ইসলাম

ইসলাম আমি কোন রাজনৈতিক কর্মী বা ব্যাক্তিত্ব নই আমার দল ও ধর্ম একটাই
আমি একজন মুসলিম আমার ধর্ম ইসলাম। 🫵 Rasheduzzaman (business men)

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
12/05/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

- Collected

01/04/2024
03/03/2024

আত্মহত্যা যদি সাধারণ বিষয় হতো তবে অধিকাংশ মানুষই একই পথ অনুসরণ করতো ।🥲

দুঃখের বিষয়
কিছু সংখ্যক মানুষ তার আয়ুকে অমান্য করে এ পথ বেছে নেয় এবং তার পরিচিত জনেরা তার জন্য জান্নাতের দোয়া করে
তাকে
শেষ বিদায় জানায়।
এর ফলে আগামী প্রজন্ম বিষয়টিকে স্বাভাবিক ভাবতে থাকে যার ফলে আরেকটি অধ্যায়ের সূচনা হয়।

বিষয় টি দুঃখজনক?..

রায়হানের মধ্যে মেয়েলি স্বভাব আছে! ছোটোবেলা থেকেই সে মেয়েদের সাথে মিশে!  ওর কোনো ছেলে বন্ধু নেই!এইচএসসি পাশ করার পর রায়হা...
29/01/2024

রায়হানের মধ্যে মেয়েলি স্বভাব আছে! ছোটোবেলা থেকেই সে মেয়েদের সাথে মিশে! ওর কোনো ছেলে বন্ধু নেই!

এইচএসসি পাশ করার পর রায়হান একটা মহিলা কলেজে ভর্তি পরীক্ষা দিলো। পরীক্ষায় পাশ করে ভর্তি হয়ে গেল!

প্রথমদিন ক্লাস করার সময় ম্যাডাম রায়হানকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "এই ছেলে তুমি এখানে কেন!"

রায়হনা বলল," আমি দেখতে ছেলে হলেও একজন মেয়ে!"

ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামের কাছে অভিযোগ করলেন। অধ্যক্ষ ম্যাডাম রায়হানকে ডেকে পাঠালেন।

রায়হান অধ্যক্ষ ম্যাডাক কে বলল, "ম্যাডাম আমি একজন মেয়ে!"

ম্যাডাম ভাবলেন দেশে এ সব নিয়ে খুব মাতামাতি হচ্ছে! এখন নিজের কলেজকে এ সবের মধ্যে ফেলা ঠিক হবে না! এই ছেলেটা মনে হয় হিজড়া!

তিনি রায়হান কে বললেন, " শোন ছেলে! স্যরি মেয়ে তোমাকে দেখতে অনেকটা ছেলে মনে হয়! তাই আমার কলেজে পরতে হলে একটু মেয়ে সেজে আসতে হবে! বুঝতে পারছ আমার কথা?"

রায়হান মাথা নেড়ে সায় দিলো। এবং ম্যাডামের রুম থেকে বের হয়ে আসল।

রায়হান মেয়েদের পোশাক পরে ক্লাসে যায়। এ নিয়ে এখন খুব একটা সমস্যা হয় না!

আবার সমস্যা হলো রায়হান হলে সিটের জন্য আবেদন করেছে! অধ্যক্ষ ম্যাডাম বললেন, "তোমকে সিট দেয়া হবে না!"

রায়হান বলল," কেন ম্যাডাম! আমি এই কলেজে ছাত্রী! আমার সিট পাওয়ার অধিকার নাই?"

ম্যাডাম ভেবে দেখলেন হিজড়াটাকে সিট না দিলে আবার না জানি কী হাঙ্গামা শুরু হয় কে জানে! তাই শেষমেশ সিট দেয়ার সিদ্ধান্ত নিলেন!

রায়হান হলে উঠে আসল। প্রথম প্রথম মেয়েরা ওর সাথে খুব একটা মিশে না। কিন্তু রায়হান ছোটবেলা থেকেই মেয়েদের সাথে মিশে অভ্যাস। কাজেই কিছুদিনের মধ্যে মেয়েরা ওর সাথে মিশতে শুরু করল।

এখন রায়হান হলের সবার ভালো বান্ধবী!

