Doshdik Doshdik (দশদিক) is a Bangla online news outlet published from Tokyo, Japan- Bangla Community. This news portal is exclusively online.

সাবেক প্রধান নির্বাচন কমিশনার, বিশিষ্ট আইনজ্ঞ বিচারপতি আব্দুর রউফ আজ, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় ইনসাফ বারাকাহ হাসপাতালে ...
09/02/2025

সাবেক প্রধান নির্বাচন কমিশনার, বিশিষ্ট আইনজ্ঞ বিচারপতি আব্দুর রউফ আজ, ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতি এক অভিজ্ঞ ও গুণী ব্যক্তিত্বকে হারাল। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

08/02/2025

'অপারেশন ডেভিল হান্ট' সফল হোক।

04/02/2025
কুরআন মানুষকে বারবার ভাবতে বলেছে, মাথা খাটাতে বলেছে। কুরআনের বার্তাগুলো নিয়ে একবার ভাবতে শুরু করলে, আপনি রীতিমতো চমকে উঠ...
03/02/2025

কুরআন মানুষকে বারবার ভাবতে বলেছে, মাথা খাটাতে বলেছে। কুরআনের বার্তাগুলো নিয়ে একবার ভাবতে শুরু করলে, আপনি রীতিমতো চমকে উঠবেন— আরে! কুরআন আমাদের এতোটা আপন? এটা তো জানতাম-ই না! আসলে কুরআন আমাদের সাথে কথা বলে। কখনো কাঁদায়, কখনো-বা আন্দোলিত করে। জীবনঘনিষ্ঠ এসব আলাপ আরো সহজে বুঝতে এবারের একুশে বইমেলা ২০২৫-এ আসছে আমার নতুন একটি কাজ— 'এক নজরে কুরআন'। অনেক ব্যস্ততার মাঝেও বড় কলেবরের এই বরকতময় কাজ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।

'এক নজরে কুরআন' এমন একটি বই— যা আপনার ভেতরটাকে নাড়িয়ে দেবে, কুরআনকে জানার তৃষ্ণা বাড়িয়ে দেবে। না, এটি কোনো অনুবাদ কিংবা তাফসির-গ্রন্থ নয়। এ বইতে বরং গোটা কুরআনের সারনির্যাসকে এক-নজরে তুলে আনার চেষ্টা করা হয়েছে। গতানুগতিক স্টাইল নয়, বরং কুরআন থেকে পাওয়া লেসনগুলোকে সাজানো হয়েছে ইনফোগ্রাফিক স্টাইলে। যাতে কুরআনের ম্যাসেজগুলো খুব সহজে মনে রাখা যায়। এটাকে একটা মাইন্ড-ম্যাপিং বুকও বলতে পারেন, যেখানে কুরআনের বার্তাগুলোকে চমৎকারভাবে ভিজ্যুয়ালাইজ করা হয়েছে।

এই বইটিতে অল্প সময়ের জন্য চোখ বোলালেও, একেকটি সূরার মূলকথা, মেজর থিম ও ফজিলত-সহ আরো অনেক তথ্য জেনে নিতে পারবেন সহজেই। কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, সুন্নাহ থেকে উঠে এসেছে সেসব চিত্রও। শুধু তাই নয়, প্রতিটি সূরার সাথে তার আগে-পরের সূরাগুলোর কানেকশনটাও দেখানো হয়েছে। সেই সাথে তাদাব্বুর আর কেইস-স্টাডিতে জায়গা পেয়েছে মহান ইমামদের গুরুত্বপূর্ণ বক্তব্যের সিনোপসিস। আশা করছি, এ বইটি পড়ার মাধ্যমে, পাঠক মহলে হাজারো দৃষ্টিভঙ্গি থেকে কুরআনকে নতুনভাবে স্টাডি করার আগ্রহ তৈরি হবে, ইন শা আল্লাহ।

সবশেষে সত্যায়ন প্রকাশন-এর পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই নান্দনিক ডিজাইনে এতো বিশাল একটি কাজ পাঠকদের উপহার দেওয়ার জন্য।

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার...
19/01/2025

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন।

বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর-দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে— অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের জন্য উচিত নয়। আর তাদেরকে এ আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদের কে দিয়েছে?

এভাবে চলতে থাকলে, চিরায়ত এই দ্বীনি ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামি প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন।

আমাদের কোন আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব‍্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের, ইসলাম ধর্মের নয়। ইসলাম চির-সুন্দর, চির-আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের।

১৫ মাস পর ১৯শে জানুয়ারি রবিবার থেকে গা*জায় যুদ্ধবিরতি:ইস*রাইলি গণ*হত্যামূলক যুদ্ধের ৪৬৭ দিন পরও তারা প্রতিরোধের জন্য তা...
15/01/2025

১৫ মাস পর ১৯শে জানুয়ারি রবিবার থেকে গা*জায় যুদ্ধবিরতি:
ইস*রাইলি গণ*হত্যামূলক যুদ্ধের ৪৬৭ দিন পরও তারা প্রতিরোধের জন্য তাদের অটল মনোভাব পোষণ করেন। তারা শ্লোগান দেন:
"হোত্ত আস-সেইফ এক্ববাল আস-সেইফ,
ওয়া অ্যাহনা রেজাল মোহাম্মদ দেইফ।"
অর্থাৎ
তলোয়ারের জবাব তলোয়ার হোক,
আমরা মোহাম্মদ দেইফের লোক।

住所

4-5-5 Sotokanda, Akiba Mitakikan 5F
Chiyoda-ku, Tokyo
101-0021

ウェブサイト

アラート

Doshdikがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Doshdikにメッセージを送信:

ビデオ

共有する

カテゴリー