Shah Alam Shahin

Shah Alam Shahin বৈচিত্রময় জগতে অদ্ভুত মানুষ গুলোর মাঝে আমি অতিসাধারণ মানুষ। I born in Bangladesh, Now i live in Italy for my higher education.
(1)

"Shah Alam Shahin Vlogs" is created to share my life experience with others through page & YouTube. I will share my experience,life style, daily life & Travel with all of you.

24/01/2025

ইতালি স্টুডেন্টস ভিসা আবেদনের জন্য আপনার স্পন্সর কে হবে?

বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন।

Alhamdulliah, ❤❤1st success day.Intake September 2025-2026.1st applicant got an offer letter from the university of Flor...
24/01/2025

Alhamdulliah, ❤❤
1st success day.
Intake September 2025-2026.

1st applicant got an offer letter from the university of Florence.Insaallah Success day are coming regularly.

Congratulate to him👌

একটি বিষয় গত কয়েকদিন ধরে দেখলাম,গত ৩ মাসের একটু বেশি সময়ে আমার ভিডিওগুলোতে সব থেকে বেশী ভিউ আসছে আপনারা যারা ইউরোপে উচ্চ...
22/01/2025

একটি বিষয় গত কয়েকদিন ধরে দেখলাম,
গত ৩ মাসের একটু বেশি সময়ে আমার ভিডিওগুলোতে সব থেকে বেশী ভিউ আসছে আপনারা যারা ইউরোপে উচ্চ শিক্ষায় আসতে চান তাদের থেকে।

এডুকেশনাল তথ্য রিলেটেড কন্টেন্ট আপনারা এতো পছন্দ করেন যা সত্যিই আমাকে আরো বেশী মুগ্ধ করেছে।

আরেকটি বিষয় হলো বাংলাদেশের ঢাকা,চট্রগ্রাম,সিলেট এর পাশাপাশি একটা বড় অংশ মালেশিয়া,দুবাই সৌদিআরব, ইতালি, সিংগাপুর থেকে দেখেন।যা আমার প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি।

অনেকেই আমাকে মেসেজ করেন,
আমি সবাইকে রিপ্লাই দিবো, আমাকে একটু সময় দিবেন।

আমি সবসময় চেষ্টা করবো আপনাদের যে বিষয় গুলো জানার আগ্রহে আমাকে মেসেজ করেন আমি সেই বিষয় গুলো তুলে ধরবো।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ ❤

21/01/2025

আলহামদুলিল্লাহ ❤
কারো স্বপ্ন পূরনের সঙ্গী হওয়া সত্যিই আনন্দের❤

Fahim Hasan sifat শুভ কামনা রইলো আপনার ভবিষ্যত পথচলা উজ্জল হোক।

16/01/2025

🔰ইতালিতে স্টুডেন্টস ভিসা আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট কেন গুরুত্বপূর্ণ?

15/01/2025

ইতালি স্টুডেন্টস ভিসা আবেদনের জন্য Medium of Instruction letter (MOI) এবং IELTS নিয়ে আপনাদের জন্য কিছু তথ্য।

ধৈর্য্য নেই বলে অনেকেই সফলতার ছোঁয়া থেকে ছিটকে যায়!!!!
14/01/2025

ধৈর্য্য নেই বলে অনেকেই সফলতার ছোঁয়া থেকে ছিটকে যায়!!!!

14/01/2025

ইতালিতে অনার্স/মাস্টার্স প্রোগ্রামে আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীরা যে সকল বিষয়ে সতর্ক থাকবেন?
📌কোন এডমিশন ফি নেই ❌
📌কোন টিউশন ফি নেই ❌
📌আসতে খরচ হবে মাত্র ১ লাখ টাকা😉
📌স্কলারশিপ পাবেন বছরে ১০ লাখ টাকা😯
📌অনায়াসে পাবেন সিটিজেনশীপ/পাসপোর্ট😁

উপরোক্ত বিষয়গুলো দেখে বা শুনে আবেদন না করে সঠিক তথ্য জেনে আবেদন করার সিদ্ধান্ত নিন।

বি.দ্রঃ বিস্তারিত জানতে ভিডিও টি শেষ পর্যন্ত দেখুন।

🔰ইতালিতে স্টুডেন্টস ভিসায় আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট তৈরী করতে কে হতে পারবে আপনার স্পন্সর?ইতালি এম্বাসি ফেস করার সময়...
13/01/2025

🔰ইতালিতে স্টুডেন্টস ভিসায় আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট তৈরী করতে কে হতে পারবে আপনার স্পন্সর?

