Online Earning Tips Lb

Online Earning Tips Lb Online Earning Tips Lb, YouTube Chennel,
(2)

22/06/2023
25/12/2022

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

19/09/2022

How to add Mobile frame in videos for Android,

প্রফেসনাল লোগো তৈরি করুন মোবাইল দিয়ে
14/01/2022

প্রফেসনাল লোগো তৈরি করুন মোবাইল দিয়ে

প্রফেসনাল লোগো তৈরি করুন মোবাইল দিয়ে।

12/01/2022

to install Bangla Stylish Font in KinemasterKinemaster/Kinemaster Mod Apk /Kinemaster New Update, Kinemaster দিয়ে ...

03/01/2022

How To Show Facebook Followers On profile 2022

02/01/2022

How To Add Follow Button On Facebook profile 2022 / কি ভাবে ফেসবুক প্রোফালে ফলো বাটন এড করবেন ২০২২ /

27/12/2021
17/12/2021
17/12/2021
14/12/2021
21/10/2021
22/09/2021

Join my Page online earning tips lb

ফাইবারে বেশি বেশি ক্লায়েন্ট কিভাবে পাবেন?ফ্রিল্যান্সারদের কাজের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম Fiverr. মার্কেটপ্লেসটিতে প্রত...
17/09/2021

ফাইবারে বেশি বেশি ক্লায়েন্ট কিভাবে পাবেন?

ফ্রিল্যান্সারদের কাজের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম Fiverr. মার্কেটপ্লেসটিতে প্রতিযোগিতা বর্তমানে অনেক বেশি এবং ক্লায়েন্ট পাওয়াও বেশ মুশকিল। অনেক সময় দেখা যায় কাজে দক্ষ হওয়া সত্ত্বেও অনেকেই ক্লায়েন্ট পায় না। কারণ বেশি বেশি ক্লায়েন্ট পেতে হলে কেবল দক্ষ হলেই হয় না প্রয়োজন কিছু নিয়ম অনুসরণ করা।

চলুন কিছু নিয়ম দেখে নেওয়া যাক যা মানলে Fiverr এ বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।

☑Gig এর টাইটেল হতে হবে আকর্ষনীয় ও ভিন্ন
☑টাইটেলে কমপক্ষে ১টি Keyword রাখলে ভালো হয়
☑ এ ভিডিও ব্যবহার করা ভালো, ফাইবার অথোরিটির মতানুসারে, এতে ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা ৬০% বেড়ে যাবে
☑ভিডিও অবশ্যই ১ মিনিটের কম সময়ের হতে হবে
☑ভিডিও তে “Exclusively on ” বা “Fiverr” শব্দটি ব্যবহার করলে সেটা কম সময়ে Approve হওয়ার সম্ভবনা থাকে
☑Gig এর ছবির ক্ষেত্রে ব্যবহার করতে হবে ভিন্ন কিছু
☑আপনার Gig সার্চের প্রথমে রাখতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় Gig শেয়ার করা ভালো

এই বিষয়গুলো মানার পাশাপাশি অপনাকে সৎ মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করতে হবে। এতে ইতিবাচক রিভিউ বাড়বে ও ক্লায়েন্ট পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে।

যে কোন তথ্য জানতে,
✉ইনবক্স করুনঃ https://www.facebook.com/Online earning tips lb

📞কল করুনঃ



Join Fiverr and discover the fastest way to hire freelancers, for any online project. Thank me later!

https://www.fiverr.com/s2/65edaa02a2

Online Earning Tips Work
08/09/2021

Online Earning Tips Work

14/06/2021

টিপস্ এর মাধ্যমে আপনি আপনার টুইটারে আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন।How To Get More Twitter followers // কি ভাবাবে Twitter followers...

জাভাস্ক্রিপ্ট কি এবং কেন শিখব?জাভাস্ক্রিপ্ট কি? – আপনি ওয়েভ ডেভেলপার হতে চাচ্ছেন আর জাভাস্ক্রিপ্ট শিখবেন না তা কি হয়? হ্...
12/05/2021