বছরখানেক পরে হলের দায়িত্ব থাকা ম্যাডাম অধ্যক্ষ ম্যাডের রুমে এসে বললেন," ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে!"

অধ্যক্ষ বললেন, "এই সকাল বেলা কে আপনার সর্বনাশ করল!"

একটু হাসলেন!

হলের ম্যাডাম বললেন, "আমার না হলের মেয়েদের করেছে! "

"হোয়াট! কী বলছেন আপনি?"

হলের ম্যাডাম একটু বাঁকা হাসি দিয়ে বললেন, " জী ম্যাডাম! হলের সব মেয়ে প্রেগন্যান্ট! "

ম্যাডামের চেহেরাটা কালো হয়ে গেল! "কী বলেন এ সব!"

"জি ম্যাডাম!"

"ডাকুন সব গাধীদের! "

সব কয়টা মেয়ে ম্যাডামের রুমে দাঁড়িয়ে আছে! ম্যাডাম কঠিন স্বরে বললেন, "কী করে হলো এ সব?"

নুসরাত নামের মেয়েটা বলল, "ওই শয়তান রায়হানটার জন্য ম্যাডাম! আমরা ওকে মেয়ে মনে করেছিলাম! ও যে একটা ছেলে বুঝতে পারিনি!"

"দেখে না হয় বুঝতে পারোনি! কিন্তু সেই সময়ই কী বুঝতে পারোনি?"

"স্বপ্ন ভেবেছিলাম ম্যাডাম! সুইটি বলল, ওর সাথে ঘুমালে সুন্দর স্বপ্ন দেখা যায়! তাই আমরা সবাই ওর ঘুমিয়েছিলাম! আপনি স্বপ্ন দেখেন না ম্যাডাম?"

ম্যাডাম বিরক্ত হয়ে বললেন," বের হও আমার রুম থেকে বলদ কোথাকার! "

এবার রায়হান কে ডেকে আনলেন। রায়হান ম্যাডামের সামনে দাঁড়িয়ে আছে!

ম্যাডাম বললেন, "এই ছেলে তুমি না মেয়ে?"

জি ম্যাডাম আমি তো নিজেকে মেয়েই মনে করি! কিন্তু ওরা আমাকে ছেলে মনে করলে আমার কী করার আছে বলেন!

বের হয় আমার কলেজ থেকে! বেয়াদব কোথাকার!



যারা আইডি ফলো না দিয়ে গল্প পড়ছেন,পেজটা ফলো করুন 👉 SM.শরীফ Islamヅ

24/01/2024

শরিফ শরিফার গল্প এ নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ।

আমার প্রশ্ন হলো
এটাকে যখন এপ্রুবাল দেয়া হয় শিক্ষা মন্তনালয় থেকে যদিও আমি এ বিষয় জানিনা আমার জানামতে এপ্রুবাল ছাড়া বই প্রকাশ হয় না।
তাহলে তারা কি এটা দেখে নাই

বাবরি মসজিদ আবার হবে ইনশাআল্লাহ
24/01/2024

বাবরি মসজিদ আবার হবে ইনশাআল্লাহ

যেসব সন্তান অন্যের মাকে সম্মান দিতে যানে না। ঐসকল সন্তান নিয়ে আমার সন্দেহ হয়, এরা কি আদৌ এক বাপের সন্তান। নাকি,, অন্যকার...
30/12/2023

যেসব সন্তান অন্যের মাকে সম্মান দিতে যানে না।
ঐসকল সন্তান নিয়ে আমার সন্দেহ হয়,
এরা কি আদৌ এক বাপের সন্তান।
নাকি,,
অন্যকারো হাত রয়েছে সেই সন্তান দুনিয়ায় আসার ক্ষেত্রে।

আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব আমার সন্তান কে মানুষ বানাতে।
আপনিও আপনার সন্তান কে মানুষ বানান।

