Sumon On The Go-Europe

Sumon On The Go-Europe EUROPE VIEW

04/02/2025

তুমি কখনো পুরোনো হবে না প্রিয়, আমি তোমাকে রোজ নতুন করে ভালবাসবো!❤️🌸

31/01/2025

সব শিক্ষা শুধু বইয়ের পাতা থেকে হয় না…….
পরিস্থিতি আর বাস্তবতা থেকেও কিছু শিক্ষা হয়...
এটাই বাস্তব…..

26/01/2025

অর্থের অভাব থাকলেই কাউকে অযোগ্য বলা উচিত না!

12/01/2025

পরীক্ষার দুনিয়াতে ঠকানোর চেয়ে,
ঠকে যাওয়া অনেক উত্তম।

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে...
10/01/2025

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:
একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো । ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে পরে যে বাড়ীতে যাবে , সেখানে
গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়ীতে গেল
খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন । সে খাবারের কথা বলতে ভয় পেলো। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইলো । মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ । তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস
দুধ এনে দিলেন । ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল" আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?" মহিলা বলল "তোমাকে কোন কিছুই দিতে হবে না । ছেলেটা বলল "আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে । তাহলে আমি
আপনাকে মনের অন্ত:স্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ।" ছেলেটার নাম
ছিলো স্যাম কেইলি । স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো । স্যাম এর বিধাতার উপর ছিলো অগাধ বিশ্বাস । তাছাড়া সে কখনো কিছু
ভুলতো না ।
অনেক বছর পর ঐ মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো ।
স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যার্থ হল । তখন
তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে ।
যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ।
ডা: স্যামকেইলি কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো । যখন ডাঃ
স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন , তার
চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠলো । তিনি
তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে গেলেন । ডাক্তারের এপ্রোন পরে
তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে
চিনতে পারলেন । তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই
হোক তিনি মহিলাকে বাঁচাবেনই । ঐ দিন থেকে তিনি ঐ রোগীর
আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন । অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো । ডাঃ স্যাম কেইলি হাসপাতালের
একাউন্টেন্টকে ঐ মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ
তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে না । ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোণায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা ঐ মহিলার কাছে পাঠিয়ে দিলেন । মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে। কারণ তিনি জানেন যে এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি
সারা জীবনেও জীবনেও শোধ করতে পারবেন না ।
অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো । তিনি পড়তে লাগলেন "আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।" এবং বিলের নিচের সাইন করা ছিলো ডাঃ স্যাম কেইলির নাম। মানুষকে সাহায্য করুন , যতটা
আপনার পক্ষে সম্ভব । হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি।

02/01/2025

একা-
দাঁড়ানোর সাহস রাখুন,
পৃথিবী জ্ঞান দেয়,
সঙ্গ দেয় না!

26/12/2024

জীবনের পথে চলতে গিয়ে অনেকের সঙ্গেই পরিচয় হয়! কেউ হাসায়,কেউ কাঁদায়, আর কেউ শক্ত করে কাঁধে নিয়ে পাশে দাঁড়ায়।

24/12/2024

তোমার আসে পাশে যারা আছে সবাই যে তোমার ভালো চাইবে ভালো বলবে তা কিন্তু নয়।তুমি তোমার মতো এগিয়ে যাও!

23/12/2024

আসসালামুয়ালাইকুম

20/12/2024

প্রাপ্তি- অপ্রাপ্তি কিছু নেই "শুধু জানি" বেঁচে থাকতে হবে শেষ ডাকের অপেক্ষা পর্যন্ত!😅💔

With Tafsirul Islam – I just got recognized as one of their top fans! 🎉
14/12/2024

With Tafsirul Islam – I just got recognized as one of their top fans! 🎉

12/12/2024
28/11/2024

অন্যেরা বদলে যাবে তুমি করলে শুরু,
যদি তুমি হতে পারো নিজেই নিজের গুরু।

অন্যকে বদলাতে চাইলে তুমি কষ্ট পাবে,
নিজেকে বদলে দিলে পৃথিবী বদলে যাবে।

বদলে যাও, বদলে দাও, সবার আগে বদলাও নিজেকে।

অসাধারণ
27/11/2024

অসাধারণ

আমি ইতালি -ভেনিস উদিন সিটি তে.... আপনি?
17/11/2024

আমি ইতালি -ভেনিস উদিন সিটি তে.... আপনি?

Indirizzo

Venice

Telefono

01970890813

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sumon On The Go-Europe pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Sumon On The Go-Europe:

Video

Condividi