Face 2 Face

Face 2 Face 日本語をならっています

কষ্ট পাওয়ার কিছু নেই...কয়দিন পরে দাম বাড়িয়ে বিক্রি করবে আর বলবে ঝড়ে সব আম নষ্ট হয়ে গেছে এজন্য আমের দাম বেশি।কারন এ দেশের...
28/05/2024

কষ্ট পাওয়ার কিছু নেই...
কয়দিন পরে দাম বাড়িয়ে বিক্রি করবে আর বলবে ঝড়ে সব আম নষ্ট হয়ে গেছে এজন্য আমের দাম বেশি।
কারন এ দেশের মানুষের কোন অবিভাবক নাই।

জাপানের একটি শহর থেকে মাউন্ট ফুজির মুগ্ধ করা দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকেরা৷ ভিড়ের চাপে শহর কর্তৃপক্ষ তা থামাতে দেয়াল তু...
22/05/2024

জাপানের একটি শহর থেকে মাউন্ট ফুজির মুগ্ধ করা দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকেরা৷ ভিড়ের চাপে শহর কর্তৃপক্ষ তা থামাতে দেয়াল তুলেছে৷ চলতি বছরে রেকর্ড সংখ্যক তিন কোটি ২০ লাখ পর্যটক ভিড় জমাবেন জাপানে, আশা করছে জাপানের জাতীয় পর্যটন সংস্থা৷
©dw

20/05/2024

Okonomiyaki (お好み焼き)
Japanese traditional food.4-5-2024

ভালো কোন ব্র্যান্ড এর মত কোন রকম আধুনিক অটোম্যাটিক মেশিন ছাড়াই কোন রকম অনুমোদন না নিয়ে গরীব দুস্থ মহিলাদের দিয়ে নোংরা পর...
17/05/2024

ভালো কোন ব্র্যান্ড এর মত কোন রকম আধুনিক অটোম্যাটিক মেশিন ছাড়াই কোন রকম অনুমোদন না নিয়ে গরীব দুস্থ মহিলাদের দিয়ে নোংরা পরিবেশে রাফসান দ্যা ছোট ভাই এর ইলেক্ট্রোলাইট ড্রিংকস BLU তৈরি করা হচ্ছিল কুমিল্লার একটি গোডাউনে ।
উক্ত ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব ফারহানা নাসরিন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং সার্বিক সহযোগিতা করেন জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম)।

17/05/2024
12/05/2024

কুমিল্লার সহ সভাপতি ভাইয়ের পুরো ভিডিওটি চলেন দেখে আসি

ভিডিও সংগ্রহ আবরার ভাই।©

জাপানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের কন্স্যুলার সংক্রান্ত সেবা প্রাপ্তিকে সহজলভ্য করার লক্ষ্যে প্রবাসীদের অনুরোধের প্রে...
08/05/2024

জাপানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের কন্স্যুলার সংক্রান্ত সেবা প্রাপ্তিকে সহজলভ্য করার লক্ষ্যে প্রবাসীদের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস জাপানের বিভিন্ন শহরে নিয়মিতভাবে মোবাইল কন্স্যুলার টিম প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই প্রক্রিয়ায় টোকিও’র পার্শ্ববর্তী বিভিন্ন শহরসহ বাংলাদেশীরা অবস্থান করেন এমন দূর দূরান্তের শহরেও নিয়মিত কন্স্যুলার টিম প্রেরণ করা হবে, যেখানে প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা তাৎক্ষনিক সেবা গ্রহণ এবং যেকোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে পারবেন। এই লক্ষ্যে প্রথম কন্স্যুলার টিম ১৮ ও ১৯ মে আইচি প্রিফেকচারে অবস্থান করবে। আইচি প্রিফেকচার ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশী ভাই ও বোনেরা উল্লিখিত তারিখে উক্ত স্থান হতে সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লখ্য, মোবাইল কন্স্যুলার টিম প্রেরণের অংশ হিসেবে নির্দিষ্ট শহরে কন্স্যুলার টিম প্রেরণের পূর্বেই দূতাবাস বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে তা সকলকে অবহিত করবে। এই ব্যাপারে আপনাদের যেকোনো মন্তব্য বা পরামর্শ দূতাবাসে ই-মেইলের ([email protected]) মাধ্যমে প্রেরণ করতে পারেন।
এ সংত্রান্ত বিজ্ঞপ্তি:
http://bdembjp.mofa.gov.bd/public/storage/notice/consular-visit-18-19-may-2024--1715157994.pdf
©

