BlacK PotatO

BlacK PotatO খাইয়া দাইয়া কোন কাম নাই আমার�
(51)

09/08/2024

৩ দেশের আমরা ১৬জন|Team Tomodachi| Japan 🇯🇵

09/08/2024

আমার মাথায় একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে-
সাঈদ ভাই,মুগ্ধ ভাই বাকি শহীদ ভাইরা কি জানে আমরা তাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন দেশ পেয়েছি?
তাদের কাছে বিজয়ের বার্তা পৌছানো হয়েছে?😭

08/08/2024

প্রত্যেক প্রতিবেশিদের সাথে ভালো বাবহার করা আর সুঠম যোগাযোগ ব্যবস্থা যা আমরা ইতিমধ্যে ভুলে গেছি ,
তার বহিঃপ্রকাশ এর সময় এসেছে।

06/08/2024

বাংলাদেশ সেনাবাহিনীকে ভুল বুঝার জন্য ক্ষমা করবেন 🙏

06/08/2024

বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি
যদি পারেন ক্ষমা করবেন 🙏

05/08/2024

পবিত্র স্বাধীনতায় কলঙ্কের দাগ না লাগাই,হিন্দু ভাইদের পাশে দাড়াই 🙏

05/08/2024

দেশ নাকি স্বাধীন হয়ে গেছে? আসলেই!

05/08/2024

কু*ত্তা লীগ এর এক ভাই হুমকি দিল,কিন্তু কী কইল কিছুই বুজলামনা😶
আপনারা কি বুঝছেন?

05/08/2024

ফেসবুক এ ঘেউ ঘেউ করা কুকুর গুলা কই ?
৭ মিনিটে ঢাকা খালি করে দিবে বলতে থাকা কুকুর গুলা কই?
তোমাদের নেত্রী পুক্কিতে তেনা পেচায়া দেশ ছেড়ে পালিয়ে গেছে
তোমাদের পাসপোর্টে বাপের নাম ঠিক আছেনি?

05/08/2024

৭ মিনিটে ঢাকা খালি করবে বলা ভাই-বোনদের খুঁজে পাওয়া যাচ্ছেনা 🙂

04/08/2024

বাইচ্চা থাক চির কাল
চাইটা খাইও বুড়ি বেডির বা*ল
Sorry 🙂

03/08/2024

পা চাটা বড় ভাই এর থ্রেট খাইয়া চলতি ট্রেনে হাইগা দিলাম।🙂

02/08/2024

আমাকে জ্ঞান দেওয়ার জন্য এলাকায় বড় ভাই আছে।হুদাই এত দূর থেকে জ্ঞান দেওয়ার জন্য কল বা মেসেজ দিয়েন না।
আপনার জন্য অপমান ছাড়া কিছুই করতে পারমুনা।
Sorry🙂

02/08/2024

Spider man হতে গিয়ে মুরগী হয়ে গেলাম 🙂

02/08/2024

এখন কি আমি বুমি করলেও দোষ! 🙂

31/07/2024

একটি মানবিক সহায়তার আবেদন -
ছেলেটির নাম তরিকুল ইসলাম, ২০২৪, এই বছরের এপ্রিলে জাপান আসে। Himeji City, Sochi International Academy স্কুলের ছাত্র। জাপানিজ লেনগুএজের ছাত্র ।

আসার এক সপ্তাহ পর তার জ্বর শুরু হয়, তার সপ্তাহখানেক পর হসপিটালে নিলে টাইফয়েড ধরা পড়ে। প্রায় এক মাসের মতো হসপিটালে চিকিৎসা নেওয়ার পর মোটামুটি সুস্থ হয়ে হসপিটাল থেকে রিলিজ পায়। কিন্তু রিলিজের প্রায় ৭ দিন পর প্রচুর জ্বর হয়, অতিরিক্ত জ্বরের কারণে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। অবস্থা গুরুতর দেখে পুনরায় হসপিটালে ভর্তি করানো হয়। টেস্ট করে জানা যায় তার ক্ষুদ্রান্ত্রে (অন্ননালি) ছিদ্র হয়ে যায়।

