Ariful Islam

Ariful Islam উন্মুক্ত ডায়েরী কারো লেখার ক্রেডিট না থাকলে, ইনবক্সে নক দিবেন।

একদম❤️🥀
25/12/2024

একদম❤️🥀

25/12/2024

ট্রেনিং ক্লাস চলছে....
লোকেশন ~ব্রাহ্মণবাড়িয়া🥀

25/12/2024

নে‌গে‌টিভ কথার অ‌নেক শ‌ক্তি। গতবার যখন বা‌ড়ি‌তে গেলাম, আমার এক আত্মীয়া আমা‌কে প্রায় বিশ্বাস ক‌রি‌য়েই ফে‌লে‌ছি‌লেন যে আমার ম‌তো খারাপ চেহারা দু‌নিয়া‌তে আর কা‌রোই নাই! প‌রে ডিএসএলআর-এ নি‌জের ছ‌বি তু‌লে সেই ছ‌বি জুম ক‌রে দে‌খে নি‌শ্চিত হইলাম, আ‌মি আস‌লে দেখ‌তে ততটাও খারাপ নই! ;) মজা করলাম। এবার একটু সি‌রিয়াস কথা ব‌লি-

বলা হয়, ভা‌লো কথা বলাও এক ধর‌নের ইবাদত। আপ‌নি যখন মুখ খুল‌বেন, আপনার কথার ভ‌য়ে মানুষ যেন আতং‌কিত না থা‌কেন। সুন্দর কথা বল‌তে না পার‌লে চুপ থাকুন। আপনার মু‌খের কথার ভ‌য়ে মানুষ আপনা‌কে এ‌ড়ি‌য়ে চ‌লে, এর চে‌য়ে চরম লজ্জার আর কী হ‌তে পা‌রে!

ব‌লে‌ছিলাম, নে‌গে‌টিভ কথার অ‌নেক শ‌ক্তি। আস‌লে নে‌গে‌টিভ-প‌জে‌টিভ সব কথারই অ‌নেক শ‌ক্তি। শ‌ক্তি যখন আল্লাহ্ দি‌য়ে‌ছেনই, ভা‌লো কা‌জেই নাহয় ব‌্যয় ক‌রে যান। দিন‌শে‌ষে অন‌্যরা যতটা না লাভবান হ‌বেন, তার থে‌কে অ‌নেক বে‌শি হ‌বেন আপ‌নি। বিশ্বাস না হ‌লে পরীক্ষা ক‌রেই দেখুন!

টাকার মিশিনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে💘💟
13/11/2024

টাকার মিশিনের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে💘💟

😌💔
05/11/2024

😌💔

Flowers don’t tell, they show >🌹🌻
05/11/2024

Flowers don’t tell, they show >🌹🌻

বুকের ভেতর এভাবেই তুমি ছড়িয়ে ছিটিয়ে আছো...
08/10/2024

বুকের ভেতর এভাবেই তুমি ছড়িয়ে ছিটিয়ে আছো...

zindagi se hai gila,phir bhi humein jeena to hai..❤
07/10/2024

zindagi se hai gila,
phir bhi humein jeena to hai..❤

02/10/2024

কারো কাছে কিছু চাইবেন না।কারো কাছ থেকে কিছু আশা করবেন না।সৃষ্টিকর্তা আপনাকে সবই দেবেন!❤️

02/10/2024

পার্টনারকে কখনও "little less than you" ফিল করাবেন না।

হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার কম্পিটিটর না, আপনিও তার কম্পিটিটর না। জগতের সবার যোগ্যতা সমান হবে না।

পার্টনার মানেই দুই এক-এ এক। আপনিই সে, সে-ই আপনি।

দুজনে একসাথে গ্রো করবেন। একে অপরকে জিতায় দিবেন। একে অপরের প্রশংসা করবেন।

এজন্যই আপনারা পার্টনার। স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা।

এই সম্পর্কগুলো উদার হতে হয়। নইলে জমে না! ❤️

© Jarjis Arselan🌸

01/10/2024

বেডি মাইনষের বুকে দুঃখ অন্তরে শাড়ি।

28/09/2024

মেয়েটির শেষ ম্যাসেজ টা এমন ছিলো—

হঠাৎ করে'ই গতকাল রাতে বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পর বুঝতে পারলাম বাসাই আমাদের রিলেশনের কথা জেনে গিয়েছিলো, আমাকে মাফ করে দিও, আমাদের হয়তো আর কখনো দেখা হবে না, কথা হবে না।🖤😓

Like Seriously!!! 🤮
27/09/2024

Like Seriously!!! 🤮

24/09/2024

হালাল অর্থ উপার্জন কখনও সহজ না। টাকা অনেকেই দেখে। কিন্তু তার পেছনের গল্প, সীমাহীন ত্যাগ, ধৈর্য্য আর অক্লান্ত পরিশ্রমটা কেউ দেখে না।

23/09/2024

জীবনে মানসিক শান্তিটাই আসল। বাকি সব কিছু মিথ্যা। আপনার কাছে সবকিছু আছে শুধু মানসিক শান্তি নাই। আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেকদিকে। নিজের মনের শান্তিটাকে খুঁজুন। বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই। কিচ্ছু না। মন শান্তি তো সব শান্তি!🖤

21/09/2024

এতো আফসোস করতে নেই৷ কিছু মুখোশধারী মানুষ জীবনে না থাকলে জীবন এমনিতেই সুন্দর হবে!♥️

20/09/2024

মনে রাখবেন,

কর্মফল খুব ভয়ানক জিনিস,
আজ আপনি যা করবেন, কাল তা'ই ফিরে পাবেন..🤍

19/09/2024

একটা মানুষ হোক, যে দিনশেষে সম্পূর্ণ আমার, আমিতেই যার তৃপ্তি, আমার মধ্যেই যে মানসিক শান্তি খুঁজে পাবে। যে আমার চেয়ে শ্রেষ্ঠ কাউকে খুঁজবে না, একটা মানুষ হোক একান্তই নিজের। 🖤

住所

Kita-ku, Tokyo

アラート

Ariful Islamがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Ariful Islamにメッセージを送信:

ビデオ

共有する