28/04/2024

এটাই জাপানিজ।
তারা নিজের ভাষার বাইরে কিচ্ছু বলবে না দরকার হলে শুধু মাথা ঝুকাবে।

"পুরো জাপান জেনে গেছিলো"এক ভারতীয় লোক জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক ফাইভ স্টার হোটেলে উঠেছে। সে যখন সুইমিংপুলে নেমেছে, ত...
25/04/2024

"পুরো জাপান জেনে গেছিলো"
এক ভারতীয় লোক জাপানে ঘুরতে গিয়ে সেখানকার এক ফাইভ স্টার হোটেলে উঠেছে। সে যখন সুইমিংপুলে নেমেছে, তখন আর কোনো গেস্ট ছিলো না। একা সুইমিংপুলে সাঁতার দিতে গিয়ে ইন্ডিয়ান বদমাইশটার মাথায় চ্যাগান দিয়ে উঠলো শয়তানি। ভাবলো, "একটা ফাইভ স্টার হোটেলের সুইমিংপুলে হিসু করে রেখে যাই। আমার মূত্রে বাকি গেস্টরা অবগাহন করবে, অনেক মজা হবে।"

মজা পাওয়ার জন্য ভাইটি মূত্রবিসর্জন করামাত্র দেখলেন, পুলের ওই অংশের পানি গোলাপি হয়ে গেছে এবং এলার্ম বেজে উঠেছে। হোটেল স্টাফরা এসে সাথে সাথে তাকে পুল থেকে তুলে ফেললো। কারণ, এখন পুরা সুইমিংপুলের পানি ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নতুন করে পানি ভরা হবে।

ঘটনা ঘটার দশ মিনিটের মাথায় লোকটাকে রিসেপশনে ডেকে আনা হলো। তার হাতে পাসপোর্ট ধরিয়ে দিয়ে হোটেল থেকে বিদায় করে দেয়া হলো। লোকটা ভাবলো, সে সম্মানিত ট্যুরিস্ট এবং তার প্রচুর পয়সা আছে। অন্য হোটেলে গিয়ে উঠলেই হবে।

এখান থেকেই মূল খেলাটা শুরু। লোকটা প্রথমদিকে আশপাশের ফাইভ স্টার হোটেলগুলায় উঠার চেষ্টা করলো। মজা হলো, যেই হোটেলেই সে উঠার চেষ্টা করে, রিসেপশনিস্ট তার পাসপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ফেলে, "আচ্ছা, আপনিই সেই লোক যে সুইমিংপুলে.... আহ্, সরি স্যার, আপনাকে গেস্ট হিসেবে আমরা নিতে পারতেসি না। অন্য হোটেল দেখেন।"

লোকটা হোটেল দেখা শুরু করলো। প্রথমে সবগুলো ফাইভ স্টার, এরপরে ফোর স্টার, এরপর থ্রি স্টার.... প্রত্যেকটা হোটেলেই সেইম ঘটনা ঘটতেছে। কেউই তাকে গেস্ট হিসেবে নিচ্ছে না। সারাদিন ঘুরে জাপানের কোনো হোটেলেই থাকার জায়গা না পেয়ে লোকটা শেষমেশ নিজের এমব্যাসিতে আশ্রয় নিলো।

সেখানে তাকে পরামর্শ দেয়া হলো, জাপানের এমন কোনো হোটেলেই তুমি আর কোনোদিন উঠতে পারবা না, যেখানে সুইমিংপুল আছে। তারচেয়ে বড় কথা, তোমার এই অপরাধের ছাপ্পা তোমার পাসপোর্টের সাথে লেগে গেছে। তোমার জাপান ভ্রমণ এখানে সমাপ্ত করাটা হবে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

