Hello Italy- হ্যালো ইতালি

Hello Italy- হ্যালো ইতালি ইতালিতে বসবাসরত বাংলাদেশী অভিবাসী অথবা যারা ইতালি সম্পর্কে আগ্রহী তাদের জন্য তৈরি করা হয়েছে।🇧🇩🇮🇹

16/06/2024
https://www.bbc.com/bengali/articles/c2jd298r819o
08/05/2024

https://www.bbc.com/bengali/articles/c2jd298r819o

অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসী হতে গিয়ে যারা ভূমধ্যসাগরে ডুবে মারা যাচ্ছে তাদের মধ্যে বড় অংশই বাংলাদে.....

😂😂😂😂😂😂
29/04/2024

😂😂😂😂😂😂

বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টিরহস্য জানায়, ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সা...
27/04/2024

বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টিরহস্য জানায়, ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। কথায় আছে, আপনি যা খুঁজছেন তা আপনাকেই খুঁজছে। ভ্রমণ সর্বদাই মানুষের ভিতরের এক সুপ্ত দিককে জাগরিত করে। মানুষ যুগ যুগ ধরেই অজানাকে জানতে আগ্রহী। আর অজানাকে জানার জন্য ভ্রমণ এর চেয়ে উত্তম আর কিছু নেই। 😊

এই সপ্তাহে প্রত্নতাত্ত্বিকরা পম্পেইয়ের একটি প্রাক্তন ব্যক্তিগত বাসভবনের একটি দেয়ালে অসাধারণভাবে সংরক্ষিত কিছু 'ফ্রেস্ক...
13/04/2024

এই সপ্তাহে প্রত্নতাত্ত্বিকরা পম্পেইয়ের একটি প্রাক্তন ব্যক্তিগত বাসভবনের একটি দেয়ালে অসাধারণভাবে সংরক্ষিত কিছু 'ফ্রেস্কো' পেইন্টিং আবিষ্কার করেছেন।
অত্যাশ্চর্য শিল্পকর্মগুলির মধ্যে একটিতে গ্রীক পুরাণের সুন্দরী হেলেন অফ ট্রয়কে চিত্রিত করা হয়েছে, প্রথমবারের মতো ট্রয়ের রাজকুমার প্যারিসের সাথে দেখা হয়েছিল।
উভয়ের মধ্যে সম্পর্ক তারপর পলায়নের কারণে খ্রিস্টপূর্ব ১২ শতকের ট্রোজান যুদ্ধের সূত্রপাত করেছিল।
পম্পেই ছিল একটি সমৃদ্ধশালী এবং ধনী রোমান শহর যার জনসংখ্যা ছিল প্রায় ১১,০০০। মাউন্ট ভিসুভিয়াস অগ্ন্যুৎপাতের গলিত শিলা এবং গরম ছাইয়ে পুরা শহর চাপা পড়ে যায়।
দুই হাজার বছর আগেও রোমান শিল্পকর্ম কতো সমৃদ্ধ ছিল এবং এখনো কতো জীবন্ত।

ইতালির ইতিহাসে এই বছর প্রথম বারের মত কোনো ইতালিয়ান স্কুল ইসলামিক উৎসব "ঈদ উল ফিতর" পালনের জন্য ছুটি ঘোষণা করে। পুরা ইতাল...
12/04/2024

ইতালির ইতিহাসে এই বছর প্রথম বারের মত কোনো ইতালিয়ান স্কুল ইসলামিক উৎসব "ঈদ উল ফিতর" পালনের জন্য ছুটি ঘোষণা করে।

পুরা ইতালির মধ্যে মিলানের কাছে "পিওলতেল্লো" এলাকায় সবথেকে বেশি ঘনত্বে অভিবাসী বাস করে এবং এখানে "ইকবাল মাসিহ" নামে একটা স্কুলে ঈদের জন্য এপ্রিলের ১০ তারিখ ছুটি ছিল। ১৯৯৫ সালে ১২ বছর বয়সী ইকবাল মাসিহ নামে এক পাকিস্তানি ক্যাথলিক ছেলে কাজের জায়গা থেকে পালিয়ে যাওয়ার পরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তাই তার নাম অনুসারে এই স্কুলের নামকরণ করা হয়। এই স্কুলের মোট স্টুডেন্টের আনুমানিক ৪০ শতাংশ মুসলিম স্টুডেন্ট।

