Doshdik Doshdik (দশদিক) is a Bangla online news outlet published from Tokyo, Japan- Bangla Community. This news portal is exclusively online.

ড.মিজানুর রহমান এর ফেসবুক পেজ থেকে,সুপ্রিয় বন্ধুরা, গতরাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে, স্টেজে উ...
28/12/2024

ড.মিজানুর রহমান এর ফেসবুক পেজ থেকে,
সুপ্রিয় বন্ধুরা, গতরাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে, স্টেজে উঠতে প্রায় ঘন্টা খানেক সময় লেগেছিল। প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না।

আমি কুরআনের একজন নগন্য ছাত্র। আপনাদের দ্বীনি ভাই। দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সর্বশেষ দেশে ২০১৯-২০২০ সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফাহা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলাকালীন সময়ে স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

প্রতিটি প্রোগ্রামেই মূল প‍্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। সেইফ এন্ট্রি এবং সেইফ এক্সিট নিশ্চিতকরণে, আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন।

অতি আবেগী হয়ে কুরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কুরআন-প্রেমীরা স্মার্টলি সবকিছু হ‍্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এতো বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা অসম্ভব।

আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি, নিশ্চই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালোলাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি, কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফাহা করতে চাই, কথা বলতে চাই, ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকবো এই প্রত্যাশা রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে ইনশাআল্লাহ।

তাফসিরুল কুরআন মাহফিল পেকুয়া, কক্সবাজার
27/12/2024

তাফসিরুল কুরআন মাহফিল

পেকুয়া, কক্সবাজার

হে আল্লাহ!আমাদের প্রিয় আজহারিকে আপনার নিরাপত্তার চাদরে আবৃত রাখুন,তাঁর জীবনে শান্তি ও কল্যাণ বর্ষিত করুন। আমীন।
26/12/2024

হে আল্লাহ!
আমাদের প্রিয় আজহারিকে আপনার নিরাপত্তার চাদরে আবৃত রাখুন,
তাঁর জীবনে শান্তি ও কল্যাণ বর্ষিত করুন। আমীন।

25/12/2024

বিশ্বজুড়ে এক্স ছাত্রশিবিরের ৫ শতাধিকের বেশি নিউক্লিয়াস পারসন আছে যাদের বাংলাদেশে ফিরিয়ে আনলে দেশে এক ঐতিহাসিক বিপ্লব ঘটানো সম্ভব।

“প্রচারেই প্রসার, নিয়তে বরকত!“আমার দেশ” আমার আপনার সবার।দেশের কল্যাণে এগিয়ে আসুন—ভারতীয় সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী সকল পত...
22/12/2024

“প্রচারেই প্রসার, নিয়তে বরকত!
“আমার দেশ” আমার আপনার সবার।
দেশের কল্যাণে এগিয়ে আসুন—ভারতীয় সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী সকল পত্রিকা বর্জন করুন।
নিজের স্বকীয়তা এবং জাতীয়তাবোধকে সমুন্নত রাখতে সচেতন হোন।”

জাপানে আমাদের প্রিয় শায়েখ ড. মিজানুর রহমান আজহারি।উজ্জ্বল সূর্য, ঝলমলে তারা, নদী-নালা, পাহাড়-পর্বত, গাছ-পালা ফলমূল, বায়...
16/12/2024

জাপানে আমাদের প্রিয় শায়েখ ড. মিজানুর রহমান আজহারি।

উজ্জ্বল সূর্য, ঝলমলে তারা, নদী-নালা, পাহাড়-পর্বত, গাছ-পালা ফলমূল, বায়ু ও পানি এসব আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ।

12/12/2024
07/12/2024

ইসলামিক কনফারেন্স ২০২৪
টোকিও, জাপান।
আলোচকঃ ড. মিজানুর রহমান আজহারি।

ড. মিজানুর রহমান আজহারি তার ফেসবুকে বলেছেন:“আমরা ঐক্যবদ্ধ আছি,থাকব ইনশাআল্লাহ।”
04/12/2024

ড. মিজানুর রহমান আজহারি তার ফেসবুকে বলেছেন:
“আমরা ঐক্যবদ্ধ আছি,থাকব ইনশাআল্লাহ।”

জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে। এ স্বপ্নের কথা দেশে এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তখন আন্তরিকভাবেই অনে...
03/12/2024

জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে। এ স্বপ্নের কথা দেশে এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তখন আন্তরিকভাবেই অনেক শুভাকাঙ্ক্ষী, একাডেমিক ও প্রাতিষ্ঠানিক এ উদ্যোগের অংশ হতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, নানা গুরুত্বপূর্ণ পরামর্শও আমি ইতিমধ্যে আপনাদের থেকে পেয়েছি। আমাদের পরিকল্পনাটা এবার শূন্য থেকে দৃশ্যমান করতে চাই।

আমরা চাই— জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ডব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে। ইসলামি মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।

ইংরেজিতে একটি কথা আছে— ‘ড্রিম বিগ’। হ্যাঁ, আমাদের স্বপ্নটা একটু বড়-ই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে চাই। পূর্ণতা দেয়ার মালিক মহান আল্লাহ তাআলা। আমরা শুধু প্ল‍্যানমাফিক প্রতিটা ডট কানেক্ট করে একটা লাইন তৈরি করতে চাই; স্বপ্ন পূরণের পথে যার কোনো একটা ডট হতে পারেন আপনিও।
আমাদের এই পরিকল্পনাকে প্রাথমিকভাবে ‘Project Alpha’ হিসেবে এড্রেস করে একটা কোর টিম গঠন করতে চাই। (চূড়ান্ত নাম পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ।)