লোকটার অপমান সেখানেই শেষ হয় নাই। চলে যাওয়ার সময় এয়ারপোর্টে পাসপোর্ট অফিসার তার পাসপোর্টে সিল মারতে মারতে বললো, "আশা করি আপনি আপনার শিক্ষা পেয়েছেন। অন্য দেশে যাওয়ার সময় শিক্ষাটা ভুইলেন না।"

ইন্ডিয়া ফিরে গিয়ে লোকটা পুরো ঘটনাটা তার ফেসবুকে লিখেছে। সেই স্ট্যাটাসের লাস্ট লাইন ছিলো, "পুরো জাপান জেনে গেছিলো যে আমি ওদের হোটেলের সুইমিংপুলে হিসু করেছি।”
এদিকে আমাদের দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে কারা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে, সেটা আমাদের সরকার এখন পর্যন্ত বের করতে পারে নাই।©
চাইলেই সব বের করা যায় কিভাবে করবো সব শেষে দোষটাতো আমার কাঁধেই এসে পড়বে।

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আ...
24/04/2024

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই নরম বা গলতে পারে।

সাউদি আরব কাতার কুয়েতে প্রায় ৪০~৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে পিচ গলেনা কারণ ১০০% বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি হিসেব করে দেখেন আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে !

ভিন্ন তথ্য মোতাবেক, সাউদি, কাতার দুবাই ইউরোপ আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচের রাস্তা কিন্তু বাংলাদেশেই হয়ে থাকে ।
©

 #চলেন_সত্যের_মুখোমুখি_হয়ঢাকা শহরে আমার খাওয়া ওভার হাইপড অথচ অতি জঘন্য কয়েকটা খাবারের বর্ণনা দিলাম। এগুলো কঠিনভাবে বর্জন...
12/04/2024

#চলেন_সত্যের_মুখোমুখি_হয়
ঢাকা শহরে আমার খাওয়া ওভার হাইপড অথচ অতি জঘন্য কয়েকটা খাবারের বর্ণনা দিলাম। এগুলো কঠিনভাবে বর্জনীয়। আপনার অভিজ্ঞতা ও কমেন্টে এরকম আরো বিখ্যাত ক্রিমিনালদের নাম দিয়ে যাবেন। যাতে পাবলিক এওয়ার হয়:

১/ বড় বাপের পোলায় খায়:

মূলত ঢাকার নবাববাড়িতে যে ইফতার মাখা হতো তার উচ্ছিষ্ট দেয়া হতো বাড়ির চাকরবাকরদের। চাকররা সেটা খেয়েই বাইরে আহা উহু গপ দিতো। সেই বর্ণনা শুনে স্থানীয়রাও রাস্তায় সেই ইফতার মাখা বিক্রি শুরু করে এবং নব্বই দশকে মিডিয়ার বদৌলতে মার্কেট পেয়ে যায়। এই খাবার একেবারেই জঘন্য। যেহেতু মাখা আইটেম তাই আগেরদিনের টক হয়ে যাওয়া মুরগী ইত্যাদি মিলিয়ে দেয় চকবাজারের বিক্রেতারা৷ খাইলে অসুস্থ্য হবেন নিশ্চিত৷

২/ মুস্তাকিমের চাপ: মুহাম্মদপুর বিহারী ক্যাম্পের এই জিনিসের সুনাম শুনে খেতে গিয়েছিলাম ২০১৫ তে। ভালো লাগেনি। কয়দিন আগেও গেলাম। আরো জঘন্য হয়েছে৷ সকল আইটেমই একই মশলায় মাখে, একই তেলে ভাজা হয়। স্বাদ থাকবে কেমনে? তাছাড়া এই তেল কয়দিনের পুরোনো কে জানে!