ইতালি এম্বাসি ফেস করার সময় আপনার বাংলাদেশের যে কোন ব্যাংকে একটি একাউন্ট থাকতে হবে পাশাপাশি আপনার স্পন্সর যে হবে ওনার একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। যেই দিন ভিসা আবেদন জমা দিবেন সেইদিন থেকে পূর্বের ৬ মাসের স্টেটমেন্ট দেখাতে হবে, পাশাপাশি আপনার পড়াশোনার জন্য যথেষ্ট খরচের পরিমান হিসেব করে টাকা জমা রাখতে হবে।

👉 আপনার স্পন্সর যারা হতে পারবেন তারা হলেন আপনার পরিবারের প্রধান সদস্য আপনার মা,বাবা,ভাই,বোন।

👉 তবে কোন স্টুডেন্ট চাইলে সে নিজেই নিজের স্পন্সর হতে পারবে সেক্ষেত্রে তার একাউন্টে ছয় মাসের লেনদেন + টাকা জমা রাখতে হবে।

🔰 সোর্স হিসেবে তার জব/বিজনেস বা আয়ের উৎস দেখাতে হবে।

👉 যদি পরিবারের কোন সদস্যই না থাকে অথবা বৃদ্ধ কিংবা জীবিত না থাকে তাহলে আপনার নিকটবর্তী আত্মীয় যেমন আপনার আংকেল,মামা,চাচা সহ ক্লোজ আত্মীয় হতে পারে। এবং সেটার জন্য ডিক্লারেশন পেপার দিতে হবে।

🔰তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে যার নামে ব্যাংক স্টেটমেন্ট তার সাথে আপনার সম্পর্ক কি ধরনের।

👉 তবে পরিবারের সদস্যদের নামে ব্যাংক স্টেটমেন্ট সবচেয়ে বেশী গ্রহনযোগ্য।

আশা করি সবাই উত্তর গুলো পেয়েছেন।
আপনাদের আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে জানাতে পারেন।

সকলের প্রতি শুভ কামনা রইলো।

ধন্যবাদ ❤❤

Big shout out to my newest top fans! 💎 Anu Islam, Lili Marma, Rajouan Hasan, Efat Mollah Efu, Ĵň Ĵẫħiȡ Ḱħẫň, MD Fohad Pa...
11/01/2025

Big shout out to my newest top fans! 💎 Anu Islam, Lili Marma, Rajouan Hasan, Efat Mollah Efu, Ĵň Ĵẫħiȡ Ḱħẫň, MD Fohad Patwary, Sajjad Hossain Miraj, Md Mukter Hossain, Talukdar Alam Jahangir, Mojammel Hossen NaYem, Md Rubel Ahmad, Rekha Biswas Rekha, Rabea Rabea, Hasan Tipu, Shähebur Rhmñ, S M Sahdi, Sajjad Hossain, Md Sayedur Rahman, Sardar Fashion, Khan Saiful, Md Borhun Uddin, Akash Rahaman, Sajib Ahmed, MD Mijanur Rahman, Rashed Hasan

It was a wonderful moment ❤
11/01/2025

It was a wonderful moment ❤

11/01/2025

I got 2,524 reactions and 335 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

২০২৫-২০২৬ সালে যারা ইউরোপের ইতালিতে স্টুডেন্টস ভিসায় অনার্স মাস্টার্স কোর্সে আবেদন করতে চান তাদের জন্য তথ্য গুলো।২০২৫-২০...
10/01/2025

২০২৫-২০২৬ সালে যারা ইউরোপের ইতালিতে স্টুডেন্টস ভিসায় অনার্স মাস্টার্স কোর্সে আবেদন করতে চান তাদের জন্য তথ্য গুলো।

২০২৫-২০২৬ সেশনে এপ্লিকেশন শুরু হয়েছে।
আবেদনের প্রথম রাউন্ডে এপ্লিকেশন করে আপনার এডমিশন নিশ্চিত করুন।

প্রশ্নঃ ইতালিতে স্টুডেন্টস ভিসায় আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়? (অনার্স/মাস্টার্সের ক্ষেত্রে) What documents are required to apply for a student visa in Italy?

