ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi

  • Casa
  • Italia
  • Venice
  • ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi

ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi আল্লাহ সর্ব শক্তিমান

15/08/2024

এত দিন কোঠা আন্দলন করছস, এরপর ১ দফা করে সরকার পতন এখন লেখাপড়া করতে যা ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!সম্মানিত সাথী ভাইয়েরা!আমরা ভেনিস, মেস্ত্রে, মারঘেরা সহ বিভিন্ন শহরের মুসলিম একত্রিত হয়ে...
05/07/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

সম্মানিত সাথী ভাইয়েরা!
আমরা ভেনিস, মেস্ত্রে, মারঘেরা সহ বিভিন্ন শহরের মুসলিম একত্রিত হয়ে মেস্ত্রে অবস্থিত Parco Piraghetto তে জুম্মার নামায আদায় করবো ইনশাআল্লাহ। জুম্মার নামাযের বয়ান শুরু হবে দুপুর ১২ঃ৩০ এবং জামাত শুরু হবে দুপুর ১ঃ৩০ ইনশাআল্লাহ।
ইতালিতে মসজিদ বিরোধী আইন বাতিলে শান্তিপূর্ণ ও ধারাবাহিক আন্দোলন শুরু হবে এখন থেকে। এই আন্দোলনে সবাই অংশ নিন। এটা আমাদের ঈমানী দায়িত্ব।
আমাদের পূর্ববর্তীরা করেনি তাই আমরা ভুক্তভুগী হচ্ছি। আমরা না করলে আমাদের পরবর্তীরা ভুগবে।
আমরা মনে করি, ইতালি থেকে ইসলাম মুছে ফেলার জন্য পরিকল্পিত ভাবে মসজিদ বিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ইসলাম থেকে বঞ্চিত হবে।

13/06/2024
06/06/2024

ইটালির প্রধানমন্ত্রী জানালেন, দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ আসে বাংলাদেশ থেক.....

দীর্ঘদিন পর কনস্যুলার  সেবা পেতে যাচ্ছে ভেনিস ও ভেনিসের পার্শ্ববর্তী এলাকার লোকজন ২৫ ও ২৬শে মে। সকল তথ্যগুলি দেওয়া আছে ...
18/05/2024

দীর্ঘদিন পর কনস্যুলার সেবা পেতে যাচ্ছে
ভেনিস ও ভেনিসের পার্শ্ববর্তী এলাকার লোকজন
২৫ ও ২৬শে মে। সকল তথ্যগুলি দেওয়া আছে আপনারা জেনে নিন।

কেউ একজন "রবীন্দ্রনাথ" আঁকছে! 😡
09/05/2024

কেউ একজন "রবীন্দ্রনাথ" আঁকছে! 😡

❤️❤️❤️মেলা মেলা মেলা🎉🎉🎉ইতালির ভেনিসর আবারো চলে আসলাম আপনাদের মাঝে বৈশাখী মেলা নিয়ে  গত বছরের মতো "বাংলা মিউজিক ভেনিসের" ...
19/04/2024

❤️❤️❤️মেলা মেলা মেলা🎉🎉🎉
ইতালির ভেনিসর আবারো চলে আসলাম আপনাদের মাঝে বৈশাখী মেলা নিয়ে গত বছরের মতো "বাংলা মিউজিক ভেনিসের" আয়োজনের তৃতীয়বারের মতো এবারো থাকবে কনসার্ট এর আয়োজন, নানা রকমারি দোকান কিন্তু এবার নতুন হিসেবে থাকবে রকমারি খাবারের দোকান এবং নারী,পরুষ, বাচ্চদের জন্য বিভিন্ন ধরনের খেলা। সবাই আমন্ত্রিত। সবাইকে অনুরোধ করবো পোষ্টারটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবার জন্য৷ বছরে একবার হলেও বাংলাদেশের কনসার্ট এর আনন্দ উপভোগ করবো সবাই মিলে

স্থান-Parco Emmer, Marghera
সময়-২১ এপ্রিল, রবিবার দুপুর ২:০০ টা থেকে




#বাংলাদেশ
#মেলা
#বৈশাখী

30/03/2024

‘তুমি দশজন কোটিপতির সাথে হাঁটো, একদিন দেখবা, ১১ নম্বর কোটিপতি হয়েছ তুমি!’