মূলত স্টয়িক ব্লিসের আবার জিগায় গানে মুস্তাকিমের চাপ আবার জিগায় লাইনটার কারবে বেশি হিট খেলেও এখন আর আগের মত জমজমাট নাই কারণ পাবলিক সচেতন হয়েছে। স্পেশালি লুচি নিয়ে এরা যে বাটপারিটা করে সেটা ধরতে পারলে আপনি আর এখানে দুইবার যাবেন না।

৩/ বেনারসি পল্লীর শওকতের চাপ: এটা আরেক জঘন্য আইটেম। মুস্তাকিমের মত একই তেলে দুনিয়ার সবকিছু ভাজা হচ্ছে এখানে। আর এত কড়া ভাজা দেয় যে কোনকিছুর মূল স্বাদ বলে কিছু অবশিষ্ট থাকেনা। মূলত একবার পাকিস্তান টিম খেতে গিয়ে জায়গাটা বিখ্যাত করে তুলে কিন্তু আমরা যারা মিরপুর থাকি আমরা ভুলেও ঐ দোকানে খাইনা।

৪/ কাল্লুর কাবাব: এরা যখন রাস্তার ব্যবসায়ী ছিলো তখন এদের খাবার ও সার্ভিস দুইই ভালো ছিলো। আমরা হাইপ তুলে এদের এত আসমানে তুলেছি যে এখন এরা কাবাবটা পর্যন্ত পুড়ায় না। তেলে ভেজে দেয়। কারণ পুড়ালে টাইম বেশি লাগে।

৫/ চান্দুর নেহারী: চান্দুর নেহারী এক সময় সস্তা ছিলো এবং হাইপ কম ছিলো বলে ভালো করে জ্বাল দিতেন উনারা। এখন এত চাপ যে এক জ্বালের নেহারী বেচেই কূল পান না। আর এখন পুরোটাই ইম্পোর্টেড নেহারী ইউজ করেন। দামও বাড়িয়ে ফেলেছেন। তাই আর ভালো লাগেনা। তাও যদি খেতে চান বাসায় এসে কয়েকবার জ্বাল দিয়ে খাবেন।

৬/ বিউটির লাচ্ছি: গত ৫-৭ বছর ধরে লাচ্ছিটা জঘন্য হচ্ছে। গোলাপজলের গন্ধে গেলা দায়। তাই লেবুর শরবতটা খেতাম ঐটাও আর আগের মত নাই। তআছাড়া ঢাকা শহরের সবচে বড় ভাগাড়টা এখন ওদের দোকানের সামনে! আর আমাদের দেশের নাদান ফুড ব্লগারগুলো কিনা বিদেশী ব্লগার আসলে এখানেই নিয়ে যায়!

৭/ হাজী বিরিয়ানী: এইখানে খাসির মাংসের বদলে এখন ছাটের মাংস দেয় কিন্তু দামটা কিন্তু ঠিকই অনেক বেশি নেয়। মাংস আপনি বলতে গেলে পাবেনই না। টাকা দিয়ে হাড় নেয়ার মানে আছে কোন? তাছাড়া পরিমাণ এত কমিয়েছে বলার বাইরে। আগে এক পাতা খেলে পেট ভরতো আর এখন এক পাতায় পেটের অর্ধেকও ভরেনা!

৮/ কলাবাগানের মামা হালিম: ঢাকার সবচে বাজে হালিম এরা বানায়। কিন্তু দাম নিবে গলাকাটা। কেমনে যে এদের নাম ফাটলো আমি ভেবে পাইনা!

৯/ শমসের আলীর ভুনা খিচুড়ি: এই দোকানের মার্কেটিং, পলিসি, খাবার সবই বাটপারি৷ সারাক্ষণ এদের হাবভাব আমরা প্রেসিডেন্ট এর খাবার বানাই কিন্তু খাইলে বুঝবেন ফকিন্নীও এদের খাবার গিলবে না!

১০/ আবেশ হোটেলের মটকা আইটেম:
এটা পুরাপুরি ফুড ব্লগারদের তৈরী হাইপ। এদের খাবার এত জঘন্য এত জঘন্য যে খাবার পর আপনার মনে হবে মাইক ভাড়া করে এদের গালাগালি করি!