উত্তরঃ ইতালিতে স্টুডেন্টস ভিসায় আবেদন করতে যেসকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো হলোঃ

১। আপনার পাসপোর্ট । (মিনিমাম মেয়াদ ১৪ মাস)

২। মাস্টার্সের জন্য আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার সার্টিফিকেট,মার্কসিট,অনার্সের সার্টিফিকেট,মার্কশীট।

👉অনার্সের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট)।

৩। আপনার কারিকুলাম ভিটা(সিভি) Europass হলে ভালো হয়।

৪। মটিভেশন লেটার। (আপনার স্ট্যাডি প্লানিং)

৫।রিকমান্ডেশন লেটার। ( আপনার ভার্সিটি /জব সেক্টর থেকে নিতে পারেন)

৬। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি।

৭। আবেদন ফি। (কমপক্ষে ৩-৫ টা ভার্সিটিতে আবেদন করলে ভালো)

৮। ইংরেজী ভাষা শিক্ষার দক্ষতার সার্টিফিকেট যেমনঃ
👉(IELTS minimum B2 5.5)
👉(Medium of instructions -MOI)
👉TOFEL: (Minimum B1 score 70)
👉Cambridge ESOL( General and Higher Education) Minimum B1
👉PTE academic(Pearson Test Of English academy B1

৬। ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট(পরিবারের মা/বাবা/ভাই/বোন) যাদের মা বাবা জীবিত নেই তাদের ক্ষেত্রে নিকটতম আত্মীয়দের স্টেটমেন্ট নিতে পারবেন তবে সেক্ষেত্রে আরো কিছু ডকুমেন্টস লাগবে।

৭। ট্রাভেল ইন্সুরেন্স কমপক্ষে ১ বছর।

৮। একোমেনডেশন/হাউজিং ১ বছরের বুকিং কিংবা কন্টাক্ট পেপার/অসপিতি/আলিজ্জ।

👉 এক বছরের খরচের জন্য কমপক্ষে ১০-১২ লাখ টাকা একাউন্টে জমা মিনিমাম ৬ মাসের লেনদেনর মাধ্যমে রাখতে হবে।কম বেশী আপনার সামর্থ্য অনুযায়ী রাখতে পারেন।

এই ডকুমেন্টস থাকলে যে কেউ চাইলে ইউরোপের ইতালিতে অনার্স/মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ তথ্য গুলো আমার অবিজ্ঞতা এবং বর্তমান ইতালি স্টুডেন্টস ভিসা আবেদনের রিকয়ারমেন্ট অনুযায়ী। তথ্য গুলো যে কোন সময় আপডেট অর্থাৎ সংযোজন এবং বিয়োজন হতে পারে এম্বাসির রিকায়রমেন্ট অনুযায়ী।

ধন্যবাদ❤

10/01/2025

বিদ্যাশ আইবা নি প্রিও???

Fun post 😁🤣

এই পৃথিবীর বুকে মায়ের মমতা আর ভালোবাসার মত এতো সুন্দর আর কিছু নেই।কত দিন মাকে আলিঙ্গন করতে পারিনি এই প্রবাসে থাকার কারনে...
09/01/2025

এই পৃথিবীর বুকে মায়ের মমতা আর ভালোবাসার মত এতো সুন্দর আর কিছু নেই।

কত দিন মাকে আলিঙ্গন করতে পারিনি এই প্রবাসে থাকার কারনে 💔😔😭

যে মানুষটাকে নিয়ে লিখতে বসেছি তার কথা ভাবতেই অগনিত স্মৃতি,মধুমাখা সময়,শাসন,বারণ আর ভালোবাসার মুহূর্ত গুলো অজান্তেই মনের গহীনে নাড়া দেয়। সেই মানুষটার হাত ধরেই প্রথম শব্দচয়ন আর হাঁটতে শেখা।

