23/06/2025
যদি কোনোভাবে আরব দেশগুলো যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ইস্রাইলের পক্ষে আর ইরানের বিপক্ষেই যুদ্ধ করবে। কারন সবাই তাদের ক্ষমতা হারানোর ভয়ে থাকবে।
If you want peace be prepared for war - ল্যাটিন প্রবাদ
ইস্রাইল আসলেই অনেক প্রিপারেশন নিয়েই নামছে। তাদের আকাশ প্রতিরক্ষা দুনিয়ার শেরা। তারা পরমাণু তাকার পরেও বলেনা উড়াই দিমু হেন তেন অন্যদিকে ইরান পরমানু বানাইতে গিয়া কত হুমকি দামকি, যত গর্জে তত বর্ষে না এরকম আরকি।
ইরানের ফাইটার বিমান গুলো সোভিয়েত আমলের, ইরানের আকাশ প্রতিরক্ষা অত্যন্ত দূর্বল। তবে এত বছর মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরেও
তারা কিছু ভালো মানের মিসাইল বানিয়েছে নিজেদের চেষ্টায়।
আমি ইস্রাইলের পক্ষে না বাস্তব চিত্র বলতেছি। আবেগ দিয়ে ভূ-রাজনীতি চলে না। এই যুদ্ধে সব দিক থেকে লাভজনক হবে চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড ছিলো নেতা দেশ আর পরে আমেরিকা হয়ে উঠে নেতা। এখন ইস্রাইল যেভাবে আমেরিকাকে নাচাচ্ছে ভবিষ্যতে বিশ্বের নেতা হতে পারে ইস্রাইল অথবা চীন।