আপনার খাওয়া ওরষ্ট ফুডঅফ ঢাকার লিষ্ট দিয়ে যাইয়েন!

লেখাঃ Apu Nazrul
(কালেক্টেড)

02/04/2024

কোন লাইক কমেন্টের দরকার নাই।
দয়া করে এমন অসহায় মানুষের পাশে দাড়ান।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ঢাবিতে ভর্তি হয়েছিল ২০১১-১২ শিক্ষাবর্ষে। প্রথম বর্ষে ফেল করেছিল ৩বার। ৪র্থ বারের চেষ্টায় দ্বিত...
01/04/2024

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ঢাবিতে ভর্তি হয়েছিল ২০১১-১২ শিক্ষাবর্ষে। প্রথম বর্ষে ফেল করেছিল ৩বার। ৪র্থ বারের চেষ্টায় দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়। সেখানেও প্রথমবার উত্তীর্ণ হতে পারেনি। ২য় চেষ্টায় উত্তীর্ণ হয়। আবার ৩য় বর্ষেও প্রথমবার ফেল। অর্থাৎ, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ৭ বারের মাঝে সে ফেল করে ৫ বার!

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, তার ছাত্রত্বই থাকার কথা না। কিন্তু অবশেষে ডিনস কমিটির বিশেষ বিবেচনায় তার অনার্স জীবনের পরিসমাপ্তি সম্ভব হয়।

সেই সাদ্দাম এখন নির্ধারণ করতে চায়, বুয়েট কিভাবে চলবে! হায় সেলুকাস!!

সংগৃহীত

পত্রিকায় মাত্রই পড়লাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে চৌর্যবৃত্তি ও যৌন নিপীড়নের জন্য তদন্ত কমিতি গঠিত হয়েছে।...
01/04/2024

পত্রিকায় মাত্রই পড়লাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে চৌর্যবৃত্তি ও যৌন নিপীড়নের জন্য তদন্ত কমিতি গঠিত হয়েছে। এক শিক্ষক আরেকজনের গবেষণা চুরি করে পিএইচডি করে ফেলেছেন! আরেক শিক্ষক ছাত্রীকে যৌন নিপীড়ন করেই চলছেন।

তো, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যস্ত শিক্ষকদের চুরি আর ধর্ষণ নিয়ে!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যস্ত শিক্ষকদের যৌন নিপীড়ণ আর ছাত্রীর আত্মহত্যা নিয়ে।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্যস্ত ভিসির আগমন উপলক্ষে নাচন-কুদন নিয়ে!

বুয়েট ব্যস্ত রাজনীতি থাকবে কি থাকবে না এই নিয়ে!!

জাহাঙ্গীরনগর ব্যস্ত ছাত্র নেতাদের ভাগ-বাটোয়ারা নিয়ে!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যস্ত টেন্ডারবাজি নিয়ে!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্যস্ত ফুলের তোড়ার সাথে ছবি তুলতে।

পাবনা বিশ্ববিদ্যালয় ব্যস্ত ঘুষ খেয়ে চাকরি দেয়া নিয়ে!

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যস্ত ঘুষ খেয়ে কেন চাকরি দিল না সেটা নিয়ে!

অথচ আমদের শেখানো হয় বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা ও গবেষণার জায়গা! সেই জায়গা যে অনেক আগেই চুরি, ধর্ষণ, ঘুষ, যৌন হয়রানী আর নাচন-কুদন নিয়ে নিয়েছে! কেউ বুঝতেও পারছে না।

ও আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুই শিক্ষকের বিরুদ্ধে চুরি করে পিএইচডি করার অভিযোগ উঠেছে। উনাদের একজনকে সেদিনই দেখলাম টেলিভিশনে গিয়ে বয়ান দিচ্ছিলেন- 'দেশে পড়াশুনার মান অনেক কমে যাচ্ছে!"