অবস্থা আর গুরুতর হলে গতকাল ২৪ জুলাই রাত ৯:০০ টার দিকে তার খাদ্যনালির অপারেশন শুরু হয় এবং দীর্ঘ ৫ ঘন্টা অপারেশন শেষে রাত ২:০০ টায় সম্পন্ন হয়। জীবন মরনের সন্ধিক্ষনে আছে ছেলেটা। প্রতিদিন মৃত্যতু হাতছানির দিছচে।

সর্বোপরি এখন অবস্থা আশঙ্কাজনক ,ডাক্তাররা যা বলল তাতে তার দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। এখন সমস্যা হচ্ছে এই তরিকুল জাপান আসার পর একদিনও কাজ করতে পারেনি, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আর আমরা সবাই জানি জাপানের চিকিৎসা খরচ যথেষ্ট ব্যয়বহুল, তার উপর তার জটিল অপারেশন । এই পর্যায়ের হওয়ায় এর খরচও অনেক বেশি।
সে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। মাঝপথে সব বন্ধ করে দিয়ে তাকে দেশেও পাঠানো যাচ্ছে না, যার দরুন এখানেই চিকিৎসা কন্টিনিউ করাতে হচ্ছে।

আমরা যারা কাছাকাছি আছি তারা খুব ভালো করেই বুঝতেছি এত ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে একা কোনোভাবেই সম্ভব নয়। যার দরুন আমরা এই গ্রুপটা তৈরি করি, এই মুহূর্তে আমরাই তার সবচেয়ে কাছের, পরিবারহীন অসুস্থতা কতটা কষ্টদায়ক সেটা আমরা সবাই কিছুটা হলেও জানি। এখন তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে আমাদের সকলের সহায়তা একান্ত কাম্য। এই মুহূর্তে অন্য কোনো বিকল্প আছে বলে মনে হয় না। তাই আমাদের পুরো জাপানের বাঙালি কমিউনিটির নিকট আকুল আবেদন, আপনারা যে যেভাবে পারেন, প্রত্যেকে তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাকে সহায়তা করুন। সবাই হাত বাড়ালে আল্লাহ নিশ্চয়ই সহজ করে দিবেন।

তার যে সপ্ন ছিল তা পুরন না হলেও সে যাতে সুসত হতে পারে তার জন্য সবার সহযোগিতা দরকার ।প্লিজ হাত খুলে মানবিক দিক বিবেচনায় ছেলেটার পাশে দাঁড়ান । একি অবস্তা আপনার আমার হতে পারত । সবার একান্ত সহযোগিতা কামনা করছি ।

(ব্যাংক একাউন্ট

JPバンクの口座です。

記号
14300-2
番号
71882311
ヒラヤマ ヒロヤス

Head teacher
Sochi International Academy)

আর নিচের লোকদের সাথেও যোগাযোগ করে সহায়তা দিতে পারবেন।

১. Nurul Islam Rafin
২. Shariful Islam

JPバンクの口座です。

記号
14300-2
番号
71882311
ヒラヤマ ヒロヤス
কেউ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকলে অনুগ্রহ পূর্বক Money Receipt এর একটা ফটো দিয়ে রাইখেন।

29/07/2024

বিষয়টা এমনও হইতে পারতো যে,
পুরো দেশবাসী শেখ হাসিনার প্রশংসা করতেছে।সবাই ওনার জন্য দোয়া করতেছে। সবাই উচ্চস্বরে বলতেছে যতদিন বেঁচে আছেন আপনিই ক্ষমতায় থাকেন। আপনিই আমাদের ভরসার নাম। আপনাকে দিয়ে আমরা বিশ্বের মধ্যে মাথা উচু করে বেঁচে আছি।
কিন্ত সব কিছুই উল্টো। কেন! কেন সব কিছু উল্টো হতে হবে!
মাঝে মাঝে এই চিন্তা গুলো আমার মাথায় চাইপা ধরে। উনি চাইলেই পুরো পরিস্থিতিটা পালটে দিতে পারে। কেন করছেনা! কেন বুঝছেনা উনি!
কেন!কেন!কেন!🙏