জীবনের সাথে যুদ্ধ করে পারিবারিক আর সাংসারিক দায়িত্বে যে মানুষটা কখনোই আপোষ করতেন না সেই মানুষটা দেখিয়েছেন স্বপ্ন আর ভবিষ্যতের আলোকিত পথ সেই মানুষটা আমার মা ❤

হয়তো আমার লেখা পড়াকালীন অনেকের ভাবনায় মায়ের সাথে কাটানো রঙ্গিন স্মৃতি গুলো মনে কিংবা চোখের সামনে ভেসে উঠতে পারে।

আমার জীবনের বেশীরভাগ সময়ই সেই মানুষটার সাথেই কেটেছে যে আমার মা যেহেতু বাবা প্রবাসেই আছেন।এই মানুষটাকে পরিবারে প্রতি কখনোই দায়িত্বহীন দেখি নি। নিজের শারিরীক অবস্থা কখনো খারাপ থাকলেও নিত্যদিনের দায়িত্ব পালন করেন বেশ। ছোট বেলা থেকেই মায়ের সাথে আমার সক্ষতা। এখন অনুধাবন করি মা কত কষ্টের ফলেই মানুষ করেছেন বড় করেছেন। এখন অব্দি সব থেকে বেশী ভাবছেন আমার জীবন আমার ভবিষ্যত নিয়ে। মায়ের ঋণ যদি পৃথিবীর বুকে আরেকবার জম্ম নিয়েও আসি তবুও শোধ করতে পারবো না। মায়ের মত এতো নিঃস্বার্থ কেউ নেই পৃথিবীতে।

মায়ের সাথে সেইভাবে কখনোই ঘুুরতে যেতে পারিনি কিন্তু এবার সুযোগ ছিলো এই মানুষটার সাথে ঘুরতে যাওয়ার তাই সময়টা কাজে লাগিয়েছিলাম।
এই ঘুরতে যাওয়ার সময়েও সার্বক্ষণিক সচেতন,সতর্কতা এবং উপদেশ দিতেও ভুল করতেন না।

যতক্ষণ মায়ের সাথে কথা বলি,সময় কাটাই কখনোই অন্য কে নিয়ে সমালোচনা করার সময় পাই না আমরা কেননা নিজেদের কথায় পুরাই নাহ 😌

মা কে ছেড়ে এখন হাজার হাজার মাইল দূরে।
কথা হয় রোজ, নিজেদের কথায় শেষ হয়না। মা সবসময়ই আমাকে নিয়ে টেনশনে থাকেন।

শরীর যতই ভালো থাকুক মায়ের সামনে কাশি বা হাঁচি দিতে ভয় পাই কারন এই মানুষটা ভাববে আমি চরম অসুস্থ। সর্বোচ্চ মানসিক সাপোর্ট,ভালোবাসা আর উপদেশ সবসময়ই দিয়ে থাকেন।

জানি না এই মায়ের জন্য কিছু করতে পারবো কিনা,সবসময়ই চাইবো আল্লাহ ওনাদেরকে সুস্বাস্থ্য,দীর্ঘায়ু তথা নেক হায়াত দান করুন।আল্লাহ যেন এই মানুষটার জন্য কিছু করার সুযোগ দেন।

09/01/2025

🔰ইতালিতে স্টুডেন্টস ভিসা আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট কেন গুরুত্বপূর্ণ?

🔰বিস্তারিত জানতে পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন............👌

🔰পেইজ লিংকঃ
https://www.facebook.com/shahalam97

08/01/2025

I got 2,496 reactions and 276 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

08/01/2025

I gained 11,140 followers, created 383 posts and received 51,770 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Indirizzo

Via Cappuccina 17d,, Mestre, Venezia
Venice
30172

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Shah Alam Shahin pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Shah Alam Shahin:

Video

Condividi