আর যিনি যৌন নিপীড়ন করছিলেন। তিনি অবশ্য টকশোতে গিয়ে সেদিনই বলেছেন- 'দেশে নারীরা মোটেই নিরাপদ নয়।"

বাংলাদেশ একেই বলে!
©আমিনুল ভাই

ফুল মনকে প্রশান্ত করে।
28/03/2024

ফুল মনকে প্রশান্ত করে।

27/03/2024

১. বাসায় যে ছুটা বুয়া কাজ করে তার মাসিক ইনকাম ১৩০০০ টাকার মত, দুই বেলা খাবার সহ। তার স্বামী রিক্সা চালিয়ে আয় করে মাসে প্রায় ১৮০০০-২০০০০ টাকা। তাদের ১২ বছরের একটা ছেলে টেম্পুতে হেলপারি করে পায় ৬০০০ টাকা। ঐ পরিবারের মাসিক আয় ৩৯০০০ টাকা। মা,ছেলের ২ বেলা খাবার ফ্রি।

এরা যে বাসায় থাকে তার ভাড়া ৭০০০ টাকা। সব খরচ মিটিয়ে প্রতিমাসে সমিতিতে জমা করে ৮০০০ টাকা, জমার পরেও গত কয়েক বছরে গ্রামের বাড়িতে জায়গা কিনেছে ১০ শতাংশ।

২. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বছর দশেক আগে মাস্টার্স করা ছেলে রফিকুল ইসলাম, বিবাহিত, ৬ বছরের ছেলে আছে। একটা বায়িং হাউসে চাকরি করত। করোনার কারনে চাকরি চলে যায়, দীর্ঘদিন বেকার থেকে বহু চেষ্টা তদবির করে আরেকটা প্রতিষ্ঠানে চাকরি পায়। বেতন সর্বসাকুল্যে ২৮৫০০ টাকা, ৩ দিন লেট হলে ১ দিনের বেতন কাটা।
১ রুমের বাসা নিয়ে ঢাকায় থাকে, বাসা ভাড়া সমস্ত বিল সহ ১৪,০০০ টাকা। বাকি ১৪,৫০০ টাকা দিয়ে খাওয়া, যাতায়াত, কাপড়চোপড়, চিকিৎসা, বাচ্চার লেখাপড়া সব। ২০ দিন যেতে না যেতেই টাকা শেষ। এরপর ধার দেনা করে চলতে হয়।

** দেশে ১ কোটি দরিদ্র পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে কম দামে পণ্য কেনার জন্য। এই কার্ড কে পাওয়ার যোগ্য- কাজের বুয়া নাকি রফিকুল ইসলাম। কোন্ ক্রাইটেরিয়াতে দারিদ্র্যতা সংজ্ঞায়িত হয় বাংলাদেশে, আয় দিয়ে নাকি সামাজিক অবস্থান দিয়ে ?

© ফয়েজ সাগর।
Face 2 Face

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে ভর্তি চলছে।নরসিংদী...
29/02/2024

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে ভর্তি চলছে।নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সে ভর্তি চলছে।

01/11/2023
সুখবর সুখবর সুখবরনরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞপ্ত...
29/01/2023

সুখবর সুখবর সুখবর
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স চালু হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাশ
ভর্তি ফর্ম ও জমাদানের ২৯/০১/২০২৩ইং হইতে ০৪/০২/২০২৩ইং পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের, প্রশিক্ষণ শাখায়
মোবাইল: ০১৭১২৮৯৮৪৩৫

ই-৩৪, গ্রুপ-০৮ আইএম জাপান এর মাধ্যমে  "টেকনিক্যাল ইন্টার্ন" জাপানগামীদের ১৫ দিন ব্যাপী প্রি- ডিপার্চার প্রশিক্ষণ।
14/09/2022

ই-৩৪, গ্রুপ-০৮
আইএম জাপান এর মাধ্যমে "টেকনিক্যাল ইন্টার্ন" জাপানগামীদের ১৫ দিন ব্যাপী প্রি- ডিপার্চার প্রশিক্ষণ।

住所

Kyoto-shi, Kyoto
601-1463

ウェブサイト

アラート

Face 2 Faceがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Face 2 Faceにメッセージを送信:

ビデオ

共有する

メディア会社付近


デジタルクリエイターのその他Kyoto-shi

すべて表示

あなたも好きかも