আমি শুনেছি
নিজ বাপকে পিটিয়েছেন সন্তান,আজ দেখছি তিনিও মার খাচ্ছেন।
আমি শুনেছি
শাশুড়ী কে দুদের বদলে ফেন খাওয়াতে।
তাকে দেখেছি কোটি টাকার সম্পদ লাখ টাকা কামানে ওয়ালা সন্তান থাকতেও
কিভাবে
দিনের পর দিন না খেয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঢলে পড়েছে।

আমি দেখেছি
পাওনাদারের হক নষ্টের কারনে কিভাবে বেওয়ারিশের মত দেশান্তর হয়েছে।

আমি দেখেছি বেইমানি করে শেষে কিভাবে সে ব্যাক্তি রাস্তায় পাগল হয়ে ঘুরছে।

আমি আজও দেখছি
মানুষ মানুষ কে কিভাবে ঠকাচ্ছে ছলনার আশ্রয় নিচ্ছে।
দিন কে রাত রাতকে দিন বলছে।
বছরে বছরে হজ্জে যাচ্ছে
ফিরে এসে জমির আইল মাপছে।

কতটা দুঃখজনক মানুষ গুলো যদি একটিবার মৃত ব্যাক্তির চেহারা পরিমাপ করতো।
কাওকে দেখা যাচ্ছে জান্নাতি চেহারা কাওকে দেখাচ্ছে শয়তানের মত।
এতেই কি বুজা যায় না

আমি দেখেছি
কালো কুচ কুচে একটি লোক গাড়ি চাপায় মৃত্যু বরন করেছে কিন্তু কি অবাক কান্ড মৃত্যুর পরে তার চেহারাটা জ্বল জ্বল করছিল।

সুন্দর লোকের লাশও দেখেছি,
আমি কখনো শয়তান দেখিনি তাকে দেখে মনে হয়েছে শয়তান বুজি এমনই হয়।

আমি এখন নাস্তিক দের ও দেখছি।
তারা পরবর্তী জীবনে বিশ্বাসি না,
কিন্তু কি আজব
না হিংসা
না অহংকার না সম্পদের লোভ আছে এদের।

আর আমরা মুসলিম জাতি কি অদ্ভুত তাই না। 😡

সময় থাকতে মানুষ হোন, আল্লাহ সকলকে বুজার তৌফিক দান করুন আমাকে সহ,আমিন।

14/09/2023
14/09/2023

২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যা.....

🦋🥀...~~বুদ্ধিমতী মেয়েরা বিয়ের জন্য কখনো টাকা ওয়ালা, সুন্দর চেহারা, স্টাইলিশ ছেলে খোঁজে না.....!!তারা একজন দ্বীনদার, আদর্...
27/08/2023

🦋🥀...

~~বুদ্ধিমতী মেয়েরা বিয়ের জন্য কখনো টাকা ওয়ালা, সুন্দর চেহারা, স্টাইলিশ ছেলে খোঁজে না.....!!

তারা একজন দ্বীনদার, আদর্শবান, সৎ ছেলে খোজে~~

কারন.....!

তারা শুধু দুনিয়াতেই নয় জান্নাতেও একসাথে থাকতে চায়....❤️🖤

আর দ্বীনদার ছেলেরা হাজার নারীর প্রতি আসক্তও না......!

27/08/2023

“আস্তাগফিরুল্লাহ”(১০বার)
পড়া শেষে আলহামদুলিল্লাহ 🖤 🤍

দুনিয়ার সুখঃ১. মা-বাবা। ২.নেক স্বামী। ৩. নেক বিবি। ৪. নেক ছেলে মেয়ে।আখেরাতের সুখঃ১. ইলম। ২. পরহেজগারী। ৩. সদকা। ৪. নেক আ...
27/08/2023

দুনিয়ার সুখঃ
১. মা-বাবা। ২.নেক স্বামী। ৩. নেক বিবি। ৪. নেক ছেলে মেয়ে।

আখেরাতের সুখঃ
১. ইলম। ২. পরহেজগারী। ৩. সদকা। ৪. নেক আমল।

শরীরের সুখঃ
১. কম খাওয়া। ২. কম ঘুমানো। ৩. কম কথা বলা। ৪. কম হাসা।

মনের সুখঃ
১. সবর। ২. জিকির ও তাসবীহ পাঠ করা। ৩. আল্লাহর শোকর আদায় করা। ৪. ভাবগাম্ভির্য থাকা।