27/02/2024

ইতালীতে নতুন আসার আগ্রহী দের সমস্যা
- কারে দিয়ে জমা দিবো? টাকা মেরে দিবে নাকি ?
- জমা তো দিলাম, রিচিট কি আসল নাকি নকল
- এবার নুল্লাওস্তা আসল নাকি নাকল ?
- নুল্লাওস্তা তো পেলাম এম্বাসি Appointment পাওয়া আরও সোনার হরিন।
- যারা জমা দিছে এখনো ভিসা হয় না, হবে কি হবে না ?
- আচ্ছা ধরলাম ভিসা হলো এয়ারপোর্ট ঢুকতে দিবে কিনা কে জানে ?
- আচ্ছা এয়ারপোর্ট ক্রস করে ঢুকলাম এখন মালিক পাবো কি পাবো না ?
- মালিক না পেলে কত দিনে কিভাবে স্টে পারমিট পাবো ?
- ২ বছর কিন্তু শেষ, স্টে পারমিট ও হলো হয়তো ,ভালো কাজ কবে পাবো ?
- ভালো কাজও হলো হয়তো এখন পরিবার আনতে হবে, শুরু হবে বাসা খোজা, বেশি ইনকাম, পারমানেন্ট কাজ।
- আবার কবে হবে আজীবন স্টে পারমিট।
- সব তো হলো এবার দরকার ইতালীয়ান পাসপোর্ট ,আর বিদেশী হয়ে থাকতে ভালো না।
- পাসপোর্টের আবেদন করলাম হাতে পেতে সময় লাগবে ২-৪ বছর।
- এবার ইতালীয়ান পাসপোর্ট পেলাম ইতালী থেকে ভালো কোথায় যাওয়া যায়? যেখানে আমার বাচ্চা ইংরেজীতে ফটফট করবে। তাহলে আমেরিকা, ইউ কে নাকি কানাডা ?
- আবার আরেক দেশে গিয়ে নতুন করে বিদেশী হবো।
- বাংলাদেশে থেকে যেখান থেকে শুরু করলেন পরিবার নিয়ে ভালো থাকবেন বলে, সেখানেই এসে থেমে গেলেন।আসলে ভালোর কোন শেষ নাই। চাহিদার কোন শেষ নাই।তাই দেশে যদি ভালো কিছু করতে পারেন তারা দেশেই ভালো থাকার চেস্টা করুন, আর যদি আপনার চাহিদার শেষ না থাকে তাহলে চলে আসুন। আপনাকে এই দৌড়ে স্বাগতম।
Copy Kamrul Islam Regan

14/02/2024
উৎসব উৎসব উৎসব আর মাত্র ২ দিন পরেই ইতালিতে প্রবাসী নারী উদ্দ্যোগতাদের অংশগ্রহণে ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতকালীন মিলন...
04/01/2024

উৎসব উৎসব উৎসব
আর মাত্র ২ দিন পরেই ইতালিতে প্রবাসী নারী উদ্দ্যোগতাদের অংশগ্রহণে ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে
শীতকালীন মিলনমেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজনেঃ টিসা'স ফুডি ওয়ার্ল্ড
সার্বিক সহোযোগিতায়ঃ
বাংলা মিউজিক ভেনিস ও ইতালিয়ান প্রবাসী চ্যানেল।
সকল অংশগ্রহণকারীদের জন্য থাকবে আর্কষনীয় পুরস্কার।
স্থানঃ চিত্তা মারঘেরা গির্জার হল।
সময়ঃ ৬ই জানুয়ারী, শনিবার।
দুপুর ১২ টা থেকে রাত ৯ টা।
যোগাযোগঃ,
টিসা সুলতানা-
৩৫১২৬০৫৪৪৮
আসলামউজ্জামান-
৩৪২১০৭৬৯০১

🇮🇹 ২০২৪ সালের ফ্লুসির ক্লিক ডের তারিখ ঘোষণা করে হয়েছে😍 এবারে মোট লোক নিবে ১ লক্ষ ৫১ হাজার।এর ভেতর স্পনসর হচ্ছে ৬১ হাজার ...
23/12/2023

🇮🇹 ২০২৪ সালের ফ্লুসির ক্লিক ডের তারিখ ঘোষণা করে হয়েছে😍 এবারে মোট লোক নিবে ১ লক্ষ ৫১ হাজার।
এর ভেতর স্পনসর হচ্ছে ৬১ হাজার ৯৫০টি🇮🇹
সিজনাল/কৃষি ভিসায় ৮৯ হাজার ৫০টি এবং
ডমেস্টিক এ ৯ হাজার ৫০০ টি। 🇮🇹

স্পনসর এর ক্লিক ডে ২০২৪ এর ফেব্রুয়ারির ৫ তারিখ সকল ৯টাই

🇮🇹ডমেস্টিক এর ক্লিক ডে ফেব্রুয়ারির ৭ তারিখ এবং

এগ্রিকালচার/সিজনাল এর ক্লিক ডে ফেব্রুয়ারির ১২ তারিখ 🇮🇹

যারা ২০২৩ এ আবেদন করতে পারেননি বা ভাবছেন সামনের বছর আবেদন করবেন অথবা যাদের কাগজ হবেনা তারা ২০২৪ সালের জন্য প্রস্তুতি নিতে পারেন,,
Copy post

🇮🇹🕒 ইতালির সময় পরিবর্তন🕒🇮🇹আগামী শনিবার ২৮/১০/২০২৩ এবং রবিবার ২৯/১০/২০২৩ অক্টোবর মধ্য রাতে, ঘড়ির কাটা তিনটা থেকে এক ঘন্টা...
24/10/2023

🇮🇹🕒 ইতালির সময় পরিবর্তন🕒🇮🇹আগামী শনিবার ২৮/১০/২০২৩ এবং রবিবার ২৯/১০/২০২৩ অক্টোবর মধ্য রাতে, ঘড়ির কাটা তিনটা থেকে এক ঘন্টা সময় পিছনে সরিয়ে নেয়া হবে।
তাতে করে দিন অনেক ছোট হয়ে যাবে এবং রাত বড়ো হবে।

24/07/2023
26/06/2023
30/04/2023

Indirizzo

Venice

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a ইতালি ভেনিস প্রবাসি-Italy Venice probashi:

Video

Condividi

Società Di Media nelle vicinanze