01/09/2024
Md Sarjis Alam ভাই একপক্ষে কথা বলাটা ন্যায় আমি মনি করি না।
ঢাকা মেডিকেলে ক্ষমতা ছাড়া ভালো চিকৎসা কেউ এই পায় না। এটা বাংলাদেশের ৯৯% মানুষ বলতে পারবে এবং সেটা সম্পর্কে সবাই অবগত। সেখানে শুধু টাকা আর দালাল এর জোর এবং ক্ষমতা চলে। ঢাকা মেডিকেল এর সকল ডাক্তার এবং নার্স ফেরেশতা না। এটা সবাই জানে। সো তেলবাজি বন্ধ করে সত্য যেটা ন্যায় সেটাই বলতে হবে । এখন ও আগের যেটা পরিস্থতি ঢামেক এর পরিবেশ পরিস্থিতি উন্নয়ন এর লক্ষে কথা বলা উচিৎ এবং ভালোর চুড়ান্ত পর্যায়ে যাওয়ার চেষ্টা করা উচিৎ। তাই ক্ষমতা পেয়ে একপক্ষে কথা বলা টা আমি মনে করি অন্যায়। হায়াৎ এবং মৃত্যু আল্লাহর হাতে কিন্তু একটু অবহেলায় যখন কেউ প্রাণ হারায় এই জন্য আফসোস কাজ করবেই। কিন্তু একপক্ষে কথা বলাটা যৌক্তিক বলে আমি মনে করছি না।
স্বাধীন দেশের নাগরিক এবং নিজের বাক স্বাধীনতা থেকে যৌক্তিক কথা বলার চেষ্টা করছি। মানুষ মাত্র ভুল হবেই এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হচ্ছে যৌক্তিক কথা না বলে একপক্ষে কথা বলা টা। কেউ পাগল না যে খারাপ আর ভালোর পার্থক্য বুঝতে পারেনা।
ভালো মন্দ শুধু ক্ষমতাশীল মানুষরা বুঝেন?
বন্ধুর পথ, সজাগ দৃষ্টি, দু'চোখে স্বপ্ন...
আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ ৷