ঈমানের স্বার্থকতাঃ
১. লজ্জা। ২. পাক পবিত্র থাকা। ৩. সত্যের সাথে থাকা। ৪. ইনসাফ করা।

যেসব কথায় আল্লাহ নারাজ হনঃ
১. পারস্পরিক সম্পর্ক ছিন্ন করা।
২. মা বাপের উপর কথা বলা।
৩. স্বামী অবাধ্য হওয়া এবং স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করা। ৪. কারো সাথে প্র*তার*ণা, ছ*ল*না এবং মোনাফেকি করা।
৫. আজানের সময় কথা বলা আর কাজ করা।
৬. নামাজের পর দোয়া না করা।
৭. দাঁড়িয়ে পানি পান করা।
৮. গা*লা*গা*লি করা।
৯. হিং*সা রাখা।
১০. ঘরে মেহমান দেখে নারাজ হওয়া।
১১. চিরন্তন সত্যকে মিথ্যা প্রচার করা।
১২. ইসলামি শরীয়াহ অস্বীকার করা।
১৩. কারো সাথে তিন দিনের বেশী কথা বলা বন্ধ রাখা।
১৪. ওয়াক্ত মত সালাত আদায় না করা।

উপকারী কয়েকটি কথাঃ
→যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদত করো। যদি মুখের ঔজ্জ্বলতা বৃদ্ধি করতে চাও তাহলে নিয়মিত তাহাজ্জুদ পড়ো।

→যদি হৃদয়ে প্রশান্তি পেতে চাও তাহলে , কুরআন তেলাওয়াত করো।
→যদি শরীর সুস্থ পেতে চাও তাহলে , রোজা রাখো।
→যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে , ইস্তেগফার পড়ো।
→যদি ঘরে বরকত চাও তাহলে দুরুদ শরিফ পড়ো।
→যদি সব মুশকিল শেষ করতে চাও তাহলে , লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
→যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও তাহলে , দোয়া করো।

আল্লাহ পাক আমাদেরকে ভাল থাকার ও ভাল কাজের তওফীক দান করুন, ©️

🤲🕋🤲সুম্মা আমীন 🤲🕋🤲©️©️

27/08/2023

"ইসমে আজম"
দোয়া কবুলের অস্ত্র
"আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম"
৫ বার পড়ে দিবেন।

শুনেছি ৪০ জন আমিন বললে নাকি দুয়া কবুল হয়। আল্লাহ যেনো আমার সমস্যা সমাধান করে দেন। সবাই আমার জন্য দোয়া করবেন প্লীজ।
( পড়া শেষ করে আমিন লিখে দিয়েন)

এর মুল কারন পরকিয়া আসুন আমরা ঈমানের সহিত চলার প্রতিগ্গা করি।কি প্রয়োজন বাচ্চা হওয়ার পরে পরকিয়া করার বাচ্চা হওয়ার আগে আপন...
27/08/2023

এর মুল কারন পরকিয়া
আসুন আমরা ঈমানের সহিত চলার প্রতিগ্গা করি।

কি প্রয়োজন বাচ্চা হওয়ার পরে পরকিয়া করার
বাচ্চা হওয়ার আগে আপনাদের হুস কোথায় থাকে।
আর
আপনাদের বিয়েই বা করতে বলে কে।
পরকিয়া কারী কখনো মুসলিম নয় ওর কোন ধর্ম নেই।।
লালনত ঐ সকল নারী ও পুরুষের জন্য।

27/08/2023

ভাল ছেলের খোঁজ পেলে নিজেই তার পরিবারের কাছে প্রস্তাব পাঠান,( যদি দ্বীনদ্বার হয়)।।।।।।।।।।

Indirizzo

Segrate
1279

Telefono

+8801640949884

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ইসলাম pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a ইসলাম:

Video

Condividi

Società Di Media nelle vicinanze



Potrebbe piacerti anche