অবশ্য, এই ঘটনায় জাতীয় বিতর্কের জন্ম দিয়েছে এবং তীব্র রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক রক্ষণশীলদের মধ্যে। আবার কোন কোন রাজনৈতিক নেতা ও খোলা মনের ইতালিয়ানরা খুব প্রশংসাও করেছে এই ঘটনাকে। 😊

প্রেস রিলিজতারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.। আজ থেকে বিমানের রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরুআজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থে...
17/02/2024

প্রেস রিলিজ
তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.।
আজ থেকে বিমানের রোম ফ্লাইটের টিকেট বিক্রি শুরু
আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দুপুর ০২:০৫টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হয়। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। নতুন রুট উপলক্ষ্যে বিশেষ ছাড় চলছে। আজ থেকে ২৬ মার্চ ২০২৪ তারিখের মধ্যে বিমান এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGROME15 ব্যবহার করে ১৫% ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিমান কলসেন্টার, নিজস্ব টিকেট কাউন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট ক্রয় করলে মূল ভাড়ার উপর ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে।
আগামী ২৬ মার্চ ২০২৪ তারিখ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমান এর প্রথম ফ্লাইট যাত্রা করবে। ২৬ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২:০০টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭:০০টায়। একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ০৮:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১১:৪৫টায়।
তবে ০১ এপ্রিল ২০২৪ থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৩:০০টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ০৯:১০টায় এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১০:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১২:৩০টায়।
ঢাকা-রোম রুটে সকল প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৬৪,৩৫৫ টাকা থেকে শুরু হবে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ১,০৪,৫৬৮ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাশে ঢাকা-রোম রুটে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ১,৪৪,১০৫ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ২,৫৮,৫৬৮ টাকা থেকে। রোম-ঢাকা রুটে ইকোনমি ক্লাশে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৪৮,৭৮৮ টাকা থেকে এবং রাউন্ড ট্রিপ টিকেটের মূল্য শুরু হবে ৮৯,৮৫২ টাকা থেকে। বিজনেস ক্লাশের ক্ষেত্রে একমূখি ও রাউন্ড ট্রিপ ভাড়া শুরু হবে যথাক্রমে ১,২২,৬৬৩ ও ২,২২,২৩৬ টাকা থেকে। মু্দ্রা বিনিময় হার, সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।
ফ্লাইটের সিডিউল, সময়সূচি ও টিকেটের মূল্য সম্পর্কিত বিস্তারিত তথ্য বিমান এর ওয়েবসাইট WWW.BIMAN-AIRLINES.COM থেকে পাওয়া যাবে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে।

আমার এক মামা ছিলেন, জোবায়ের মামা। আল্লাহ ওনাকে জান্নাত বাসি করুক। ছোট বেলায় যখন মামাদের বাড়ী যেতাম ওনার ঘরের পাশে অতি যত...
11/02/2024

আমার এক মামা ছিলেন, জোবায়ের মামা। আল্লাহ ওনাকে জান্নাত বাসি করুক। ছোট বেলায় যখন মামাদের বাড়ী যেতাম ওনার ঘরের পাশে অতি যত্নে একটা অপরিচিত লতানো গাছ লাগানো দেখতাম। একদিন মামাকে জিজ্ঞেস করলাম এটা কি গাছ। নাকের ডগায় থাকা মোটা গ্লাসের চশমার উপর দিয়ে তাকিয়ে মামা বললেন এটার নাম "মানিপ্লান্ট"। আমি অবাক হয়ে আবার জিজ্ঞাস করলাম আসলেই কি এটা টাকার গাছ? মামা হয়তো ভাগ্নার সাথে মজা করেই বলেছিলেন হ্যা এটা বড় হলে ফুলের পরিবর্তে টাকা ধরবে গাছে। ছোট থাকতে অনেক বছর পর্যন্ত আমি ওটাই বিশ্বাস করতাম আর ভাবতাম কিভাবে আমিও একটা ঐরকম গাছ লাগাব আমাদের বাড়ীতে।

