইপিএসে কোরিয়াতে আসবেন বোয়েসেল থেকে (অঞ্চল অনুসারে কোম্পানি পরিবর্তনের জন্য সম্মতি নামে) একটি পেপারে সাইন নেওয়া হবে। যাদের থেকে এই পেপারে সাইন নিবেন তারা সবাই এই নিয়মের অধীনে পড়বেন।
শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন।
ধন্যবাদ।