এ প্রজেক্টে অবদান রাখতে যে যে ক্যাটাগরিতে ই-মেইল করা যাবে, সেগুলোর সাবজেক্ট নিম্নরূপ:

১. আপনার এক্সপার্টিজ দিয়ে প্রজেক্ট আলফার কোর টিমের মেম্বার হওয়ার জন্য সাবজেক্টে Core Team লিখুন।

২. বিশেষ কোন পরামর্শ অথবা অভিজ্ঞতা শেয়ার করতে সাবজেক্ট হিসেবে Idea লিখুন।

৩. আর্থিক অনুদান অথবা জমি দানের জন্য সাবজেক্ট হিসেবে Contribution লিখুন।

৪. আপনার প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমাদের প্রজেক্ট প্লানিং-এর সহায়ক হতে পারে মনে করলে সাবজেক্ট হিসেবে Support লিখুন।

৫. ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে সাবজেক্ট হিসেবে Volunteer লিখুন।

১৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে আপনার ছবি এবং পোর্টফলিওসহ বিস্তারিত লিখে পাঠাতে পারেন: [email protected] এই ইমেইলে। অথবা কমেন্টের গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন।

ফিল্টারিং শেষে সিলেক্টেড সবার সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে টিম মিটিংয়ে ইনভাইট করা হবে ইনশাআল্লাহ।

Looking forward to hearing from you..
ইমেইল কিংবা গুগল ফর্ম যেকোন একটি মাধ্যমে তথ্য প্রেরণই যথেষ্ট। উভয় মাধ্যমে প্রেরণ করলে আমাদের ফিল্টারিং এর কাজে ব্যাঘাত ঘটাবে। তাই যে কোনো একটি মাধ্যম বেছে নিন এবং ১৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে সেন্ড করুন। কে কতো দ্রুত তথ্য প্রেরণ করলো সেটা বিবেচ্য নয় বরং স্পেসিফিক প্রোপোজাল, ইনোভেটিভ আইডিয়া এবং যোগ্যতাই সিলেকশনের মানদণ্ড। তাই কিছুটা সময় নিন এবং নিজের সেরাটা দিন। ইন শা আল্লাহ, আপনাদের সার্বিক সাপোর্ট আমাদের ভিশনকে ত্বরান্বিত করবে।

ইমেইল : [email protected]

গুগল ফর্ম লিংক :

ইমেইল কিংবা গুগল ফর্ম যেকোন একটি মাধ্যমে তথ্য প্রেরণই যথেষ্ট। উভয় মাধ্যমে প্রেরণ করলে আমাদের ফিল্টারিং এর কাজে ব্যাঘাত ঘটাবে। তাই যে কোনো একটি মাধ্যম বেছে নিন এবং ১৩ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে সেন্ড করুন। কে কতো দ্রুত তথ্য প্রেরণ করলো সেটা বিবেচ্য নয় বরং স্পেসিফিক প্রোপোজাল, ইনোভেটিভ আইডিয়া এবং যোগ্যতাই সিলেকশনের মানদণ্ড। তাই কিছুটা সময় নিন এবং নিজের সেরাটা দিন। ইন শা আল্লাহ, আপনাদের সার্বিক সাপোর্ট আমাদের ভিশনকে ত্বরান্বিত করবে।

ইমেইল : [email protected]

গুগল ফর্ম লিংক : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeRp9aY1sv40-4fW3drl9cuqDGYamJwgAIsZVN4Mt8mZo96EA/viewform?usp=pp_url

03/12/2024

বাংলাদেশ হায়েদ্রাবাদ কিংবা সিকিম নয়। আমাদের আবু সাঈদ, মুগ্ধ, আসহাবুল ইয়ামিন , আহনাফ ,সৈকত, আর আনাসের উত্তরসূরীরা তোমাদের যে কোন হিসাব নিকাশ পাল্টে দিবে।কোন ভুল করার আগে ১০০ বার ভেবো -যেন আখেরে পস্তাতে না হয়।

03/12/2024

ভা/র/ত এমন একটি দেশ, যেখানে সংখ্যালঘু মুস/লিমদের হত্যা করা হয়, মস/জিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়, এবং বাংলাদেশের হাইকমিশনে হামলার মতো ঘটনা ঘটে। এমন সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ ও সংঘাতপ্রবণ দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বজায় রাখার প্রয়োজন নেই। আমরা স্বাধীন জাতি, চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য আমাদেরও রয়েছে। তাদের কাছ থেকে সভ্যতার শিক্ষা নেওয়ার কিছু নেই।

অনেক সময় মুচকি ও মিষ্টি একটা হাসিও হতে পারে অত্যন্ত চমৎকার সাদাকা।
02/12/2024

অনেক সময় মুচকি ও মিষ্টি একটা হাসিও হতে পারে অত্যন্ত চমৎকার সাদাকা।

住所

4-5-5 Sotokanda, Akiba Mitakikan 5F
Chiyoda-ku, Tokyo
101-0021

ウェブサイト

アラート

Doshdikがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Doshdikにメッセージを送信:

ビデオ

共有する

カテゴリー