স্বপ্ন বিলাস in japan

স্বপ্ন বিলাস in japan মানুষ তার স্বপ্নের মত বড়
(1)

05/06/2024

স্বপ্নের কোনো রং নেই তবুও স্বপ্ন রঙিন
ইচ্ছের কোনো ডানা নেই তবুও উড়ে সীমাহীন

05/06/2024

Gifu prefecture Japan🇯🇵🇯🇵

এক লোক জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক ফাইভ স্টার হোটেলে উঠেছে। সে যখন সুইমিংপুলে নেমেছে, তখন আর কোনো গেস্ট ছিলো না। একা স...
20/05/2024

এক লোক জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক ফাইভ স্টার হোটেলে উঠেছে। সে যখন সুইমিংপুলে নেমেছে, তখন আর কোনো গেস্ট ছিলো না। একা সুইমিংপুলে সাঁতার দিতে গিয়ে ফাজিলটার মাথায় চ্যাগান দিয়ে উঠলো শয়তানি। ভাবলো, "একটা ফাইভ স্টার হোটেলের সুইমিংপুলে হিসু করে রেখে যাই। আমার মূত্রে বাকি গেস্টরা অবগাহন করবে, অনেক মজা হবে।"

মজা পাওয়ার জন্য ভাইটি মূত্রবিসর্জন করামাত্র দেখলেন, পুলের ওই অংশের পানি গোলাপি হয়ে গেছে এবং এলার্ম বেজে উঠেছে। হোটেল স্টাফরা এসে সাথে সাথে তাকে পুল থেকে তুলে ফেললো। কারণ, এখন পুরা সুইমিংপুলের পানি ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নতুন করে পানি ভরা হবে।

ঘটনা ঘটার দশ মিনিটের মাথায় লোকটাকে রিসেপশনে ডেকে আনা হলো। তার হাতে পাসপোর্ট ধরিয়ে দিয়ে হোটেল থেকে বিদায় করে দেয়া হলো। লোকটা ভাবলো, সে সম্মানিত ট্যুরিস্ট এবং তার প্রচুর পয়সা আছে। অন্য হোটেলে গিয়ে উঠলেই হবে।

এখান থেকেই মূল খেলাটা শুরু। লোকটা প্রথমদিকে আশপাশের ফাইভ স্টার হোটেলগুলায় উঠার চেষ্টা করলো। মজা হলো, যেই হোটেলেই সে উঠার চেষ্টা করে, রিসেপশনিস্ট তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ফেলে, "আচ্ছা, আপনিই সেই লোক যে সুইমিংপুলে.... আহ্, সরি স্যার, আপনাকে গেস্ট হিসেবে আমরা নিতে পারতেসি না। অন্য হোটেল দেখেন।"

লোকটা হোটেল দেখা শুরু করলো। প্রথমে সবগুলো ফাইভ স্টার, এরপরে ফোর স্টার, এরপর থ্রি স্টার.... প্রত্যেকটা হোটেলেই সেইম ঘটনা ঘটতেছে। কেউই তাকে গেস্ট হিসেবে নিচ্ছে না। সারাদিন ঘুরে জাপানের কোনো হোটেলেই থাকার জায়গা না পেয়ে লোকটা শেষমেশ নিজের এমব্যাসিতে আশ্রয় নিলো।

সেখানে তাকে পরামর্শ দেয়া হলো, জাপানের এমন কোনো হোটেলেই তুমি আর কোনোদিন উঠতে পারবা না, যেখানে সুইমিংপুল আছে। তারচেয়ে বড় কথা, তোমার এই অপরাধের ছাপ্পা তোমার পাসপোর্টের সাথে লেগে গেছে। তোমার জাপান ভ্রমণ এখানে সমাপ্ত করাটা হবে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

লোকটার অপমান সেখানেই শেষ হয় নাই। চলে যাওয়ার সময় এয়ারপোর্টে পাসপোর্ট অফিসার তার পাসপোর্টে সিল মারতে মারতে বললো, "আশা করি আপনি আপনার শিক্ষা পেয়েছেন। অন্য দেশে যাওয়ার সময় শিক্ষাটা ভুইলেন না।"

লোকটি নিজের দেশে ফিরে গিয়ে পুরো ঘটনাটা তার ফেসবুকে লিখেছে। সেই স্ট্যাটাসের লাস্ট লাইন ছিলো, "পুরো জাপান জেনে গেছিলো যে আমি ওদের হোটেলের সুইমিংপুলে হিসু করেছি।”

এদিকে আমাদের দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে কারা আমাদের বিলিয়ন বিলিয়ন অর্থ চুরি করে নিয়ে যায়, সেটা আমাদের সরকার এখন পর্যন্ত বের-ই করতে পারে না।
#সুইমিংপুল #জাপান

