21/04/2024
ঢাকায় এখন ৪০ ডিগ্রি তাপমাত্রা নিয়ে যারা কান্নাকাটি
করতেছেন, এই আপনারাই আর্কিটেক্টদের কাছে গিয়ে বলেন যে এক ইঞ্চি জায়গাও আপনি ছাড়তে রাজি না!
কেউ বলেন না যে আমার বাসাটা ছোট হোক, কিন্তু বিশাল কিছু গাছ লাগায় দেন! পুরাটা জুড়ে বিল্ডীং চান, রাজউকের মিনিমাম সেটব্যাক রেখে বাড়ি করার নিয়মটাও ধান্দাবাজি করে মানেন না, মিনিমাম গ্রিন স্পেস যেটা থাকার কথা সেটায় আপনি বসান ইট, বালু, সিমেন্ট! কারণ আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য আপনার বিশাল টাকার ভান্ডার এই বাড়ি রেখে যাইতে হবে, তাদের জন্য একটু অক্সিজেন রেখে যাবেন না, একটু বাতাস রেখে যাবেন না!
মনে রাখবেন, সবকিছুর সীমা আছে! প্রকৃতি মাফ করে না!
ইটের বস্তিতে ৫০ ডিগ্রি তাপে শ্বাস নিতে না পারলে আপনার পরবর্তী প্রজন্মও আপনাকে মাফ করবে না। কবরে বসে দোয়ার আশা করবেন? পাবেন বদদোয়া!