জাভাস্ক্রিপ্ট কি এবং কেন শিখব?
জাভাস্ক্রিপ্ট কি? – আপনি ওয়েভ ডেভেলপার হতে চাচ্ছেন আর জাভাস্ক্রিপ্ট শিখবেন না তা কি হয়? হ্যাঁ সত্যিই তাই, একজন ওয়েভ ডেভেলপারকে অবশ্যই যে ৩টি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট (javascript) একটি। বাকি ২টির একটি হচ্ছে এইচ টি এম এল (html) এবং অন্যটি সি এস এস (css)। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট।
জাভাস্ক্রিপ্ট প্রথমে ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমান সময়ে ক্লায়েন্ট সাইট ও সার্ভার সাইট উভয় ক্ষেত্রেই এটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এমনকি নোড জে এস (Node js) জাভাস্ক্রিপ্ট রানটাইম দ্বারা জাভাস্ক্রিপ্টকে ব্রাউজার ছাড়াও রান করা সম্ভব। যার ফলে মোবাইল এপস থেকে শুরু করে ডেস্কটপ এপস সব ক্ষেত্রেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার হচ্ছে। এক কথায় আপনি একটি মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ “জাভাস্ক্রিপ্ট” শিখে ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে যেতে পারবেন। এমনকি জাভাস্ক্রিপ্ট সব অপারেটিং সিস্টেম সাপোর্ট করায় ক্রস প্লাটফরম এপ্লিকেশন তৈরিতেও এটি ব্যবহার করতে পারবেন।

জাভাস্ক্রিপ্ট কি ?
জাভাস্ক্রিপ্ট একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওয়েভসাইটের ক্লায়েন্ট পর্যায়ে অর্থাৎ ব্রাউজারে বিহেভিয়ার কন্ট্রোলের লক্ষ্য নিয়ে একে ডিজাইন করা হয়েছে। তবে বর্তমানে এটি ব্রাউজার ছাড়াও যে কোন অপারেটিং সিস্টেমে রান করে এবং অন্যান্য হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মত সমস্ত বৈশিষ্ট্য এতে বিদ্যমান। এটি একটি পূর্ণাঙ্গ অবজেক্ট অরিয়েন্টেট ডায়নামিক ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম ইসিএমএ স্ক্রিপ্ট। এবং এটি ওয়েভ ডেভেলপমেন্টের জন্য অবশ্যই প্রয়োজনীয় ৩টি ল্যাঙ্গুয়েজের অন্যতম একটি।

নেটস্কেপ যখন এই জাভাস্ক্রিপ্টকে ই সি এম এ ইন্টারন্যাশনালের (ECMA : European Computer Manufacturer’s Association) কাছে উপস্থাপন করে, তখন আবারো এর নাম পরিবর্তন হয় ফলে ১৯৯৭ সালে ইসিএমএ স্ক্রিপ্ট (ECMA Script) নামে এর প্রথম সংস্করণ বাজারে আসে।এরপর ২য় ৩য় ৪র্থ ও ৫ম সংস্করণের মধ্য দিয়ে সর্বশেষ ২০১৫ সালের জুনে ষষ্ঠ সংস্করণ প্রকাশ পায়। এর মাধ্যমে জাভাস্ক্রিপ্টকে একটি পূর্ণাঙ্গ অবজেক্ট অরিয়েন্টেট ডায়নামিক ল্যাঙ্গুয়েজে পরিণত করা হয়। ফলে জাভাস্ক্রিপ্টের পাওয়ার ও জনপ্রিয়তা উভয়ই বৃদ্ধি পায় বহুগুণে। এই ল্যাঙ্গুয়েজটিকে লাইভস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, ইসিএমএ স্ক্রিপ্ট যে নামেই বলুন না কেন বর্তমানে ওয়েভ ডেভেলপমেন্টের জন্য এটি খুবই প্রয়োজনিয় একটি টুলস।

জাভাস্ক্রিপ্ট কেন শিখব ?
জাভাস্ক্রিপ্ট কেন শিখবো ? এর অসংখ্য উত্তর দেওয়া সম্ভব। এখানে মোস্ট পয়েন্টেট কিছু কারণ তুলে ধরা হল। প্রথমেই বলতে চাই এটি শেখা খুবই সহজ। এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। হাই লেভেল ল্যাংগুয়েজ মানে এই ল্যাংগুয়েজ অনেকটা সফটলি কোডেড। এর জন্যে আপনাকে আপনার ম্যাশিন সম্পর্কে খুব বেশী কিছু জানতে হবে না। যেমন সি ইউজ করতে গেলে আপনাকে ম্যাশিন কিভাবে কাজ করে, কিভাবে কোড কম্পাইল করে, কিভাবে রান করে, মেমোরি কতটুকু নিবে এগুলা ভাবতে হয়। হাই লেভেল ল্যাংগুয়েজে এতোকিছু ভাবতে হয় না। এখানে ল্যাংগুয়েজই আপনার হয়ে অনেক কাজ করে দিবে।
তাছাড়া বর্তমানে জাভাস্ক্রিপ্ট দ্বারা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড উভয়ই ডেভেলপ করা যায়। তাই একটি মাত্র ল্যাঙ্গুয়েজ শিখে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়া যায়। এমনকি বিভিন্ন মার্কেটপ্লেস ছাড়াও আইটি কম্পানীগুলোতে জাভাস্ক্রিপ্ট ও এর রিলেটেড টেকনোলোজিস জানা ব্যাক্তিদের ক্যারিয়ার অপারচ্যুনিটি অনেক বেশি। তাই জাভাস্ক্রিপ্ট কে ল্যাংগুয়েজ হিসাবে বাছাই করা এই সময়ে যথোপযুক্ত সিদ্ধান্ত।