পকেট যেমন-তেমন স্টাইল 100%🫡🫡🫡
14/05/2024

পকেট যেমন-তেমন স্টাইল 100%🫡🫡🫡

জাপানের  সব জাগায়- ই টুরিস্ট স্পট।জাপানে আসা এখন অনেক সহজ হয়েছে।শুধু একটু অধ্যবসায় দরকার।
06/05/2024

জাপানের সব জাগায়- ই টুরিস্ট স্পট।
জাপানে আসা এখন অনেক সহজ হয়েছে।
শুধু একটু অধ্যবসায় দরকার।

03/05/2024

আলহামদুলিল্লাহ🤗🤗🤗

16/04/2024

নিজের ব্যক্তিত্ব অবশ্যই ঠিক রাখা উচিত

জাপান আসার পর এইবার ই প্রথম সাকুরা ফুল আর ঈদুল ফিতর এক সাথে মিশে একাকার।জাপানে জাতীয় ফুল  সাকুরা  এখন সব জাগায় দেখা যাচ্...
10/04/2024

জাপান আসার পর এইবার ই প্রথম সাকুরা ফুল আর ঈদুল ফিতর এক সাথে মিশে একাকার।
জাপানে জাতীয় ফুল সাকুরা এখন সব জাগায় দেখা যাচ্ছে।
আজ ঈদের দিনের আবহাওয়া টা ছিল অনেক সুন্দর। সূর্যের আলো ছিল অন্যদিনের চেয়ে একটু বেশি সাথে মৃধু বাতাস । শীত বলতে গেলে বিদায় নিচ্ছে ।সাকুরা ফুলটি ৬ বছর ধরে দেখছি , প্রতি বছর ই নতুন লাগে ।গাছের মধ্যে ফুলটি ফোটতে দেখে মনের মাঝে অন্য রকম একটা ভাল লাগা কাজ করে ,আমার মনে হয় জাপানের প্রতিটি মানুষের একই অনুভূতি হয়।সাকুরার প্রতি মায়া ভাল লাগা টা একটু বেশি কারণ ফুলটি খুব তাড়াতাড়ি
ঝরে যায়॥

🤗🤗
21/02/2024

🤗🤗

15/01/2024

শীত কিংবা গরম পছন্দের জায়গা একটাই
🏝🏝minatomirai yokohama❤️❤️🤗🤗

09/01/2024

যতটুকু মনে পরে প্রায় ৬ বছর পর আমি মুভি দেখেছি।
২ ঘন্টা এতো লম্বা সময় ছবি দেখার ধৈর্য আর সময়
এখন আর নেই। কিন্তু 12th fail মুভিটির রিভিউ যখন আমার স্যারের কাছ থেকে আসে তখন না দেখে পারলাম না।
২ঘন্টা ২৬ মিনিট কোন নড়াচড়া ছাড়া-ই মুভিটা দেখেছি।
#শূন্য থেকে শুরু করলে আসলে তার কোন কিছুই হারানোর থাকে না॥

05/09/2023

গিফু প্রিফেকচার, জাপান🤗🤗🤗

পোলাপাইন..!!!😀😀🤪🤪Ohidur Rahman Anik
01/08/2023

পোলাপাইন..!!!😀😀🤪🤪
Ohidur Rahman Anik

13/07/2023

পাশের বাড়ির সেই মেয়েটি যদি গল্প পড়তে
ভালো না বেসে ক্রিকেট খেলা ভালোবাসতো,
তবে আমি সাহবউদ্দিন সৈকত না হয়ে
মোসাদ্দেক হোসেন সৈকত হতাম॥😀

05/07/2023

Unexpected …!!!

অনুভূতি প্রকাশের ভাষা আমার জানা নেই।
Humayun Kabir

30/06/2023

Driving with so serious friend🤯🤯🤯



26/06/2023

বুঝে শুনে কাজ করতে হবে।
okay??

23/06/2023

Japanese-Language Proficiency Test
JLPT -সমাচার

Don’t be follow ছোট ভাই🤪
#面白い #事 #考えた

06/05/2023

Wait for boys😀

07/02/2023

আরো একবার চল ফিরে যাই

30/12/2022

স্ট্রবেরি ফল যত ইচ্ছে খাও,, !!!!!
কিন্তু সময় ৩০ মিনিট🤪

07/11/2022

ঘুম আসে না ঘুমের সময়

16/10/2022

本当に面白い🤣🤣

住所

Nagoya-shi, Aichi
491-0846

ウェブサイト

アラート

স্বপ্ন বিলাস in japanがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

স্বপ্ন বিলাস in japanにメッセージを送信:

ビデオ

共有する

メディア会社付近



あなたも好きかも