ইতালিতে নতুন বছরে এখনো পর্যন্ত ১৭ জনের বেশি বাংলাদেশী প্রবাসী মারা গেছেন। কোভিডের সময়ও এতো মৃত্যু দেখা যায়নি। ভালো থাকতে চাওয়া বা পরিবারকে ভালো রাখতে চাওয়া এটা খুবই মৌলিক ব্যপার। সতেরো জনের অধিকাংশই হয়তো একটু ভালো থাকার জন্য, একটু আর্থিক সচ্ছলতার জন্য এই প্রবাস জীবনে এসেছিল। কিন্তু তাদের বিদায়টা মোটেই মসৃণ হয়নি বা হয়না। ইতালিতে এখনো মুসলিম গোরস্থানের ব্যবস্থা নেই এবং অধিকাংশ মরদেহই বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। মরদেহ দেশে পাঠানো যে পরিমাণে পীড়াদায়ক ব্যাপার শুধু তারাই জানে ব্যাপারটা যাদের কাছের কেউ মারা গেছে প্রবাসে।

মানুষ জন্মসূত্রে খুব অল্প কিছু জিনিস পায়, তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হল সে নিজের একটা দেশ পায়। আর সেই দেশ কেউ শখ করে ছাড়তে চায় না। আর ছাড়লেও পৃথিবীর যেখানেই থাক তার নিজের দেশ বলতে জন্মসূত্রে পাওয়া দেশটাকেই বোঝায়। এর থেকে কষ্টের আর কি হতে পারে, এই পৃথিবী থেকে বিদায় বেলায় যদি নিজের দেশ, আত্মীয়স্বজনকে কাছে না পাওয়া যায়। মামার কথা মত যদি সত্যি সবার একটা করে মানিপ্লান্ট থাকতো তাহলে হয়তো এতো এতো মানুষের আর এই কষ্টের বিদায় নিতে হতো না পৃথিবী থেকে।

❤️দীর্ঘ ৯ বছর পর ইতালী যাচ্ছে বাংলাদেশ বিমান❤️ইতালির রোমের আকাশে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ার...
03/02/2024

❤️দীর্ঘ ৯ বছর পর ইতালী যাচ্ছে বাংলাদেশ বিমান❤️

ইতালির রোমের আকাশে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সবকিছু ঠিক থাকলে প্রায় ৯ বছর পর আগামী ২৬ মার্চ রোমের উদ্দেশে উড়বে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির ফ্লাইট।

গত ৩০ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ এই তারিখের মধ্যে (২৬ মার্চ) আবারও রোমের আকাশে উড়বে বিমান। আমাদের টার্গেট থাকবে এই রুটের প্রবাসীদের সর্বোচ্চ সেবাদান নিশ্চিত করা।

জানা গেছে, বর্তমানে রোমে বিমানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ ও স্টেশন চালু করাসহ সব ধরনের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দিয়ে ঢাকা থেকে ৯ ঘণ্টায় রোমে পৌঁছাবে ফ্লাইটটি।

বর্তমানে বিমানের বহরে ১৬টি বোয়িং কোম্পানির উড়োজাহাজসহ মোট ২১টি এয়ারক্রাফট আছে। এছাড়া দুইটি কার্গোসহ আরও ১০টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনাও রয়েছে তাদের।

২০১৫ সালে লোকসানের কারণে বিমানের রোম ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হয়।

Indirizzo

Via Macerta
Rome
00176

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Hello Italy- হ্যালো ইতালি pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Hello Italy- হ্যালো ইতালি:

Video

Condividi