29/07/2024

Spider man হওয়ার একটু চেষ্টা করলাম বাকিটা ইতিহাস 🙂

27/07/2024

কোটা আন্দোলন নিয়ে জাপানে আমার নামে মামলা!🙂

22/07/2024

আপনি যখনই সত্যের জয়গান গাইবেন তখনই আপনাকে চতুর্ধিক থেকে হিংস্র কুকুররা কামড় দিতে আসবে।
কুত্তালীগ এর প্রাণ প্রিয় বড় ভাইরা তোমাদের বলি,যতদিন এই প্রাণ আছে ততোদিন তোমাদের ঘৃণা করে যাব
I fu*ck you

19/07/2024

আমরা লজ্জিতরে ভাই আমাদের মাফ কইরা দে 🙏
আমরা প্রবাসীরা তোদের জন্য কিছু করতে পারতাছিনা 😭

19/07/2024

ছাত্রদের মানবাধিকারে জাপানের নাগোয়াতে মানববন্ধন💪

18/07/2024

দেশে ইমার্জেন্সি একটা বন্যা হওয়া দরকার
বন্যা হলেই দেশের মানবতার ফেরিওয়ালারা
বিকাশ একাউন্ট নিয়ে গর্ত থেকে বাইর হয়ে আসবে_

18/07/2024

আমার ভাই-বোনদের শরীল থেকে বের হওয়া প্রতিটা রক্তের জবাব তোমাদের দিতে হবে

18/07/2024

আমি একজন নির্লজ্জ বাঙালি
কারণ আমি আমার ভাই বোনদের উপর এত অত্যাচার দেখেও
চুরি পরে ঘরে বসে থাকি।


✅ ✅
✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅
✅ ✅ ✅


✅l

16/07/2024

আর কত আমাদের ছাত্র ভাই-বোনের রক্ত চুষে খাবে রাক্ষসী বুড়ি!

16/07/2024

দাদা ছিল বীর মুক্তি যৌদ্ধা আর তাদের নাতি-নাতনী হইল বুড়ি বেডির পা চাটা নেতা।
আমার মনে হয় বীর মুক্তি যৌদ্ধারা যদি জানত তাদের নাতি-নাতনীরা তাদের নাম বিক্রি কইরা সাধারণ ছাত্র-ছাত্রীদের জায়গা দখল করবে তবে এই পা চাটা সন্তানদের জন্ম না দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করতেন।
যারা দাদার নাম বিক্রি করে জায়গা দখল করতে আসছ তোমাদের বলি - লজ্জা কর- দাদার নাম বিক্রি না করে,দাদার মতো সম্মান
নিয়ে যোগ্যতা নিয়ে জায়গা দখল কর।
সাধারণ ছাত্র-ছাত্রীদের মাথা ফাটিয়ে রক্ত বের করা এইটা তোমাদের দাদার শিক্ষা না, এইটা তোমাদের রক্ত চোষা বুড়ি দাদির শিক্ষা।তোমরা এমন এক সংগঠন যাদের নাম শুনলেই মানুষ মৃত্য কামনা করে।
া_চাটা_নেতারা_আমাকে_রাজাকার_বলার_আগে_আয়নার_সামনে_একটু_দাড়াও_নিকৃষ্ট_পশু_ছাড়াকিছুই_দেখতে_পাবানা🙂

14/07/2024

Student life in Japan 🇯🇵 | জাপানের ছাত্র জীবন ❤️

13/07/2024

জাপানে নাকি কাজ নাই ? কথাটা কি আসলেই সত্যি!🇯🇵

住所

Nagoya Shi Nishi Ku Kami Nagoya
Nagoya-shi, Aichi
4510021

ウェブサイト

アラート

BlacK PotatOがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

ビデオ

共有する

カテゴリー


動画クリエイターのその他Nagoya-shi

すべて表示

あなたも好きかも