08/05/2021

বর্তমান বিশ্বে সফল হতে গেলে, ক্যারিয়ার গড়তে গেলে সর্বপ্রথম আপনাকে সোশ্যাল মিডিয়া তে অপ্রয়োজনীয় স্ক্রোল করা, অপরিচিত ব্যক্তির বা পেইজে অপ্রয়োজনীয় কমেন্ট / মন্তব্য করা থেকে বিরতো থাকতে হবে। কারন যে মানুষ সফল হতে চায়, সে মানুষ সর্বপ্রথম তার সময় কে মুল্য দেওয়া শুরু করে এবং অপ্রয়োজনীয় কোনো কাজ করার সময় তার থাকেনা।

একটা সময় এই মানুষ গুলোই ভালো ভালো পর্যায়ে পৌছায়। উদাহরণ হিসেবে আপনি আপনার ক্লাসের বা এলাকার ফাস্ট বয় বা গার্ল বা প্রতিষ্ঠিত ব্যক্তির সময় ব্যয় এর রুটিন টি দেখে নিতে পারেন।

যাদের বেসিক্যালি স্বপ্ন নেই, লাইফে কিছু করার ইচ্ছে নেই তারাই কিন্তু সোশ্যাল মিডিয়া তে অপ্রয়োজনীয় সময় ব্যয় করেন এবং "Nice, Cute etc etc" লিখে মন্তব্য করেন আবার কখনো বাজে মন্তব্যও করেন। যেগুলো করে বেসিক্যালি তার কিন্তু বাস্তবে কোনো লাভ হয়না।

এর মানে কিন্তু কমেন্ট করা থেকে বিরতো থাকার কথা হচ্ছেনা। বিরতো থাকতে বলা হচ্ছে অপ্রয়োজনীয় কমেন্ট করতে গিয়ে নিজের প্রয়োজনীয় দামি সময় নষ্ট করা।

যেমন ধরুন: একটি নিউজ সামনে আসলো, আমার ভালো লাগলো না, এর মানে এই নয় যে আমাকে সেখানে লিখতেই হবে যে ""ধুর ফালতু নিউজ"

বা, কোনো সাধারণ মানুষ বা সেলিব্রিটি কিছু একটা লিখে পোস্ট দিয়েছে যেটা আপনার ঠিক লাগেনি। আপনি তাকে বড়জোর সঠিক হওয়ার উপদেশ দিতে পারেন। গালি দিতে পারেন না।

নিউজ ফিডে যত পোস্ট আসে, সবখানে যে আপনার মন্তব্য দিতেই হবে সেটাও নয়।

যেমন আপনারা কোনো ভাইরাল ভিডিও হোক আর পোস্ট হোক, আমার বা অন্য যারা পরিচিত মুখ আছে তাদের মন্তব্য খুজে পান কি সেখানে? খুবই কম। এর একটাই কারন হল, অপ্রয়োজনীয় মন্তব্য। যেখানে আপনার বা আমার মন্তব্যের মুল্য থাকেনা সেটা সময় নষ্ট ছাড়া কিছুই নয়।

আর এটা আমাদের দেশে বেশি দেখাযায় তুলনামূলক ভাবে। কারন আমরা বেশিরভাগ মানুষ সময়ের সঠিক ব্যবহার জানিনা।

ভালো থাকবেন, শুভ কামনা সবার জন্য।

আপনি কি জানেন🙁? করোনা পরবর্তী বিশ্বে ফ্রিলান্সিং কাজের চাহিদা বেড়েছে ৭০ গুন😲। কোন নির্দিষ্ট স্কিল ডেভেলেপ করে আপনিও হতে ...
07/05/2021

আপনি কি জানেন🙁?

