27/02/2024
ইতালীতে নতুন আসার আগ্রহী দের সমস্যা
- কারে দিয়ে জমা দিবো? টাকা মেরে দিবে নাকি ?
- জমা তো দিলাম, রিচিট কি আসল নাকি নকল
- এবার নুল্লাওস্তা আসল নাকি নাকল ?
- নুল্লাওস্তা তো পেলাম এম্বাসি Appointment পাওয়া আরও সোনার হরিন।
- যারা জমা দিছে এখনো ভিসা হয় না, হবে কি হবে না ?
- আচ্ছা ধরলাম ভিসা হলো এয়ারপোর্ট ঢুকতে দিবে কিনা কে জানে ?
- আচ্ছা এয়ারপোর্ট ক্রস করে ঢুকলাম এখন মালিক পাবো কি পাবো না ?
- মালিক না পেলে কত দিনে কিভাবে স্টে পারমিট পাবো ?
- ২ বছর কিন্তু শেষ, স্টে পারমিট ও হলো হয়তো ,ভালো কাজ কবে পাবো ?
- ভালো কাজও হলো হয়তো এখন পরিবার আনতে হবে, শুরু হবে বাসা খোজা, বেশি ইনকাম, পারমানেন্ট কাজ।
- আবার কবে হবে আজীবন স্টে পারমিট।
- সব তো হলো এবার দরকার ইতালীয়ান পাসপোর্ট ,আর বিদেশী হয়ে থাকতে ভালো না।
- পাসপোর্টের আবেদন করলাম হাতে পেতে সময় লাগবে ২-৪ বছর।
- এবার ইতালীয়ান পাসপোর্ট পেলাম ইতালী থেকে ভালো কোথায় যাওয়া যায়? যেখানে আমার বাচ্চা ইংরেজীতে ফটফট করবে। তাহলে আমেরিকা, ইউ কে নাকি কানাডা ?
- আবার আরেক দেশে গিয়ে নতুন করে বিদেশী হবো।
- বাংলাদেশে থেকে যেখান থেকে শুরু করলেন পরিবার নিয়ে ভালো থাকবেন বলে, সেখানেই এসে থেমে গেলেন।আসলে ভালোর কোন শেষ নাই। চাহিদার কোন শেষ নাই।তাই দেশে যদি ভালো কিছু করতে পারেন তারা দেশেই ভালো থাকার চেস্টা করুন, আর যদি আপনার চাহিদার শেষ না থাকে তাহলে চলে আসুন। আপনাকে এই দৌড়ে স্বাগতম।
Copy Kamrul Islam Regan