করোনা পরবর্তী বিশ্বে ফ্রিলান্সিং কাজের চাহিদা বেড়েছে ৭০ গুন😲। কোন নির্দিষ্ট স্কিল ডেভেলেপ করে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিলান্সার এবং উদ্যোক্তা।

আমরা সবাই জানি বর্তমান সময়টাকে ডিজিটাল যুগ বলা হচ্ছে তাই সব কিছুর প্যাটার্ন ডিজিটাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে মার্কেটিং ব্যাবস্থাটাও সম্পূর্ণ ডিজিটাল হওয়ার দ্বারপ্রান্তে। ডিজিটাল মার্কেটিং যখন তার পরিধি বাড়াচ্ছে ঠিক তেমনি ভাবে ডিজিটাল মার্কেটারের কদরও বেড়ে যাচ্ছে কয়েকগুন, লোকাল ও ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে💯💯💯।

সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন অন্যতম আয়ের মাধ্যম বা জবের মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল মার্কেটিং। বর্তমানে শুধু বিশ্ব নয় বাংলাদেশেও ডিজিটাল মার্কেটারের অনেক ঘাটতি। করোনাকালীন সময়ে প্রত্যেকটি কোম্পানী এখন ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুকছে। এছাড়াও ২০২০ সালে বিশ্বব্যাপী ফ্রিলান্সিং ক্যাটাগরিতে ”ডিজিটাল মার্কেটিং” অন্যতম এবং প্রধান টপিক। একটু খেয়াল করলে দেখবেন এই মুহুর্তে বাংলাদেশের এমন কোম্পানী খুজে পাওয়া কঠিন যারা তাদের পন্য/সেবার ডিজিটাল মার্কেটিং করাচ্ছেন না। তাই লোকাল মার্কেটের জব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের পরিধি চিন্তা করে ডিজিটাল মার্কেটিং হতে পারে আপনার একটি নিশ্চিত ক্যারিয়ার। কিন্তু আমাদের দেশে একজন দক্ষ ডিজিটাল মার্কেটারের হওয়ার চেয়ে কয়েকটা ক্লিক করে আয় করুন চমকপ্রদ বিজ্ঞাপন দেখে হুমড়ি খাওয়া মানুষের সংখ্যা বেশি😒।

💎অনেকেরই একটি কমন প্রশ্ন 🤔 ~ ফ্রিল্যান্সিং কি..? ~ কিভাবে শুরু করবো? ~ ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!💸~ আমি কি ফ...
02/05/2021

💎অনেকেরই একটি কমন প্রশ্ন 🤔

~ ফ্রিল্যান্সিং কি..?
~ কিভাবে শুরু করবো?
~ ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!💸
~ আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ? 🤔

1. ফ্রিল্যান্সিং কি..? 🔥

✊ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত বা স্বাধীনপেশা, আর যিনি ফ্রিল্যান্সিং করেন তিনি হলেন একজন 💎ফ্রিলান্সার💎।

⚡যিনি বি​ভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা ( ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন) অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।😊

2. কিভাবে শুরু করবো?🤔

~ আমরা প্রত্যেকেই জানি কোনো একটা কাজ শুরু করতে গেলে আগে সেটা শিখতে হয়। এর ক্ষেত্রেও বিকল্প নেই। আমরা প্রথমে একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারি, তবে তার আগে যে এই বিষয়ে অভিজ্ঞ তার নিকট অবশ্যই পরামর্শ নিয়ে যেতে হবে।

3.ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!🤔
~ আমার প্রশ্ন তাদের প্রতি যে আপনি কতো টাকা আয় করতে চান! 🤔 ফ্রিল্যান্সিং সেক্টরে ততোই আয় করা সম্ভব।

~ কিন্তু তার জন্য একটা জিনিস অবশ্যই প্রয়োজন ⚡, তা হলো আপনার পরিশ্রম আর ধৈয্য।

4. আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ? 🤔

~ ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যে সেক্টরের কাজ কখনো শেষ হবে না, বরং প্রযুক্তি যতো উন্নত হচ্ছে ততোই এই সেক্টরের কাজ বেড়েই চলেছে 🔥(100% ক্যরিয়ার)।

09/04/2021

to Make an Android App for Beginners // নতুনদের জন্য কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেনআসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন.....

https://youtu.be/ZvA0HTKRgZU
17/03/2021

https://youtu.be/ZvA0HTKRgZU

িভাবে পেপাল রিকভারি পাসওয়ার্ড পাবেন aypal

Indirizzo

Verona
1201

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Online Earning Tips Lb pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Online Earning Tips Lb:

Video

Condividi